Shaon

Shaon আমি আমার রবের সাক্ষাতের আশায় মৃত্যুকে ভালোবাসি♥️🥰

14/10/2025

সম্ভব হলে গ্রামে নয়, শহরে থাকুন
— অন্তত চুগলখোরদের হাত থেকে বাঁচবেন।

💫 “জীবনটা নিজের মতো করে বাঁচার নামই আসল স্টাইল।”
14/10/2025

💫 “জীবনটা নিজের মতো করে বাঁচার নামই আসল স্টাইল।”

13/10/2025

I got over 500 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

1. Open ChatGPT / Neno Banana2. Upload Your Image3. Prompt 👇
06/10/2025

1. Open ChatGPT / Neno Banana
2. Upload Your Image
3. Prompt 👇

1. Open ChatGPT / Neno Banana2. Upload Your Image3. Prompt 👇
05/10/2025

1. Open ChatGPT / Neno Banana
2. Upload Your Image
3. Prompt 👇

How to make this in Google Gemini Nano Banana 🍌    1. Open Google Gemini    2. Upload Your Picture 🖼️    3. Paste This P...
26/09/2025

How to make this in Google Gemini Nano Banana 🍌
1. Open Google Gemini
2. Upload Your Picture 🖼️
3. Paste This Prompt 👇 👇

04/12/2024

জীবন বদলে দেওয়ার মতো শেখ সাদীর ১৫ টি বিখ্যাত উপদেশ।

ফার্সি গদ্যের জনক মহাকবি শেখ সাদি দীর্ঘদিন ধরেই বাংলাভাষী পাঠকের কাছে অতি প্রিয় কবি। শুধু বাঙালিই নয় বিশ্বজুড়ে তিনি অত্যন্ত সমাদৃত। তার ১৫টি বিখ্যাত উপদেশ যা কিনা আপনার জীবনকে বদলে দিবে।

১. তিন জনের নিকট কখনো গোপন কথা বলিও না- (ক) স্ত্রী লোক. (খ) জ্ঞানহীন মূর্খ. (গ) শত্রু।

২. অকৃতজ্ঞ মানুষের চেয়ে কৃতজ্ঞ কুকুর শ্রেয়।

৩. আমি আল্লাহকে সবচেয়ে বেশী ভয় পাই, তার পরেই ভয় পাই সেই মানুষকে যে আল্লাহকে মোটেই ভয় পায় না।

৪. এমনভাবে জীবনযাপন করে যেন কখনো মরতে হবে না, আবার এমনভাবে মরে যায় যেন কখনো বেচেই ছিল না।

৫. হিংস্র বাঘের উপর দয়া করা নিরীহ হরিণের উপর জুলুম করার নামান্তর।

৬. যে সৎ, নিন্দা তার কোন অনিষ্ঠ করতে পারে না।

৭. প্রতাপশালী লোককে সবাই ভয় পায় কিন্তু শ্রদ্ধা করে না।

৮. দেয়ালের সম্মুখে দাঁড়িয়ে কথা বলার সময় সতর্ক হয়ে কথা বলো, কারন তুমি জান না দেয়ালের পেছনে কে কান পেতে দাঁড়িয়ে আছে।

৯. মুখের কথা হচ্ছে থুথুর মত, যা একবার মুখ থেকে ফেলে দিলে আর ভিতরে নেওয়া সম্ভব নয়। তাই কথা বলার সময় খুব চিন্তা করে বলা উচিত।

১০. মন্দ লোকের সঙ্গে যার উঠা বসা, সে কখনো কল্যানের মুখ দেখবে না।

১১. দুই শত্রুর মধ্যে এমন ভাবে কথাবার্তা বল, তারা পরস্পরে মিলে গেলেও যেন তোমাকে লজ্জিত হতে না হয়।

১২. বাঘ না খেয়ে মরলেও কুকুরের মতো উচ্ছিষ্ট মুখে তুলে না।

১৩. ইহ- পরকালে যাহা আবশ্যক তাহা যৌবনে সংগ্রহ করিও|

১৪. কোন কাজেই প্রমাণ ছাড়া বিশ্বাস করিও না|

১৫. অজ্ঞের পক্ষে নীরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা। এটা যদি সবাই জানত তাহলে কেউ অজ্ঞ হত না।👍

26/11/2024

'ইসকন' সংগঠন আর 'সনাতনী' ধর্ম এক নয়। কারো পরিকল্পিত উশকানিতে নিজের আবেগের কাছে হেরে যাবেন না । মনে রাখবেন আবেগের বশে মানুষ যেসকল কাজ এবং সিধান্ত নেয় তা বেশির ভাগ সময়ে আমাদের জীবন কে চরম ক্ষতির সম্মুখীন করে । ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করা থেকে বিরত থাকুন। এর পরিনাম অনেক ভয়াবহ রুপ ধারন করবে, যাতে আমাদের সকলের ক্ষতি ।
সনাতনী ধর্মের ভাইদের বিভিন্ন আইডি থেকে ধর্ম যুদ্ধের জন্য উশকানো হচ্ছে!! একবার চিন্তা করে দেখেছেন এর পরিনাম কি হতে পারে ? এখন প্রতিটি এলাকায় হিন্দু-মুসলিম মিলে মিশে বসবাস করছে । সবাই অসাম্প্রদায়িকতাকে সমর্থন করছে । সাম্প্রদায়িক দাঙ্গার দিকে গেলে এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে ।
ধর্মীয় অনুভূতিতে আঘাত না করে ধৈর্য ধারন করুন, সকল সমস্যা দূর হবে ইনশাআল্লাহ । সকলে মিলে দেশকে অস্থিতিশীল করার মূল লক্ষকে শক্ত হাতে দমন করি । আমরা বিরোধীতা না করি, উগ্রবাদী চিন্তা চেতনার কবর দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখি।

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Shaon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shaon:

Share