ডাঃ মিজানুর রহমান আজহারী

ডাঃ মিজানুর রহমান আজহারী প্রচার করো,,যদি একটি মাত্র আয়াতও হয়। (সহিহ বুখারী ৩৪৬১)

যারা বলছেন ইসতিয়াক ভাই ট্রেন এর ভিডিও করতে গেছে এটা পুরাটাই ভুল উনি কৃষ্ণচূড়া ফুলের ছবি বা ভিডিও করতে সেখানে গেছে আর ২ ...
04/05/2025

যারা বলছেন ইসতিয়াক ভাই ট্রেন এর ভিডিও করতে গেছে এটা পুরাটাই ভুল উনি কৃষ্ণচূড়া ফুলের ছবি বা ভিডিও করতে সেখানে গেছে আর ২ দিক থেকে ট্রেন আসার কারণে তিনি বিষয় টা বুজতেই পারে নাই কোন দিক থেকে হর্ন বাজতাছে।

ইসতিয়াক আহমেদ ভাই যেখানে ছিলো ওখানে আরো কয়েকটা ছেলে ছবি তুলছিলো নিজেদের। সামনে থেকে যে ট্রেনটা আসে সেই ট্রেন দেখে কালো পাঞ্জাবি পড়া ছেলে ২টা তারাহুরা করে সরে যায় একদম রেল লাইনের বাইরে।

সামনের ট্রেন আসার সাথে সাথে পিছনে থেকে আরাকটা ট্রেন চলে আসে ইসতিয়াক ভাই যে লাইনে দাঁড়িয়ে ছিলো সেই লাইন দিয়ে।ভাই যেহেতু সামনে দিকে মুখ ঘুরিয়ে ছিলো তাই সামনের ট্রেনটাকে লক্ষ করেছে এবং সেই ট্রেনের আওয়াজের জন্য পিছনের ট্রেনের আওয়াজ বুঝতে পারেনি।ভাইকে আসেপাশ থেকে অনেকজন চিল্লিয়ে সরতে বলেছে কিন্তু ভাই শুনতে পাইনি।

আজ থেকে ২০০ বছর পর আমার বাড়িতে, আমার ঘরে যারা বসবাস করবে, যারা আমার জায়গা জমি ভোগ করবে আমি তাদের চিনিনা। তারাও আমাকে চিন...
08/02/2025

আজ থেকে ২০০ বছর পর আমার বাড়িতে, আমার ঘরে যারা বসবাস করবে, যারা আমার জায়গা জমি ভোগ করবে আমি তাদের চিনিনা।
তারাও আমাকে চিনবেনা।
কারন তাদের জন্মের অনেক আগেই আমি কবরবাসি হয়ে যাব।
আর ততদিন মুছে যাবে আমার নাম নিশানা।
কবরটাও নিশ্চিহ্ন হয়ে যাবে।
আমার সন্তানরা যতদিন বেঁচে থাকবে ততদিন তারা হয়ত মনে পড়লে দীর্ঘ নিশ্বাস ফেলবে!😭

কিন্তু তাদের মৃত্যুর পর তাদের সন্তানরা তাদের যতটুকু মিস করবে আমাকে ততটুকু মিস করবে না।
হয়ত বাবার কবর জিয়ারত করে দোয়া করার সময় দাদার জন্যও একটু করবে।
কিন্তু তার পরের প্রজন্ম আর মনে রাখবেনা।

প্রায় ২০০ বছর আগে মারা গেছে আমার দাদার দাদা।
যিনি আমার পূর্ব পুরুষদের জন্য ঘর বাড়ি, জায়গা জমি রেখে গেছেন। একিই বাড়ি, একিই জায়গা জমি আমরা এখন ভোগ করছি।
কিন্তু উনার কবরটা কোথায় সেটা আমরা জানিনা।😭
হয়ত আমার দাদার পিতা জানতেন।
কিন্তু দাদার পিতা তো বেঁচে নেই, দাদাও বেঁচে নেই।

তবে সাত পাঁচ করে যে সম্পদের পাহাড় গড়েছেন সেটা কবরে নিয়ে যেতে পারবেন না।
আর যাদের জন্য রেখে যাচ্ছেন তারা ও আপনাকে মনে রাখবে না এটা নিশ্চিত!

অন্যের সম্পত্তি জবর দখল করে ভাবছেন আপনি জিতে গেছেন?
সুদ, ঘুষ, কমিশন বাণিজ্য করে সম্পদের পাহাড় গড়ে ভাবছেন আপনি জিতে গেছেন?
তাহলে আপনি আস্ত একটা বোকা !
এই শব্দটা ব্যবহার করার জন্য স্যরি!🙏
ক্ষমা করবেন।
আমাদের সময় খুব কম! তাই এই সুদ, ঘুষ ,দুর্নীতি ক্ষমতার অপব্যবহার,সম্পত্তি নিয়ে বিবাদ ইত্যাদি, কোন লাভ নেই ভাইজান।
সময় থাকা কালীন ভালো হয়ে কবরের খোরাক সংগ্রহ করুন ঐটাই বুদ্ধিমানের কাজ।। আসুন নিজেকে সৎ মানুষ হিসেবে তৈরি করি পরকালের জন্য নিজেকে প্রস্তুতি করি।
নেক আমলেই আপনার আমার জন্য প্রকৃত সম্পদ।।
আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সবাইকে ক্ষমা করে দিন🤲। আমিন🤲🤲😭😭
শেয়ার দেওয়ার অনুরোধ করছি। হাজারো ও মানুষের উপকার হোক।

27/12/2024

ভাবতে পারেন এই বাড়িতে একসময় হইচই এ মেতে থাকতো পুরো পরিবার। তারপর ছেলেমেয়েরা বড় হয়ে চলে যায় যে যার মতো প্রতিষ্ঠিত হতে। থে...
20/12/2024

ভাবতে পারেন এই বাড়িতে একসময় হইচই এ মেতে থাকতো পুরো পরিবার। তারপর ছেলেমেয়েরা বড় হয়ে চলে যায় যে যার মতো প্রতিষ্ঠিত হতে। থেকে যায় বাবা মা অথবা পরিবারের ব্যয়োজৈষ্ঠরা। ছেলেমেয়েরা প্রথমে প্রতি সপ্তাহে আসতো তাদের সঙ্গে দেখা করতে। তারপর সেটা বেড়ে গিয়ে হলো মাসে একবার। তারপর সংসার আর কর্ম জীবনে প্রবেশ করে সেটা গড়ায় বছরে একবার সেটা শুধু ঈদের দিন দেখতে আসা । এক ঈদ বাবার বাড়ি এক ঈদ শশুর বাড়ি। এভাবেই বাড়তে থাকে দুরত্ব। এই আসা যাওয়ার অপেক্ষায় একসময় বাবা মায়ের সময় শেষ হয়ে যায়। বাবা মা জীবিত থাকতে এই হলো আসা যাওয়ার গল্প। আর যখন তারা মারা গেলো তখন সেখানে ঝড়া পাতা আর পোকামাকড়ের বসতি এখন আর কয়েকবছরে ও হয়তো আসেনা। জীবন বড় অদ্ভুত। এমন জীবন দিয়ে কি হয়?
#আযহারী

22/08/2024

এইমাত্র মুসাপুর সুইজগেটের ২৩ টা গেট খুলে দেওয়া হয়েছে পানি সাগরে নামতেছে,ফেনী,নোয়াখালীর,পানি কমে যাবে আল্লাহ ভরসা.🤲

কোকা কোলার বয়কট কোম্পানির মনে ভয় ঢুকাইছে । কিছু অভিনেতা (আমি চিনি না এদের) পকেটে দু'পয়সা ঢুকাইয়া আইসা বিজ্ঞাপন দিতেছে- -...
16/06/2024

কোকা কোলার বয়কট কোম্পানির মনে ভয় ঢুকাইছে ।

কিছু অভিনেতা (আমি চিনি না এদের) পকেটে দু'পয়সা ঢুকাইয়া আইসা বিজ্ঞাপন দিতেছে-

- কোক যে ঐ জায়গার আকাশ থেকে খবর পাইছো? কোক ঐ জায়গার না ।

কোক ঐ জায়গার না, ভাসুরের নাম মুখে নিতে শরম লাগে? কোক ইসরায়েলের না?

চলেন দেখি কোকা-কোলা কোম্পানির সব থেকে বড় ইনভেস্টগুলো কাদের?

-Berkshire Hathaway, (400million share, 24 Billion Dollar)

-Vanguard Group (370million share, 22 Billion Dollar) এবং

-BlackRock। (303 million share, 18 Billion Dollar)

কাগজে কলমে এখানে তিনটা কোম্পানি দেখা গেলেও আসলে এখানে দুইটা কোম্পানিই । মূলত Berkshire Hathaway এর ইনভেস্ট করে Vanguard Group এবং Blackrock-ই।

অর্থাৎ এরা আপন দুই ভাই কোকাকোলার ৮০-৯০ শেয়ার নিয়ন্ত্রণ করে ।

তো এই দুই মেগা জায়ান্ট শেয়ার হোল্ডারের মালিক কারা?

১.

- BlackRock এর চেয়ারম্যান ও CEO ও ফাউন্ডার হচ্ছেন Larry D Fink যিনি ইহুদি ও ইসরাইলি বংশভুক্ত।

-BlackRock এর প্রেসিডেন্ট Robert S. Kapito,
একজন ইহুদি। তাকে ২০১২ সালে ইহুদি কমিউনিটি থেকে এওয়ার্ড দেওয়া হয়।

- মজার ব্যাপার হইলো এই ইহুদী প্রতিষ্ঠানের পরিচালক হইলো একজন আরব,নাম Bader M. Alsaad।

২. Vanguard গ্রুপের প্রতিষ্ঠাতাও একজন ইহুদি!

এছাড়া ছোট যেসব শেয়ার আছে, বেশিরভাগই ইসরায়েলের।

এখন বলেন, কোক কার? ঐ জায়গার না?

ঐ জায়গা না কইরা ভাসুরের নাম সরাসরি মুখে নেন, কোক ইসরায়েলেরই! কোক ইহুদীদেরই!

আর ফিলিস্তিনে কোকের ফ্যাক্টরি আছে এটা দিয়া কি বোঝাইলেন? ফিলিস্তিনিরাও কোক পছন্দ করে?

ইসরায়েল কোকের ফ্যাক্টরি খুলছে মূলত ফিলিস্তিনিদের উৎখাত করে । স্বাধীন ফিলিস্তিনে না।

আমরা অভিনেতাদের ভেতর ধর্ম খুঁজি না। কিন্তু এদের কমন সেন্সটুকুও যে নাই, পকেটে দু'পয়সা পড়লে মানবতার ধারও যে এরা ধারে না তা দেখে বিস্মিত হই...

যাই হোক, আপনার বয়কট কাজে দিয়েছে। এটুকু মাথায় রাখুন, নাহয় তাদের বিজ্ঞাপন বানানোর প্রয়োজন পড়তো না ।

সামনে ঈদুল আযহা। নিজের মাংসের প্লেটের পাশে কোকাকোলা রেখে মাংসের সাথে রক্তের স্বাদ নিবেন না ।

আমরা নিশ্চয়-ই এতটাও তৃষ্ণার্ত হয়ে পড়ি নি, নিজের ভাইদের রক্ত দিয়ে নিজেদের তৃষ্ণা মেটানোর প্রয়োজন পড়বে।

বয়কট চলছে, চলবেই...

'আলোকশূন্য নক্ষত্র '

তথ্য কৃতজ্ঞতাঃ ABID H Rahat

17/04/2024

🍀আস্তে আস্তে পড়তে থাকেন 🍀
১.সুবাহানআল্লাহ
২.আলহামদুলিল্লাহ
৩.লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ
৪.আল্লাহু আকবর
৫.আস্তাগফিরুল্লাহ
৬. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম
৭. লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ
৮. আল্লাহুমাগফিরলি
৯. আল্লাহুম্মা আজিরনি মিনান্নার
১০. ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আসতাগিস
১১.জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু
১২. আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়া
১৩. আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম
১৪.লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়ালিমিন
১৫. ইয়া হালালাল মুশকিলাত
১৬.আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল
১৭.ইয়া আরহামার রাহিমীন
১৮.ইয়্যা কানাহ'বুদু ওয়া ইয়্যা কানাসতাঈন
১৯. আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুসনাল খ তিমাহ
২০. আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুব্বাক
২১. আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতা ওয়া আ'উযু বিকা মিনান্নার
২২.আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াস সাদাত আস সাবুর
২৩. লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু আহাদান ছমাদান লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুওয়ান আহাদ
২৪. লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির
২৫. ওয়াল্লাজিনা ইয়াকুলুনা রাব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া জুররিয়্যাতিনা কুররাতা আই নিউ ওয়াজ আলনা লিল মুত্তাকীনা ইমামা
২৬.ইয়া ওয়াদুদু
২৭. রাব্বি হাবলি মিনাস সলিহিন
২৮.ইন্নামা আশকু বাছহি অ হুজনি ইলাল্লাহ
২৯. ইন্নাল্লাহা মাআ সবেরীন
৩০.হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল
৩১. ইয়া রাব্বিগ ফিরলি
৩২.আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম
◆পড়া শেষে সবাই আলহামদুলিল্লাহ লিখবেন।

⭕এক চোখ বন্ধু করুন,, ⭕এবার বলুন,কাকে দেখতে পাচ্ছেন❗   #মাশআল্লাহ
09/10/2023

⭕এক চোখ বন্ধু করুন,,

⭕এবার বলুন,কাকে দেখতে পাচ্ছেন❗



#মাশআল্লাহ


Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when ডাঃ মিজানুর রহমান আজহারী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ডাঃ মিজানুর রহমান আজহারী:

Share