06/06/2025
কে জানি লিখেছিলো 'আমার হাতে নষ্ট হয়ে যাওয়া জিনিস গুলোর মধ্যে একটা বড় জিনিস হলো আমি নিজেই!
জীবনের কোনো না কোনো পর্বে আপনি এই ব্যাপার টা নিশ্চিত বুঝতে পারবেন,আপনি জানবেন এমন অনেক কিছুই ছিলো যা আপনি না করলেও হতো! এমন অনেক কিছুই ছিলো আপনি যা চাইলেই পারতেন,কিন্তু আপনি করেন নি! কেনো করেন নি,তার উত্তর আপনার কাছে নাই!
আপনার কষ্ট বাড়বে,এটা আপনি কাউকে বুঝাতে পারবেন না! যার কষ্ট,সে ই বুঝে,অন্যদের এতো ফিল হয়না!
আমরা নিজেদের নষ্ট করি! ভুল সিদ্ধান্ত নেই,নিজের আবেগের কাছে হেরে যাই, নিজের ভালো বুঝতে পারিনা, মন নিজের নিয়ন্ত্রণ এর বাইরে চলে যায়,যে আপন না,তাকে আপন ভেবে বসে থাকি! জীবনে ভুলের শেষ নাই! ভুল করতে করতেই নিজের জীবন টা নিজেই নষ্ট করে দেই একদম হাতে ধরে!