20/08/2025
আসুন কিছু সাধারন জ্ঞান জেনে নিই...
বাংলাদেশ প্রসঙ্গ #সাধারন_জ্ঞান
প্রশ্ন - বাংলাদেশের আয়তন কত ?
উত্তর: ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার ।
প্রশ্ন - বর্তমানে বাংলাদেশে কয়টি ইউনিয়ন পরিষদ আছে ?
উত্তর: ৪,৫৫০টি ।
প্রশ্ন - বর্তমানে বাংলাদেশে কয়টি জেলা আছে ?
উত্তর: ৬৪টি ।
প্রশ্ন - বর্তমানে বাংলাদেশে কয়টি উপজেলা আছে ?
উত্তর: ৪৮৭টি ।
প্রশ্ন - বর্তমানে বাংলাদেশে কয়টি পৌরসভা আছে ?
উত্তর: ৩১৬টি ।
প্রশ্ন - বাংলাদেশে কয়টি মহানগর আছে ?
উত্তর: ১১টি ।
প্রশ্ন - বাংলাদেশে কয়টি বিভাগ আছে ?
উত্তর: ৭টি ।
প্রশ্ন - সোনালী আশেঁর দেশ কোনটি ?
উত্তর: বাংলাদেশ ।
প্রশ্ন - সোনালী আশঁ বলা হয় কাকে ?
উত্তর: পাটকে ।
প্রশ্ন - বাংলাদেশের জাতীয় বন কোনটি ?
উত্তর: সুন্দরবন ।
প্রশ্ন - বাংলাদেশে পল্লী কবি কে ?
উত্তর: কবি জসীম উদ্দিন ।
প্রশ্ন - বাংলাদেশের জাতীয় মসজিদ কোনটি ?
উত্তর: বায়তুল মোকাররম মসজিন, ঢাকা ।
প্রশ্ন - বাংলাদেশের জাতীয় কবির নাম কি ?
উত্তর: কাজী নজরুল ইসলাম ।
প্রশ্ন - বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্মের নাম কি ?
উত্তর: ইসলাম ।
প্রশ্ন - বাংলাদেশের প্রথম মহিলা প্রধান মন্ত্রীর নাম কি ?
উত্তর: বেগম খালেদা জিয়া ।
প্রশ্ন - বাংলাদেশের প্রধান মহিলা বিরোধী দলীয় নেত্রীর নাম কি ?
উত্তর: শেখ হাসিনা ।
প্রশ্ন - বাংলাদেশের শ্রেষ্ঠ বিজ্ঞানীর নাম কি ?
উত্তর: ড. কুদরত-ই-খোদা ।
প্রশ্ন - বাংলাদেশে বিচার প্রতি কে ছিলেন ?
উত্তর: এ,এস.এম. সায়েম ।
প্রশ্ন - বিমানের প্রতিক কে ?
উত্তর: বালাকা ।
প্রশ্ন - বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পীর নাম কি ?
উত্তর: আব্বাস উদ্দিন ।
প্রশ্ন - বাংলাদেশের প্রধান আদালতের কোনটি ?
উত্তর: সুপ্রীম কোট ।
প্রশ্ন - বাংলাদেশে কেন্দ্রিয় ব্যাংকের নাম কি ?
উত্তর: বাংলাদেশ ব্যাংক ।
প্রশ্ন - বাংলাদেশের প্রধান সমুদ্র সৈকত কোনটি ?
উত্তর: কক্সবাজার ।
প্রশ্ন - বাংলাদেশে সর্বক্ষিণের জেলা কোনটি কক্সবাজার ।
প্রশ্ন - বাংলাদেশের আইনসভার নাম কি ?
উত্তর: জাতীয় সংসদ । ইংরেজিতে House Of Nation কিংবা পালামেন্ট ।
প্রশ্ন - বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি ?
উত্তর: বরেন্দ্রগবেষ্ণা জাদুঘর ।
প্রশ্ন - বাংলাদেলের মধ্য দিয়ে কোন রেখা গিয়েছে ?
উত্তর: ককটক্রান্তি রেখা ।
প্রশ্ন - বাংলাদেশ পৃথিবীর কোন অঞ্চলে অবস্হিত ?
উত্তর: নাতিশীতোষ্ণ ।
প্রশ্ন - চট্রগ্রাম কোন নদীর র্তীরে অবস্হিত ?
উত্তর: কর্ণফুলী ।
প্রশ্ন - বাংলাদেশের প্রথম মহিলা আইনজীবি কে ?
উত্তর: ব্যারিষ্টার রাবেয়া ভুঁইয়া ।
প্রশ্ন - নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত ?
উত্তর: ৫ বছর মেয়াদ কাল ।
প্রশ্ন - ঢাকা কোন নদীর র্তীরে অবস্থিত ?
উত্তর: বুড়িগঙ্গা ।
প্রশ্ন - বাংলাদেশের প্রধান খাদ্যশস্য কি ?
উত্তর: ধান । প্রশ্ন - পৃথিবীর সর্ববৃহৎ জীবন্তবদ্বীপ কোনটি ?
উত্তর: বাংলাদেশ ।
প্রশ্ন - বাংলাদেশ কোন অঞ্চলে অবস্থিত ?
উত্তর: ক্রান্তীয় ।
প্রশ্ন - বাংলাদেশের বৃহত্তম সরক সেতু ও রেল সেতু কোনটি ?
উত্তর: বঙ্গবন্ধু সেতু (যমুনা সেতু) ।
প্রশ্ন - বাংলাদেশের জাতীয় উদ্যান কোনটি ?
উত্তর: বোটানিক্যাল উদ্যান, ঢাকা ।
প্রশ্ন - বাংলাদেশে প্রথম গ্যাসক্ষিত্র কত সালে আবিষ্কার হয় ?
উত্তর: ১৯৫৫ সালে ।
প্রশ্ন - বাংলাদেশে ইক্ষু গবেষ্ণা ইনস্টিটিউট কোথায় ?
উত্তর: ঈশ্বরদাতে ।
প্রশ্ন - নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত ?
উত্তর: নেয়াখালির জেলার মেঘনা নদীর মোহনায় নিঝুম দ্বীপ অবস্থিত ।
প্রশ্ন - দুইগ্রাম ছিটমহল কোথায় অবস্থিত ?
উত্তর: লালমনির হাট জেলায় ।
প্রশ্ন - বাংলাদেশে কোথায় চা বাগান রয়েছে ?
উত্তর: সিলেটে চা বাগান রয়েছে ।
প্রশ্ন - বাংলাদেশে সবচেয়ে বড় শহর কোনটি ?
উত্তর: ঢাকা মহানগরী ।
প্রশ্ন - বাংলাদেশে প্রধান নদী গুলো কি কি ?
উত্তর: পদ্মা, মেঘনা, যমুনা, ব্রক্ষপুত্র, তিস্তা, কর্ণফুলী, করতোয়া, বুড়িগঙ্গা, ধরেশ্বরী, মধুমতি, মাতামুহুরী ও সুরমা ।
প্রশ্ন - কোন জেলাকে বাংলাদেশের শস্য-ভান্ডার বলা হয় ?
উত্তর: বরিশাল ।
প্রশ্ন - বাংলাদেশে ধরলা নদী কোথায় অবস্থিত ?
উত্তর: কুড়িগ্রাম ।
প্রশ্ন - বাংলাদেশের কোন জেলায় রাস্তা দিয়ে হেলিকপ্টার চলে ?
উত্তর: সাতক্ষীরা জেলায় হেলিকপ্টার নামক এক প্রকার সাইকেল চলে ।
প্রশ্ন - ঢাকার প্রাচীন নাম কি ?
উত্তর: ঢাকার প্রাচীন নাম জাহাঙ্গীর নগর ।
প্রশ্ন - মহাত্না গান্ধি বাংলাদেশের কোন জেলায় সফর করেছিলেন ?
উত্তর: নোয়াখালী জেলায় ।
প্রশ্ন - বাংলাদেশের নদী গবেষ্ণা ইন্সিটিউট কোথায় ?
উত্তর: ফরিদপুরে ।
প্রশ্ন - পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে ?
উত্তর: গোয়ালন্দে মিলিত হয়েছে ?
প্রশ্ন - ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছে ?
উত্তর: ১৬১০ খ্রিষ্টাব্দে ।
প্রশ্ন - সারদা পুলিশ একাডেমী কোন নদীর র্তীরে অবস্থিত ?
উত্তর: পদ্মা নদীর র্তীরে অবস্থিত ।
প্রশ্ন - কর্ণফুলী নদীর তলদেশের একমাত্র টানেল নির্মাণ করবে কোন দেশ ?
উত্তর: চীন ।
প্রশ্ন - বাংলাদেশের ভিতরে ভারতের কতগুলো ছিটমহল আছে ?
উত্তর: ১১১টি ছিটমহল আছে ।
প্রশ্ন - বাংলাদেশের লোকশিল্প যাদুঘর কোথায় অবস্থিত ?
উত্তর: সোনারগাঁয়ে অবস্থিত ।
প্রশ্ন - সোমপুর বিহার কোন জেলায় অবস্থিত ?
উত্তর: নওগাঁ ।
প্রশ্ন - কোন বন্দরকে বাংলাদেশের প্রবেশ দ্বার বলা হয় ?
উত্তর: চট্টগ্রাম বন্দরকে ।
প্রশ্ন - প্রাচীন 'চন্দ্রদ্বীপ' বর্তমান নাম কি ?
উত্তর: বরিশাল । প্রশ্ন - বাংলাদেশে প্রথম টাকা যাদুঘর কোথায় অবস্থিত হয়েছে ?
উত্তর: বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি (মিরপুর-২)-এ ।
প্রশ্ন - সুন্দরবনের অবস্থান কোথায় ?
উত্তর: গঙ্গা ও ব্রক্ষ্মপুত্রের মোহনায় এবং বাংলাদেশ ও ভারতের পন্ডিমবঙ্গ জুড়ে বিস্তৃত সুন্দরবন ।
প্রশ্ন - বাংলায় 'সুন্দরবন'-এর আক্ষরিক অর্থ কি ?
উত্তর: সুন্দর জঙ্গল বা সুন্দর বনভূমি ।
প্রশ্ন - দেশে অনুমোদিত প্রথম থানা কোনটি ?
উত্তর: পাবনা জেলার আমিনপুর ।
প্রশ্ন - বাংলাদেশের প্রথম লোহার খনি কোথায় পাওয়া গেছে ?
উত্তর: দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মশিদপুর গ্রামে ।
প্রশ্ন - কোন নদীর অপর নাম কীর্তিনাশ ?
উত্তর: পদ্মা নদীর ।
প্রশ্ন - বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম কি ?
উত্তর: মুজিবনগর ।
প্রশ্ন - মুজিবনগর কোথায় অবস্থিত ?
উত্তর: মেহেরপুরে ।
প্রশ্ন - 'দুবলার চর' কোথায় অবস্থিত ?
উত্তর: সুন্দরবনের দক্ষিণ উপকুলে ।
প্রশ্ন - ৩৬০ আউলিয়ার দেশ বলা হয় কাকে ?
উত্তর: সিলেটকে ।
প্রশ্ন - বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বৈষ্টিত ?
উত্তর: রাঙ্গামাটি ।
প্রশ্ন - ধলেশ্বরী কোন নদীর শাখা নদী ?
উত্তর: যমুনা নদীর ।
প্রশ্ন - বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি ?
উত্তর: মহেশখালী ।
প্রশ্ন - তামাবিল কোথায় অবস্থিত ?
উত্তর: সিলেটে ।
প্রশ্ন - দৈঘ্য প্রস্থ ও গভীরতায় বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি ?
উত্তর: মেঘনা নদী ।
প্রশ্ন - চিংড়ি গবেষ্ণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তর: বাগের হাটে অবস্থিত ।
প্রশ্ন - বাঘাইসড়ি উপজেলা কোন জেলায় অবস্থিত ?
উত্তর: রাঙ্গামাটি ।
প্রশ্ন - বাংলাদেশ বিমান সংস্থার নাম কি ?
উত্তর: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ।
প্রশ্ন - বাংলাদেশ প্রধান সংবাদ সংস্থার নাম কি ?
উত্তর: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ।
প্রশ্ন - বাংলাদেশের কোন অঞ্চলকে 'রুপসী বাংলা' বলে ঘোষণা করা হয়েছে ?
উত্তর: সোনার গাঁয়ের যাদুঘর এলাকা কে ।
প্রশ্ন - বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী কে ?
উত্তর: শিল্পী চাষ জয়নুল আবেদীন ।
প্রশ্ন - সাতগম্বুজ মসজিদের নির্মাতা কে ?
উত্তর: শায়েস্তা খান ।
প্রশ্ন - ঢাকার নাম জাহাঙ্গীর নগর কে রাখেন ?
উত্তরঃ সুবেদা ইসলাম খান ।
প্রশ্ন - বুড়িগঙ্গা নদীর পূর্বনাম কি ছিল ?
উত্তর: দোলাইখাল বা দোলাই নদী ।
প্রশ্ন - আনসার প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তর: গাজিপুরের শফিপুরে ।
প্রশ্ন - বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম পাহাড় কোনটি ?
উত্তরঃ গারো পাহার ।
প্রশ্ন - বাংলাদেশের 'রুটির ঝুড়ি' বলা হয় কোন জেলা কে ?
উত্তর: দিনাজপুর জেলা কে ।