Ingenious Crop Science Limited Kurigram territory

Ingenious Crop Science Limited Kurigram territory +8801748613962

পরিচিতিঃ ভুট্টার ফল আর্মিওয়ার্ম পোকাফল আর্মিওয়ার্ম হলো লেপিডোপ্টেরা পর্বের একটি ক্ষতিকর কাটুই পোকা। এই পোকার সংক্রমন সবথ...
21/11/2024

পরিচিতিঃ ভুট্টার ফল আর্মিওয়ার্ম পোকা

ফল আর্মিওয়ার্ম হলো লেপিডোপ্টেরা পর্বের একটি ক্ষতিকর কাটুই পোকা। এই পোকার সংক্রমন সবথেকে বেশি দেখা যায় আমেরিকা মহাদেশের বিভিন্ন অঞ্চলে। সর্বশেষ তথ্য মতে, এ ক্ষতিকর পোকাটির আক্রমণ বাংলাদেশের বিভিন্ন জায়গায় পরিলক্ষিত হয়েছে।

ফল আর্মিওয়ার্ম বা সাধারন কাটুই পোকা পৃথিবীব্যাপী একটি মারাত্মক ক্ষতিকারক ও বিধ্বংসী পোকা হিসেবে পরিচিত।

এটি মূলত আমেরিকা মহাদেশের পোকা হলেও ২০১৬ সালে আফ্রিকা মহাদেশে এদের আক্রমণ পরিলক্ষিত হয়।

২০১৮ সালে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ বিশেষত; ভারত এবং শ্রীলংকায় এদের আক্রমণ পরিলক্ষিত হয়।

২০১৮ সালের নভেম্বর মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট কর্তৃক দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলাসমূহে এদের আক্রমণ রেকর্ড করা হয়েছে।

পোকা চেনার উপায়ঃ

দেহের উপরিভাগে দুই পাশে লম্বালম্বিভাবে গাঢ় রঙের দাগ রয়েছে।

মাথায় উল্টা Y অক্ষরের মধ্যে জালের মতো দাগ রয়েছে।

পোকাটির পৃষ্ঠ দেশের ৮ম খণ্ডে ৪ টি কালো দাগ রয়েছে।

ফল আর্মিওয়ার্মের জীবনচক্রঃ

ডিম, কীড়া, পুত্তলি এবং পূর্নাঙ্গ পোকা এই ৪ টি ধাপে পোকাটি জীবনচক্র সম্পন্ন করে থাকে।

এই পোকাটি শীতকালে ৭০-৮০ দিনে এবং গ্রীষ্মকালে ৩০-৩৫ দিনে জীবনচক্র সম্পন্ন করে থাকে।

জীবনচক্রের মধ্যে ডিম ( ৩-৫ ), কীড়া (১৪-২৮ ), পুত্তলি (৭-১৪ ) এবং পূর্নাঙ্গ অবস্থায় (১১-১৪) দিন অতিবাহিত করে থাকে।

স্ত্রী পোকা সাধারণত পাতার নিচে ডিম পাড়ে। পরবর্তীতে ডিম ফুটে কীড়া বের হয়ে পাতা বা ফল খাওয়া শুরু করে।

ক্ষতির ধরণঃ

পোকাটি কীড়া অবস্থায় গাছের পাতা ও ফল খেয়ে থাকে।

পূর্নাঙ্গ পোকা ফসলের ব্যাপক ক্ষতি করে থাকে।

ক্ষতির ব্যপ্তিঃ

কীড়া অবস্থায় পোকাটির খাদ্য চাহিদা কম থাকে এবং এসময় তারা গাছের পাতা ও ফল খেয়ে থাকে। তবে জীবনচক্রের শেষ ধাপসমূহে এর খাদ্য চাহিদা ৫০ গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। পূর্নাঙ্গ পোকা ভুট্টা, আলু বা অন্যান্য ফসলের ক্ষেতে প্রায় ২০-১০০% পর্যন্ত ক্ষতি সাধন করে থাকে। তবে ভুট্টা ফসলে এর সর্বাধিক ক্ষতি পরিলক্ষিত হয়।

দমন ব্যবস্থাঃ

ইউ-টার্ণ ৬০WP ১৬ লিটার পানিতে ৮গ্রাম এবং সিমলা-৫৫ ইসি ২৫ মিলি মিশিয়ে স্প্রে করুন‍।

যেকোনো ভালো পরামর্শের জন্য যোগাযোগ করুন।

মোবাঃ- ০১৭৪৪৮৭৩৯০৭

অনেকদিন পর পেজটা ফিরে পেলাম।বি এল বি এবং ব্লাস্টের জন্য। অনলাইন ৮৩ ডব্লিউ পিব্যবহার করুন। ৪০ গ্রাম ৩৩ শতক জমিতে।
21/10/2024

অনেকদিন পর পেজটা ফিরে পেলাম।
বি এল বি এবং ব্লাস্টের জন্য। অনলাইন ৮৩ ডব্লিউ পি
ব্যবহার করুন। ৪০ গ্রাম ৩৩ শতক জমিতে।

মেসার্স সিয়াম এন্টারপ্রাইজ এর উদ্যোগেরিটেইলার আনন্দ ভ্রমণ বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজার।চলো যাই ঘুরে আসিজগৎ দেখ...
31/01/2023

মেসার্স সিয়াম এন্টারপ্রাইজ এর উদ্যোগে
রিটেইলার আনন্দ ভ্রমণ
বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত
কক্সবাজার।

চলো যাই ঘুরে আসি
জগৎ দেখার আনন্দে।

দীর্ঘ 40 দিন মেয়াদি সেরা মাজরার সমাধান।
28/01/2023

দীর্ঘ 40 দিন মেয়াদি সেরা মাজরার সমাধান।

Address

Kurigram
Rangpur
2222

Alerts

Be the first to know and let us send you an email when Ingenious Crop Science Limited Kurigram territory posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category