Type & Tech Center

Type & Tech Center টেকনোলজিতে বস হয়ে উঠতে ফলো দিয়ে রাখুন, ইনশাআল্লাহ ভালো কিছু পাবেন।

20/08/2025

আসুন কিছু সাধারন জ্ঞান জেনে নিই...
বাংলাদেশ প্রসঙ্গ #সাধারন_জ্ঞান

প্রশ্ন - বাংলাদেশের আয়তন কত ?
উত্তর: ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার ।
প্রশ্ন - বর্তমানে বাংলাদেশে কয়টি ইউনিয়ন পরিষদ আছে ?
উত্তর: ৪,৫৫০টি ।
প্রশ্ন - বর্তমানে বাংলাদেশে কয়টি জেলা আছে ?
উত্তর: ৬৪টি ।
প্রশ্ন - বর্তমানে বাংলাদেশে কয়টি উপজেলা আছে ?
উত্তর: ৪৮৭টি ।
প্রশ্ন - বর্তমানে বাংলাদেশে কয়টি পৌরসভা আছে ?
উত্তর: ৩১৬টি ।
প্রশ্ন - বাংলাদেশে কয়টি মহানগর আছে ?
উত্তর: ১১টি ।
প্রশ্ন - বাংলাদেশে কয়টি বিভাগ আছে ?
উত্তর: ৭টি ।
প্রশ্ন - সোনালী আশেঁর দেশ কোনটি ?
উত্তর: বাংলাদেশ ।
প্রশ্ন - সোনালী আশঁ বলা হয় কাকে ?
উত্তর: পাটকে ।
প্রশ্ন - বাংলাদেশের জাতীয় বন কোনটি ?
উত্তর: সুন্দরবন ।
প্রশ্ন - বাংলাদেশে পল্লী কবি কে ?
উত্তর: কবি জসীম উদ্দিন ।
প্রশ্ন - বাংলাদেশের জাতীয় মসজিদ কোনটি ?
উত্তর: বায়তুল মোকাররম মসজিন, ঢাকা ।
প্রশ্ন - বাংলাদেশের জাতীয় কবির নাম কি ?
উত্তর: কাজী নজরুল ইসলাম ।
প্রশ্ন - বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্মের নাম কি ?
উত্তর: ইসলাম ।
প্রশ্ন - বাংলাদেশের প্রথম মহিলা প্রধান মন্ত্রীর নাম কি ?
উত্তর: বেগম খালেদা জিয়া ।
প্রশ্ন - বাংলাদেশের প্রধান মহিলা বিরোধী দলীয় নেত্রীর নাম কি ?
উত্তর: শেখ হাসিনা ।
প্রশ্ন - বাংলাদেশের শ্রেষ্ঠ বিজ্ঞানীর নাম কি ?
উত্তর: ড. কুদরত-ই-খোদা ।
প্রশ্ন - বাংলাদেশে বিচার প্রতি কে ছিলেন ?
উত্তর: এ,এস.এম. সায়েম ।
প্রশ্ন - বিমানের প্রতিক কে ?
উত্তর: বালাকা ।
প্রশ্ন - বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পীর নাম কি ?
উত্তর: আব্বাস উদ্দিন ।
প্রশ্ন - বাংলাদেশের প্রধান আদালতের কোনটি ?
উত্তর: সুপ্রীম কোট ।
প্রশ্ন - বাংলাদেশে কেন্দ্রিয় ব্যাংকের নাম কি ?
উত্তর: বাংলাদেশ ব্যাংক ।
প্রশ্ন - বাংলাদেশের প্রধান সমুদ্র সৈকত কোনটি ?
উত্তর: কক্সবাজার ।
প্রশ্ন - বাংলাদেশে সর্বক্ষিণের জেলা কোনটি কক্সবাজার ।
প্রশ্ন - বাংলাদেশের আইনসভার নাম কি ?
উত্তর: জাতীয় সংসদ । ইংরেজিতে House Of Nation কিংবা পালামেন্ট ।
প্রশ্ন - বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি ?
উত্তর: বরেন্দ্রগবেষ্ণা জাদুঘর ।
প্রশ্ন - বাংলাদেলের মধ্য দিয়ে কোন রেখা গিয়েছে ?
উত্তর: ককটক্রান্তি রেখা ।
প্রশ্ন - বাংলাদেশ পৃথিবীর কোন অঞ্চলে অবস্হিত ?
উত্তর: নাতিশীতোষ্ণ ।
প্রশ্ন - চট্রগ্রাম কোন নদীর র্তীরে অবস্হিত ?
উত্তর: কর্ণফুলী ।
প্রশ্ন - বাংলাদেশের প্রথম মহিলা আইনজীবি কে ?
উত্তর: ব্যারিষ্টার রাবেয়া ভুঁইয়া ।
প্রশ্ন - নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত ?
উত্তর: ৫ বছর মেয়াদ কাল ।
প্রশ্ন - ঢাকা কোন নদীর র্তীরে অবস্থিত ?
উত্তর: বুড়িগঙ্গা ।
প্রশ্ন - বাংলাদেশের প্রধান খাদ্যশস্য কি ?
উত্তর: ধান । প্রশ্ন - পৃথিবীর সর্ববৃহৎ জীবন্তবদ্বীপ কোনটি ?
উত্তর: বাংলাদেশ ।
প্রশ্ন - বাংলাদেশ কোন অঞ্চলে অবস্থিত ?
উত্তর: ক্রান্তীয় ।
প্রশ্ন - বাংলাদেশের বৃহত্তম সরক সেতু ও রেল সেতু কোনটি ?
উত্তর: বঙ্গবন্ধু সেতু (যমুনা সেতু) ।
প্রশ্ন - বাংলাদেশের জাতীয় উদ্যান কোনটি ?
উত্তর: বোটানিক্যাল উদ্যান, ঢাকা ।
প্রশ্ন - বাংলাদেশে প্রথম গ্যাসক্ষিত্র কত সালে আবিষ্কার হয় ?
উত্তর: ১৯৫৫ সালে ।
প্রশ্ন - বাংলাদেশে ইক্ষু গবেষ্ণা ইনস্টিটিউট কোথায় ?
উত্তর: ঈশ্বরদাতে ।
প্রশ্ন - নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত ?
উত্তর: নেয়াখালির জেলার মেঘনা নদীর মোহনায় নিঝুম দ্বীপ অবস্থিত ।
প্রশ্ন - দুইগ্রাম ছিটমহল কোথায় অবস্থিত ?
উত্তর: লালমনির হাট জেলায় ।
প্রশ্ন - বাংলাদেশে কোথায় চা বাগান রয়েছে ?
উত্তর: সিলেটে চা বাগান রয়েছে ।
প্রশ্ন - বাংলাদেশে সবচেয়ে বড় শহর কোনটি ?
উত্তর: ঢাকা মহানগরী ।
প্রশ্ন - বাংলাদেশে প্রধান নদী গুলো কি কি ?
উত্তর: পদ্মা, মেঘনা, যমুনা, ব্রক্ষপুত্র, তিস্তা, কর্ণফুলী, করতোয়া, বুড়িগঙ্গা, ধরেশ্বরী, মধুমতি, মাতামুহুরী ও সুরমা ।
প্রশ্ন - কোন জেলাকে বাংলাদেশের শস্য-ভান্ডার বলা হয় ?
উত্তর: বরিশাল ।
প্রশ্ন - বাংলাদেশে ধরলা নদী কোথায় অবস্থিত ?
উত্তর: কুড়িগ্রাম ।
প্রশ্ন - বাংলাদেশের কোন জেলায় রাস্তা দিয়ে হেলিকপ্টার চলে ?
উত্তর: সাতক্ষীরা জেলায় হেলিকপ্টার নামক এক প্রকার সাইকেল চলে ।
প্রশ্ন - ঢাকার প্রাচীন নাম কি ?
উত্তর: ঢাকার প্রাচীন নাম জাহাঙ্গীর নগর ।
প্রশ্ন - মহাত্না গান্ধি বাংলাদেশের কোন জেলায় সফর করেছিলেন ?
উত্তর: নোয়াখালী জেলায় ।
প্রশ্ন - বাংলাদেশের নদী গবেষ্ণা ইন্সিটিউট কোথায় ?
উত্তর: ফরিদপুরে ।
প্রশ্ন - পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে ?
উত্তর: গোয়ালন্দে মিলিত হয়েছে ?
প্রশ্ন - ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছে ?
উত্তর: ১৬১০ খ্রিষ্টাব্দে ।
প্রশ্ন - সারদা পুলিশ একাডেমী কোন নদীর র্তীরে অবস্থিত ?
উত্তর: পদ্মা নদীর র্তীরে অবস্থিত ।
প্রশ্ন - কর্ণফুলী নদীর তলদেশের একমাত্র টানেল নির্মাণ করবে কোন দেশ ?
উত্তর: চীন ।
প্রশ্ন - বাংলাদেশের ভিতরে ভারতের কতগুলো ছিটমহল আছে ?
উত্তর: ১১১টি ছিটমহল আছে ।
প্রশ্ন - বাংলাদেশের লোকশিল্প যাদুঘর কোথায় অবস্থিত ?
উত্তর: সোনারগাঁয়ে অবস্থিত ।
প্রশ্ন - সোমপুর বিহার কোন জেলায় অবস্থিত ?
উত্তর: নওগাঁ ।
প্রশ্ন - কোন বন্দরকে বাংলাদেশের প্রবেশ দ্বার বলা হয় ?
উত্তর: চট্টগ্রাম বন্দরকে ।
প্রশ্ন - প্রাচীন 'চন্দ্রদ্বীপ' বর্তমান নাম কি ?
উত্তর: বরিশাল । প্রশ্ন - বাংলাদেশে প্রথম টাকা যাদুঘর কোথায় অবস্থিত হয়েছে ?
উত্তর: বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি (মিরপুর-২)-এ ।
প্রশ্ন - সুন্দরবনের অবস্থান কোথায় ?
উত্তর: গঙ্গা ও ব্রক্ষ্মপুত্রের মোহনায় এবং বাংলাদেশ ও ভারতের পন্ডিমবঙ্গ জুড়ে বিস্তৃত সুন্দরবন ।
প্রশ্ন - বাংলায় 'সুন্দরবন'-এর আক্ষরিক অর্থ কি ?
উত্তর: সুন্দর জঙ্গল বা সুন্দর বনভূমি ।
প্রশ্ন - দেশে অনুমোদিত প্রথম থানা কোনটি ?
উত্তর: পাবনা জেলার আমিনপুর ।
প্রশ্ন - বাংলাদেশের প্রথম লোহার খনি কোথায় পাওয়া গেছে ?
উত্তর: দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মশিদপুর গ্রামে ।
প্রশ্ন - কোন নদীর অপর নাম কীর্তিনাশ ?
উত্তর: পদ্মা নদীর ।
প্রশ্ন - বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম কি ?
উত্তর: মুজিবনগর ।
প্রশ্ন - মুজিবনগর কোথায় অবস্থিত ?
উত্তর: মেহেরপুরে ।
প্রশ্ন - 'দুবলার চর' কোথায় অবস্থিত ?
উত্তর: সুন্দরবনের দক্ষিণ উপকুলে ।
প্রশ্ন - ৩৬০ আউলিয়ার দেশ বলা হয় কাকে ?
উত্তর: সিলেটকে ।
প্রশ্ন - বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বৈষ্টিত ?
উত্তর: রাঙ্গামাটি ।
প্রশ্ন - ধলেশ্বরী কোন নদীর শাখা নদী ?
উত্তর: যমুনা নদীর ।
প্রশ্ন - বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি ?
উত্তর: মহেশখালী ।

প্রশ্ন - তামাবিল কোথায় অবস্থিত ?
উত্তর: সিলেটে ।
প্রশ্ন - দৈঘ্য প্রস্থ ও গভীরতায় বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি ?
উত্তর: মেঘনা নদী ।
প্রশ্ন - চিংড়ি গবেষ্ণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তর: বাগের হাটে অবস্থিত ।
প্রশ্ন - বাঘাইসড়ি উপজেলা কোন জেলায় অবস্থিত ?
উত্তর: রাঙ্গামাটি ।
প্রশ্ন - বাংলাদেশ বিমান সংস্থার নাম কি ?
উত্তর: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ।
প্রশ্ন - বাংলাদেশ প্রধান সংবাদ সংস্থার নাম কি ?
উত্তর: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ।
প্রশ্ন - বাংলাদেশের কোন অঞ্চলকে 'রুপসী বাংলা' বলে ঘোষণা করা হয়েছে ?
উত্তর: সোনার গাঁয়ের যাদুঘর এলাকা কে ।
প্রশ্ন - বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী কে ?
উত্তর: শিল্পী চাষ জয়নুল আবেদীন ।
প্রশ্ন - সাতগম্বুজ মসজিদের নির্মাতা কে ?
উত্তর: শায়েস্তা খান ।
প্রশ্ন - ঢাকার নাম জাহাঙ্গীর নগর কে রাখেন ?
উত্তরঃ সুবেদা ইসলাম খান ।
প্রশ্ন - বুড়িগঙ্গা নদীর পূর্বনাম কি ছিল ?
উত্তর: দোলাইখাল বা দোলাই নদী ।
প্রশ্ন - আনসার প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তর: গাজিপুরের শফিপুরে ।
প্রশ্ন - বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম পাহাড় কোনটি ?
উত্তরঃ গারো পাহার ।
প্রশ্ন - বাংলাদেশের 'রুটির ঝুড়ি' বলা হয় কোন জেলা কে ?
উত্তর: দিনাজপুর জেলা কে ।

এখন অর্ডার করুন আরো সহজে... অনলাইনে অর্ডার নেওয়া এবং ডেলিভারি করা হয়...বিস্তারিত জানতে যোগাযোগ করুন। নিচের বাটনে ক্লিক ক...
14/04/2023

এখন অর্ডার করুন আরো সহজে... অনলাইনে অর্ডার নেওয়া এবং ডেলিভারি করা হয়...

বিস্তারিত জানতে যোগাযোগ করুন। নিচের বাটনে ক্লিক করে হোয়াটসএপ এ মেসেজ দিন অথবা সরাসরি কল করুন ।

অনলাইন বা অফলাইনে অর্ডার করতে যোগাযোগ করুন।
14/04/2023

অনলাইন বা অফলাইনে অর্ডার করতে যোগাযোগ করুন।







Address

Park More, Modern Road
Rangpur
5404

Website

Alerts

Be the first to know and let us send you an email when Type & Tech Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Type & Tech Center:

Share