Noyon fans

Noyon fans Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Noyon fans, Digital creator, Nilphamari, Rangpur.

মাইকেল জ্যাকসনের সেই “অবিশ্বাস্য ঝুঁকে যাওয়া” ভঙ্গি — যা মনে হয় পদার্থবিজ্ঞানের নিয়ম ভেঙে দিচ্ছে — আদতে ছিল এক চমকপ্র...
01/08/2025

মাইকেল জ্যাকসনের সেই “অবিশ্বাস্য ঝুঁকে যাওয়া” ভঙ্গি — যা মনে হয় পদার্থবিজ্ঞানের নিয়ম ভেঙে দিচ্ছে — আদতে ছিল এক চমকপ্রদ উদ্ভাবনের ফল!

১৯৮৮ সালে “Smooth Criminal” গানে মাইকেল জ্যাকসন প্রথমবারের মতো এই ফরোয়ার্ড লিন চালটি পরিবেশন করেন। দর্শকদের মনে প্রশ্ন জাগে — কীভাবে সম্ভব?

🎩 রহস্যের উত্তর লুকিয়ে ছিল তার জুতার ডিজাইনে।

জ্যাকসন ও তার দল তৈরি করেছিলেন একটি পেটেন্টকৃত বিশেষ জুতা (পেটেন্ট: ৫,২৫৫,৪৫২)। এই জুতোর হিলে ছিল একটি “ভি”-আকৃতির স্লট, যা মঞ্চের ভেতর থেকে উঠে আসা একটি পেগের সঙ্গে সংযুক্ত হয়ে যেত। ফলে তারা নিরাপদভাবে ভারসাম্য রক্ষা করে শরীর অনেকটা সামনে ঝুঁকিয়ে রাখতে পারতেন — এমনকি ৪৫ ডিগ্রির বেশি!

⚙️ এই প্রযুক্তির নাম দেওয়া হয়েছিল "Method and Means for Creating Anti-Gravity Illusion"।

যা দর্শক দেখেছিল জাদু বা অলৌকিকতা, তা আসলে ছিল এক নিখুঁত সমন্বয় — উদ্ভাবন, প্রকৌশল, ও নৃত্যশিল্পের এক অনন্য উদাহরণ।

যখন প্রতিভা মিলে যায় উদ্ভাবনের সঙ্গে — তখন এমন কিছু সম্ভব হয়, যা মাধ্যাকর্ষণকেও হার মানায়।///
Noyon fans

31/07/2025

“ স্কুলে যা শেখানো হয়, তার সবটুকুই ভুলে যাবার পর যা থাকে; তাই হলো শিক্ষা॥ ”

17/02/2025

তোমার একজোড়া চোখের বর্ণনায় গোটা এক উপন্যাস লেখা সম্ভব.!🖤🌸

বাণী অর্চণা,, ১৪৩১🌼🙏🏻জয় মা🌸🌼🙏🏻
03/02/2025

বাণী অর্চণা,, ১৪৩১🌼🙏🏻
জয় মা🌸🌼🙏🏻

13/01/2025

শূন্য পকেটে যে নারী পাশে থাকে,
সাফল্য শেষে সে নারী স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে!🖤🥰

11/01/2025

পুরুষ হতে ব্যাক্তিত্ব লাগে টাকাওয়ালা তো বাজারে নাচনে ওয়ালির সাথেও নাচে!😃🙂

03/01/2025

_মায়া বড় খারাপ জিনিস না দেয় ভুলে থাকতে,না দেয় ভালো থাকতে!

12/12/2024

সফলতা অবধি, অপমানই সঙ্গী!🙂

28/11/2024

একদিন মা হঠাৎ বলেছিলেন...|||

শোন বাবা, কখনো যদি নিজের পছন্দে বিয়ে করিসও, তাহলে স্ত্রী হিসেবে একটা সুন্দর মুখের চেয়ে হাঁসিমাখা মুখকে প্রাধান্য দিস....|||

পরে যখন অফিসের ঝামেলা শেষ করে, বাজারে দর কষা-কষি করে, বাসে ঝুলে ৩০ মিনিটের রাস্তা ২ ঘন্টায় অতিক্রম করে বাসায় ফিরবি, তখন দরজায় তোর সবচেয়ে বেশি প্রয়োজন হবে একজন হাঁসিমাখা মুখের নারীর! যে কিনা ওই সময় বিধ্বস্ত তোকে একজন বাচ্চার মতো আগলে নেবে...|||💝💝

03/11/2024

শুভ ভ্রাতৃ দ্বিতীয়ার শুভেচ্ছা সকল ভাই বোনকে🌺💝🌺

জীবনে অত্যাধিক আশা করাই সমস্ত হতাশার মূল কারণ।😔😭আজ থেকে স্বপ্নটা মৃত ✈️😭
24/10/2024

জীবনে অত্যাধিক আশা করাই সমস্ত হতাশার মূল কারণ।😔😭

আজ থেকে স্বপ্নটা মৃত ✈️😭

03/10/2024

এই পৃথিবীতে এমন কোন ব্যক্তি নেই যার সমস্যা নেই 🤔
এবং
এমন কোন সমস্যা নেই যার সমাধান নেই ☺️

Address

Nilphamari
Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Noyon fans posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share