কৃষ্ণ কন্ঠ

কৃষ্ণ কন্ঠ জীবে প্রেম করে যেই জন,
সেই জন সেবিছে ঈশ্বর 🙏🙏

 #পূর্ণগ্রাস_চন্দ্রগ্রহণ 🌓৭ই সেপ্টেম্বর, ২০২৫ ইংরেজী, রবিবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহন (ভারত ও বাংলাদেশ দৃশ্যমান) #ভারত:🔛 গ...
07/09/2025

#পূর্ণগ্রাস_চন্দ্রগ্রহণ 🌓

৭ই সেপ্টেম্বর, ২০২৫ ইংরেজী, রবিবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহন (ভারত ও বাংলাদেশ দৃশ্যমান)

#ভারত:

🔛 গ্রহণ স্পর্শ (আরম্ভ) রাত্রি ঘ ৯/৫৭ মিনিটে।
🔚 গ্রহণ মোক্ষ (সমাপ্তি) রাত্রি ঘ ১/২৭ মিনিটে।
⏏ গ্রহণ স্থিতিঃ ৩ঘন্টা৩০ মিনিট।

#বাংলাদেশ :

🔛 গ্রহণ স্পর্শ (আরম্ভ) রাত্রি ঘ ১০/২৭ মিনিটে।
🔚 গ্রহণ মোক্ষ (সমাপ্তি) রাত্রি ঘ ১/৫৭ মিনিটে।
⏏ গ্রহণ স্থিতিঃ ৩ঘন্টা৩০ মিনিট।

ভারত ও বাংলাদেশ সমস্ত অঞ্চল হইতে এই গ্রহণ দৃশ্য হইবে।
অবশ্যয় সকলে গ্রহণ মানার চেষ্টা করবেন।
বিশেষ করে গর্ভবতী মা বোনেরা বিশেষ সতর্কতা অবলম্বন করবেন।

(১) গ্রহণ শুরুর আগে খাওয়া-দাওয়া সেরে ফেলবেন।

(২) গ্রহণ চলাকালীন অবশ্যই ইষ্ট দেবদেবীর বা হরে কৃষ্ণমন্ত্র জপ করবেন।

(৩) এই সময় নিচু হয়ে ঝুঁকে কাজ করা থেকে বিরত থাকুন।

(৪) কাউকে কটু কথা বলা, মনে কষ্ট দেয়া থেকে বিরত থাকুন।

(৫) অবশ্যই কোন জীব হত্যা করবেন না

(৬) পারলে মহাভারত, রামায়ণ ও অন্যান্য ধর্মগ্রন্থ পড়ুন এবং শ্রবণ করুন।

(৭) শোঁয়া থেকে বিরত থাকুন, কিছুক্ষণ পরপর বসুন আর হাঁটুন, আর হাতে একটি সুন্দর ফুল রাখুন।
মাঝেমাঝে এই ফুল দেখুন।

(৮) ফুলটি হাতে কচলানো বা ছিঁড়ে ফেলা, নষ্ট করা থেকে বিরত থাকুন।

৯) আর হাঁটার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করুন, কোন পিচ্ছল খাওয়া, কিংবা হোচট খাওয়া থেকে রক্ষা করুন নিজেকে।

(১০) কোন কিছু দেখে ভয় পাবেন না, কিংবা কেউ উচ্চস্বরে চিৎকার না করে এমনটা নিষেধ করে রাখবেন।

(১১) গ্রহণ শেষ হলে স্নান করে নিন, এরপরে কিছু খেতে চাইলে খেতে পারেন।

Hare krishna
01/09/2025

Hare krishna

31/08/2025

Radhe Radhe 🙏🙏🙏🙏

Joy Radhe🙏🙏🙏🙏       শ্রীমদ্ভগবত গীতা ধর্মের চেয়ে কর্ম বড় কৃষ্ণ কন্ঠ
31/08/2025

Joy Radhe

🙏🙏🙏🙏

শ্রীমদ্ভগবত গীতা ধর্মের চেয়ে কর্ম বড় কৃষ্ণ কন্ঠ

মানব সৃষ্ট স্বস্তিক চিহ্ন ( প্রিয়ন্তী মজুমদার)  🙏❤️🙏
30/08/2025

মানব সৃষ্ট স্বস্তিক চিহ্ন ( প্রিয়ন্তী মজুমদার) 🙏❤️🙏

শুভ সকাল হরে কৃষ্ণ 🙏🙏🙏🙏🙏
25/08/2025

শুভ সকাল

হরে কৃষ্ণ 🙏🙏🙏🙏🙏

"মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি। সে যেমন বিশ্বাস করে, সে তেমনই হয়"হরে কৃষ্ণ 🙏🙏কৃষ্ণ কন্ঠ
22/08/2025

"মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি। সে যেমন বিশ্বাস করে, সে তেমনই হয়"

হরে কৃষ্ণ 🙏🙏
কৃষ্ণ কন্ঠ

Address

Rangpur
5300

Website

Alerts

Be the first to know and let us send you an email when কৃষ্ণ কন্ঠ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share