
21/11/2024
পরিচিতিঃ ভুট্টার ফল আর্মিওয়ার্ম পোকা
ফল আর্মিওয়ার্ম হলো লেপিডোপ্টেরা পর্বের একটি ক্ষতিকর কাটুই পোকা। এই পোকার সংক্রমন সবথেকে বেশি দেখা যায় আমেরিকা মহাদেশের বিভিন্ন অঞ্চলে। সর্বশেষ তথ্য মতে, এ ক্ষতিকর পোকাটির আক্রমণ বাংলাদেশের বিভিন্ন জায়গায় পরিলক্ষিত হয়েছে।
ফল আর্মিওয়ার্ম বা সাধারন কাটুই পোকা পৃথিবীব্যাপী একটি মারাত্মক ক্ষতিকারক ও বিধ্বংসী পোকা হিসেবে পরিচিত।
এটি মূলত আমেরিকা মহাদেশের পোকা হলেও ২০১৬ সালে আফ্রিকা মহাদেশে এদের আক্রমণ পরিলক্ষিত হয়।
২০১৮ সালে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ বিশেষত; ভারত এবং শ্রীলংকায় এদের আক্রমণ পরিলক্ষিত হয়।
২০১৮ সালের নভেম্বর মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট কর্তৃক দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলাসমূহে এদের আক্রমণ রেকর্ড করা হয়েছে।
পোকা চেনার উপায়ঃ
দেহের উপরিভাগে দুই পাশে লম্বালম্বিভাবে গাঢ় রঙের দাগ রয়েছে।
মাথায় উল্টা Y অক্ষরের মধ্যে জালের মতো দাগ রয়েছে।
পোকাটির পৃষ্ঠ দেশের ৮ম খণ্ডে ৪ টি কালো দাগ রয়েছে।
ফল আর্মিওয়ার্মের জীবনচক্রঃ
ডিম, কীড়া, পুত্তলি এবং পূর্নাঙ্গ পোকা এই ৪ টি ধাপে পোকাটি জীবনচক্র সম্পন্ন করে থাকে।
এই পোকাটি শীতকালে ৭০-৮০ দিনে এবং গ্রীষ্মকালে ৩০-৩৫ দিনে জীবনচক্র সম্পন্ন করে থাকে।
জীবনচক্রের মধ্যে ডিম ( ৩-৫ ), কীড়া (১৪-২৮ ), পুত্তলি (৭-১৪ ) এবং পূর্নাঙ্গ অবস্থায় (১১-১৪) দিন অতিবাহিত করে থাকে।
স্ত্রী পোকা সাধারণত পাতার নিচে ডিম পাড়ে। পরবর্তীতে ডিম ফুটে কীড়া বের হয়ে পাতা বা ফল খাওয়া শুরু করে।
ক্ষতির ধরণঃ
পোকাটি কীড়া অবস্থায় গাছের পাতা ও ফল খেয়ে থাকে।
পূর্নাঙ্গ পোকা ফসলের ব্যাপক ক্ষতি করে থাকে।
ক্ষতির ব্যপ্তিঃ
কীড়া অবস্থায় পোকাটির খাদ্য চাহিদা কম থাকে এবং এসময় তারা গাছের পাতা ও ফল খেয়ে থাকে। তবে জীবনচক্রের শেষ ধাপসমূহে এর খাদ্য চাহিদা ৫০ গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। পূর্নাঙ্গ পোকা ভুট্টা, আলু বা অন্যান্য ফসলের ক্ষেতে প্রায় ২০-১০০% পর্যন্ত ক্ষতি সাধন করে থাকে। তবে ভুট্টা ফসলে এর সর্বাধিক ক্ষতি পরিলক্ষিত হয়।
দমন ব্যবস্থাঃ
ইউ-টার্ণ ৬০WP ১৬ লিটার পানিতে ৮গ্রাম এবং সিমলা-৫৫ ইসি ২৫ মিলি মিশিয়ে স্প্রে করুন।
যেকোনো ভালো পরামর্শের জন্য যোগাযোগ করুন।
মোবাঃ- ০১৭৪৪৮৭৩৯০৭