Asad Blog 69

Asad Blog 69 I'M Asad Blog 69

Welcome My Offecial Facebook pege

05/10/2025
গত সপ্তাহে শাহপরান রহমাতুল্লাহ এর মাজার জিয়ারতে ছিলাম
05/09/2025

গত সপ্তাহে শাহপরান রহমাতুল্লাহ এর মাজার জিয়ারতে ছিলাম

13/08/2025

বাংলাদেশের ভাগ্য আসলেই ভালো না
কম্বল চোর, পাথর ডাকাতি স্বর্ণ হয় তামা, সাদা পাথর হয় কালো পাথর
আরো কত কি যে হয়, কে কয়টা জানি

13/08/2025

নাস্তার বিল চাওয়ার পরে টাকা না পেলেও দামি জিনিস গুলি পেয়েছে ভাগ্যবান দোকানদার
ভাগ্যিস মিসাইল ছোরেনাই

রংপুর জুম্মাপাড়া মাদ্রাসায় আমপারা ছবক নিচ্ছে আমার পুত্র মাহমুদুল হাসান মুয়াজ সহ আরো অনেকে
16/07/2025

রংপুর জুম্মাপাড়া মাদ্রাসায় আমপারা ছবক নিচ্ছে আমার পুত্র মাহমুদুল হাসান মুয়াজ সহ আরো অনেকে

10/07/2025

চার ঘন্টা শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া না করে ছয় ঘন্টা কোচিং সেন্টার পড়ার ফলাফল হা হা কি মজা

30/06/2025

কিছু বাস্তব সত্য বিষয়
১) যে দুধ বিক্রি করে সে মানুষের দুয়ারে
ঘোরে, আর।.....যে মদ বিক্রি করে মানুষ তার দুয়ারে
ঘোরে।
২) ধনীরা মসজিদ, মন্দিরে ভিতর ভিক্ষা
করে সৃষ্টিকর্তার কাছে আর....গরীবরা মসজিদ, মন্দিরের বাইরে ভিক্ষা
করে পাবলিকের কাছে।
৩) মৃতদিন পালন করা হয় মোমবাতি
জ্বালিয়ে আর।.....জন্মদিন পালন করা হয় মোমবাতি
নিভিয়ে।
৪) মানুষকে বাঘ, সিংহের সাথে তুলনা করলে
খুশী হয়।....তবে জন্তু বললে রাগ হয়। বাঘ, সিংহ তবে
কি?
৫) বিশ বছর একটানা পড়লেও পড়ালেখায়
মানুষের নেশা......হয়না।
অথচ বিশদিন ধূমপান কিংবা
বাজে নেশা করলেই......তাতেই মানুষের নেশা হয়ে যায়।
৬) বর যাত্রায় মানুষ যায় আগে আর বর যায়
পেছনে। আর.....শব যাত্রায় লাশ যায় আগে আর মানুষ
যায় পেছনে।
৭) তিক্ত কথা, তিতা জিনিস মানুষের পছন্দ
না।......এমনকি তিতা জিনিসকে পোকাও পছন্দ
করে না।
৮) ভোরে ওঠা খুবই ভালো সেটা মানুষ
করতেই চায় না।.....রাতজাগা খুবই খারাপ।সেটাই মানুষ
করে।
৯) অবৈধ পথের ধনী মানুষ সমাজে
সম্মানীত।......বৈধ পথের গরীব মানুষ সমাজে
অবহেলিত।

24/06/2025

বিশ্বাস করুন আর নাই বা করুন,
বাংলাদেশে এই নামের নদীগুলো আছে।

চাঁপাইনবাবগঞ্জে আছে ‘পা-গলা’ নদী আর কুমিল্লায় আছে ‘পা-গলি’। 'সতা’ নদ আছে নেত্রকোনায়, ‘সতি’ আছে লালমনিরহাটে, 'মহিলা' নদী দিনাজপুরে, পুরুষালি’ নদী ফরিদপুরে, ‘মাকুন্দা’ আবার সিলেটে।

সিলেটে আছে ‘ধলা’ নদী আর দিনাজপুরে আছে ‘কালা’ নদী, হবিগঞ্জে আছে ‘শুঁটকি’ নদী, পঞ্চগড়ে আছে ‘পেটকি’, আবার পাবনায় আছে ‘চিকনাই’ নদী। ‘বামনী’ নদী আছে নোয়াখালীতে, ‘ফকিরনি’ আছে নওগাঁয়।

চুয়াডাংগায় ‘মাথাভাঙ্গা’, নীলফামারীতে ‘চুঙ্গাভাঙ্গা’, হবিগঞ্জে ‘হাওরভাঙ্গা’, সাতক্ষীরায় ‘হাঁড়িয়াভাঙ্গা’, পটুয়াখালীতে ‘খাপড়াভাঙ্গা’, চাঁপাইনবাবগঞ্জে ‘নাওভাঙ্গা’, ব্রাহ্মণবাড়িয়ায় আছে ‘ছিটিভাঙ্গা’।

বাগেরহাটে ‘পুঁটিমারা’ লালমনিরহাটে ‘সিঙ্গীমারা’, খুলনায় ‘শোলমারা, খাগড়াছড়ির ‘গুইমারা’, সাতক্ষীরায় ‘সাপমারা’, পঞ্চগড়ে ‘ঘোড়ামারা’, হবিগঞ্জে ‘হাতিমারা', চুয়াডাঙ্গায় ‘ভাইমারা’ ও সুনামগঞ্জে ‘খাসিয়ামারা’ নামে নদী আছে।

ফরিদপুরে আছে ‘কুমার’, চট্টগ্রামে আছে ‘ধোপা’, নওগাঁয় আছে ‘গোয়ালা’, আর সিরাজগঞ্জে আছে ‘গোহালা’।

ঢাকী’ আছে খুলনায় আর ‘বংশী’ নদী আছে সাভারে। 'লুলা’ নদী সিলেটে, ‘খোড়া’ নদী নীলফামারী, ‘বোকা’ নদী ছাতক আর ‘খ্যাপা’ নদী সিলেটে।

আবার মগরা’ নদী নেত্রকোনা, ‘ফটকি’ নদী মাগুরা, মঘা’ নদী ময়মনসিংহ, ‘ল্যাঙ্গা’ নদী গাইবান্ধা, ‘হাবড়া’ নদী সাতক্ষীরা, এবং ‘হোজা’ নদী রাজশাহী।

লঙ্কা’ নদী বরিশালে, ‘গুড়’ নদী নাটোরে। ‘ক্ষীর’ নদী ময়মনসিংহে, ‘লোনা’ নদী ঠাকুরগাঁওয়ে। ‘নুনছড়া’ আছে সিলেটে, ‘কালিজিরা’ বরিশালে, সুনামগঞ্জে আছে ‘লাউগাং’ আর ‘লাচ্ছি’ নদী আছে ঠাকুরগাঁওয়ে।

পটুয়াখালীতে আছে ‘পায়রা’, খুলনায় আছে ‘ময়ূর’, দিনাজপুরে আছে ‘শুক’ (টিয়া), সিলেটে ‘সারি’ (শালিক), বাগেরহাটে আছে ‘বগী’, সিলেটে ‘কুড়া’, রাজশাহীতে আছে ‘কোয়েল’, রাজবাড়ীতে ‘চন্দনা’, পঞ্চগড়ে আছে ‘ডাহুক’, সুনামগঞ্জে ‘ডাহুকা’, মৌলভীবাজারে আছে ‘মুনিয়া’।

পাবনায় আছে ‘কমলা’, সুনামগঞ্জে ‘খুরমা’, কুমিল্লায় ‘কালাডুমুর’ নদী। সিলেটের জকিগঞ্জে আছে ‘তাল’ ও ‘কুল’ নামে দুই গাং। ফেনীতে আছে ‘মুহুরী’, মৌলভীবাজারে ‘জুড়ী’, রংপুরে আছে ‘কাঠগড়া’ নদী।

আর যশোরে আছে ‘টেকা’, বরিশালে ‘পয়সা’, সিরাজগঞ্জে ‘দশসিকা’, জামালগঞ্জে আছে ‘দশানী’ নদী। বিষখালী নদী ঝালকাঠি/বরগুনায় আর নির্বিষখালী’ নদী মাগুরায়। বালু নদী গাজীপুরে, বালিখাল হবিগঞ্জে, বালুখালী চট্টগ্রামে আর বালুভরা নওগাঁয়।

'ঘাগড়া' আছে পঞ্চগড়ে, ব্রাহ্মণবাড়িয়ায় ‘ঘুঙ্গুর’, আর নরসিংদীতে ‘কাঁকন’। আবার ‘ছেঁড়া’ নদী খুলনায় ‘ফুটা’ নদী টাঙ্গাইলে। ভোলায় ‘কলমি’, শরীয়তপুরে ‘পালং’, মাদারীপুরে ‘ময়নাকাঁটা’, বরিশালে ‘লতা’ আর সিলেটে আছে ‘শ্যাওলা’ নদী। কলকলিয়া হবিগঞ্জে, হলহলিয়া কুড়িগ্রামে, ঝনঝনিয়া গোপালগঞ্জে, ঝপঝপিয়া খুলনায়, জিরজিরা জামালপুরে, গড়গড়া গাজীপুরে। পড়ার জন্য ধন্যবাদ সবাই কে।

তথ্য-- সংগৃহীত

ছোট কুটুমের বিয়েতে লালমনিরহাট উপজেলায়
20/06/2025

ছোট কুটুমের বিয়েতে লালমনিরহাট উপজেলায়

26/04/2025

সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সংগঠনের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা দ্রুত একখানে হয়ে এক রুমে মিটিং করুন সবারই মতামত এক থাকবে জাতীয়করণ

20/04/2025

ফাইল ফেরত হওয়ার পরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সর্বশেষ আপডেট কারো জানা আছে কি

19/04/2025

সুন্দর একটা কুরআনের বাগান

Address

Pirgaca, Rangpur.
Rangpur
5450

Alerts

Be the first to know and let us send you an email when Asad Blog 69 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Asad Blog 69:

Share