Lipshon Sheikh

Lipshon Sheikh সত্য সূর্যের মত, কিছু সময়ের জন্য অস্ত যায় ঠিকই কিন্তু কখনো চিরতরে হারিয়ে যায় না।।

একটানা ১২ ঘণ্টারও বেশি সময় ধরে, সিসি শাসন ব্যবস্থা নির্মমভাবে হত্যা ও আহত করেছিল ১,০০০-এরও বেশি নিরস্ত্র মিশরীয়কে—যার ...
15/08/2025

একটানা ১২ ঘণ্টারও বেশি সময় ধরে, সিসি শাসন ব্যবস্থা নির্মমভাবে হত্যা ও আহত করেছিল ১,০০০-এরও বেশি নিরস্ত্র মিশরীয়কে—যার মধ্যে নারী, শিশু এবং প্রবীণও ছিলেন।

তারা স্নাইপারের গুলি, গাড়িচাপা, আগুনে পোড়ানো, গ্যাস এবং অ্যান্টি-ট্যাংক অস্ত্র দিয়ে বোমা হামলা—সবকিছু ব্যবহার করেছিল।

মাঠের হাসপাতালেই আহতদের জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল, মসজিদে আগুন লাগিয়ে ভেতরে থাকা সবাইকে পুড়িয়ে ফেলা হয়েছিল, এবং বহু শহীদের মরদেহ ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছিল।

এখনও বহু পরিবার জানে না তাদের প্রিয়জনদের কী পরিণতি হয়েছিল।

মসজিদ ও হাসপাতাল পোড়ানোর পরের দিন আল-ইমান মসজিদে যখন পরিবারগুলো জানাজা পড়তে চেয়েছিল, তখন সেনারা মরদেহ ঘিরে ফেলে এবং কোনো দাফন অনুমতি দেয়নি।

মরদেহ যাতে পচে না যায়, সে জন্য শহীদদের পরিবার বরফের টুকরা ও পাখা ব্যবহার করে তাদের প্রিয়জনদের দেহ সংরক্ষণ করতে বাধ্য হয়েছিল, কারণ জানাজা কয়েকদিন পিছিয়ে দিতে হয়েছিল।
[mh]

🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 Tonight - Premier League starts🇫🇷 Tonight - Ligue 1 starts🇪🇸 August 17 - La Liga starts🇩🇪 August 22 - Bundesliga...
15/08/2025

🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 Tonight - Premier League starts
🇫🇷 Tonight - Ligue 1 starts
🇪🇸 August 17 - La Liga starts
🇩🇪 August 22 - Bundesliga starts
🇮🇹 August 23 - Serie A starts
🇪🇺 August 28 - Champions League draw
🇪🇺 Sept 16 - Champions League starts

WE ARE SO BACK!

15/08/2025

মনে ছিল নাহ🙂🙂🙂

14/08/2025

"আমরা শরীয়াহ আইনে বিশ্বাস করিনা"
- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

উল্লেখ্য, শরীয়াহ হল ইসলাম ধর্মের আইন ও জীবন ব্যবস্থা। এটি আল্লাহ প্রদত্ত বিধান, যা মুসলিমদের জীবন পরিচালনার জন্য একটি পথপ্রদর্শক।

জমিয়তসহ যে ইসলামী দলগুলো ২/১ টা সিটের লোভে বিএনপির সাথে জোটবদ্ধ হওয়ার স্বপ্ন দেখছেন তাদের এই বক্তব্যটা ভাল করে শুনে রাখা প্রয়োজন।

গাযাতে রক্তের নদী বইছে, আর জাতিধ্বংসের কার্যালয় বঙ্গমুলুকে গাযার হত্যাকারীদের এজেন্ডা বাস্তবায়ন করতে আসছে।
14/08/2025

গাযাতে রক্তের নদী বইছে, আর জাতিধ্বংসের কার্যালয় বঙ্গমুলুকে গাযার হত্যাকারীদের এজেন্ডা বাস্তবায়ন করতে আসছে।

13/08/2025

শিশুদের তীব্র ক্ষুধার দৃশ্য দেখে ত্রাণকর্মী নিজেই কান্নায় ভেঙে পড়েন

যখন কয়েক ডজন শিশু এক প্লেট খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে ছিল, তখন গাজার এক ত্রাণকর্মীর খাবার শেষ হয়ে যায়। তিনি অসহায়ভাবে খালি হাঁড়ি উঁচিয়ে ধরেন, চোখের জল আটকে রাখার চেষ্টা করছিলেন।

13/08/2025

ঘটনাটি গতকালের! ট্রেনের ভিতর থেকে লক করে রাখায় এভাবেই এই মুরুব্বী বিমানবন্দর থেকে নরসিংদী পর্যন্ত ঝুলে ঝুলে যায়। আমরা মানুষ আজ কোথায় পৌঁছেছি অনুভব করুন। ট্রেন খুব সম্ভবত চট্টলা এক্সপ্রেস।

ভিডিও ধারণ করেছেন: সিফাত।

🔴 কাশ্মিরের উরি সেক্টরে গোলাগুলিতে ভারতীয় সেনা নিহত !ভারতশাসিত জম্মু ও কাশ্মিরের উরি সেক্টরে স্বাধীনতাকামীদের সঙ্গে গোলা...
13/08/2025

🔴 কাশ্মিরের উরি সেক্টরে গোলাগুলিতে ভারতীয় সেনা নিহত !

ভারতশাসিত জম্মু ও কাশ্মিরের উরি সেক্টরে স্বাধীনতাকামীদের সঙ্গে গোলাগুলিতে এক ভারতীয় সেনা নিহত হয়েছে। ১২ আগস্ট গভীর রাতে এ ঘটনা ঘটে, এসময় দুপক্ষের পাল্টা গুলি চালালে ওই সেনা গুরুতর আহত হয়ে পরে মারা যায়।

বুকটা কেপে উঠল 😭 লিমন একজন ভ্যানচালক।জন্মগতভাবে প্রতিবন্ধী হয়েও কোনোদিন কারো কাছে হাত পাতেননি। নিজের পরিশ্রমে, ঘাম ঝরানো...
13/08/2025

বুকটা কেপে উঠল 😭
লিমন একজন ভ্যানচালক।
জন্মগতভাবে প্রতিবন্ধী হয়েও কোনোদিন কারো কাছে হাত পাতেননি। নিজের পরিশ্রমে, ঘাম ঝরানো শ্রমে, আত্মকর্মসংস্থানের মাধ্যমে পরিবারের মুখে খাবার তুলে দিতেন তিনি।

কিন্তু কে ভেবেছিল, জীবিকার একমাত্র অবলম্বন সেই ভ্যানই একদিন তার মৃত্যুর কারণ হবে!
নৃশংসভাবে হ'ত্যা করে তার প্রিয় ভ্যান ছিনিয়ে নিয়েছে ঘাতকরা।
গত রাতে অভয়নগরের শ্রীধরপুর ইউনিয়ন থেকে উদ্ধার হয়েছে লিমনের নিথর দেহ।

একজন পরিশ্রমী, সৎ মানুষের এমন করুণ পরিণতি এ আমাদের সমাজ ও জাতি হিসেবে কতটা নীচে নেমে গেছে তার এক জঘন্য প্রমাণ।
আমরা শুধু লিমনকে হারাইনি, হারিয়েছি মানবিকতার আরেকটি স্তম্ভ…

আল্লাহ তায়ালা ভাই টিকে জান্নাতুল ফেরদৌস দান করুন আমিন

:এই যে সময়টা যাচ্ছে, এটা খারাপ সময় না।এটাই জীবন❤️‍🩹💫
13/08/2025

:এই যে সময়টা যাচ্ছে, এটা খারাপ সময় না।
এটাই জীবন❤️‍🩹💫

05/08/2025

"অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকের প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করতে হবে। এর বাইরে কোন সরকার মেনে নেওয়া হবে না।" - এমনটাই প্রস্তাবনা ছিলো গণঅভ্যুত্থানে শরিক ছাত্র জনতার।

Address

Rangpur

Telephone

+8801705825379

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lipshon Sheikh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lipshon Sheikh:

Share

Category