Razia

Razia This is a digital creator page.Here you can find wonderful videos and content.

24/01/2023

🥀রাত ১২টা। প্রচন্ড শীত। চারদিকে বাতাস বয়ছে। খোলা আাকাশ🥰 পূর্ণিমার চাঁদ তার সবটুকু আলো যেন ছড়িয়ে দিয়েছে তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই❤️❤️☘️☘️এমন একটা পরিবেশে সবাই মিলে রান্না করছে। 🥰🥰 সেটাও আবার ৫ তলা ছাদের উপর😍😍

🥀উহ্হহ.....!!! কি যে অনুভূতি 😊😊🥰🥰

☘️🥀তারপর রাত ২ টায় খাবার খাওয়ার সময় মনে হচ্ছিল নিজে ডিপ ফ্রিজ হয়ে যাচ্ছি😁😁 নরমাল না 🤣🤣🤣
তবে এই মুহূর্ত টা সত্যিই আমার কাটানো সুন্দর সময়ের তালিকায় চিরন্তন রয়ে যাবে🤍❤️🥰🥰

24/12/2022

রান্নাঘর যখন দূরে হয়😃😃
তারমধ্যে আবার শীত😁😁😁

🥰চার তলা থেকে নিচ তলা রান্না করতে যাইতে আর ভাল লাগে না😪😪 কিন্তু মেসে রাতের খাবার দেখে রান্না করা ছাড়া উপায় নাই। শর্টকাট উপায় মাথায় আসল 🥰🥰

☘️☘️ রেসিপি আলু ভর্তা😊😊

water heater এ আলু সিদ্ধ only 5 mins
আর মরিচ ভাজার জন্য উপায়ও বের হল😁😁

বুদ্ধিটা কেমন হেয়েছে সবাই অবশ্যই জানাবেন🥰🥰 Tips টা আপনিও কাজে লাগাতে পারেন😃😃

If you truly love nature, you will find beauty everywhere.🖤🤍                          ~~Laura Ingalls Wilder ❤️❤️       ...
03/12/2022

If you truly love nature,
you will find beauty everywhere.🖤🤍
~~Laura Ingalls Wilder ❤️❤️

🥀🥀জুমার দিনের আমল🥀🥀🌺জুমার দিনের উত্তম আমল অনেক রয়েছে। এর মধ্যে একটা হচ্ছেঃ    🖤🖤 দ্রুত মসজিদে যাওয়া ❤️❤️ ☘️☘️হাদিসে রাসু...
25/11/2022

🥀🥀জুমার দিনের আমল🥀🥀

🌺জুমার দিনের উত্তম আমল অনেক রয়েছে। এর মধ্যে একটা হচ্ছেঃ
🖤🖤 দ্রুত মসজিদে যাওয়া ❤️❤️

☘️☘️হাদিসে রাসুল (সা.) বলেছেন, জুমার দিন মসজিদের দরজায় ফেরেশতারা অবস্থান করেন এবং ক্রমানুসারে আগে আগমনকারীদের নাম লিখতে থাকেন। যে সবার আগে আসে সে ওই ব্যক্তির মতো যে একটি মোটাতাজা উট কোরবানি করে। এরপর যে আসে সে ওই ব্যক্তি যে একটি গাভি কোরবানি করে। এরপর আগমনকারী ব্যক্তি মুরগি দানকারীর মতো। তারপর ইমাম যখন বের হন তখন ফেরেশতাগণ তাদের লেখা বন্ধ করে দেন এবং মনোযোগ সহকারে খুতবা শুনতে থাকেন। (বুখারি, হাদিস : ৯২৯)

আর একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছেঃ
☘️☘️সুরা কাহফ তিলাওয়াত করা ❤️❤️

মর্যাদাপূর্ণ এই দিনের বিশেষ একটি আমল হচ্ছে সুরা কাহফ তিলাওয়াত করা। আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, যে ব্যক্তি জুমার দিন সুরা কাহফ পাঠ করবে তার জন্য দুই জুমা পর্যন্ত নূর উজ্জ্বল করা হবে। (আমালুল ইয়াওমী ওয়াল লাইল, হাদিস : ৯৫২)

🥀🥀সুরা কাহাফের শেষ ১০ আয়াত পাঠ 🌺🌺
অপর হাদিসে সুরা কাহাফের শেষের আয়াত পাঠের সুফল হিসেবে দাজ্জালের ক্ষতি থেকে মুক্তির কথা বর্ণিত হয়েছে। আবু সাইদ খুদরি (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ পড়বে তা জুমার মধ্যবর্তী সময়ে তার জন্য আলোকিত হয়ে থাকবে। আর যে ব্যক্তি এই সুরার শেষ ১০ আয়াত পাঠ করবে অতঃপর দাজ্জাল বের হলে তার কোনো ক্ষতি করতে পারবে না।

❤️🥀🥀যে ব্যক্তি অজুর পর এই দোয়া পড়বে তার নাম একটি চিঠিতে লেখা হবে। অতঃপর তাতে সিল দেওয়া হবে, যা কেয়ামত পর্যন্ত আর ভাঙা হবে না❤️(সহিহ তারগিব, হাদিস নম্বর : ১৪৭৩, আল মুসতাদরাক : ২/৩৯৯)

Who can say what is that?🥰🥰
24/11/2022

Who can say what is that?🥰🥰

☘️"শারীরিক প্রতিবন্ধকতা আসলেই কোনো প্রতিবন্ধকতা নয়"--- প্রমাণ করে দিলেন গানিব আল মুফতাহ।পৃথিবীর আলো দেখার পূর্বেই যাকে গ...
21/11/2022

☘️"শারীরিক প্রতিবন্ধকতা আসলেই কোনো প্রতিবন্ধকতা নয়"--- প্রমাণ করে দিলেন গানিব আল মুফতাহ।

পৃথিবীর আলো দেখার পূর্বেই যাকে গর্ভপাত করতে বলা হয়েছিল 😪😪

গানিম আল মুফতাহ কডাল রিগ্রেশন সিনড্রোম নিয়ে জন্মগ্রহণ করেছেন। এটি একটি বিরল ব্যাধি যা নিম্ন মেরুদণ্ডের বিকাশকে ব্যাহত করে। জন্মের আগে তার বিকলাঙ্গ চেহারা ডাক্তারদের কাছে ধরা পরলে, ডাক্তার তার বাবা-মা কে গর্ভপাত করার কথা বলেন। কিন্তু তার বাবা মা ইসলামের কথা স্মরণ করেন, যেখানে গর্ভপাত কে ইসলামে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। ফলে তারা গর্ভপাত করতে রাজি হননি।যাই হোক, ডাক্তারদের দ্বারা বেঁচে থাকার খুব কম সম্ভাবনার কারণে, গানিম তার পনের বছর অতিক্রম করতে সক্ষম হয়েছে। তার গল্প বিশ্বজুড়ে যুবক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি বিশিষ্ট এবং ব্যতিক্রমী উদাহরণ হয়ে মানুষকে বিস্মিত ও অনুপ্রাণিত করেছে। গানিম তার সাফল্যের অনেকটাই ঋণী তার বাবা-মায়ের কাছে যারা তার ইতিবাচক বিকাশে অবিচ্ছিন্ন প্রভাব ফেলেছেন তাদের জোর দিয়ে যে গানিম তার অক্ষমতার সীমানা ছাড়িয়ে স্বাভাবিক জীবনযাপন করে। বার্ষিক ভিত্তিতে, ঘানিম ইউরোপে বিশেষজ্ঞ অস্ত্রোপচারের যত্ন গ্রহণ করে। তিনি কাতারের সর্বকনিষ্ঠ উদ্যোক্তা, তিনি ঘারিসা আইসক্রিম প্রতিষ্ঠা করেছেন, একটি কোম্পানি যার 6টি শাখা রয়েছে এবং 60 জন কর্মী নিয়োগ করেছেন। ঘানিম সমগ্র উপসাগরীয় অঞ্চল জুড়ে তার ব্যবসা সম্প্রসারণ এবং ফ্র্যাঞ্চাইজি খুলতে চায়। এটা ঘানিমের ভবিষ্যৎ প্যারালিম্পিয়ান হওয়ার আশা। তার প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও, ঘানিম তার প্রিয় খেলা হিসাবে সাঁতার, স্কুবা ডাইভিং, ফুটবল, হাইকিং এবং স্কেটবোর্ডিংকে তালিকাভুক্ত করেছেন। স্কুলে, ঘনিম তার হাতে জুতা পরে ফুটবল খেলত এবং তার 'সাধারণ আকারের' বন্ধুদের সাথে বলের পিছনে তাড়া করত। আশ্চর্যজনকভাবে, গানিম সমগ্র উপসাগরীয় অঞ্চলের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জেবেল শামস আরোহণ করেছেন। নির্ভীক, তিনি প্রকাশ্যে মাউন্ট এভারেস্ট আরোহনের তার অভিপ্রায় ব্যক্ত করেছেন। ইনস্টাগ্রামে 1 মিলিয়নেরও বেশি ফলোয়ার।

আল-মুফতাহ কাতারের ভবিষ্যতের প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্য নিয়ে বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন করার লক্ষ্য রেখেছেন❤️❤️

ডাক্তার বলেছিল এরকম পা বিহীন শিশু জন্মের চেয়ে মায়ের গর্ভে ই শেষ করা ভালো হবে।কারন তারা ভেবেছিল সে সকলের বোঝা হবে। আজ কিনা সে কাতারের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে!!! 🤔🤔

এ থেকে শিক্ষা নেওয়া যায়, শারীরিক প্রতিবন্ধকতা কোনে বাঁধা হতে পারে না। সে যদি চায় তো হিমালয় কেও জয় করতে পারবে❤️❤️
মনে সৎ ইচ্ছা, পরিশ্রম ও সাহস থাকলে আল্লাহ তাকে সন্মান, মর্যাদা ও সাফল্য দিবেই।🤍🖤

***i ***i #মুফতাহ

শুভ সকাল🥰🥰Good morning everybody 🤍🖤❤️
21/11/2022

শুভ সকাল🥰🥰
Good morning everybody 🤍🖤❤️

আজকে গোধূলি লগ্নে  আকাশ টা  সত্যিই চমৎকার ছিল 🥰🥰
19/11/2022

আজকে গোধূলি লগ্নে আকাশ টা সত্যিই চমৎকার ছিল 🥰🥰

🌹🌹 মহান সৃষ্টিকর্তা আল্লাহ বলেছেন- ‘পৃথিবীর সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।’🖤🖤  ❤️❤️ অর্থাৎ জীবন যার আছে মৃত...
19/11/2022

🌹🌹 মহান সৃষ্টিকর্তা আল্লাহ বলেছেন- ‘পৃথিবীর সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।’🖤🖤

❤️❤️ অর্থাৎ জীবন যার আছে মৃত্যু তার সুনিশ্চিত। আর দুনিয়াতে সবচেয়ে কষ্টদায়ক হচ্ছে মৃত্যু। কারো আপন জনের মৃত্যুতে স্বজনের বিয়োগ ব্যাথাই নয় বরং মৃত্যুবরণকারী ব্যক্তিও প্রচণ্ড শারীরিক কষ্টের সম্মুখীন হন।

🌹🌹হাদিসটি এসেছে -
‘হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু একবার হজরত কাব রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, আমাকে মৃত্যুর অবস্থা সম্পর্কে কিছু বলুন। তখন হজরত কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ‘মৃত্যু হলো কাঁটাদার গাছের মতো। কাঁটাযুক্ত সে গাছটি যখন মানুষের পেটে ঢোকানোর পর তার প্রতিটি কাঁটা শিরায় শিরায় লেগে যায়। তখন একজন শক্তিশালী মানুষ যদি গাছিটি ধরে জোরে টেনে বের করার চেষ্টা করে। ওই মুহূর্তে শিরায় শিরায় বিদ্ধ হওয়া কাঁটার আঘাতের কষ্ট মানুষটি হাড়ে হাড়ে উপলব্ধি করে। অনুরূপভাবে মানুষের মৃত্যুকালীন সময়ে মৃত্যুপথযাত্রীর কাছেও মনে হয় যেন, তার শরীরের গোশতগুলো যেন একটি কাঁটার সঙ্গে বেরিয়ে আসছে। সে মৃত্যুযন্ত্রণা মানুষ হাড়ে হাড়ে উপলব্ধি করে থাকে।’
🍀এ হলো মৃত্যুকালীন সময়ে মানুষের মৃত্যু যন্ত্রণার নমুনা।

🤍🖤এ কারণেই আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেন, ‘হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে সেভাবে ভয় কর; যেভাবে ভয় করা উচিত। এবং অবশ্যই (সবধান!) মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না।’ (সুরা আল-ইমরান : আয়াত ১০২)

#মৃত্যু

আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর ❤️আলহামদুলিল্লাহ। প্রকৃতি প্রতিটি মুহূর্তেই যেন রং বদলায় 🤍🖤 মাঝে মধ্যে যখন অপলক দৃষ্টিতে, গ...
11/11/2022

আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর ❤️আলহামদুলিল্লাহ। প্রকৃতি প্রতিটি মুহূর্তেই যেন রং বদলায় 🤍🖤 মাঝে মধ্যে যখন অপলক দৃষ্টিতে, গভীর মনোযোগ দিয়ে প্রকৃতিকে উপলব্ধি করি, সত্যিই অপার আনন্দ খুজে পাই। আর বসে বসে নিরালয়ে ভাবি, সত্যিই তুমি মহান!তোমার মাঝে আমি বিন্দুমাত্র কৃপণতা খুঁজে পাইনা 🥰🥰

🥰🥰 ছোট বেলার দিনগুলো সত্যিই অনেক মধুময়  ছিল❤️❤️ প্রতিটি মুহূর্ত ছিল আনন্দময়। ছিলনা কোনো দুশ্চিন্তা, হতাশা। স্মৃতিমাখানো ...
07/11/2022

🥰🥰 ছোট বেলার দিনগুলো সত্যিই অনেক মধুময় ছিল❤️❤️ প্রতিটি মুহূর্ত ছিল আনন্দময়। ছিলনা কোনো দুশ্চিন্তা, হতাশা। স্মৃতিমাখানো সেই দিনগুলো যেন হাতছানি দিয়ে ডাকছে😊😊 কিন্তু শত চেষ্টা করেও যে এই শক্ত বাঁধন ছিড়ে যেতে পারছিনা। আমার স্মৃতিকাতর মন যে বার বার ডানা ঝাপটায়ে স্মৃতির সেই কারাগারেই বন্দি পরে যায় 😪😪 অবশেষে নয়ন যুগল বুজে স্মৃতির পাতায় নিজেই নিজেকে পড়তে থাকি ☺️☺️ 😪😪

কবিতাটির প্রতিটি কথাই সত্য ও যথার্থ মূল্যবান। সেই শৈশবে ছড়াটি পড়েছিলাম না বুঝে। কিন্তু দীর্ঘ সময় পর আজ প্রথম পড়ার পর বুঝলাম 😊😊 সেই আগের দিনগুলোতে যদি আবার ফিরে যেতে পারতাম😪😪

এখানে এই শহরে বৃষ্টির শব্দ কানে আসে না কখন আসে কখন যায় মনে যে থাকে না,,,,,😪😪
03/11/2022

এখানে এই শহরে বৃষ্টির শব্দ কানে আসে না
কখন আসে কখন যায় মনে যে থাকে না,,,,,😪😪

কে কে বলতে পারবেন এটা কি গাছ??🥰🥰
26/10/2022

কে কে বলতে পারবেন এটা কি গাছ??🥰🥰

বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর,,,❤️❤️                #শিমুল
23/10/2022

বাংলার মুখ আমি দেখিয়াছি,
তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর,,,❤️❤️

#শিমুল

Address

Rangpur

Telephone

+8801403471218

Website

Alerts

Be the first to know and let us send you an email when Razia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share