S.A ZIA

S.A ZIA সীমান্ত সন্ধ্যা

31/01/2025

প্রভাষক,খালেকুজ্জামান স্যার আর নেই😭

22/12/2024

আসসালামু আলাইকুম
শুভ সকাল

আসসালামু আলাইকুম 💖শুভ রাত্রী💖
21/12/2024

আসসালামু আলাইকুম
💖শুভ রাত্রী💖

11/12/2024

আসসালামু আলাইকুম
শুভ দুপুর

রক্তের সম্পর্ক বলতে কিছু নেইশূন্য পকেটে পৃথিবী ভয়ংকর🤭
24/05/2024

রক্তের সম্পর্ক বলতে কিছু নেই
শূন্য পকেটে পৃথিবী ভয়ংকর🤭

'স্বামীর সঙ্গে ঝগড়া কর বাপের বাড়িতে এসেছি।'আসার সময় উচ্চস্বরে বলেও এসেছি তোমার সংসার করবোনা। স্বামী আমার কথা শুনে নির্বা...
17/05/2024

'স্বামীর সঙ্গে ঝগড়া কর বাপের বাড়িতে এসেছি।

'আসার সময় উচ্চস্বরে বলেও এসেছি
তোমার সংসার করবোনা। স্বামী আমার কথা শুনে নির্বাক হয়ে শুধুমাত্র চেয়েছিলো।

'বাবার বাড়িতে আসা মাত্রই ভাইয়া জিঙ্গেস করলো।
কি ব‍্যপার "ফারি" তুই হঠাৎ বাড়িতে।

'কেনো আমি কি আসতেছে পারিনা।
নাকি আসা বারন আছে।

'আরে সেটা বলিনাই।
তুইতো আসার আগে বলে আসিস। কিন্তু আজ বলে আসলিনা এই জন‍্যে বললাম।

'ওহ।

'আচ্ছা তুই বিশ্রাম কর।
আমি বাজার থেকে কিছু নিয়ে আসি।

'এমনো মুহূর্তে ভাবি বলে উঠলো।
বাহ দরদ দেখি উতলে পরতেছে বোনের জন‍্যে। আমার
বাবা-মা আসলে বাজারে যাওয়ার নাম গন্ধ থাকেনা।
এই দিকে বোন বাড়িতে আসা মাত্রই বাজারে চলে যাচ্ছে। বলছি-কি পকেটে টাকা আছে।
নাকি বাচ্ছার স্কুলে যেই টাকা দিবা সেই টাকা
নিয়ে যাচ্ছো হ‍্যা।

'ভাবির এমন কথায় ভাইয়া বললো।
আরে এমন করে বলতেছো কেনো বুজলাম না।

'তোমাকে বাজারে যেতে হবেনা।
বাসায় যা আছে আয়েশাও সেটাই খাবে।
ওই টাকাটা নষ্ট করিওনা।

'ভাবির মুখে এই কথা গুলা শুনে কি বলবো
ভেবে পাচ্ছিনা।
কারন পৃথিবীতে আমার এই ভাইটি ছাড়া
কেউ নেই। বাবা-মা অনেক আগেই মারা গিয়েছে।

'ভাইয়া থাক বাজারে যেওনা।
আমি থাকার জন‍্যে আসিনি এই দিক দিয়ে যাচ্ছিলাম
তাই ভাবলাম ভাইয়া - ভাবিকে একটু দেখে যাই।
এখনতো দেখা হলো।
আমি চলে যাচ্ছি।

'মানে এখনি যাবি।

'হ‍্যা ভাইয়া এখনি যাইতে হবে। আচ্ছা ভাবি ভালো থাইকেন যদি সময় পান আমার বাড়িতে আসিয়েন
ঘুরতে।

'আচ্ছা।

'এর পরে আর একটি কথাও না বলে সোজা স্বামীর বাড়িতে চলে আসলাম।
স্বামী আমাকে দেখে মিট-মিট করে হাসতেছে।

'হাসার কিচ্ছুনেই।
ভালোবাসি বলেই চলে আসলাম 🤗

'হ‍্যা জানিতো।
শোন তুমি রান্না বসাও আমি বাজারে থেকে
কেনা কাটা করে আসতেছি।

'আসলেই বিয়ের পরে যদি সুখের কোন স্থান থাকে সেটা স্বামীর বাড়ি।
স্বামীর বাড়ি থেকে ঝগড়া করে একবার নিজের বাবার বাড়িতে যান বাস্তবতা বুজবেন।
কে-আপন আর কে-পর বুঝা যায়।

গল্প: #স্বামীর_বাড়ি আর ভাইয়ে বাড়ী

15/04/2024

মন পরিস্কার রাখুন কারণ,
শেষ হিসেব টা অর্থের নয়
কর্মের হবে।

15/04/2024

তুমি অন্যকে যা দেবে,
তুমিও সেটাই ফেরৎ পাবে,
সেটা সম্মান কিংবা কষ্ট!

15/04/2024

হৃদয়ের সীমানায় রেখেছি যারে,
হয়নি বলা আজো ভালবাসি তারে!
ভালবাসি বলতে-গিয়ে ফিরে,
ফিরে আসি! কি করে বুঝাবো তারে-
আমি কতটা ভালোবাসি!!♥️

14/04/2024

গরম সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে
আমার চেহারাটা
ভোটার ID কার্ডের সাথে মিলাতে🙄

Address

Rangpur

Telephone

+8801717500780

Website

Alerts

Be the first to know and let us send you an email when S.A ZIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to S.A ZIA:

Share