Rangpur360

Rangpur360 আমরা সবসময় রংপুরের কথা বলি...

বগুড়ার দই, নাটোরের কাঁচাগোল্লা- রংপুরের এমন বিখ্যাত কি আছে?
16/07/2025

বগুড়ার দই, নাটোরের কাঁচাগোল্লা- রংপুরের এমন বিখ্যাত কি আছে?

বৃষ্টিতে ছাতা ধরলেও মনের কথা বলতে পারে না রংপুরের ৭২% তরুণছাতা দেয় ছেলেরা, কিন্তু মনের কথা? থাকে ভেতরেই...রংপুর৩৬০-এর বৃ...
16/07/2025

বৃষ্টিতে ছাতা ধরলেও মনের কথা বলতে পারে না রংপুরের ৭২% তরুণ

ছাতা দেয় ছেলেরা, কিন্তু মনের কথা? থাকে ভেতরেই...

রংপুর৩৬০-এর বৃষ্টিবিলাস জরিপে পুরুষ তরুণদের এক 'নীরব অনুভূতি' উঠে এলো

স্পেশাল কনট্রিবিউটর,

বৃষ্টির দিনে রংপুর শহরের রাস্তায় অনেক দৃশ্যই দেখা যায়—কেউ ছাতা দেয়, কেউ ছাতা নেয়, কেউ আবার ইচ্ছে করেই ভিজে যায়। কিন্তু এই ছাতার নিচে কী কেবল বৃষ্টি ঠেকানো হয়, নাকি জমে থাকে অপ্রকাশিত কিছু ভালোবাসাও?

‘রংপুর৩৬০ বৃষ্টিবিলাস জরিপ ২০২৫’-এর দ্বিতীয় পর্বে উঠে এসেছে এমন এক বাস্তবতা—রংপুরের ৭২% তরুণ ছাতা দিলেও, বলতে পারেন না তাদের মনের কথা।

❝ জরিপের খোলা মুখ:

রংপুরের ৮টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৯৪০ জন তরুণ শিক্ষার্থীকে নিয়ে চালানো জরিপে দেখা গেছে:

৭২% বলেছেন, ছাতা ধরেছেন, কিন্তু অনুভূতি প্রকাশ করতে পারেননি।

৫৮% স্বীকার করেছেন, যাঁদের জন্য ছাতা দিয়েছেন, তাঁদের ভালো লাগত।

৩১% বলেছেন, যত্ন ও যত্নের ইঙ্গিতও শেষমেশ ‘ভাইয়া’ সম্বোধনে থেমে গেছে।

আবার ২১% বলেছে, তারা কেবল মানবিক কারণেই ছাতা দিয়েছে, মনের কোনো বিষয় ছিল না।

১৮% এমনও রয়েছেন, যারা একবার ছাতা দেওয়ার পর ‘বন্ধুদের হাসাহাসির’ কারণে আর কখনও সাহস করেননি।

অভিজ্ঞতার কণ্ঠে কষ্ট:

“ছাতা ধরতে এগিয়ে যাই, কিন্তু মনের কথা বলতে গেলে গলায় দলা পাকায়। সে ভিজে যায়, আমি শুধু দাঁড়িয়ে থাকি,” —বলেছেন এক বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণ।

আরেকজন বলেন:

“তার পাশে দাঁড়ানোর সাহস হয়, কিন্তু চোখে চোখ রেখে বলতে পারি না—এই ছাতার নিচে তোমাকে চাই।”

মনোবিদদের বিশ্লেষণ:

এক তরুণ মনোবিজ্ঞানী ও গবেষক জানান, “ছেলেদের আবেগের প্রকাশ নিয়ে সামাজিকভাবে একটা চাপ থাকে। ‘দেখিয়ে দাও’ সংস্কৃতির ভেতর তারা সংবেদনশীলতা লুকাতে শেখে। ছাতা ধরা তখন এক নিঃশব্দ অনুভব—যা বলা যায় না, তবু বলা হয়ে যায়।”

ছেলেরা কেবল ছাতা দেয় না:

জরিপ বলছে—ছেলেরা কেবল মাথার উপর ছাতা ধরেন না, হৃদয়ের এক অংশও তুলে দেন সঙ্গে। কিন্তু তারা ক্যালকুলেটেড, কৌশলী বা সাহসী নয়—তারা দ্বিধাগ্রস্ত, ভাবুক, আর হয়তো একটু অতি ভদ্র।

এই জরিপের বার্তাটা সহজ:

রংপুরের বৃষ্টিতে ছেলেরা কেবল শরীরকে বৃষ্টি থেকে রক্ষা করতে ছাতা ধরেন না, তারা মনের যত্নও নিতে চান। কিন্তু সেই মন, সেই যত্ন—সবই থেকে যায় এক চুপচাপ ছাতার তলায়।


রংপুরের ৬৫% মেয়ে বৃষ্টি দেখলেই ভিজতে চায়স্পেশাল কন্ট্রিবিউটর | Rangpur360 | জুলাই ১৫, ২০২৫রংপুর শহরের কলেজ ও বিশ্ববিদ্যা...
15/07/2025

রংপুরের ৬৫% মেয়ে বৃষ্টি দেখলেই ভিজতে চায়

স্পেশাল কন্ট্রিবিউটর
| Rangpur360 | জুলাই ১৫, ২০২৫

রংপুর শহরের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েদের মধ্যে বৃষ্টিপ্রেম যেন এক অনিবার্য আবেগ। সম্প্রতি 'রংপুর৩৬০ বৃষ্টিবিলাস জরিপ ২০২৫'-এ উঠে এসেছে এমনই এক চমকপ্রদ চিত্র—বৃষ্টি দেখলেই রংপুরের ৬৫% মেয়ে ভিজতে চান!

রংপুর শহরের ৯টি থানা, ১৯টি মহল্লা ও ৭টি কলেজের ১২০০ জন নারী শিক্ষার্থীর উপর চালানো এই জরিপে দেখা গেছে, ছাতা ব্যাগে থাকা সত্ত্বেও ৭৯% মেয়ে সেটি বের করেন না। অনেকে বলেন, “ভিজলে মনের আবেগ গলে পড়ে, তখনই তো বাঁচার আসল স্বাদ।”

জরিপে উঠে এসেছে আরও কিছু তথ্য:

৪৮% মেয়েই জানিয়েছেন, তারা একাধিকবার ইচ্ছে করে বৃষ্টিতে ভিজেছেন।

৫৪% বলেছে, “ভিজে গেলে ঠান্ডা লাগে না, বরং মনের উত্তাপে শুকিয়ে যায়!”

১২% মেয়ের মোবাইল বৃষ্টিতে নষ্ট হলেও তারা বৃষ্টিতে দাঁড়ানো থেকে বিরত থাকেননি।

৮৪% জানিয়েছেন, “ভিজে যাওয়ার অভিজ্ঞতা জীবনের অন্যতম আনন্দদায়ক অনুভূতি।”

ভিজতে চাওয়ার নেপথ্যে যে কারণগুলো উঠে এসেছে—

১. আবেগ ও একাকীত্ব:
অনেকে বলেন, “প্রেমে নেই, কিন্তু বৃষ্টিতে একলা হেঁটে যাওয়াটাই রোমান্টিক।”

একজন শিক্ষার্থী জানান, “ছেলেরা ভিজলে সর্দি হয়, আর মেয়েরা ভিজলে কবিতা হয়।”

২. সোশ্যাল মিডিয়া প্রভাব:
‘রেনি ডে মুড’ ক্যাপশন বা ছাতা হাতে রোমান্টিক ছবি দিতে গিয়ে অনেকেই স্বেচ্ছায় ভিজেন।

৩. শৈশবের টান:
“আমার ভিতরের ছোটবেলা এখনো বৃষ্টিতে লাফায়”—এই কথাটিই প্রতিধ্বনিত হয়েছে অনেক মেয়ের কণ্ঠে।

৪. ছেলেদের প্রতিক্রিয়া:
জরিপে অংশ নেওয়া অনেকেই মজা করে বলেছেন, “ছেলেরা ছাতা ধরতে এলে আমরা বলি—না ভাইয়া, রেইনফিলিংটা মিস হয়ে যাবে!”

মনোবিজ্ঞানীদের বিশ্লেষণ:

রংপুরের এক তরুণ গবেষক ও মনোবিজ্ঞানী বলেন, “মেয়েদের জন্য বৃষ্টি শুধু প্রাকৃতিক বিষয় না, বরং এটি এক ধরনের আবেগ-থেরাপি। তারা বাস্তবতা থেকে ক্ষণিকের জন্য কল্পনার জগতে ঢুকে পড়েন। সামাজিক মাধ্যমে নিজেকে প্রকাশ করার আগ্রহও এতে যুক্ত হয়েছে।”

তবে সবাই নয়:

জরিপে অংশ নেওয়া ৩৫% মেয়ে জানিয়েছেন, তারা বৃষ্টিতে ভিজতে অনাগ্রহী।
তাদের বক্তব্য—“ভিজলে চুলের স্টাইল নষ্ট হয়”, “ঠান্ডা লাগে”, কিংবা “ভিজব, কিন্তু কেউ পাশে ছাতা ধরলে।”

উপসংহার:

এই জরিপ যেন রংপুরের এক অনন্য নারীব্যঞ্জনাকে তুলে ধরেছে—যেখানে আবহাওয়া নয়, আবেগই নিয়ন্ত্রণ করে ছাতার ব্যবহার।
এই শহরে ছাতা থাকে ব্যাগে, কিন্তু বের হয় না—কারণ রংপুরের মেয়েরা ছেলেদের মতো ক্যালকুলেটেড নয়, তারা ভিজে যায়।

Rangpur360 এর প্রতিবেদনের বিশেষ সিরিজ ‘বৃষ্টিবিলাস জরিপ’ চলমান রয়েছে।

আগামী সংখ্যায়: “বৃষ্টির দিনে ছেলেরা ছাতা দেয়, কিন্তু মন দেয় ক’জন?”

Rangpur360

RAMC না সুপার মার্কেট – কোথায় দাম কম?স্পেশাল কনট্রিবিউটর, Rangpur360 রংপুরের কেনাকাটা করতে গিয়ে আমাদের সবার মনে একটা প...
15/07/2025

RAMC না সুপার মার্কেট – কোথায় দাম কম?

স্পেশাল কনট্রিবিউটর, Rangpur360

রংপুরের কেনাকাটা করতে গিয়ে আমাদের সবার মনে একটা প্রশ্নই ঘোরে– "আরএএমসি ভালো, না সুপার মার্কেট?"

চলুন দেখি বাস্তব চিত্রটা:

সুপার মার্কেট:

বাচ্চাদের/বড়দের তৈরি পোষাক, গার্মেন্টস ও রেডিমেড/থান কাপড়, শাড়ি, কসমেটিক্স ও লেদার সামগ্রী, মোবাইল/কম্পিউটার ও ইলেক্ট্রনিক সামগ্রী, খেলাধুলা/ ক্রোকারিজ ও স্টেশনারি সামগ্রী, জুয়েলারি থেকে শুরু করে চাল, ডাল, ডিম, দুধ —সবই হাতের নাগালে পাবেন।

দাম তুলনামূলকভাবে সস্তা

দরকষাকষি করা যায়

RAMC Shopping Complex:

এয়ার কন্ডিশনড, সাজানো গোছানো পরিবেশ

ব্র্যান্ডেড পণ্য ও গ্যাজেট সহজলভ্য। থ্রি পিস, শাড়ি, গহনা, জামা কাপড় প্যান্ট শার্ট সবই মেলে।

নির্ধারিত দাম, দরাদরি নাই।

দাম একটু বেশি, কিন্তু অভিজ্ঞতাও আলাদা

শেষকথা?

দৈনন্দিন বাজারের জন্য সুপার মার্কেট সেরা

বিশেষ, ব্র্যান্ডেড পণ্য বা ঘুরতে গেলে RAMC বেস্ট।

দু’টোই দরকার—ব্যবহার বুঝে বেছে নিন।

আপনার অভিজ্ঞতা কেমন?

RAMC নাকি সুপার মার্কেট—কোনটা আপনার পছন্দ?
কমেন্টে জানান!


রংপুরে টপ টেন। হাজারো পণ্যের বিশাল সমাহার। তবে দাম একটু বেশি
14/07/2025

রংপুরে টপ টেন। হাজারো পণ্যের বিশাল সমাহার। তবে দাম একটু বেশি

রংপুর সুপার মার্কেটে কেনাকাটা করে ঠকেনি এমন লোক কমেই পাওয়া যাবে। বারবার ঠকার পরও কেন আবার সেই সুপার মার্কেটে যায় রংপুর...
14/07/2025

রংপুর সুপার মার্কেটে কেনাকাটা করে ঠকেনি এমন লোক কমেই পাওয়া যাবে। বারবার ঠকার পরও কেন আবার সেই সুপার মার্কেটে যায় রংপুরের ক্রেতারা।

স্পেশাল কনট্রিবিউটর, Rangpur360

রংপুর শহরের হৃদপিণ্ডে দাঁড়িয়ে আছে এক চিরচেনা নাম—সুপার মার্কেট। এটি শুধু একটি বিপণি বিতান নয়, বরং একটি অভিজ্ঞতা, এক রকমের আবেগ আর স্মৃতির সংগ্রহশালা।

তবুও একটা প্রশ্ন ঘুরপাক খায় বহুজনের মনে: এখানে ঠকে যাবার অভিজ্ঞতা নিয়েও মানুষ কেন বারবার ফিরে আসে?

চলুন, খুঁটিয়ে দেখা যাক এই রহস্যের পেছনের কিছু বাস্তব এবং আবেগঘন কারণ:

১. ঠকারও একটা ‘অভ্যাস’ হয়ে গেছে!

রংপুরের বহু ক্রেতা ঠকে গিয়ে যেন একরকম মানিয়ে নিয়েছেন। দাম একটু বেশি পড়ল, কোয়ালিটি একটু কম হল—তবুও বলেন, “চল দেইখা আসি, হয়তো এইবার ভালো কিছু পামু।” যেন ঠকে যাওয়া এখন আর ক্ষোভ নয়, এক ধরনের স্বাভাবিকতা।

২. বিকল্পের অভাব ও অলসতা

সব জায়গা ঘুরে ঘুরে কেনাকাটা করার মতো সময় বা ইচ্ছা সবার থাকে না। সুপার মার্কেটে তো এক ছাদের নিচেই সব! জামা-কাপড় থেকে রান্নার মশলা, মোবাইল থেকে গহনা—সবই পাওয়া যায়। ব্যস্ত জীবনে এটাই অনেকের জন্য যথেষ্ট সুবিধা।

৩. দোকানিদের “বিক্রয় নাটক”

এখানকার বিক্রেতারা শুধুই বিক্রেতা নন, তারা এক একজন শব্দযোদ্ধা!
– “ভাইরে ভাই, শপথ কইরা কইতাছি, চায়না না, কোরিয়ান!”
এই নাটকীয় অথচ আত্মবিশ্বাসী কথায় অনেক সময় ক্রেতা ঠকে যেতে রাজিও হয়ে যায়। তারা জানে, কিছুটা ধোঁকা আছে—তবুও কিনে ফেলে।

৪. আত্মীয়তা ও সামাজিক সম্পর্ক

অনেকের দোকানির সঙ্গে পুরনো পরিচয় বা আত্মীয়তা রয়েছে। কেউ হয়তো প্রতিবেশী, কেউ আবার দূর সম্পর্কের মামা বা ভাই। এই ‘মানুষ চিনে’ কেনাকাটা করার আবেগ অনেক সময় বাস্তব মূল্যবোধকে ছাপিয়ে যায়।

৫. সব সময় যে ঠকা হয়—তা কিন্তু না

সব দোকান খারাপ না। কিছু নির্দিষ্ট দোকানে, বিশেষ করে যারা পুরাতন এবং বিশ্বস্ত, সেখানে ভালো জিনিসও মেলে। কেউ কেউ বলবেন, “ওই জামাটা তো ভালোই ছিল!”—এই ‘স্মার্ট শপিং’-এর আশা মানুষকে বারবার ফিরিয়ে আনে।

৬. অভ্যাস, স্মৃতি, নস্টালজিয়া

রংপুর সুপার মার্কেট মানেই ঈদের আগের গমগমে ভিড়, প্রথম পকেটমানির শপিং, স্কুল পালানো দুপুরের বাজার দেখা—এসব স্মৃতির রাজ্য। মানুষ কেবল জিনিস কেনে না, সময়কে ছুঁতে আসে। এই জায়গায় আসা মানে পুরনো নিজের সঙ্গে দেখা হওয়া।

শেষ কথা:

রংপুর সুপার মার্কেট এক বিচিত্র জগৎ—যেখানে ঠকাও অভিজ্ঞতা, আর ফিরে আসাটা একধরনের ভালোবাসা।
মানুষ জানে এখানে ঠকে যেতে পারে, তবুও ফেরে।
কারণ সেই ঠকার মাঝেই লুকিয়ে আছে কিছু গল্প, কিছু হাসি, কিছু চেনা মুখ আর রংপুরের এক টুকরো আত্মা।

rangpur360

গাইবান্ধার পুলিশ লাইন্স স্কুলে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিরংপুর৩৬০ ডেক্স: গাইবান্ধার পুলিশ লাইন্স স্কুলে বিভিন্ন বিষয়ে সহকারী...
14/07/2025

গাইবান্ধার পুলিশ লাইন্স স্কুলে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি

রংপুর৩৬০ ডেক্স: গাইবান্ধার পুলিশ লাইন্স স্কুলে বিভিন্ন বিষয়ে সহকারী শিক্ষকসহ বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা অনুযায়ী আবেদন করুন এখনই।

নিয়োগযোগ্য পদসমূহঃ

১। প্রধান শিক্ষক – ০১ জন
২। সহকারী প্রধান শিক্ষক – ০১ জন
৩। সহকারী শিক্ষক (বাংলা) – ০১ জন
৪। সহকারী শিক্ষক (ইংরেজি) – ০১ জন
৫। সহকারী শিক্ষক (গণিত) – ০১ জন
৬। সহকারী শিক্ষক (সমাজবিজ্ঞান) – ০১ জন
৭। সহকারী শিক্ষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) – ০১ জন
৮। সহকারী শিক্ষক (ভৌতবিজ্ঞান) – ০১ জন
৯। সহকারী শিক্ষক (ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা) – ০১ জন
১০। সহকারী শিক্ষক (জীববিজ্ঞান) – ০১ জন
১১। সহকারী শিক্ষক (প্রাথমিক শাখা) – ০৪ জন
১২।‌ কম্পিউটার অপারেটর কাম হিসাব সহকারী – ০১ জন
১৩। অফিস সহায়ক – ০১ জন
১৪। আয়া – ০১ জন

বয়সসীমা:

সর্বোচ্চ ৩৫ বছর (প্রধান শিক্ষকের জন্য ৪৫ বছর)

শিক্ষাগত যোগ্যতা:
সংশ্লিষ্ট বিষয়ে অনার্স/সমমান | শিক্ষকতায় অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার

আবেদনের ঠিকানা:
সভাপতি, পুলিশ লাইন্স স্কুল, গাইবান্ধা

আবেদনের শেষ তারিখ:
বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ কার্যদিবসের মধ্যে। ১০/০৭/২০২৫ তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশ্য হয়েছে। ‌

আবেদন ফি: ৫০০/- টাকা (অফেরতযোগ্য)

আবেদনপত্রের সাথে যা লাগবে:

৩ কপি পাসপোর্ট সাইজ ছবি
শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি
জাতীয় পরিচয়পত্র কপি
পেমেন্টের প্রমাণপত্র

বিঃদ্রঃ
নিয়োগ প্রক্রিয়ায় কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। কোনো প্রকার তদবির প্রার্থিতা বাতিলের কারণ হবে।

গাইবান্ধা পুলিশ লাইন্স স্কুলে পেশাগত জীবনের একটি গর্বিত অধ্যায় শুরু করুন!

শেয়ার করে ছড়িয়ে দিন — আপনার বন্ধু, আত্মীয়, শিক্ষিত তরুণদের জানাতে ভুলবেন না!

rangpur360

তিস্তা সেতু চালু হচ্ছে ২ আগস্ট বহুল প্রতীক্ষিত উত্তরাঞ্চলের সর্ববৃহৎ সেতু সুন্দরগঞ্জের হরিপুর- চিলমারী তিস্তা সেতু চালু ...
13/07/2025

তিস্তা সেতু চালু হচ্ছে ২ আগস্ট

বহুল প্রতীক্ষিত উত্তরাঞ্চলের সর্ববৃহৎ সেতু সুন্দরগঞ্জের হরিপুর- চিলমারী তিস্তা সেতু চালু হতে যাচ্ছে।

আগামী ০২ আগস্ট তিস্তা সেতুটির উদ্বোধন করা হবে। উদ্বোধন শেষে সেতুটি যান চলাচলের জন্য সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

রংপুরে বিডিজবস চাকরি মেলা ২৪ জুলাই, হাজারেরও বেশি লোকের চাকরির সুযোগ রেজিস্ট্রেশন করুন আজইরংপুর৩৬০ ডেক্স: উত্তরাঞ্চলের স...
13/07/2025

রংপুরে বিডিজবস চাকরি মেলা ২৪ জুলাই, হাজারেরও বেশি লোকের চাকরির সুযোগ

রেজিস্ট্রেশন করুন আজই

রংপুর৩৬০ ডেক্স: উত্তরাঞ্চলের সকল চাকরি প্রার্থীদের জন্য সুখবর। বিডি জবস ডটকম প্রথমবারের মতো আগামী ২৪ জুলাই "রংপুর চাকরি ও ক্যারিয়ার মেলা" আয়োজন করতে যাচ্ছে।

দেশ-বিদেশের ৭৫টির বেশি কোম্পানি মেলায় অংশ নেবে এবং হাজারেরও বেশি লোকের চাকরি দেবে এসব কোম্পানি।

মেলার স্থান: জেলা পরিষদ কমিউনিটি সেন্টার, রংপুর।

মেলার সময়: সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

বি:দ্র: রেজিস্ট্রেশন ছাড়া মেলায় অংশগ্রহণ করা যাবে না।

রেজিস্ট্রেশনের জন্য কমেন্টস বক্সের লিঙ্কে ক্লিক করুন-

দেশ ও বিদেশের অনেক নামিদামি কোম্পানি সরাসরি চাকরি দেওয়ার লক্ষ্যে এই মেলায় অংশগ্রহণ করছে।

এছাড়াও আপনার ক্যারিয়ার অগ্রগতির জন্য আসছে বিভিন্ন প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট। সাথে থাকছে সিভি লেখার টিপস, ইন্টারভিউ টিপসসহ বিভিন্ন গাইডলাইন।

সূত্র: বিডি জবস ডটকম।

rangpur360

প্রকৃতি
12/07/2025

প্রকৃতি

রংপুরে ফ্রি সরকারি প্রশিক্ষণসঙ্গে থাকছে মাসিক ভাতা ও যাতায়াত ভাড়াস্পেশাল কন্ট্রিবিউটর, Rangpur360 রংপুর সরকারি টেকনিক্...
12/07/2025

রংপুরে ফ্রি সরকারি প্রশিক্ষণ
সঙ্গে থাকছে মাসিক ভাতা ও যাতায়াত ভাড়া

স্পেশাল কন্ট্রিবিউটর, Rangpur360

রংপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ASSET প্রকল্পের আওতায় অগাস্ট-অক্টোবর ২০২৫ সেশনে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী ৫টি শর্ট কোর্স। এই কোর্সগুলোর সকল খরচ সরকারি অর্থায়নে সম্পন্ন হবে, অর্থাৎ ভর্তিচ্ছুদের কোনো প্রকার ফি দিতে হবে না। প্রশিক্ষণার্থীদের জন্য
থাকছে মাসিক ভাতা ও যাতায়াত ভাড়া।

কোর্সসমূহ:

আইটি সাপোর্ট সার্ভিস

গ্রাফিক ডিজাইন

ইলেকট্রিক্যাল ইন্সটলেশন অ্যান্ড মেইনটেন্যান্স

ওয়েল্ডিং

প্লাম্বিং

উল্লেখ্য, গ্রাফিক ডিজাইন কোর্সে ভর্তি হতে হলে আবেদনকারীদের একটি ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

ভর্তি ফরম বিতরণ ও জমার সময়সূচি:

১০ জুলাই ২০২৫ থেকে ২৪ জুলাই ২০২৫ পর্যন্ত।

প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

ভেন্যু: রংপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ

আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র সংগ্রহ ও জমাদানের জন্য প্রতিষ্ঠান প্রাঙ্গণে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

তথ্যসূত্র: রংপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ
প্রকল্প: ASSET (Accelerating and Strengthening Skills for Economic Transformation)

“দক্ষতা অর্জন করো, ভবিষ্যতের জন্য প্রস্তুত হও।”

এই প্রশিক্ষণ কার্যক্রমের মূল লক্ষ্য হলো তরুণদের হাতে কর্মদক্ষতা তুলে দেওয়া এবং তাদের আত্মকর্মসংস্থান বা শিল্পক্ষেত্রে চাকরির জন্য প্রস্তুত করা। তাই যেসব তরুণ প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনে আগ্রহী, তাদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ।

rangpur360

আজ রংপুরে চাকরি মেলাঅংশ নিচ্ছে দেশের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোস্পেশাল কন্ট্রিবিউটর, Rangpur360 বেকার তরুণদের জন্য এক সুস...
12/07/2025

আজ রংপুরে চাকরি মেলা
অংশ নিচ্ছে দেশের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো

স্পেশাল কন্ট্রিবিউটর, Rangpur360

বেকার তরুণদের জন্য এক সুসংবাদ। UCEP Bangladesh–এর উদ্যোগে রংপুরে আয়োজন করা হচ্ছে এক বিশাল চাকরি মেলা, যেখানে অংশ নিচ্ছে দেশের নামী-দামি প্রতিষ্ঠানগুলো।

আগামীকাল শনিবার ১২ জুলাই ২০২৫) রংপুর পুলিশ লাইনস পার্কে (ড্রিল শেড) এ মেলা অনুষ্ঠিত হবে।
মেলা চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, চাকরিপ্রার্থীরা QR কোড স্ক্যান করে প্রাক-নিবন্ধন করতে পারবেন।

অংশগ্রহণকারী উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো:

PRAN, SQUARE, Walton, Runner, Shah Cement, Kazi Farms, RFL, Super Star, Matador, NAVANA Group, Ventura, Section Seven সহ আরও অনেক কোম্পানি।

যোগাযোগ: 01404455994, 01725679446

আয়োজক: UCEP Bangladesh, RANGPUR REGION।

এই মেলায় অংশগ্রহণকারীরা সরাসরি কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন, জমা দিতে পারবেন সিভি, এমনকি কিছু ক্ষেত্রে তাৎক্ষণিক সাক্ষাৎকারেরও ব্যবস্থা থাকবে।

রংপুরের তরুণদের জন্য এটি হতে যাচ্ছে কর্মসংস্থানের এক বড় সুযোগ।

rangpur360

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Rangpur360 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rangpur360:

Share

Category