29/09/2025
গতকাল আমাদের গাইবান্ধা স্টেডিয়ামে কনসার্ট হয়েছে। সবকিছুই ঠিক ছিল। কিন্তু ঠিক ওই একই সময়ে কেউ একজন মারা যান এবং যেহেতু কবরস্থান স্টেডিয়ামের পাশেই ছিল তাই সেখানে কবর খোরার কাজ চলছিল।
এই বিষয়টা নিয়ে অনেকে দেখলাম ফেসবুকে বাজেভাবে লেখালেখি করছে। এখন বিষয় হল কনসার্ট টা ঠিক হয়েছিল অনেকদিন আগে থেকে আর যারা ঠিক করেছিলেন তারা নিশ্চয়ই জানতেন না যে এই সময় কেউ একজন মারা যাবেন।আর আমি যতদূর শুনেছি যতক্ষণ কবর দেওয়ার কাজ চলছিল এটা জানা মাত্রই কনসার্ট ততক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছিল। এখন কথা হচ্ছে এটা নিয়ে বাজে মন্তব্য করার কি আছে? প্রথমত কবরস্থান এবং স্টেডিয়াম পাশাপাশি রাখাই উচিত হয়নি, কারণ যে যেকোনো ধরনের কনসার্ট তো স্টেডিয়ামেই হবে। আর যারা এই বিষয়টা নিয়ে লেখালেখি করছেন তারা কি জানতেন না যে ২৮ তারিখে গাইবান্ধা স্টেডিয়ামে কনসার্ট হবে। তাহলে তখন লেখালেখি করেননি কেন যে গাইবান্ধা স্টেডিয়ামে কোন রকম কনসার্টের আয়োজন করা যাবে না, কারণ স্টেডিয়ামের পাশে কবরস্থান আছে। যেহেতু তখন লেখালেখি করেননি তাই আমার মনে হয় না যে এখন ওই বিষয়টা নিয়ে এভাবে কটুক্তি করার কোন মানে আছে।সুতরাং এসব করে নিজেদেরকে হাসির পাত্র দয়া করে বানাবেন না।