SERAJ BLOG

SERAJ BLOG Welcome to our Facebook page and Youtube Channel ( SERAJ BLOG )

আইফোন 17pro max দিয়ে ছবিটি তোলা।ছবিটি কেমন হয়েছে গাইস।আর আমার ভাইকে দেখতে কেমন লাগছে।
24/09/2025

আইফোন 17pro max দিয়ে ছবিটি তোলা।ছবিটি কেমন হয়েছে গাইস।আর আমার ভাইকে দেখতে কেমন লাগছে।

কাজের বেটি রহিমা
23/09/2025

কাজের বেটি রহিমা

ভাবতেছি এই ছবির ইনকাম দিয়ে ভাতিজার বিয়ের সেরোয়ানি কিনে দিবো গাইস
23/09/2025

ভাবতেছি এই ছবির ইনকাম দিয়ে ভাতিজার বিয়ের সেরোয়ানি কিনে দিবো গাইস

"শুভ দুপুর" মাসাল্লাহ
22/09/2025

"শুভ দুপুর" মাসাল্লাহ

21/09/2025

হায় আল্লাহ এরা কি ধরনের মানুষ ছি ছি ছি রে ননি ছি....

যখন কাজ বাদ দিয়ে আমার পিছে পড়ে থাকে।
20/09/2025

যখন কাজ বাদ দিয়ে আমার পিছে পড়ে থাকে।

19/09/2025

"এত জঘন্য ভয়েস মনে হয় জীবনে কেউ শোনে নাই"।তবে ভয়েস যেমনি হোক ভিডিও টি দেখলে গ্রামের ছোঁয়া পাবেন।

18/09/2025

অসুস্থতার কারণে কিছুদিন থেকে ভিডিও বানাতে পারছি না। যার কারণে আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারছি না। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আর যদি সুস্থ হই। তাহলে অবশ্যই কালকে ভালো ভিডিও উপহার দিব। আমার পরিবারে যারা সদস্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিপদে পাশে থাকার জন্য। আর যারা আমার পরিবারের সদস্য না তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন। যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি। "শুভ রাত্রি" সবাইকে।

আলহামদুলিল্লাহ অবশেষে আমিও পেয়ে গেলাম কনটেন্ট  মনিটাইজেশন।
17/09/2025

আলহামদুলিল্লাহ অবশেষে আমিও পেয়ে গেলাম কনটেন্ট মনিটাইজেশন।

আমি তো ফেসবুক সম্পর্কে কিছু বুঝিনা দেখেন তো আমার মনিটাইজেশন আসছে কিনা??
16/09/2025

আমি তো ফেসবুক সম্পর্কে কিছু বুঝিনা দেখেন তো আমার মনিটাইজেশন আসছে কিনা??

আমার ভাইয়ের বৃ"ষ্টি বিলাস
16/09/2025

আমার ভাইয়ের বৃ"ষ্টি বিলাস

14/09/2025

প্রতিবছর এই দিনে রাত জেগে অপেক্ষা করতাম।কখন রাত ১২ টা বাজবে আর আমি সবার আগে তোমায় wish করবো।আমার হাতের বানানো কেক ছারা তোমার বার্থডে সেলিব্রেট হতো না।আর আমার কাছে তোমার ডিমান্ড ছিলো ভালো মানের একটা করে ঘড়ি যেনো গিফট করি।তাও আবার প্রত্যেক বছর। এবার আমি কা কে wish করবো।কার জন্য কেক বানানো -আর কার জন্য ঘড়ি কিনে এনে লুকায়া রেখে সারপ্রাইজ দিবো।গতবার তোমার বার্থডে তে পায়েস করলাম কেক বানালাম।তোমার স্টুডেন্ট দের নিয়ে মজা করলা সবাই মিলে কেক খাইলা।এবার আমি কার বার্থডে সেলিব্রেট করবো।আর কাদের নিয়ে সেলিব্রেট করব। বার্থডে উপলক্ষে কাল আমায় কে ঘুরতে নিয়ে যাবে?আল্লাহ কেন আমার সাথে এমন করলো।তুমি যে জায়গায় যাইতা। আমি সাথে সাথে যাইতাম।আত্মীয় বাসা -বাজার ঘাট সব জায়গায়।তবে যেদিন এক্সিডেন্ট করলা সেদিন কেন আমি তোমার সাথে ছিলাম না।একসাথে এক্সিডেন্ট করতাম একসাথে মরে যেতাম।তুমি ছারা বেঁচে থাকা যে কতটা কষ্টকর। তুমি এ কোন কঠিন পরিস্থিতির সম্মুখীন আমাকে করে গেলা।তুমি তো মরে গিয়ে বেঁচে গেছো।আর আমি তো বেঁচে থেকেও মরে গেছি।
তুমি তো জানো বলো হাজার কষ্ট লুকিয়ে হাসতে পারি আমি।সবাই উপরের হাসি টা দেখে কেউ ভেতরের কষ্ট টা দেখে না।তোমার জন্মদিনে আল্লাহর কাছে একটাই চাওয়া
তারাতারি যেন আল্লাহ তোমার কাছে আমাকে নিয়ে যায়।বিশ্বাস করো তোমাকে ছারা ১ টা সেকেন্ড ও আমার বাঁচতে ইচ্ছা করে না।

Address

Kurigram
Rangpur
5620

Alerts

Be the first to know and let us send you an email when SERAJ BLOG posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SERAJ BLOG:

Share