08/06/2023
Exam Prep এ প্রথমবারের মতো শুরু হচ্ছে ফটোগ্রাফি ও চিত্রাংকন কনটেস্ট।
⏰ কনটেস্ট এর সময়সীমাঃ
২০ জুন ২০২৩ ইং পর্যন্ত।
🏆 পুরস্কার
সার্টিফিকেট ও একটি আকর্ষণীয় পুরস্কার।
(ফটোগ্রাফিতে তিনজন ও চিত্রাংকনে তিনজনকে পুরস্কৃত করা হবে)
🎯 ফটোগ্রাফির মূল বিষয়বস্তুঃ
ফটোগ্রাফির ক্ষেত্রে নির্দিষ্ট কোন বিষয়বস্তু নেই। মোবাইলে অথবা ক্যামেরায় তোলা যেকোনো কিছুর ছবি হলেই হবে। ছবি রেজুলেশন যাতে ভালো হয়, সেটা মাথায় রাখতে হবে। আর হ্যাঁ! অবশ্যই নিজের তোলা ছবি হতে হবে। অন্যের তোলা ছবি কোনভাবেই গ্রহণযোগ্য হবে না।
🎨 আর্টের এর মূল বিষয়বস্তুঃ
আর্টের এর ক্ষেত্রেও নির্দিষ্ট কোন বিষয় নেই। তবে সেটা যেন নিজ হাতে আঁকা হয়।
📋 প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলীঃ
১। ফটোগ্রাফি ও চিত্রাঙ্কন আমাদের Exam Prep: Book Club এই গ্রুপে পোস্ট করতে হবে। পাশাপাশি কমেন্ট বক্সে বন্ধুদের মেনশন করে দিতে হবে। পোস্ট করার সময় অবশ্যই ও হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। অন্যথায় আপনার পোস্ট খুঁজে পাওয়া যাবে না।
২। অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক থাকতে হবে এবং গ্রুপে যুক্ত থাকতে হবে।
আমাদের এর ফেসবুক পেজঃ Exam Prep বাংলা
৩। ফটোগ্রাফির ক্ষেত্রে পোস্ট করার সময় অবশ্যই ডিভাইসের নাম ও লোকেশন উল্লেখ করতে হবে। চিত্রাংকনের ক্ষেত্রেও অবশ্যই বিষয়বস্তুর নাম উল্লেখ করতে হবে।
৪। ফটোগ্রাফি ও চিত্রাঙ্কন সম্পর্কে পছন্দের ২/১ লাইন উল্লেখ করতে হবে।
৫। উভয় ক্ষেত্রে একটি পোস্টে অবশ্যই একটি ছবি দিতে হবে।
৬। একজন প্রতিযোগী যতবার ইচ্ছা অংশ গ্রহণ করতে পারবেন। এতে কোন নির্দিষ্ট বাধ্যবাধকতা নেই। তবে হ্যাঁ! প্রত্যেক ক্ষেত্রে আলাদা আলাদা পোস্ট করতে হবে।
৭। যেকোনো বয়সীরা অংশগ্রহণ করতে পারবে। তবে ছোটদের জন্য আলাদা একটু সুযোগ থাকবে।
বিশেষ দ্রষ্টব্যঃ উপরোক্ত যেকোন একটি নিয়মের সাথে না মিললে আপনার ছবিটি কনটেস্টের জন্য বিবেচিত হবে না।
✅ শর্ত সমূহঃ
১। প্রতিটি ছবি নিজের তোলা হতে হবে।
২। জাতি, ধর্ম, বর্ণ কটাক্ষ করে এমন কোন কিছু কনটেস্টে দেয়া যাবে না।
৩। বিজ্ঞাপন নির্দেশ করে অথবা বাণিজ্যিক উদ্দেশ্যে আছে এরকম কিছু কনটেস্টে দেয়া যাবে না।
৪। ছবিতে ওয়াটার মার্কে কোন কোম্পানির নাম থাকা যাবে না।
৫। কালেক্টেড ছবি কিংবা অন্যের হাতে আঁকা ছবি কোন ভাবেই দেয়া যাবে না।
যেভাবে বিজয়ী নির্ধারণ করা হবে
৮০% মার্ক থাকবে দর্শকের হাতে (রিয়াক্ট, কমেন্ট, শেয়ার), বাকি ২০% মার্ক থাকবে বিচারকগণের হাতে। তবে মার্কিং এর ক্ষেত্রে দর্শকদেরকেই বেশি প্রাধান্য দেয়া হবে।
-প্রতিটি রিয়েকশন এর জন্য ১ পয়েন্ট
-প্রতিটি কমেন্টের জন্য ১ পয়েন্ট
-প্রতিটা শেয়ারের জন্য ২ পয়েন্ট
(কমেন্টের ক্ষেত্রে আপনার মেনশন করা নামগুলো কাউন্ট হবে না, পাশাপাশি আপনার কমেন্টের রিপ্লাই ও স্প্যাম কমেন্টগুলো কাউন্ট হবে না)
সর্বোচ্চ লাইক, কমেন্ট ও শেয়ারকৃত পোস্ট যার হবে, সে বিজয়ী হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে থাকবেন।
বিশেষ দ্রষ্টব্যঃ এই কনটেস্টে কোন প্রকার জটিলতা সৃষ্টি হলে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচিত হবে।