17/06/2025
📢 ফেসবুক মনিটাইজেশনে বড় পরিবর্তন!
Meta অফিসিয়ালি ঘোষণা করেছে যে, Facebook InStream Ads এখন থেকে আর থাকছে না! অর্থাৎ, ভবিষ্যতে ফেসবুকে আর আলাদা করে ইনস্ট্রিম অ্যাডস চালু থাকবে না। এখন থেকে সকল ধরনের ভিডিও Reels আকারে আপলোড করতে হবে, এবং মনিটাইজেশনও হবে শুধুমাত্র Reels এর মাধ্যমেই।
🚫 InStream Ads
🚫 Ads on Reels
🚫 Performance Bonus
🚫 অন্যান্য সব ধরণের মনিটাইজেশন টুলস
বন্ধ হয়ে যাবে।
✅ শুধুমাত্র চালু থাকবে:
Content Monetization Tools – যার মাধ্যমে নির্বাচিত কনটেন্ট নির্মাতারা ভবিষ্যতে আয় করতে পারবেন।
👉 যারা কনটেন্ট তৈরি করেন, তাদের জন্য এটা সময় নিজের স্ট্র্যাটেজি নতুন করে ভাবার! Reels-এর দিকেই এখন মনোযোগ দেওয়ার সময়!