Joy sree Krishna

Joy sree Krishna �� হরে কৃষ্ণ ��
আসুন সকলে মিলে ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করি ��
সকলেই পেজটি ফলোকরে রাখুন ��

30/08/2025

হরে কৃষ্ণ 🙏🏽🙏🏽

একদিন দেবী পার্বতী স্নান করতে যাচ্ছিলেন। তিনি মাটির গন্ধ মিশিয়ে হলুদ বাটা দিয়ে নিজের শরীর পরিষ্কার করছিলেন। সেই হলুদের ম...
27/08/2025

একদিন দেবী পার্বতী স্নান করতে যাচ্ছিলেন। তিনি মাটির গন্ধ মিশিয়ে হলুদ বাটা দিয়ে নিজের শরীর পরিষ্কার করছিলেন। সেই হলুদের মণ্ড থেকে তিনি এক সুন্দর ছেলেকে সৃষ্টি করেন এবং প্রাণ সঞ্চার করেন। পার্বতী তাঁকে আদেশ দেন, ―“আমি স্নান না করা পর্যন্ত তুমি দরজায় প্রহরা দেবে, কাউকে ভেতরে ঢুকতে দেবে না।”

এদিকে ভগবান শিব আসেন এবং ঘরে ঢুকতে চান। কিন্তু সেই ছেলেটি তাঁকে থামিয়ে দেয়। শিব খুব রেগে গিয়ে তাঁর মাথা ছিন্ন করেন। দেবী পার্বতী যখন এটি দেখলেন, তিনি ক্রোধে ভরে গেলেন এবং সমগ্র বিশ্বকে ধ্বংস করার হুমকি দিলেন।

সব দেবতারা মিলিত হয়ে শিবকে অনুরোধ করেন ছেলেটিকে ফিরিয়ে দিতে। শিব তখন উত্তর দিকের প্রথম পাওয়া প্রাণীর মাথা এনে বসাতে বলেন। তাঁদের কাছে একটি হাতির মাথা আসে, সেটি ছেলেটির দেহে বসিয়ে দেওয়া হয়। ছেলেটি জীবিত হয়ে ওঠেন এবং তিনি হয়ে ওঠেন বিনায়ক, গণপতি, গণেশ—বাধা নাশকারী, বিদ্যা ও সম্পদের দেবতা ।

21/08/2025

🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

16/08/2025
জীবনের শেষ প্রদীপ 🙏🏽
16/08/2025

জীবনের শেষ প্রদীপ 🙏🏽

"অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা" (अथातो ब्रह्म जिज्ञासा) — এটি বেদান্তসূত্রের প্রথম সূত্র, যা ঋষি ব্যাসদেব রচনা করেছিলেন।---শব্দা...
12/08/2025

"অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা" (अथातो ब्रह्म जिज्ञासा) — এটি বেদান্তসূত্রের প্রথম সূত্র, যা ঋষি ব্যাসদেব রচনা করেছিলেন।

---

শব্দার্থ

অথ → এখন

আতো → অতএব

ব্রহ্ম → সর্বোচ্চ সত্য, পরমাত্মা

জিজ্ঞাসা → জানার ইচ্ছা, অনুসন্ধান

অর্থ দাঁড়ায় —

> "অতএব এখন ব্রহ্ম সম্পর্কে জিজ্ঞাসা করো।"

10/08/2025

হরে কৃষ্ণ 🙏🏽🙏🏽
সকলেই পরিস্থিতি পর্যবেক্ষণ করেন সামনে কি হতে চলতেছে 🙏🏽🙏🏽
হরে কৃষ্ণ 🙏🏽🙏🏽

এখন শুভ বিবাহ নামক কথাটা কিছু প্রাণীর জীবন আশংকায় পরে যায় ।😀হায়রে বর্তমান সমাজ ব্যবস্থা 😞
10/08/2025

এখন শুভ বিবাহ নামক কথাটা কিছু প্রাণীর জীবন আশংকায় পরে যায় ।😀

হায়রে বর্তমান সমাজ ব্যবস্থা 😞

ভাগ্যের লিখন খন্ডায় কে😞
14/07/2025

ভাগ্যের লিখন খন্ডায় কে😞

ভগবান শ্রীকৃষ্ণের মহিমা বোঝা বড় দায় 😞
13/07/2025

ভগবান শ্রীকৃষ্ণের মহিমা বোঝা বড় দায় 😞

হরে কৃষ্ণ ❤️❤️ আশা করি কৃষ্ণ কৃপায় সকলেই ভালো আছেন 🙏🏽🙏🏽রাঁধে রাঁধে ❤️❤️
13/07/2025

হরে কৃষ্ণ ❤️❤️

আশা করি কৃষ্ণ কৃপায় সকলেই ভালো আছেন 🙏🏽🙏🏽

রাঁধে রাঁধে ❤️❤️

হরে কৃষ্ণ 🙏🏽🙏🏽🙏🏽এ যে 'রাধা.কৃষ্ণের নাম                                                    ধন্য ধন্য অষ্ট প্রহর ধাম!     ...
21/01/2025

হরে কৃষ্ণ 🙏🏽🙏🏽🙏🏽

এ যে 'রাধা.কৃষ্ণের নাম ধন্য ধন্য অষ্ট প্রহর ধাম! জাগো জাগো হিন্দু সনাতন, মহা বিশ্বে বিস্তৃত তব আসন! ভয় কি মরণে জাগো জাগরণে অষ্ট প্রহর শতনাম সঁপিও কৃষ্ণ.চরণে!

👉🏽✍🏽

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Joy sree Krishna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category