Firefly 0.0

Firefly 0.0 Assalamualaikum... ❤️

18/08/2025

শূন্যতা,
মহা শূন্যতা ... 🙂

14/07/2025

আল্লাহ্‌ তার বান্দাদের প্রতি অত্যন্ত কোমল;
তিনি যাকে ইচ্ছে রিযিক দান করেন।
আর তিনি সর্বশক্তিমান, প্ৰবল পরাক্রমশালী।
(সূরা আশ শূরা, (৪২), আয়াত, ১৯)

30/06/2025

অতঃপর কষ্টের সাথেই রয়েছে স্বস্তি,
অবশ্যই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি।
সুরা ইনশিরাঃ ৫-৬

যা হয়েছে এর জন্য আমরা সকলে দায়ী, সকল মুসলিম নিরব দর্শকের ভূমিকা পালন করেছে, এরজন্য আমাদের সকলের কঠিন শাস্তি হোক ।
06/04/2025

যা হয়েছে এর জন্য আমরা সকলে দায়ী,

সকল মুসলিম নিরব দর্শকের ভূমিকা পালন করেছে,

এরজন্য আমাদের সকলের কঠিন শাস্তি হোক ।


28/03/2025

মানুষের অপেক্ষা, শুধু কাউকে কাছে পাওয়ার জন্য হয়না।
কাউকে দূর থেকে ভালোবাসার মাঝেও, অপেক্ষা থাকে. 🖤

নাটক : ঘুমপরী ( শেষ অংশ )
Pritom Hasan Tanjin Tisha Parsha


#ঘুমপরী

20/03/2025

কই কিছুই তো হলো না !

পুরোনো সময় আর ফিরে আসবে না ... 😥

Firefly 0.0

18/03/2025

দাজ্জালের ইসরায়েল! পাশে আঞ্চলিক ইসরাইল! আমাদের লড়াইটা যে কত কঠিন ওয়াল্লাহি তা আমাদের কল্পনাতেও নেই!

সম্পূর্ণ পরিকল্পিত যুদ্ধবিরতি পরিস্থিতিতে ১৭ রামাদান বদর দিবসে আমাদের পরাজয়ের স্বাদ আস্বাদন করাতে চায় হিংস্র হায়েনার দল!

কিন্ত ওয়াল্লাহি একদিন এক একটা মৃতদেহ থেকে আমরা ফিনিক্স পাখির মত নতুন জীবন নিয়ে ফিরব ইনশাআল্লাহ!

আমরা নিভে যাওয়া ছাই থেকে আবারও জ্বলে উঠব ইনশাআল্লাহ!

আমরা ভুলের মাঝে আছি!
এটা আব্রাহার হস্তিবাহীনি নয়, যে ঝাক ঝাক আবাবীল এসে তাদের থেতলে দেবে! বরং এটা দাজ্জালের যায়ন বাহিনী যার বিরুদ্ধে পাথর আমাকে আপনাকেই ছুড়তে হবে। আসমান থেকে ত্বইরন আবাবিল নামবে না!

কিসের সাওম! কিসের তাক্বওয়া? কিসের আনন্দ কিসের ঈদ? আমরা যদি অন্তত মানুষ হয়ে থাকি তবুও আজ আমাদের মুখের হাসি উবে যাবে!

আর মুসলিম শব্দের ওজন তো আসমান সমান!

প্রতিবাদ দরকার।
মিছিল দরকার।
বিক্ষোভ দরকার।
ব্যাপক সচেতনতা সেমিনার দরকার।
মানবতার ধ্বজাধারীদের দুতাবাস ঘেরাও দরকার।
দেশ জাতি ও ঘুমন্ত বিশ্বকে জাগিয়ে তোলা দরকার!

অন্তত এতটুকু করা দরকার যেন ঘুমন্ত ও অদুরদর্শী মানুষগুলো কোন কল্পিত আবু তালেবের আশায় বুক বেধে প্রকৃত আবু জাহেলে পরিণত না হয়! যেন ইস্যুর পর ইস্যু নিয়ে ইস্যুবাদ একুরিয়াম ফিশ ব্রেইনগুলো
শেকড় চিনতে শেখে! খিদিরের মত বুঝতে শেখে!

আলাইহিস সালাম।

Abu Taw Haa Muhammad Adnan

Firefly 0.0

15/03/2025

পৃথিবীতে এমন কোনো স্বপ্ন নেই যেটাকে পূরণ করা সম্ভব না 🙂

শুধুমাত্র তোমাকে নিজের সমস্ত ক্ষমতা দিয়ে সেই স্বপ্নটা পূরণ করার জন্য চেষ্টা করতে হবে ।

Firefly 0.0

02/03/2025

কি অদ্ভুত আমাদের সমাজটা , তাই না !!!

কেউ বিলাসীতা করে , অপ্রয়োজনীয় খরচ করে ইফতার করছে ।

আর কেউ কেউ মুড়ি আর পানি দিয়ে ইফতার করছে।
এই মাসটা ছিল ধনীরা যেনো গরিবের কষ্ট বুঝতে পারে , আসলে কি তাই হচ্ছে ?

বিলাসীতা করে ইফতার না করে ,এই মাসটা অন্তত গরীব দুঃখী মানুষের কষ্ট বোঝার চেষ্টা করুন,সারাদিন না খেয়ে থেকে সন্ধ্যায় হরেকরকম ইফতার সামনে ,কতো তৃপ্তি নিয়ে খাচ্ছেন। অথচ কতো গরিব দুঃখী মানুষ সারা বছরই কষ্ট করে...

আসুন সকলে গরীব-অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াই ।

Firefly 0.0

Address

Anando Bazar, Panchpir , Ulipur , Kurigram
Rangpur
5601

Website

Alerts

Be the first to know and let us send you an email when Firefly 0.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share