12/09/2025
                                            ★শিখনিয় গল্প★
🫠🫵একটা ছিল রাজা,,, রাজার ভোজনে কখনো খাবারের অভাব থাকে না,,, তার সামনে খাবার হিসেবে নানা রকম ফলমূল শাকসবজি মাছ মাংস থাকতো ,,, 
কিন্তু রাজা সবকিছুই খেতেন,,,
একটু হলেও,,,, 
কিন্তু আম খেতেন না কখনো? 
একদিন ভুল করে তার দাসী,,,, খাবার সময় ফলের সাথে আম দিয়েছিলেন,, 
রাজার মেজাজ গরম হয়ে গেলো,,,, দাসীকে মৃত্যু, দণ্ড দিলো,,, 
একদিন রাজা জঙ্গলে স্বীকার করতে গেলেন,,, ঝড়ের কবলে পড়ে রাজা সঙ্গী সাথী সকলকে হারিয়ে ফেললেন,,,, গভীর জঙ্গলে হারিয়ে গেল রাজামশাই ,,,
 প্রচন্ড খুদা ও যন্ত্রণায় রাজা কাতর হয়ে পড়ল,,,, একপর্যায়ে হাঁটতেও তার খুব কষ্ট হচ্ছে,,,, সে একটা গাছের নিচে বসল,,,, 
গছ থেকে একটা ফল পরলো,,, রাজা সেটা কুড়িয়ে খেলেন তার ক্ষুধা নিবারণ করার জন্য,,,,, সেই ফলটা ছিল আম 
(এটা থেকে কী শিখলেন?🫵) #বাংলা  #গল্প  #শিক্ষণীয়