Md.Maruf Media

Md.Maruf Media @( আস্সালামুআলাইকুম )-
নিত্ব নতুন ভিডিও পেতে পেজটি ফলো এবং লাইক করে আমাদের সাথে থাকুন
ধন্যবাদ@

17/07/2024

🚫সতর্কীকরণ বিজ্ঞপ্তি ‼️

বিভিন্ন সূত্রে জানাচ্ছে যে, আমাদের প্রায় সবার একাউন্ট ক্লোন করা হচ্ছে! আপনার প্রোফাইল পিকচার এবং নাম দিয়ে আরেকটি একাউন্ট খোলা হচ্ছে! এরপর তারা আপনার বন্ধুকে বন্ধুত্বের রিকোয়েস্ট পাঠাচ্ছে। আর আপনার বন্ধুরা আপনি ভেবে তা গ্রহণ করছে। আর আপনাকে ফাঁসাতে বিভিন্ন সরকার বিরোধী,ধর্মবিরোধী যা লেখা/ছবি পোস্ট করবে। এই সুযোগে এই দল তাদের বার্তা ছড়াবে আপনার পরিচয়ে।
আমি নিশ্চিত করে জানাচ্ছি যে, আমার নামে নতুন করে আর কোন একাউন্ট খোলার কোন ইচ্ছা বা পরিকল্পনা আমার নেই। তাই আমার কোন রিকোয়েস্ট আসলে তা গ্রহন করবেন না।
এবং কেউ আমার পরিচয়ে ভ্রান্তি ছড়ালে আমি দায়ী নই। এই ম্যাসেজটি কপি পেস্ট করে আপনার ওয়ালে রাখুন। আমিও রাখলাম। নিজে বাঁচুন, অন্যকেও বাঁচান।
ধন্যবাদ।

26/06/2024

26/06/2024

একটা জীবন সমুদ্রে তার ,মুক্ত একটা পাখী। আলোতেয়ালেই দেখা যায় বোকা, অন্ধকারের সাথী । সবশেষে পাশে পরিবার আর পরিবারেই তোর লা...
06/05/2024

একটা জীবন সমুদ্রে তার ,মুক্ত একটা পাখী। আলোতেয়ালেই দেখা যায় বোকা, অন্ধকারের সাথী । সবশেষে পাশে পরিবার আর পরিবারেই তোর লাঠি , ছোট্র খোকার আকাশ জুরে সবুজ প্রজাপতি . so sad

মানুষের পুরো জীবনটা হছে একটা সরল অংক যতই দিন যাচ্ছে , ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছি ।
17/02/2024

মানুষের পুরো জীবনটা হছে একটা সরল অংক যতই দিন যাচ্ছে , ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছি ।

যত্ন করে কাঁদানোর জন্য খুব ,আপন মানুষগুলোই যথেষ্ট.!নিরবতা অনেক কথা বলে যা বোঝার ক্ষমাতা সবার থাকেনা
26/01/2024

যত্ন করে কাঁদানোর জন্য খুব ,
আপন মানুষগুলোই যথেষ্ট.!
নিরবতা অনেক কথা বলে
যা বোঝার ক্ষমাতা সবার থাকেনা




সৈয়দপুরের লেবু মিয়া যাবজ্জীবন সাজা ভোগ শেষে উপার্জনের জন্য পেলেন চার্জার  ভ্যান----------একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজ...
19/01/2024

সৈয়দপুরের লেবু মিয়া যাবজ্জীবন সাজা ভোগ
শেষে উপার্জনের জন্য পেলেন চার্জার ভ্যান
----------
একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজা ভোগ শেষে মুক্তি পেয়ে উপার্জনের জন্য একটি চার্জার ভ্যান পেয়েছেন নীলফামারীর সৈয়দপুর উপজেলার লেবু মিয়া(৫১)।
তিনি উপজেলার কামারপুকুর ইউনিয়নের অসুরখাই গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে সমাজ সেবা অধিদপ্তরের অপরাধী সংশোধন ও পুর্নবাসন সমিতির উদ্যোগে ৫৩ হাজার টাকা দামের এই চার্জার ভ্যান প্রদান করা হয়। গত ৪জানুয়ারী যাবজ্জীবন সাজা শেষে জেল হতে মুক্তি পান লেবু মিয়া।
কারাগার প্রাঙ্গণে প্রধান অতিথি থেকে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ লেবু মিয়ার হাতে ভ্যানের চাবি তুলে দেন।
এ সময় সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, জেল সুপার রফিকুল ইসলাম, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক ও সমাজ সেবা বিভাগের প্রবেশন কর্মকর্তা ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।

18/01/2024

শীত কেমন😱

07/01/2024

ালো কিছু পেতে চাইলে আমাকে ফলো করে রাখুন 😔😔😔😔😔💖🙃🙃💕🙃

07/01/2024





কিছু সম্পর্ক ভাঙ্গার কারন থাকে না. তবুও সম্পর্ক গুলো নষ্ট হয়ে যায়.!!!!!
06/01/2024

কিছু সম্পর্ক ভাঙ্গার কারন থাকে না. তবুও সম্পর্ক গুলো নষ্ট হয়ে যায়.!!!!!

Address

Rongpur Nilfamari Saidpur
Rangpur
5310

Telephone

+8801706724821

Website

https://www.facebook.com/kinboamra01, https://www.facebook.com/profile.php?i

Alerts

Be the first to know and let us send you an email when Md.Maruf Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md.Maruf Media:

Share