Perfume-পারফিউম

Perfume-পারফিউম চির উন্নত মম শির Hello, my name is Rijon. I live in Rangpur, Dhaka, Bangladesh. please all friends support for me in Facebook page. thank you
(4)

17/04/2025

টাকাই পুরুষের একমাত্র পারফিউম,
যা সবাইকে আকর্ষণ করে।

প্রত্নতত্ত্ববিদগণ ধারণা করেন, দুর্গটি নির্মাণ করেছেন রাজা পৃথু ও এটিকে তিনি রাজধানী হিসেবে ব্যবহার করতেন। ইতিহাসবিদদের ম...
21/11/2024

প্রত্নতত্ত্ববিদগণ ধারণা করেন, দুর্গটি নির্মাণ করেছেন রাজা পৃথু ও এটিকে তিনি রাজধানী হিসেবে ব্যবহার করতেন। ইতিহাসবিদদের মতে, ১২৫৭ সালে সুলতান মুঘিসউদ্দীন কামরূপ রাজ্য আক্রমণ করলে এটি সুলতানী শাসনে চলে আসে। ১৪৫৮ খ্রিষ্টাব্দের দিকে ভিতরগড় অঞ্চলটি কামরূপ রাজ্যের হোসেন শাহ শাসন করেছেন। এছাড়াও এ অঞ্চলটি একসময় গৌড় ও প্রাগজ্যোতিষপুরের অংশ ছিলো বলে মনে করা হয়। খনন কাজের সময় দুর্গটিতে দুটি প্রাচীন মন্দিরও আবিষ্কৃত হয়।

ভিতরগড় দুর্গ পঞ্চগড় জেলার সদর উপজেলার অমরখানা ইউনিয়নে অবস্থিত। এই দুর্গনগরীটি প্রায় ২৫ বর্গকিলোমিটার ব্যাপ্ত এলাকা নিয়ে বিস্তৃত। পুরো দুর্গটি কয়েকটি স্তরে চারটি আবেষ্টনী দেওয়াল দিয়ে বিভক্ত ও এর উত্তর দিকের দেওয়াল এবং পূর্ব-পশ্চিম দেওয়ালের কিছু অংশ ভারতের জলপাইগুড়ি জেলায় পড়েছে। ১৮০৯ খ্রিষ্টাব্দে বুকানন হ্যামিল্টন ভিতরগড় পরিদর্শন শেষে লিখেছিলেন যে, “ভিতরগড় নগরীটি চারটি আভ্যন্তরীক গড়ের সমবায়ে গঠিত। গড়গুলির একটি অপরটির অভ্যন্তরভাগে অবস্থিত। রাজার প্রাসাদ অবস্থিত ছিল সবচেয়ে ভিতরের গড়ে। সবচেয়ে ভিতরের এবং মধ্যবর্তী নগরীর উপবিভাগ ছিল। প্রতিটি নগরী সুইচ্চ দুর্গপ্রাচীর ও সুবৃহৎ পরিখা দ্বারা পরিবেষ্টিত ছিল যার প্রস্থ প্রায় ৫০ ফুট এবং গভীরতা ১০ থেকে ১৫ ফুট। দুর্গর প্রাচীর মাটি ও ইটের মিশ্রণে তৈরী ছিল। দুর্গ নগরীটি কয়েকটি ক্ষুদ্র নগরীতে বিভক্ত ছিল। পূর্ববাহুর সবচেয়ে বাইরের নগরীতে নিম্নবর্গীয় মানুষজন বসবাস করতো এবং স্থানটির নাম ছিরৎল হরিরঘর।”

মির্জাপুর শাহী মসজিদ।মির্জাপুর, আটোয়ারী, পঞ্চগড়।মির্জাপুর শাহী মসজিদটি আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্...
20/11/2024

মির্জাপুর শাহী মসজিদ।
মির্জাপুর, আটোয়ারী, পঞ্চগড়।
মির্জাপুর শাহী মসজিদটি আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে অবস্থিত। ১৬৭৯ খ্রিষ্টাব্দে (সম্ভাব্য) নির্মিত ঢাকা হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত মসজিদের সাথে মির্জাপুর শাহী মসজিদের নির্মাণ শৈলীর সাদৃশ্য রয়েছে। এ থেকে ধারণা করা হয় ঢাকা হাইকোর্ট প্রাঙ্গনে অবস্থিত মসজিদের সমসাময়িক কালে এ মির্জাপুর শাহী মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন হয়। দোস্ত মোহম্মদ নামে এক ব্যক্তি এটির নির্মাণ কাজ শেষ করেন মর্মে জানা যায়। মসজিদের নির্মাণ সম্পর্কে পারস্য ভাষায় লিখিত মধ্যবর্তী দরজার উপরিভাগে একটি ফলক রয়েছে । মসজিদটির দেওয়ালের টেরাকোটা ফুল এবং লতাপাতার নক্সা খোদাই করা রয়েছে। মসজিদের সন্মুখভাগে আয়তাকার টেরাকোটার নক্সাসমুহের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে - একটির সাথে অপরটির কোন মিল নেই, প্রত্যেকটি পৃথক পৃথক। মসজিদটির দৈর্ঘ্য ৪০ ফুট, প্রস্থ ২৫ ফুট এবং এক সারিতে ০৩ (তিন) টি গম্বুজ আছে।মসজিদের নির্মাণ শৈলীর নিপুনতা ও দৃষ্টিনন্দন কারুকার্য এখনও দর্শনার্থীদের আকৃষ্ট করে।
কিভাবে যাওয়া যায়:
রাজধানী ঢাকা হতে ডে/নাইট কোচ যোগে সরাসরি আটোয়ারী উপজেলা বাস ষ্ট্যান্ড। আটোয়ারী থেকে বাসযোগে মির্জাপুর ৬ কিলোমিটার। মির্জাপুর হতে পূর্বদিকে রিক্সা/ভ্যানযোগে ১কিলোমিটার মির্জাপুর শাহী মসজিদ। রাজধানী ঢাকা'র কমলাপুর রেল ষ্টেশন হতে সরাসরি দিনাজপুর ষ্টেশন। অতঃপর দিনাজপুর হতে কিসমত (আটোয়ারী) রেল ষ্টেশন হয়ে বাস/রিক্সা/ভ্যানযোগে ৬কিলোমিটার আটোয়ারী উপজেলা। আটোয়ারী থেকে বাসযোগে মির্জাপুর ৬ কিলোমিটার। মির্জাপুর হতে পূর্বদিকে রিক্সা/ভ্যানযোগে ১ কিলোমিটার মির্জাপুর শাহী মসজিদ।

পঞ্চগড় জেলার যেসব উপজেলা-আটোয়ারী উপজেলা,তেতুলিয়া উপজেলা,দেবীগঞ্জ উপজেলা,পঞ্চগড় সদর উপজেলাবোদা উপজেলাকেউ কেউ মনে করে থ...
19/11/2024

পঞ্চগড় জেলার যেসব উপজেলা-
আটোয়ারী উপজেলা,
তেতুলিয়া উপজেলা,
দেবীগঞ্জ উপজেলা,
পঞ্চগড় সদর উপজেলা
বোদা উপজেলা
কেউ কেউ মনে করে থাকেন যে, প্রাচীনকালে পুণ্ড্রবর্ধন রাজ্যের অর্ন্তগত ‘পঞ্চনগরী’ নামে একটি অঞ্চল ছিল। কালক্রমে পঞ্চনগরী ‘পঞ্চগড়’ নামে আত্মপ্রকাশ করে। ‘পঞ্চ’ (পাঁচ) গড়ের সমাহার ‘পঞ্চগড়’ নামটির অপভ্রংশ ‘পঞ্চগড়’ দীর্ঘকাল এই জনপদে প্রচলিত ছিল। কিন্তু এই অঞ্চলের নাম যে পঞ্চগড়-ই ছিল সে ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত হওয়া যায় না। পঞ্চগৌড়ের একটি অংশ হিসেবে প্রাকৃত ভাষার বৈশিষ্ট্য অনুযায়ী পঞ্চগড়ের নামকরণের সম্ভাবনা থেকে যায়। অর্থাৎ পঞ্চগৌড় > পঞ্চগোড় > পঞ্চগড়। অবশ্য আরেকটি বহুল প্রচলিত ধারণা মতে, এই অঞ্চলের পাঁচটি গড়ের সুস্পষ্ট অবস্থানের কারণেই "পঞ্চগড়" নামটির উৎপত্তি। গড়গুলো হলো:
ভিতরগড়
মিরগড়
রাজনগড়
হোসেনগড়
দেবনগড়
আবার কিছুটা ভিন্ন মতে ‘পঞ্চ’ শব্দের অর্থ 'পাঁচ', আর ‘গড়’ শব্দের অর্থ 'বন বা জঙ্গল'। ভারত বিভাগের আগে এই অঞ্চল জঙ্গলাকীর্ণ থাকায়, তা থেকেও এলাকার নাম হতে পারে 'পঞ্চগড়'। যদিও বর্তমানে জনবসতি গড়ে ওঠায় বনভূমি প্রায় নেই বললেই চলে।
পঞ্চগড়ে আমি মোট ৪ বার গিয়েছি। আমি ছুটে চলেছি বাংলাদেশের পথে প্রান্তরে।বাংলার ইতিহাস, ঐতিহ্য ,মাটি এবং মানুষের সাথে মেশার চেষ্টা করেছি।
ইতিহাস ঐতিহ্য এবং ঐতিহাসিক স্থাপনা ছিলো আমার ভ্রমণের মূল কেন্দ্রবিন্দু। আমি ভ্রমণ করি জানার জন্য এবং তা জানানোর জন্য।আমার ভ্রমণের প্রত্যেকটা গল্প এই পেইজে লেখা আছে খুজলেই পেয়ে যাবেন।ঐতিহাসিক স্থাপনা আমার ভ্রমণের মূল আকর্ষণ।বাংলাদেশ ইতিহাস সমৃদ্ধ একটা জনপদ এর রয়েছে হাজার বছরের ইতিহাস এবং দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রায় তিন হাজারের মত ঐতিহাসিক স্থাপনা।
সবুজ শ্যামল এই বাংলার পথে প্রান্তরে আমার পায়ের ছাপ পরে থাকুক, বাংলার অনেক পথ এখনো আমার অচেনা, অনেক দেখা বাকি আমৃত্যু চলুক এই পথচলা।

পঞ্চগড় জেলার অন্যতম প্রাচীন এবং বৃহৎ মন্দির, মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ভুপ বাহাদুর এর মহতী স্থাপনা জগবন্ধু ঠাকুরবাড়ি দে...
18/11/2024

পঞ্চগড় জেলার অন্যতম প্রাচীন এবং বৃহৎ মন্দির, মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ভুপ বাহাদুর এর মহতী স্থাপনা জগবন্ধু ঠাকুরবাড়ি দেবীগঞ্জের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। দেবীগঞ্জের পূজা-পার্বণ উদযাপনের কেন্দ্র ঐতিহ্যবাহী জগবন্ধু ঠাকুরবাড়ি মন্দিরটি ১৯১৪ সালে পঞ্চগড় ভারতবর্ষের কুচবিহারের অর্ন্তভুক্ত থাকাকালীন সময়ে কুচবিহারের মহারাজা নিপেদ্র নারায়ণ ভুপ বাহাদুর নির্মাণ করেন। জগবন্ধু ঠাকুরবাড়িতে প্রতিবছর সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা আর পঞ্চগড় জেলার সব থেকে বড় দূর্গা পূজার আয়োজন হয় এখানে। দুর্গাপূজার সময় মন্দির প্রাঙ্গনে সপ্তাহব্যাপী বসে মেলা, আয়োজন করা হয় মনোমুগ্ধকর আলোকসজ্জা। শত বছরের পুরানো এই মহতী স্থাপনা দেখতে প্রতিদিন দর্শনার্থীরা ভিড় করেন।
উনবিংশ শতাব্দীর শেষার্ধে কোচবিহার মহারাজা নিপেদ্র নারায়ণ তাঁর চাকলাজাত এস্টেট বোদা, পাটগ্রাম এবং পূর্বভাগ চাকলার সদর কার্যালয় বোদার কুমারী কোট থেকে দেবীগঞ্জে সরিয়ে আনেন। অতঃপর বিংশ শতকের একেবারে গোড়ার দিকে মহারাজার ম্যানেজার ভজনপুর তহশীলে যাওয়ার সময় শালডাঙ্গার জঙ্গলে পৌঁছালে বাহক হাতি চঞ্চল হয়ে ওঠে এবং এগিয়ে যেতে অস্বীকৃতি জানায়। হাতির লাগাম ছেড়ে দেয়া হলে, হাতিটি একটি পোড়া ভস্মের কাছে এসে থামে। হাতিটি তাঁর শূঁড় দিয়ে সেই ভস্ম সরানো শুরু করলে তার ভেতরে দেখা যায় একটি পিতলের মূর্তি। মূর্তিটি ছিলো দশভুজা বা দুর্গার। মূর্তি উদ্ধারের পর হাতিটি ভজনপুরের দিকে অগ্রসর হতে না চাইলে, ম্যানেজার পুনরায় দেবীগঞ্জে ফিরে আসেন। মূর্তি লাভের খবর পাঠানো হয় মহারাজা নিপেদ্র নারায়ণ-এর নিকট। রাজা বলে পাঠান মূর্তিটি যেহেতু আংশিক ভাঙ্গা, সেহেতু সেটি কাশীতে পাঠিয়ে ভালোভাবে নির্মাণ করা হোক এবং দেবীগঞ্জে একটি মন্দির নির্মাণ করে তারপর মূর্তিটিকে প্রতিষ্ঠিত করা হোক সেই মন্দিরে। ঠাকুরবাড়ির বর্তমান পূজারী ঠাকুর অভিমত ব্যক্ত করেন যে, শালডাঙ্গায় প্রাপ্ত উক্ত বিগ্রহটি সম্ভবত দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের আন্দোলনের সময় তাঁদেরই উপাসনার জন্য গভীর জঙ্গলে প্রতিষ্ঠিত হয়েছিল। দুর্গাপূজায় জগবন্ধু ঠাকুরবাড়ির মনোমুগ্ধকর প্যান্ডেল
মহারাজা নৃপেন্দ্র নারায়ণের ইচ্ছা অনুযায়ী মূর্তিটিকে কাশীতে পাঠিয়ে অষ্টধাতু দিয়ে তৈরি করে আনা হয়। ইতিমধ্যে ১৯১৪ খ্রিস্টাব্দে নির্মিত হয় জগবন্ধু ঠাকুর বাড়ি। সেখানেই স্থাপন করা হয় দশভূজা দুর্গা মূর্তি। পরবর্তীতে কালক্রমে মন্দিরটির ক্ষয়ক্ষতি হলে ব্রিটিশ কোম্পানি আমলের অট্টালিকা রীতিতে ব্রিটিশ স্থাপত্যের সাথে মিল রেখে ইট, সুরকি, চুন, পাথর ও লোহার সমন্বয়ে জমিদার বাড়ির আদলে পুনর্নির্মাণ হয় জগবন্ধু ঠাকুরবাড়ি। সেই সময় (১৯০৬) কোচবিহার মহারাজা নৃপেন্দ্র নারায়ণ দেবীগঞ্জে একটি ইংরাজি স্কুল যা নৃপেন্দ্র নারায়ণ সরকারি স্কুল নামে পরিচিত এবং একটি দাতব্যচিকিৎসালয় স্থাপন করেছিলেন (১৯০২)। ১৯৬৯ খ্রিস্টাব্দে উক্ত দশভূজা দুর্গা মূর্তিটি চুরি হয়ে যায়।
জগবন্ধু ঠাকুরবাড়ি মন্দিরের মূল ভবনে প্রবেশের জন্য রয়েছে একটি গোলাকৃতির প্রবেশদ্বার, যার উভয় পাশে উঁচু দুটি পিলার এবং বাম দিকে পুরোহিত প্রবেশের জন্য রয়েছে একটি ছোট প্রবেশদ্বার। মন্দিরের ভিতরে আলো-বাতাস চলাচলের জন্য গোলাকার আকৃতির ৮টি জানালা এবং মন্দিরের ভিতরে ৩টি কক্ষ রয়েছে। ডান পাশের কক্ষে দেবী কালীর প্রতিমা, মাঝের কক্ষে দেবী দূর্গার এবং বাম পাশের কক্ষে কৃষ্ণ ঠাকুরের প্রতিমা রয়েছে। মন্দিরের পিছনের অংশে রয়েছে পূজা অর্চনা ও রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত পুরোহিতের থাকার জায়গা ও মন্দির কমিটির কার্যালয়, মন্দিরের ডানে দূর্গা পূজার স্থায়ী মন্ডব, সামনে বিস্তৃর্ণ ফাঁকা মাঠ এবং চতুর্দিক ইটের সীমানা প্রাচীর দিয়ে ঘেরা ঐতিহাসিক জগবন্ধু ঠাকুরবাড়ি মন্দির।
প্রতিবছর বৃহৎ পরিসরে সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজার আয়োজন করা হয় জগবন্ধু ঠাকুরবাড়িতে। দুর্গাপূজার সময় মন্দির প্রাঙ্গনে বসে সপ্তাহব্যাপী মেলা। এছাড়া সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা সহ সনাতন ধর্মের অন্যনা ধর্মীয় আচার অনুষ্ঠান এখানে পালন করা হয়। প্রতিষ্ঠার পর থেকে গত ১১০ বছর ধরে নিয়মিত পূজা, অর্চনা চলছে। এছাড়া প্রতিদিন গীতা পাঠ এবং প্রতি শুক্রবার ও শনিবার ধর্মীয় আলোচনা হয়ে থাকে। শত বছরের পুরানো ঐতিহাসিক জগবন্ধু ঠাকুরবাড়ি মন্দির দেখতে দূরদূরান্ত থেকে সনাতন ধর্মাবলম্বীরা ছুটে আসেন দেবীগঞ্জে। প্রতিষ্ঠার সময় থেকে ব্রিটিশ শাসন এবং পাকিস্তানি শাসন আমল পার করে স্বাধীন বাংলাদেশে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের ভুপ বাহাদুরের স্মৃতি জাগরুক করে ১১০ বছর ধরে ঠায় দাঁড়িয়ে আছে ঐতিহাসিক জগবন্ধু ঠাকুরবাড়ি।
অবস্থানঃ জগবন্ধু ঠাকুরবাড়ি দেবীগঞ্জ উপজেলা শহরের করতোয়া সেতু রোড তথা এশিয়ান মহাসড়ক সংলগ্ন মধ্য পাড়ায় ১ একর ৪ শতাংশ জমির উপর জগবন্ধু ঠাকুরবাড়ির অবস্থান।

ঐতিহাসিক গোলকধাম মন্দির।শালডাংগা, দেবীগঞ্জ, পঞ্চগড়।গোলকধাম মন্দিরটি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার শালডাংগা ইউনিয়নের শালড...
17/11/2024

ঐতিহাসিক গোলকধাম মন্দির।
শালডাংগা, দেবীগঞ্জ, পঞ্চগড়।
গোলকধাম মন্দিরটি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার শালডাংগা ইউনিয়নের শালডাংগা গ্রামে অবস্থিত। মন্দিরটি ১৮৪৬ সালে নির্মিত হয়। দেবীগঞ্জ উপজেলা সদর হতে প্রায় ১২ কিঃ মিঃ হতে উত্তর পশ্চিমে মন্দিরটি অবস্থিত। মন্দিরটি অষ্টাদশ শতকের স্থাপত্যের একটি চমৎকার নিদর্শণ। এ স্থাপত্য কৌশল গ্রীক পদ্ধতির অনুরূপ।

𝐏𝐨𝐬𝐭-𝟎𝟐𝐏𝐚𝐬𝐭𝐚 𝐁𝐚𝐤𝐞No one can resist this hearty, cheesy, saucy ground meat and pasta dish when it arrives at the table. P...
20/10/2024

𝐏𝐨𝐬𝐭-𝟎𝟐
𝐏𝐚𝐬𝐭𝐚 𝐁𝐚𝐤𝐞
No one can resist this hearty, cheesy, saucy ground meat and pasta dish when it arrives at the table. Plus, it comes together quickly for a satisfying weeknight meal.

𝐈𝐧𝐠𝐫𝐞𝐝𝐢𝐞𝐧𝐭𝐬
8 ounces mostaccioli pasta, or similar size pasta
1 pound lean ground beef
1 onion, chopped
1 (4 ounce) can mushrooms, drained
1 (28 ounce) jar spaghetti sauce
2 cups shredded mozzarella cheese

𝐃𝐢𝐫𝐞𝐜𝐭𝐢𝐨𝐧𝐬
#𝐁𝐫𝐢𝐧𝐠 𝐚 𝐥𝐚𝐫𝐠𝐞 𝐩𝐨𝐭 𝐨𝐟 𝐥𝐢𝐠𝐡𝐭𝐥𝐲 𝐬𝐚𝐥𝐭𝐞𝐝 𝐛𝐨𝐢𝐥 𝐰𝐚𝐭𝐞𝐫 𝐭𝐨 𝐚 𝐛𝐨𝐢𝐥. 𝐂𝐨𝐨𝐤 𝐦𝐨𝐬𝐭𝐚𝐜𝐜𝐢𝐨𝐥𝐢 𝐮𝐧𝐭𝐢𝐥 𝐚𝐥 𝐝𝐞𝐧𝐭𝐞, 𝟖 𝐭𝐨 𝟏𝟎 𝐦𝐢𝐧𝐮𝐭𝐞𝐬. 𝐃𝐫𝐚𝐢𝐧 𝐰𝐞𝐥𝐥.

#𝐌𝐞𝐚𝐧𝐰𝐡𝐢𝐥𝐞, 𝐜𝐨𝐨𝐤 𝐠𝐫𝐨𝐮𝐧𝐝 𝐛𝐞𝐞𝐟 𝐚𝐧𝐝 𝐨𝐧𝐢𝐨𝐧𝐬 𝐢𝐧 𝐚 𝐬𝐤𝐢𝐥𝐥𝐞𝐭 𝐨𝐯𝐞𝐫 𝐦𝐞𝐝𝐢𝐮𝐦 𝐡𝐞𝐚𝐭 𝐮𝐧𝐭𝐢𝐥 𝐛𝐫𝐨𝐰𝐧𝐞𝐝.

#𝐂𝐨𝐦𝐛𝐢𝐧𝐞 𝐦𝐮𝐬𝐡𝐫𝐨𝐨𝐦𝐬, 𝐬𝐩𝐚𝐠𝐡𝐞𝐭𝐭𝐢 𝐬𝐚𝐮𝐜𝐞, 𝐬𝐡𝐫𝐞𝐝𝐝𝐞𝐝 𝐦𝐨𝐳𝐳𝐚𝐫𝐞𝐥𝐥𝐚 𝐜𝐡𝐞𝐞𝐬𝐞, 𝐩𝐚𝐬𝐭𝐚, 𝐚𝐧𝐝 𝐠𝐫𝐨𝐮𝐧𝐝 𝐛𝐞𝐞𝐟-𝐨𝐧𝐢𝐨𝐧 𝐦𝐢𝐱𝐭𝐮𝐫𝐞 𝐢𝐧 𝐚 𝐥𝐚𝐫𝐠𝐞 𝐛𝐨𝐰𝐥. 𝐓𝐫𝐚𝐧𝐬𝐟𝐞𝐫 𝐭𝐨 𝐚 𝐠𝐫𝐞𝐚𝐬𝐞𝐝 𝟗𝐱𝟏𝟑-𝐢𝐧𝐜𝐡 𝐜𝐚𝐬𝐬𝐞𝐫𝐨𝐥𝐞 𝐝𝐢𝐬𝐡.

#𝐁𝐚𝐤𝐞 𝐚𝐭 𝟑𝟐𝟓 𝐝𝐞𝐠𝐫𝐞𝐞𝐬 𝐅 (𝟏𝟔𝟓 𝐝𝐞𝐠𝐫𝐞𝐞𝐬 𝐂) 𝐮𝐧𝐭𝐢𝐥 𝐯𝐞𝐫𝐲 𝐡𝐨𝐭, 𝐚𝐛𝐨𝐮𝐭 𝟐𝟎 𝐦𝐢𝐧𝐮𝐭𝐞𝐬.
ℍ𝕒𝕡𝕡𝕪 𝕖𝕟𝕕𝕚𝕟𝕘 & 𝔾𝕠𝕠𝕕𝕝𝕦𝕔𝕜 𝕓𝕪 ℝ𝕚𝕛𝕠𝕟🥰

𝐏𝐨𝐬𝐭-𝟎𝟏 𝐌𝐚𝐫𝐫𝐲 𝐌𝐞 𝐂𝐡𝐢𝐜𝐤𝐞𝐧 𝐑𝐞𝐜𝐢𝐩𝐞Marry me chicken is sauteed chicken in a creamy sun-dried tomato sauce. You can serve it ...
09/10/2024

𝐏𝐨𝐬𝐭-𝟎𝟏
𝐌𝐚𝐫𝐫𝐲 𝐌𝐞 𝐂𝐡𝐢𝐜𝐤𝐞𝐧 𝐑𝐞𝐜𝐢𝐩𝐞

Marry me chicken is sauteed chicken in a creamy sun-dried tomato sauce. You can serve it with pasta as suggested or on its own. They say the way to someone's heart is through their stomach, and this is worthy of a marriage proposal!

𝐈𝐧𝐠𝐫𝐞𝐝𝐢𝐞𝐧𝐭𝐬
1 ½ pounds skinless, boneless chicken breast halves
2 tablespoons butter
3 cloves garlic, minced
½ teaspoon dried oregano
¼ teaspoon ground thyme
½ cup chicken broth, divided
½ pound bacon
1 (16 ounce) package angel hair pasta
1 tablespoon all-purpose flour
½ cup freshly shaved Parmesan cheese
¼ cup whipping cream
¼ cup chopped sun-dried tomatoes
1 pinch red pepper flakes
salt to taste

𝐃𝐢𝐫𝐞𝐜𝐭𝐢𝐨𝐧𝐬
Step-1
Gather ingredients. Preheat the oven to 350 degrees F (175 degrees C).

Step-2
Place chicken breasts on a flat work surface. Slice horizontally through the middle, being careful not to cut all the way through to the other side. Open the 2 sides and spread them out like an open book to butterfly.

Step-3
Melt butter in a large, oven-safe skillet over medium-high heat. Add garlic, oregano, thyme. Sauté until fragrant, about 30 seconds.

Step-4
Add chicken and cook until golden brown but not fully cooked, 3 to 4 minutes per side.

Step-5
Pour 1/4 cup chicken broth into the skillet and bake in the preheated oven until chicken is no longer pink in the centers and juices run clear, about 15 minutes.

Step-6
Meanwhile, place bacon in a large skillet and cook over medium-high heat, turning occasionally, until evenly browned, about 10 minutes. Drain bacon slices on paper towels and let cool enough to handle, about 5 minutes; chop.

Step-7
At the same time, bring a large pot of lightly salted water to a boil. Cook angel hair pasta in the boiling water, stirring occasionally, until tender yet firm to the bite, 4 to 5 minutes. Drain and keep warm.

Step-8
Remove skillet from the oven and transfer chicken to a plate, reserving juices in the skillet. Keep chicken warm and place skillet on the stovetop.

Step-9
Whisk flour into the skillet over medium heat. Add remaining chicken broth, Parmesan cheese, and whipping cream. Whisk until combined.

Step-10
Add sun-dried tomatoes, red pepper flakes, and salt. Add bacon and chicken back into the skillet.

Step-11
Serve on top of hot cooked pasta.

ℍ𝕒𝕡𝕡𝕪 𝕖𝕟𝕕𝕚𝕟𝕘 & 𝔾𝕠𝕠𝕕𝕝𝕦𝕔𝕜 𝕓𝕪 ℝ𝕚𝕛𝕠𝕟🥰

আমি নিয়ে কাজ করছি আপনিও করুনইউটিউব ও ফেসবুকের পেইড ভিডিও কোর্স মাত্র  ১০০ ✅ টাকায় োর্সে_আপনি_যা_যা_শিখতে পারবেনঃ-ক্লাস-১...
09/10/2024

আমি নিয়ে কাজ করছি আপনিও করুন
ইউটিউব ও ফেসবুকের পেইড ভিডিও কোর্স মাত্র ১০০ ✅ টাকায়
োর্সে_আপনি_যা_যা_শিখতে পারবেনঃ-
ক্লাস-১: Software Installation
ক্লাস-২: কিভাবে প্রফেশনাল ফেইসবুক পেজ তৈরী করবেন।
ক্লাস-৩: কিভাবে ভিডিও ভাইরাল করে ১দিনে 200k ওয়াচটাইম তুলতে পারবেন ইনশাআল্লাহ
ক্লাস-৪: কিভাবে নিজের ভিডিও তে 5k 10k 20k ভিউ তুলবেন।
ক্লাস-৫: কিভাবে কন্টেন্ট সংগ্রহ করবেন ও কোন ধরনের কন্টেন্ট সংগ্রহ করবেন।
ক্লাস-৬: Video Editing Part-1
ক্লাস-৭: Video Editing Part-2
ক্লাস-৮: Video Editing Part-3
ক্লাস-৯:Video Editing Part-4
ক্লাস-১০:Video Editing Part-5
ক্লাস-১১:Video Editing Part-6
ক্লাস-১২: ফেসবুক শেয়ারিং সেটআপ
ক্লাস-১৩: মাত্র ৭দিনে রিয়েল ভাবে পেজে ফলোয়ার কম্পিলিট করতে পারবেন ইনশাআল্লাহ
ক্লাস-১৪: Partner Monetization Policies রিমুভ করার ট্রিক্স
ক্লাস-১৫: OBS দিয়ে কিভাবে লাইভ করবেন এবং OBS দিয়ে কিভাবে আপনার এডিট করা ভিডিও লাইভ করবেন।
ক্লাস-১৬:মনিটাইজেশনের জন্য এপ্লাই এবং ব্যাংক যুক্ত করা
মোট কথায় ফেজবুক মনিটাইজেশন এর A TO Z শিখানো হবে |
যোগাযোগ WhatsApp 01865700971
ইনকামের গ্যারান্টি কি?- দেখেন ভাই সফলতা আর ইনকাম এই দুটোই আল্লাহর নির্দেশে হয়। তাই এই দুইটার গ্যারান্টি দিতে পারবো না। তবে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি ইনকামের জন্য একটা সঠিক গাইড-লাইন এবং এই গাইড-লাইন অনুযায়ী কাজ করলে ইনশাআল্লাহ ১০থেকে ১৫ দিনের মধ্যে ফেইসবুক পেজ ও মনিটাইজেশন করতে পারবেন। সাপোর্ট পাবেন লাইফ টাইম। ইনশাআল্লাহ

এই মুভিটা কোথায় পাওয়া যাবে?
03/10/2024

এই মুভিটা কোথায় পাওয়া যাবে?

Address

Dhanghora
Rangpur
5700

Alerts

Be the first to know and let us send you an email when Perfume-পারফিউম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Perfume-পারফিউম:

Share