ত্রিকোণমিতি.০৩

ত্রিকোণমিতি.০৩ আইন বিষয়ে আলোচনা ও দৈনন্দিন জীবনের ভিডিও তৈরি করতে ভালোবাসি।
(2)

05/05/2025

প্রতিদিন সকালে ঘুম ভাঙতেই বলুন "শুকরিয়া আলহামদুলিল্লাহ"

আল্লাহ্, তোমাকে অসংখ্য ধন্যবাদ একটা সুন্দর দিনের জন্য।

04/05/2025

অনাকাঙ্ক্ষিত ফোন কল ঘন ঘন আসতে থাকলে আপনার পরিবারের সদস্য ও প্রাজ্ঞ অভিভাবকদের অবহিত করুন। এতে মানসিক জোর পাবেন।

তবে জনে জনে বলে বেড়াবেন না। শুভ রাত্রি 🧡

এগুলো আপনার মাঝে থাকলে দ্রুত বর্জন করুন। শুভ রাত্রি 💚
01/05/2025

এগুলো আপনার মাঝে থাকলে দ্রুত বর্জন করুন। শুভ রাত্রি 💚

Good Morning to All
01/05/2025

Good Morning to All

28/04/2025

বিবাহ পূর্ব প্রত্যাশা এবং বিবাহ পরবর্তী বাস্তবতার মধ্যে ব্যবধান যত বেশি হবে, দাম্পত্য সুখ তত কমতে থাকবে।

তাই প্রত্যাশা কে যুক্তিসম্মত রাখুন, বাস্তবতাও সহনশীল থাকবে।

25/04/2025

যারা কথায় কথায় দায়িত্ব জ্ঞানের বুলি উড়ায়,
তারাই ভূলে যায়, তাদের উপর কি দায়িত্ব।

নিজের বেলায় ষোল আনা, অন্যের বেলায় ঠনঠনাঠন-এই হলো তাদের অবস্থা 😔

জুম্মা মোবারক 🤍❤️

23/04/2025

(কেমন হলো জানাবেন, ডোন্ট টেক ইট সিরিয়াসলি)

তোমার কথা মনে পড়লে মাঝেমধ্যে বুকের উপর দিয়ে একটা বড় সড়ো ঝড় বয়ে যায়। তোমার স্মৃতি আকাশে তাকালেই কেমন ঘন কালো মেঘ করে। চোখে নেমে আসে এক পশলা অনাকাঙ্ক্ষিত বৃষ্টি। আমার বুক, চোখের সুখ দুঃখ সবই যেন বারোমাসি বর্ষা মৌসুম।
তোমার চলে যাওয়ার দিন, মাস বছর গেল।এতদিন হল তবুও দেখো কি গভীর অনুভূতি উপস্থিতিতে বসে আছো বুক পকেটে শূন্যতা অসুখ নিয়ে। তোমার কোন দোষ ছিল না, ভুল টুকুই ছিল আমার শেষ সম্বল। তোমাকে কোন দোষ দিচ্ছি না, নিয়তি আমাদের এক হওয়াটা হয়তো চায় নি। ‌ নিয়তি কি পারতো না, আমাদের একটা ঘর দিতে! কেন আমাদের সাথেই এমন হলো, কেন বা আমাদেরই আলাদা আলোর নামে অন্ধকার দিলো।

নিয়তি বরাবর অযাচিত প্রশ্ন ছিল, তোমার আমার এমন দূরত্বের অসুখ হলো কেন? তোমাকে ভালোবাসা ছাড়া আমি একটা নষ্ট ঘড়ি, একেবারে অকেজো।

শুভ রাত্রি 🧡

23/04/2025

যে তোমাকে কোনদিনও চায় নাই, সে তোমাকে পাইছে
যে তোমাকে পায় নাই, সে তোমাকে মোনাজাতেও চাইছে।

কি অদ্ভুত, হিসাব। তাই না! 🤩

23/04/2025

Side pls 🤩

23/04/2025

বিল গেটস বলেছিলেন, তোমার প্রিয় মানুষটা যদি তোমাকে সন্দেহ না করে , তাহলে ভেবে নিও তুমি ছাড়াও তার আরও অনেক মানুষ আছে।

শুভ বিকেল 🤍

পুরোদমে অফিস চলছে
23/04/2025

পুরোদমে অফিস চলছে

শুভ সকাল 🤍
23/04/2025

শুভ সকাল 🤍

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when ত্রিকোণমিতি.০৩ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category