Rampur news

Rampur news Bangladesh

07/07/2023
07/07/2023
09/11/2022

"আব্বা না খেয়ে চাল-ডাল আনতো। তখন তো বুঝতাম না, তাই মাছ-মাংসের জন্য জেদ করতাম।

'জন্ম দিছো কেন যদি খাওয়াতে না পারো? '

এখন আমি দুপুরে না খেয়ে ঘরের বাজার করি, বিনিময়ে গালিগালাজ জুটে। মন খারাপ করে পার্কে বসে থাকি, সবাই ঘুমিয়ে পড়লে ঘরে ফিরি

খাবার সামনে নিলে আব্বা'র কথা মনে হয়, মাপ চাই তাঁর প্রতি অবিচার করার জন্য..."

এই গল্পগুলো আমাদের অনেকের, শুধু কেউ উপলব্ধি থেকে প্রকাশ করে, কেউ উপলব্ধি করতে চাই না অপরাধবোধের জন্য।

বিদ্যানন্দ এমন পিতাদের জন্য মেহমানখানা চালু করেছে, যেন অন্তত তাঁদের দুপুরের খাবার হয়। আপনিও চাইলে এই মেহমানখানায় একদিন আহার করাতে পারেন, অপেক্ষায় রইলাম সাড়ার।

09/11/2022

দুদকের চাকরি হারানো শরীফ উদ্দিনকে প্রতি মাসে ২ লাখ টাকা বেতনে চাকরির অফার (প্রস্তাব) দিয়েছে একটি এয়ারলাইন্স কোম্.....

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহকৃত রিলিফের চাউল মজুদ করে কালোবাজারে বিক্রি করার অভিযোগে সন্দেহভাজন হি...
08/11/2022

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহকৃত রিলিফের চাউল মজুদ করে কালোবাজারে বিক্রি করার অভিযোগে সন্দেহভাজন হিসেবে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত জামাল উদ্দিন গাজী (৪৫) জেলার সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের হাজীপুর গ্রামের মৃত মো. নূর ইসলাম ছেলে এবং জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি প্রার্থী।

রোববার (৬ নভেম্বর) বিকেল আড়াইটার দিকে হাতিয়া উপজেলার ১নং হরণী ইউনিয়নের ভূমিহীন বাজার সংলগ্ন জনতা বাজার ঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, গত ১৯ অক্টোবর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে রিলিফের চাল ট্রলারযোগে বিক্রয়ের উদ্দেশ্যে কালোবাজারির মাধ্যমে নিয়ে আসা হয় সুবর্ণচরের চেয়ারম্যান ঘাটে। এরপর ট্রাকে লোড করার সময় লোকজনের সন্দেহ হলে চৌকিদার করিম থানা পুলিশকে খবর দেয়। পুলিশ তাৎক্ষণিক ট্রাক গুলো ও আলামতসহ পরিবহন কাজে নিয়োজিত ব্যক্তিদের চরজব্বার থানা পুলিশ নিজেদের হেফাজতে নেয়। ওই সময় রিলিফের চাল কালো বাজারে বিক্রি করার অভিযোগ উঠে তার বিরুদ্ধে বিএনপি নেতা গাজীর বিরুদ্ধে। গত তিন বছরে এ বিএনপি নেতা রোহিঙ্গা পাচার ও রিলিফের চাল কালো বাজারে বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন অভিযোগ স্থানীয় লোকজনের। তার বিরুদ্ধে গত ২০ অক্টোবর বিশেষ ক্ষমতা আইনে চরজব্বর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত গাজী একাধিক মামলার পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় আইনগত বিয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

পৃথিবীর মধ্যে তারাই এমন দুজন প্লেয়ারযারা কোনো পারফরম্যান্স ছাড়াই, শুধু ফ্যানসদের কান্নাকাটি আর ফেইসবুক পোস্টের কারনে দলে...
08/11/2022

পৃথিবীর মধ্যে তারাই এমন দুজন প্লেয়ার

যারা কোনো পারফরম্যান্স ছাড়াই, শুধু ফ্যানসদের কান্নাকাটি আর ফেইসবুক পোস্টের কারনে দলে জায়গা পেয়েছে 🤯🤯🤯🔥🔥

30/10/2022

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পূর্ব ঘোষিত রংপুরের গণসমাবেশ শুরু হবে দুপুর...

30/10/2022

২৯-১০-২০২২-রংপুর বিএনপির সমাবেশে গাড়ি না পেয়ে মোটরসাইকেলে পাওয়াফুল শোডাউন নিয়ে মঞ্চে

রংপুর বিএনপির সমাবেশ গণপরিবহন বন্ধ, ইতিমধ্যে পায়ে হেটে

বাইসাইকেল ট্রেনযোগে বিভিন্ন বাহন যোগে হাজারো নেতাকর্মী আসতে শুরু করেছে মঞ্চের দিকে রংপুর কালেক্টর ঈদগা মাঠ থেকে সরাসরি

30/10/2022

আমার শান্তি 🕊️

#রাজ্য

30/10/2022

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের...

30/10/2022

Happy Birthday Mishu Sabbir Bhai. Love you 🤍

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rampur news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share