10/08/2022
"গ্রীন আইটি খুলছে
সম্ভাবনার নতুন দুয়ার ডিজিটাল মার্কেটিং এ"
ডিজিটাল মার্কেটিংঃ আজ ও আগামী
আপনি-আমি আজ এমন এক বিশ্বে বসবাস করছি যেখানে মুঠোফোন বা কম্পিউটার এর এক ক্লিকে যেনে নেওয়া যায় যে কোন পণ্য, স্থান, ঘটনা বা উৎসবের যাবতীয় কিছু। আর এসবই নিঃসন্দেহে প্রযুক্তির আশীর্বাদ । এই আশীর্বাদে আমারা প্রত্যেকেই সম্মুক্ষীন হচ্ছি এক তীব্র প্রতিযোগিতার কারণ বিশ্ব আজ বর্ডারলেস আর বর্ডারলেস মার্কেটে প্রত্যেকেই আপনার ক্লায়েন্ট । আপনায় নির্ধারণ করতে হবে আপনি কি চাইছেন মার্কেটিং না সেলস।
♦মার্কেটিং সৃষ্টি করে ব্র্যান্ড
♦সেলস নিশ্চিত করে লাভ বা ক্লায়েন্ট এর বিস্তৃতি
♦দুইয়ে মিল সৃষ্টি হয় লয়াল্টি বা ব্রান্ডের প্রতি কৃতজ্ঞতা
ভাবছেন কিভাবে? খানিক নিজের চারপাশে দৃষ্টি ঘুরান অথবা শুধু নিজের হাতের মোবাইল ফোনটি দেখুন, প্রমান পাবেন আপনি ব্র্যান্ড সম্পর্কে কতটা সচেতন।
♦তো উপায় কি?
উপায় একটাই হয়ে উঠুন ডিজিটালি স্মার্ট ও ট্রেন্ডি। আর ঠিক তাই আপনাকে শিখাবে ডিজিটাল মার্কেটিং। আজ ডিজিটাল মার্কেটিং কোন প্রশিক্ষণ বা পেশা নয়। একে জীবন দর্শন বললেও ভুল হবে না।
♦নিশ্চয়ই ভাবছেন কেন ডিজিটাল মার্কেটিং আজ ও আগামীর শ্রেষ্ঠ পেশা?
কারনঃ
♦ডিজিটাল মার্কেটিং আপনাকে শিখাচ্ছে পয়েন্ট টু পয়েন্ট টার্গেটিং। তার মানে আপনি ♦আপনার প্রতিষ্ঠানকে দিচ্ছেন নিশ্চিত ক্লায়েন্ট যে আপনার ব্র্যান্ড ব্যাবহার করবে।
♦ডিজিটাল মার্কেটিং আপনায় অভিজ্ঞ করে তুলবে Conversion Optimization, Content Marketing ও Social Media ব্যবহারে।
♦আপনি হতে পারবেন নিজেই একজন উদ্যেক্তা। ভাবছেন কিভাবে? আপনার অভিজ্ঞতা আপনাকে বানাবে সোশ্যাল মিডিয়া এনালিস্ট, কনভার্সন স্পেশালিষ্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটার, অ্যাফিলিয়েট মার্কেটার, ব্র্যান্ড প্রমোটার ইত্যাদি।
সম্ভাবনার দুয়ার কি এখানেই বন্ধ? অবশ্যই নয়। আরও জানতে চলে আসুন আমাদের গ্রীন আইটি ইনস্টিটিউটে ।
আমাদের পাবেন:
Green Technology
আশাড় মোড়,নাগেশ্বরী,কুড়িগ্রাম।
ফোনঃ01749425609