Rang Kuri রং কুড়ি

Rang Kuri রং কুড়ি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rang Kuri রং কুড়ি, Digital creator, Rangpur.
(2)

আসসালামু অলাইকুম,
Rang Kuri রং কুড়ি তে আপনাকে সুস্বাগতম
ক্যানভাস,শাড়ি,পাঞ্জাবী,থ্রিপিস, টুপিস,টি শার্ট,এমনকি ওয়াল পেন্টিং,নকসী কাথা ডিজাইন এবং যেকোন কাস্টমাইজড ডিজাইন পেয়ে যাবেন ছোট পেইজে🥰
আরো আছে কুন্দনের চুড়ি, 💝💝
আসুন, দেখুন, কিনে ফেলুন🫣
ধন্যবাদ

15/09/2025

স্বামীর টাকা হল হাগুর মত🤣🤣
কি বলো গার্লস???
কিন্ত সেটা হল সন্তানের হাগুর মত🤭🤭
ধরতে মত চায়না,আবার না ধরলেও হয় না🤣🤣
দায়িত্ব আছে না একটা,পারমিশন লাগে নাকি🤣😆😆😆

Do u know? Bad decision always make a good stories. 😇🤗
15/09/2025

Do u know?
Bad decision always make a good stories. 😇🤗

15/09/2025

যেখানে,কিছুই নেই সেখানেই অজুহাত আছে🙃

happy customer🤗🥰
14/09/2025

happy customer🤗🥰

বতী কত প্রকার?🤔🤔গভীর রাতে হঠাৎ গভীর চিন্তা চেপে বসল🤔🤔হবে হয়ত তিন চার প্রকার।এই যেমন:রূপবতী, গুনবতী,মায়াবতী,ভাগ্যবতী😗😘  জ...
12/09/2025

বতী কত প্রকার?🤔🤔
গভীর রাতে হঠাৎ গভীর চিন্তা চেপে বসল🤔🤔
হবে হয়ত তিন চার প্রকার।এই যেমন:
রূপবতী, গুনবতী,মায়াবতী,ভাগ্যবতী😗😘
জীবনে অনেক শুনেছি🥴
গুনবতী হেরে যায় রূপবতীর কাছে🤦‍♀️
রুপবতী হেরে যায় ভাগ্যবতীর কাছে।😱
এখন আবার নতুন এক বতী গজাই উঠছে জানেন কি?🤨
এরা হল মাগীবতী🤭🤭
হুম,এই সব বতী গিয়ে হেরে যায় মাগী বতী র কাছে🤣🤣

যাই হোক।ওয়াল পেইন্টিং কেমন হয়েছে জানাতে ভুলবেন না কিন্তু🤗🤗🤗

হয়তো ভালোবাসে, আমি বুঝি না' এইটা একেবারেই ফালতু একটা সান্ত্বনা আমরা আমাদের দিই। 🌻ভালোবাসা, মায়া, সম্মান এইগুলা আচরণে আ...
12/09/2025

হয়তো ভালোবাসে, আমি বুঝি না' এইটা একেবারেই ফালতু একটা সান্ত্বনা আমরা আমাদের দিই। 🌻
ভালোবাসা, মায়া, সম্মান এইগুলা আচরণে আর ট্রিট করার ওয়েতেই দেখা যায়! আর যেখানে ভালোবাসা দেখতে পাবেন না, ওখানে ভালোবাসা নাই। চশমার পাওয়ার বদলান বা দেখার চোখ, লাভ নাই।

আসলে মানুষের প্রথম প্রেম প্রথম ভালোবাসা বলতে কিছু হয়না, মানুষ যেখানে যত্ন পায়, সম্মান পায় এবং সততা পায় সেখানেই আটকে যায়।

আপনি চাইলেই এই ১৮ কো'টি মানুষের মাঝে থেকে খুব নিখুত, রূপে-গুণে পরিপূর্ণা কে বেছে নিতেই পারতেন। তবুও ঘুরেফিরে সেই বেকার ছেলেটার প্রেমে পড়েছেন, অনেক খুঁজাখুঁজি করেও সেই শ্যাম বর্ণের কাজল চোখের মেয়েটাকেই ভালোবেসেছেন।

সম্পর্ক এমন হোক, একজনের বে'কারত্ব আর অপরজনের অসম্পূর্ণতার দোহাই সম্পর্ক ভে'ঙ্গে না যাক। ক্যারিয়ার পরিবার এর অজুহাত না হোক!

সম্পর্কের কদর হোক। বি'চ্ছেদ না হোক!

Collected

চরম লেভেলের বেয়াদব রা আপনাকে অপদস্ত তো করবেই,আবার আপরাধ বোধ ও আপনাকেই দিয়ে যাবে।পড়েছেন কখনও এরকম বেয়াদবের পাল্লায়??
12/09/2025

চরম লেভেলের বেয়াদব রা আপনাকে অপদস্ত তো করবেই,আবার আপরাধ বোধ ও আপনাকেই দিয়ে যাবে।
পড়েছেন কখনও এরকম বেয়াদবের পাল্লায়??

যাদের হারিয়েছি তারা আমার ছিলই না।😊যারা আমাকে পেয়েও হারিয়েছে,তাদের জানাই অগ্রীম সান্ত্বনা 😉🫂😉😉☺️☺️☺️☺️
11/09/2025

যাদের হারিয়েছি তারা আমার ছিলই না।😊
যারা আমাকে পেয়েও হারিয়েছে,
তাদের জানাই অগ্রীম সান্ত্বনা 😉🫂
😉😉☺️☺️☺️☺️

বাহিরের শত্রু আমার কি আর এমন ক্ষতি করবে,আমার সবচেয়ে বড় শত্রু তো আমার,নফস🥺
10/09/2025

বাহিরের শত্রু আমার কি আর এমন ক্ষতি করবে,আমার সবচেয়ে বড় শত্রু তো আমার,নফস🥺

10/09/2025
05/06/2025

৫ এবং ৬ জুন আসর থেকে মাগরিব পর্যন্ত আপনি নিজেকে ঘরে বন্দি করে ফেলেন৷ আরাফার দিন৷ দোয়া কবুলের দিন৷ ইচ্ছা মতো দোয়া করতে থাকেন৷ হালাল যা কিছু আছে সব চান আল্লাহর কাছে৷ জুতার ফিতাটা হইলেও চান৷ একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড়া এই দুনিয়াতে আপনার কেউ নাই৷ আপনার কেউ আছে ভাবতেছেন৷ কালকে হয়তো সে নাও থাকতে পারে৷

কাজেই দিল খুলে দোয়া করেন৷
আরাফার দিনের দোয়া হচ্ছে সব থেকে বড় দোয়া৷ দোয়া কবুলের দিন৷ যার যা ইচ্ছা এই দিনে চেয়ে নেন৷ এমনো হতে পারে সামনের আরাফায় আপনি নাও থাকতে পারেন৷

আর বেশি করে পড়বেন, 'লা ইলাহা ইল্লাল্লহু ওয়াহদাহু লা-শারিকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু, ওয়াহুয়া আলা কুল্লি শাইইং ক্বদীর৷’

এমন কোনো নবী রাসুল নাই যে এই দোয়াটা পড়ে নাই৷ এটা হচ্ছে শ্রেষ্ঠ দোয়া৷ নিজের প্রয়োজনীয় কিছু চাওয়ার আগে মাস্ট এই দোয়া ২০-৩০ বার পড়ে নিয়েন৷ এর বেশি পড়লে আরো ভালো৷ যত পড়া যায় এই দোয়া৷

বাসে থাকেন, রিক্সায় থাকেন যেখানে খুশি থাকেন ওয়াশরুম ব্যতীত, মনে মনে অই দোয়াটা পড়তে থাকবেন৷

আরাফার দিনের এই কয়েক ঘন্টা কাজে লাগালে আপনার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে৷ আজ থেকে, এখন থেকেই দোয়া শুরু করে দেন...।
🤲🏻❤️🤲🏻

কি রে ভাই।রুপ, গুন, যোগ্যতা কোন কিছু দিয়েই যখন একটা মেয়েকে দোষ দিতে পারছেন না, তখন মেয়েটার ঘাড়ে নতুন দোষ চাপায় দিচ্ছেন, ...
04/06/2025

কি রে ভাই।
রুপ, গুন, যোগ্যতা কোন কিছু দিয়েই যখন একটা মেয়েকে দোষ দিতে পারছেন না, তখন মেয়েটার ঘাড়ে নতুন দোষ চাপায় দিচ্ছেন, ভাগ্যের দোষ ‼️‼️
কেন ভাই⁉️এ যাবত যত চিট এর যত ঘটনা ঘটল, কেউ তো ছেলেগুলোর দোষ দিচ্ছে না‼️কেউ তো ছেলেদের কে আরো ভালো হতে বলছে না‼️কেউ তো ছেলে গুলোকে সংশোধন হতে বলছে না‼️সেক্রফাইস করতে বলছে না‼️কেউ তো তাদেরকের এডজাস্ট করতে বলতেছে না‼️কেন⁉এমন কি কেউ তার চরিত্রের দোষ ও দিচ্ছেন না‼️
আর সে কারনেই ছেলেদের এই লাইন লম্বা হতেই আছে।
ওরা নিজেদের দোষ, ভুল, খারাপ দিক দেখতেই পাচ্ছে না।সব ছাপড়ি ক্ষ্যাত লম্পট মূর্খ বেকার ছেলেরা নিজেদের, মুই কি হনু রে ভাব নিয়ে নিজেকে হীরো আলম ভাবা শুরু করছে।

দোষ তোমার চরিত্রের ব্যাটা😠, তোমার পারিবারিক শিক্ষার😠 , দোষ আপনাদের চিন্তা ভাবনা আর মনুষ্যত্বের,আর সেটা চাপায় দিচ্ছেন মেয়েদের উপর🤮ওয়াক থু🤮

মার্ক জুগারবার্গকে দরকার।ওরে কেউ আমার এড্রেসটা দিয়ে বলবেন আমি জরুরি মিটিং এর জন্য তলব করেছি😠বিষয় টা গুরুতর সিরিয়াস 😤

Address

Rangpur
5400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rang Kuri রং কুড়ি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rang Kuri রং কুড়ি:

Share