
12/08/2023
হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসা হল নতুন কিছু ড্রেস আপ । যেগুলোর জন্য তোমরা আজ ও অপেক্ষা করতেছো সেগুলো আজ তোমাদের মাঝে অতি শীঘ্রই নিয়ে আসছে গেরিনা, তাই আজকে তোমাদের সামনে আমি সেই ড্রেসাপ গুলো প্রেজেন্ট করতে যাচ্ছি। গেরিনার ডাটা ম্যানরা বলেছেন ,অতি শীঘ্রই ড্রেসআপ গুলো ফ্রি ফায়ার মধ্যে চলে আসবে ।তাই সবাই তোমরা এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এই সুখবর উপলক্ষে তোমরা সবাই আমার ফেসবুক পেজটাকে অতি শীঘ্রই ফলো করুন এবং পেজটাতে একটা লাইক দিন। আরো নতুন কিছু ড্রেসাপ এর কালেকশনের জন্য।