অপূর্ণ স্বপ্ন-Unfulfilled Dreams

অপূর্ণ স্বপ্ন-Unfulfilled Dreams কয়েক অক্ষরে জীবনের মানে বর্ণনা করা যায় না।
(4)

25/07/2025

না পেতে পেতে অভ্যস্ত মানুষগুলো হুট করে জীবনে কিছু পেয়ে গেলে এই পাওয়াটাকে অপরাধ বলে মনে করে!

~কিঙ্কর আহসান

25/07/2025
24/07/2025

খুব শীঘ্রই আপনি খুশির সংবাদ পাবেন,
আপনার সকল দোয়া কবুল হবে,সকল মসিবত দূর হবে।
-ইনশা'আল্লাহ

24/07/2025

জীবনে কোন কিছু নিয়ে আফসোস করা যাবেনা। একদমই না।

স্ক্রিপ্ট & ভোকাল: স্রোতস্বিনী
ভিডিও: সংগৃহীত

23/07/2025

আপনি ভাবছেন সব শেষ, কিন্তু আল্লাহ এমন জায়গা থেকে উপায় বের করে দেবেন,যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না ❤️

23/07/2025

কিছু মন খা`রা`পে`র কোনো ব্যাখ্যা হয় না, শুধু নিরবে স`য়ে যেতে হয়'!😔💔

কবিতা: আমি মাইলস্টোনে পড়া রুমি বলছিলেখায়: সায়েম আহম্মেদ পিয়াসআমি মাইলস্টোনে পড়া রুমি বলছি-তোমরা কি আমাদের জন্য কাঁদ...
22/07/2025

কবিতা: আমি মাইলস্টোনে পড়া রুমি বলছি
লেখায়: সায়েম আহম্মেদ পিয়াস

আমি মাইলস্টোনে পড়া রুমি বলছি-
তোমরা কি আমাদের জন্য কাঁদছো?
তোমরা প্লিজ কেঁদো না।
আমরা তো খেলা করছি, তোমরা কি তা দেখছো?

জানো, আমাদের অংক স্যারটা না খুব পঁচা,
আমাদেরকে অনেক অনেক হোমওয়ার্ক দিতো,
হোমওয়ার্ক না করে স্কুলে গেলে,
আমাদেরকে খুব বকা দিতো।

এখন তো স্যার আমাদের আর পাবে না,
আমরা এখন আকাশে উড়ে বেড়াচ্ছি,
এখানে আমার অনেক বন্ধুরা আছে,
আমরা সবাই একসাথে খেলা করছি।

আমাদেরকে আর স্কুলে যেতে হবে না,
আর কখনো স্যারের বকাও শুনতে হবে না।
আমাদের আর কখনো হোমওয়ার্ক করতে হবে না,
কখনো প্যারেন্টস মিটিংয়ে মাকে নিয়ে যেতে হবে না‌।

সেই তো ক'দিন আগে!
মিস জিজ্ঞেস করেছিলেন-
রুমি, তুমি বড় হয়ে কী হতে চাও?
আমি বলেছিলাম- মিস, আমি বড় হয়ে পাইলট হবো।

আমি ও আমার বন্ধুরা রোজ ক্লাসে বসে
কাগজের বিমান উড়াতাম,
এভাবেই উড়ে উড়ে যাবে আমার বিমান
আমি তা সবাইকে বলে বেড়াতাম।

আজ কোত্থেকে এক ঘাতক বিমান এসে
আমাদেরকে চিরতরে আকাশে নিয়ে এলো।
বললো- আজ নাকি আমাদের ছুটি,
চিরকালের জন্য ছুটি।

কিন্তু আমার মা খাইয়ে না দিলে তো আমি খাই না,
আমার মা-ও কখনো আমাকে ছাড়া খায়নি,
এখন আমার মা কাকে খাইয়ে দিবে?
আমার মায়ের সাথে কে খেলা করবে?

আমাকে এখন কে কবিতা শুনিয়ে ঘুম পাড়িয়ে দিবে?
মনটা ভীষণ খারাপ হয়ে গেল।
মা, ও মা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো?
আমি আকাশ থেকে রুমি বলছি-
মা, আমি তোমার বাবুই সোনা বলছি।

ছবি : সংগৃহীত

যাকে তোমার ভালো লাগে না, তাকে একবারে বলে দাও - "তুমি চলে যাও, তোমাকে আমার দরকার নেই!''দিনের পর দিন একটা মানুষকে একটু একট...
20/07/2025

যাকে তোমার ভালো লাগে না, তাকে একবারে বলে দাও - "তুমি চলে যাও, তোমাকে আমার দরকার নেই!''

দিনের পর দিন একটা মানুষকে একটু একটু করে ইগনোর করার কোনো মানেই হয় না।
ভদ্রতা বজায় রাখতে গিয়ে তিলে তিলে কাউকে কষ্ট দেয়াটা খুবই বাজে কাজ। তারচেয়ে বরং অভদ্র হয়ে সোজাসাপ্টা বলে দাও, ঝুলিয়ে রেখো না!
একটা মানুষ টানা ফোন দিয়েই যাচ্ছে তোমাকে সকাল-বিকাল। তুমি দেখেও না দেখার ভান করে ফোনটা বিছানায় ফেলে রাখছো, রিং বেজে যাচ্ছে, ম্যাসেজ আসছে। সপ্তাহখানেক পর যখন মুখোমুখি দেখা হলো, খুব ভালোমানুষি করে বললে - "আমি মাঝে অসুস্থ ছিলাম, তাই ফোন ধরা হয় নাই/ম্যাসেজ চেক করি নাই, সরি!"
মানুষটা ভরসা পেলো, তোমাকে কাছের মানুষই ভেবে বসে থাকলো। অথচ তুমি তো তার কাছের মানুষ না, তুমি দূরে দূরে থেকে কাছের মানুষ হবার অভিনয় করছো।
যা ঠিক না, একদম ঠিক না।
যদি পাশেই না থাকো তাহলে দয়া করে "পাশে আছি" বলে কাউকে মিথ্যা ভরসা দিও না। তুমি নিজেও জানো না যে তুমি একজন ঠান্ডা মাথার খুনি। মিথ্যা আশা দিয়ে, অপেক্ষায় রেখে রেখে শেষে তুমি একটা মানুষকে মানসিকভাবে খুন করছো!
দিনের পর দিন কারো মনে তোমার জন্যে বিন্দু বিন্দু মিথ্যে এক্সপেকটেশন এর সমুদ্রে তাকে ডুবিয়ে মারার কোনো অধিকার তোমার নেই! একদমই নেই!
এমন একটা দিন আসবে, যেদিন তুমিও অন্য কারো পিছু ছুটবে, মাতালের মত ধুকতে থাকবে, পাগলের মত চিৎকার করে তার এটেনশন চাইবে। ফোনে রিং এর পর রিং বাজবে, ম্যাসেজের পর ম্যাসেজ সিন হবে। আস্তে আস্তে তুমি টের পাবে, তুমি ডুবে যাচ্ছো এবং খুব চেনা একটা সমুদ্রে ডুবে যাচ্ছো!
তোমার জন্য কেউ অপেক্ষা করে আছে, কেউ তোমার খোঁজ নেয়ার জন্যে পাগল হয়ে আছে বলেই তুমি তাকে ইগনোর করার সাহস পাচ্ছো। কারো দুর্বলতার জন্যে তাকে অবহেলা করার এই সাহসটুকুই একদিন তোমার ভয়ের কারন হবে, অবশ্যই হবে! মনে রাখবে - একদিন প্রতারকদেরও ঠকতে হবে, মরার আগে হলেও।
প্রকৃতির অলিখিত সংবিধানে এটাই লেখা আছে যে - "কাউকে ঠকিয়ে খুব বেশি দূর পর্যন্ত যাওয়া যায় না!"🌺❤️‍🩹

লেখা : সংগৃহীত

19/07/2025

মেয়ে তুমি রাতের আকাশ দেখো, ভোরবেলা এককাপ গ্রিন টি হাতে সানরাইজ দেখো........

লেখা: মাসুমা আতিয়া খেয়া
কন্ঠে: স্রোতস্বিনী
ভিডিও: মারুফ ইসলাম

চুপচাপ ভেজা শহরে তোমার সাথে একটু হাঁটার ইচ্ছেটা আজও বেঁচে আছে।🖤🌸লেখা ও ছবি : সংগৃহীত
18/07/2025

চুপচাপ ভেজা শহরে তোমার সাথে একটু হাঁটার ইচ্ছেটা আজও বেঁচে আছে।🖤🌸

লেখা ও ছবি : সংগৃহীত

18/07/2025

~ যার মায়া একবার হৃদয় ছুয়ে যায়, তাকে কি কখনো ভুলে থাকা যায়!❤️‍🩹😊

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when অপূর্ণ স্বপ্ন-Unfulfilled Dreams posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অপূর্ণ স্বপ্ন-Unfulfilled Dreams:

Share