Chiranjib - চিরঞ্জীব

Chiranjib - চিরঞ্জীব চিরঞ্জীব একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

📌Attentionআজকের রাত ১২টা পর্যন্ত রেজিস্ট্রেশন করার সুযোগ রয়েছে। তোমরা যারা এখনো রেজিস্ট্রেশন করনি, এখনই করে ফেলো। রেজিস...
02/08/2023

📌Attention

আজকের রাত ১২টা পর্যন্ত রেজিস্ট্রেশন করার সুযোগ রয়েছে। তোমরা যারা এখনো রেজিস্ট্রেশন করনি, এখনই করে ফেলো।

রেজিস্ট্রেশন লিংক কমেন্টে দেয়া আছে

আসসালামু আলাইকুম।তোমাদের সবার অনুরোধে আমাদের গ্রুপে শুরু হচ্ছে কুইজ প্রতিযোগিতা ব্রেইন বুস্টার ২০২৩। প্রতিযোগিতায় ৬-১২ ...
17/07/2023

আসসালামু আলাইকুম।

তোমাদের সবার অনুরোধে আমাদের গ্রুপে শুরু হচ্ছে কুইজ প্রতিযোগিতা ব্রেইন বুস্টার ২০২৩। প্রতিযোগিতায় ৬-১২ শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করার সুযোগ পাবে।

প্রতিযোগিতার বিষয়ঃ

কুইজ প্রতিযোগিতায় প্রশ্ন থাকবে IQ (বুদ্ধিমত্তা), সাধারণ জ্ঞান ও ইতিহাস বিষয়ের উপর এর উপর।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

অংশগ্রহণ করতে হলে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য নির্দিষ্ট কোন ফি নেই। সকলে বিনামূল্যে রেজিস্ট্রেশন করে অংশগ্রহণ করার সুযোগ পাবে। রেজিস্ট্রেশন চলবে ২৮-০৭-২৩ রাত ১২টা পর্যন্ত।

রেজিস্ট্রেশনের লিংকঃ https://forms.gle/yNDH3aVJSiR9i9y19

প্রতিযোগিতার তারিখঃ

রেজিস্ট্রেশন সম্পন্ন হবার পর ৩০-০৭-২৩ তারিখে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় থাকবে ১ ঘন্টা। পরীক্ষার সময় এবং পরীক্ষার জন্য প্রয়োজনীয় লিংক ইমেইল এর মাধ্যমে প্রদান করা হবে । তবে হ্যাঁ, একজন সর্বোচ্চ একবার অংশগ্রহণ করার সুযোগ পাবে।

প্রতিযোগিতার মান বন্টনঃ
IQ (বুদ্ধিমত্তা) থেকে দশটা এমসিকিউ, সাধারণ জ্ঞান থেকে দশটা এমসিকিউ ও ইতিহাস বিষয়ের উপর দশটা এমসিকিউ থাকবে। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে সাম্প্রতিক বিষয় ও ইতিহাস এর ক্ষেত্রে ১৯৫২ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত ঘটনার উপর প্রশ্ন করা হবে। আর হ্যাঁ, ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্ক থাকবে না।

ফলাফল নির্ধারণঃ

সর্বোচ্চ সঠিক উত্তর দেয়া তিনজন উত্তরদাতাকে বিজয় হিসেবে নির্বাচন করা হবে।

📌বিজয়ীদের জন্য থাকবে সার্টিফিকেট ও আকর্ষণীয় পুরস্কার

📌তবে হ্যাঁ! একজন সর্বোচ্চ একবার অংশগ্রহণ করার সুযোগ পাবে।

বাবা দিবস উপলক্ষে বাবাদের নিয়ে আমরা চমৎকার চমৎকার লেখা পেয়েছি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই আমাদের এই প্রতিযোগিতা...
18/06/2023

বাবা দিবস উপলক্ষে বাবাদের নিয়ে আমরা চমৎকার চমৎকার লেখা পেয়েছি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।

আমরা কল্পনাই করতে পারিনি এই কম সময়ে এত এত সুন্দর লেখা পাব। যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আমরা সত্যিই তাদের প্রতি কৃতজ্ঞ।

আসলে বাবাদেরকে নিয়ে লেখা কখনো শেষ হয় না। বাবাদেরকে নিয়ে সব লেখাগুলোই সুন্দর। সেসব সুন্দর লেখার মধ্যে আমরা বিচারকদের সিদ্ধান্তে দুইটি লেখা নির্বাচিত করেছি।

বিজয়ী দুজনকে অভিনন্দন। আপনারা অনুগ্রহপূর্বক আমাদের Exam Prep বাংলা এই পেইজে আপনাদের পরিচয় নিশ্চিত করবেন। আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে আকর্ষণীয় কিছু ব্যবস্থা আছে। :D

Exam Prep: Book Club

১৮ জুন (রবিবার) বাবা দিবস। এ উপলক্ষে আপনার 'বাবাকে নিয়ে আপনার কোনো স্মৃতি' কিংবা 'বাবাকে না বলা কথা' বিষয়ে লিখে আমাদের...
17/06/2023

১৮ জুন (রবিবার) বাবা দিবস। এ উপলক্ষে আপনার 'বাবাকে নিয়ে আপনার কোনো স্মৃতি' কিংবা 'বাবাকে না বলা কথা' বিষয়ে লিখে আমাদেরকে পাঠান। খাতায় লিখে ছবি তুলে কিংবা ডাইরেক্ট লিখে আমাদেরকে পাঠাতে পারেন। বাবাকে নিয়ে সব সন্তানের নানা ধরনের স্মৃতি, স্মরণীয় ঘটনা-কত কিছুই-না থাকে। বাবাকে নিয়ে প্রত্যেক সন্তানের স্মৃতির ভান্ডার অত্যন্ত সমৃদ্ধ। আমরা আপনাদের কাছে সেগুলো শুনতে চাই। সেই বিষয়গুলো নিয়ে লিখুন আগামীকাল দুপুর ১২ টার মধ্যে।

লেখাগুলো দিতে হবে ইমেইলে। পাশাপাশি ইনবক্সেও দিতে পারেন।
ইমেইলঃ [email protected]

সেরা কিছু লেখাগুলো আমাদের পেইজ ও গ্রুপগুলোতে পোস্ট করা হবে। পাশাপাশি যাদের লেখা ভালো হবে তাদের জন্য আকর্ষণীয় কিছু তো থাকছেই।

বাবাকে নিয়ে আপনার লেখার অপেক্ষায় রইলাম কিন্তু। :D

Exam Prep বাংলা

Exam Prep  এ প্রথমবারের মতো শুরু হচ্ছে ফটোগ্রাফি ও চিত্রাংকন কনটেস্ট।⏰ কনটেস্ট এর সময়সীমাঃ২০ জুন ২০২৩ ইং পর্যন্ত।🏆 পুরস...
08/06/2023

Exam Prep এ প্রথমবারের মতো শুরু হচ্ছে ফটোগ্রাফি ও চিত্রাংকন কনটেস্ট।

⏰ কনটেস্ট এর সময়সীমাঃ

২০ জুন ২০২৩ ইং পর্যন্ত।

🏆 পুরস্কার
সার্টিফিকেট ও একটি আকর্ষণীয় পুরস্কার।
(ফটোগ্রাফিতে তিনজন ও চিত্রাংকনে তিনজনকে পুরস্কৃত করা হবে)

🎯 ফটোগ্রাফির মূল বিষয়বস্তুঃ
ফটোগ্রাফির ক্ষেত্রে নির্দিষ্ট কোন বিষয়বস্তু নেই। মোবাইলে অথবা ক্যামেরায় তোলা যেকোনো কিছুর ছবি হলেই হবে। ছবি রেজুলেশন যাতে ভালো হয়, সেটা মাথায় রাখতে হবে। আর হ্যাঁ! অবশ্যই নিজের তোলা ছবি হতে হবে। অন্যের তোলা ছবি কোনভাবেই গ্রহণযোগ্য হবে না।

🎨 আর্টের এর মূল বিষয়বস্তুঃ
আর্টের এর ক্ষেত্রেও নির্দিষ্ট কোন বিষয় নেই। তবে সেটা যেন নিজ হাতে আঁকা হয়।

📋 প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলীঃ

১। ফটোগ্রাফি ও চিত্রাঙ্কন আমাদের Exam Prep: Book Club এই গ্রুপে পোস্ট করতে হবে। পাশাপাশি কমেন্ট বক্সে বন্ধুদের মেনশন করে দিতে হবে। পোস্ট করার সময় অবশ্যই ও হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। অন্যথায় আপনার পোস্ট খুঁজে পাওয়া যাবে না।

২। অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক থাকতে হবে এবং গ্রুপে যুক্ত থাকতে হবে।

আমাদের এর ফেসবুক পেজঃ Exam Prep বাংলা

৩। ফটোগ্রাফির ক্ষেত্রে পোস্ট করার সময় অবশ্যই ডিভাইসের নাম ও লোকেশন উল্লেখ করতে হবে। চিত্রাংকনের ক্ষেত্রেও অবশ্যই বিষয়বস্তুর নাম উল্লেখ করতে হবে।

৪। ফটোগ্রাফি ও চিত্রাঙ্কন সম্পর্কে পছন্দের ২/১ লাইন উল্লেখ করতে হবে।

৫। উভয় ক্ষেত্রে একটি পোস্টে অবশ্যই একটি ছবি দিতে হবে।

৬। একজন প্রতিযোগী যতবার ইচ্ছা অংশ গ্রহণ করতে পারবেন। এতে কোন নির্দিষ্ট বাধ্যবাধকতা নেই। তবে হ্যাঁ! প্রত্যেক ক্ষেত্রে আলাদা আলাদা পোস্ট করতে হবে।

৭। যেকোনো বয়সীরা অংশগ্রহণ করতে পারবে। তবে ছোটদের জন্য আলাদা একটু সুযোগ থাকবে।

বিশেষ দ্রষ্টব্যঃ উপরোক্ত যেকোন একটি নিয়মের সাথে না মিললে আপনার ছবিটি কনটেস্টের জন্য বিবেচিত হবে না।

✅ শর্ত সমূহঃ

১। প্রতিটি ছবি নিজের তোলা হতে হবে।

২। জাতি, ধর্ম, বর্ণ কটাক্ষ করে এমন কোন কিছু কনটেস্টে দেয়া যাবে না।

৩। বিজ্ঞাপন নির্দেশ করে অথবা বাণিজ্যিক উদ্দেশ্যে আছে এরকম কিছু কনটেস্টে দেয়া যাবে না।

৪। ছবিতে ওয়াটার মার্কে কোন কোম্পানির নাম থাকা যাবে না।

৫। কালেক্টেড ছবি কিংবা অন্যের হাতে আঁকা ছবি কোন ভাবেই দেয়া যাবে না।

যেভাবে বিজয়ী নির্ধারণ করা হবে
৮০% মার্ক থাকবে দর্শকের হাতে (রিয়াক্ট, কমেন্ট, শেয়ার), বাকি ২০% মার্ক থাকবে বিচারকগণের হাতে। তবে মার্কিং এর ক্ষেত্রে দর্শকদেরকেই বেশি প্রাধান্য দেয়া হবে।

-প্রতিটি রিয়েকশন এর জন্য ১ পয়েন্ট
-প্রতিটি কমেন্টের জন্য ১ পয়েন্ট
-প্রতিটা শেয়ারের জন্য ২ পয়েন্ট
(কমেন্টের ক্ষেত্রে আপনার মেনশন করা নামগুলো কাউন্ট হবে না, পাশাপাশি আপনার কমেন্টের রিপ্লাই ও স্প্যাম কমেন্টগুলো কাউন্ট হবে না)

সর্বোচ্চ লাইক, কমেন্ট ও শেয়ারকৃত পোস্ট যার হবে, সে বিজয়ী হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে থাকবেন।

বিশেষ দ্রষ্টব্যঃ এই কনটেস্টে কোন প্রকার জটিলতা সৃষ্টি হলে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচিত হবে।

Happy World Environment Day!Let's come together to celebrate and protect our beautiful planet. Each small step we take t...
05/06/2023

Happy World Environment Day!

Let's come together to celebrate and protect our beautiful planet.

Each small step we take towards sustainability and conversation makes a significant impact.

Together, we can create a greener, cleaner and healthier world for future generations.

Let us all work together to save the environment. 🙏

চিরঞ্জীবের কনটেস্টে অংশগ্রহণ করার সময় আছে মাত্র ০৪ দিন। চাইলে তুমিও অংশগ্রহণ করতে পারো আমাদের ফটোগ্রাফি ও চিত্রাংকন কনট...
21/05/2023

চিরঞ্জীবের কনটেস্টে অংশগ্রহণ করার সময় আছে মাত্র ০৪ দিন। চাইলে তুমিও অংশগ্রহণ করতে পারো আমাদের ফটোগ্রাফি ও চিত্রাংকন কনটেস্টে। 🏆

কনটেস্টে অংশগ্রহণের নিয়মাবলীঃ

১। ফটোগ্রাফি ও চিত্রাংকন অবশ্যই চিরঞ্জীব গ্রুপে পোস্ট করতে হবে।

২। ফটোগ্রাফির ক্ষেত্রে অবশ্যই ডিভাইসের নাম ও লোকেশন উল্লেখ করতে হবে।

৩। কালেক্টেড ছবি কিংবা অন্যের হাতে আঁকা ছবি দিয়ে কোন ভাবেই কনটেস্টে অংশগ্রহণ করা যাবে না।

৪। পোস্ট করার সময় অবশ্যই অবশ্যই #চিরঞ্জীব এই হ্যাশট্যাগটি উল্লেখ করতে হবে। অন্যথায় আপনাকে খুঁজে পাওয়া যাবে না।

৫। ফটোগ্রাফি ও চিত্রাংকন উভয় ক্ষেত্রে একটি পোস্টে একটি ছবি দিতে হবে।

৬। Chiranjib - চিরঞ্জীব ফেইসবুক পেজে অবশ্যই লাইক থাকতে হবে।

৭। যতবার ইচ্ছা ততবার অংশগ্রহণ করা যাবে।

(নিজের পয়েন্ট বৃদ্ধির জন্য অবশ্যই কমেন্ট বক্সে বন্ধুদেরকে মেনশন দিতে হবে)

কনটেস্টে পুরস্কার হিসেবে থাকছে একটি সার্টিফিকেট ও একটি আকর্ষণীয় পুরস্কার। তোমাদের সুন্দর সুন্দর ফটোগ্রাফি ও চিত্রাংকন এর অপেক্ষায় রইলাম। :D

গতকাল চিরঞ্জীব থেকে গিয়েছিলাম প্রথম আলো চর, ঘোগাদহে। খুব সকাল সকাল কুড়িগ্রাম থেকে ঘোগাদহের উদ্দেশ্যে রওনা দেই। চরের পর...
20/05/2023

গতকাল চিরঞ্জীব থেকে গিয়েছিলাম প্রথম আলো চর, ঘোগাদহে। খুব সকাল সকাল কুড়িগ্রাম থেকে ঘোগাদহের উদ্দেশ্যে রওনা দেই। চরের পরিবেশটা সত্যিই দেখার মত ছিল। চরের মানুষের বন্ধুত্বসুলভ আচরণে আমাদের পুরো চিরঞ্জীব টিম মুগ্ধ।

আমরা পুরো চিরঞ্জীব টিম কালকে মানুষের পাশে ছিলাম। তাদের নতুন ধান ঘরে তোলার কাজে আমরাও কিছুটা সাথে ছিলাম। সত্যি বলতে এ কাজগুলো আমাদেরকে ক্লান্তি নয় বরং ভালো কিছুর অনুপ্রেরণা দিয়েছিল।

চিরঞ্জীবের প্রত্যেকের কাছে কালকের দিনটি ভুলবার নয়।

16/05/2023

🎉এই যে কুড়িগ্রামের চিরঞ্জীব বন্ধুরা,

আগামী শুক্রবার‌ Kurigram Cyclist এর City Ride 13 অনুষ্ঠিত হতে যাচ্ছে। চাইলে তুমিও এই রাইড'এ এ অংশগ্রহণ করতে পারো। রাইড'টি সকাল সাতটায় কুড়িগ্রাম কলেজ মোড় থেকে শুরু হবে।

রাইটটি'র পার্টনার হিসেবে থাকছে Prothom Alo ও Chiranjib - চিরঞ্জীব। আমরা যাচ্ছি প্রথম আলোর চর, ঘোগাদহে। আর রাইডে অংশগ্রহণকারী সকলকেই ৬.৩০ এর মধ্যে কলেজ মোড়ে উপস্থিত থাকতে হবে। সেই সঙ্গে আত্ম সুরক্ষায় পানির বোতল আর ৫০ টাকা রাখা বাধ্যতামূলক।

আর হ্যাঁ! রাইড'এ অংশগ্রহণকারী সকলের জন্য থাকছে সার্টিফিকেট।📃

তাহলে রাইড'এ দেখা হচ্ছে সামনের শুক্রবার। তোমাদের অপেক্ষায় রইলাম। :D

#চিরঞ্জীব

14/05/2023

মা দিবসে মাকে নিয়ে লিখুন।

আজকের এই বিশেষ দিনটি উপলক্ষে চিরঞ্জীবে লিখুন আপনার মাকে নিয়ে। শুধু গতানুগতিক ধারায় মাতৃবন্দনা নয়, লিখতে পারেন মায়ের সাথে স্মরণীয় কোন ঘটনা কিংবা অভিজ্ঞতার কথা। সেরা তিনটি লেখাকে আমাদের পেইজে ফিচার্ড করা হবে।

শব্দ সংখ্যা কোন নির্দিষ্ট নেই। আপনার ইচ্ছামত লিখতে পারেন।

তবে হ্যাঁ! পোস্ট করতে হবে চিরঞ্জীব এই গ্রুপে। আজকের মধ্যেই।

শুভ আন্তর্জাতিক মা দিবস।

চিরঞ্জীবে প্রথমবারের মতো শুরু হচ্ছে ফটোগ্রাফি ও চিত্রাংকন কনটেস্ট।⏰ কনটেস্ট এর সময়সীমাঃ২৫ মে ২০২৩ পর্যন্ত।🏆 পুরস্কারসার...
13/05/2023

চিরঞ্জীবে প্রথমবারের মতো শুরু হচ্ছে ফটোগ্রাফি ও চিত্রাংকন কনটেস্ট।

⏰ কনটেস্ট এর সময়সীমাঃ

২৫ মে ২০২৩ পর্যন্ত।

🏆 পুরস্কার
সার্টিফিকেট ও একটি আকর্ষণীয় পুরস্কার।
(ফটোগ্রাফিতে তিনজন ও চিত্রাংকনে তিনজনকে পুরস্কৃত করা হবে)

🎯 ফটোগ্রাফির মূল বিষয়বস্তুঃ
ফটোগ্রাফির ক্ষেত্রে নির্দিষ্ট কোন বিষয়বস্তু নেই। মোবাইলে অথবা ক্যামেরায় তোলা যেকোনো কিছুর ছবি হলেই হবে। ছবি রেজুলেশন যাতে ভালো হয়, সেটা মাথায় রাখতে হবে। আর হ্যাঁ! অবশ্যই নিজের তোলা ছবি হতে হবে। অন্যের তোলা ছবি কোনভাবেই গ্রহণযোগ্য হবে না।

🎨 আর্টের এর মূল বিষয়বস্তুঃ
আর্টের এর ক্ষেত্রেও নির্দিষ্ট কোন বিষয় নেই। তবে সেটা যেন নিজ হাতে আঁকা হয়।

📋 প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলীঃ

১। ফটোগ্রাফি ও চিত্রাঙ্কন আমাদের চিরঞ্জীব এই গ্রুপে পোস্ট করতে হবে। পাশাপাশি কমেন্ট বক্সে বন্ধুদের মেনশন করে দিতে হবে। পোস্ট করার সময় অবশ্যই এই #চিরঞ্জীব হ্যাশট্যাগটি ব্যবহার করতে হবে। অন্যথায় আপনার পোস্ট খুঁজে পাওয়া যাবে না।

২। অবশ্যই আমাদের চিরঞ্জীব এর ফেসবুক পেজে লাইক থাকতে হবে এবং চিরঞ্জীবের গ্রুপে যুক্ত থাকতে হবে।

চিরঞ্জীব এর ফেসবুক পেজঃ Chiranjib - চিরঞ্জীব

৩। ফটোগ্রাফির ক্ষেত্রে পোস্ট করার সময় অবশ্যই ডিভাইসের নাম ও লোকেশন উল্লেখ করতে হবে। চিত্রাংকনের ক্ষেত্রেও অবশ্যই বিষয়বস্তুর নাম উল্লেখ করতে হবে।

৪। ফটোগ্রাফি ও চিত্রাঙ্কন সম্পর্কে পছন্দের ২/১ লাইন উল্লেখ করতে হবে।

৫। উভয় ক্ষেত্রে একটি পোস্টে অবশ্যই একটি ছবি দিতে হবে।

৬। একজন প্রতিযোগী যতবার ইচ্ছা অংশ গ্রহণ করতে পারবেন। এতে কোন নির্দিষ্ট বাধ্যবাধকতা নেই। তবে হ্যাঁ! প্রত্যেক ক্ষেত্রে আলাদা আলাদা পোস্ট করতে হবে।

৭। যেকোনো বয়সীরা অংশগ্রহণ করতে পারবে। তবে ছোটদের জন্য আলাদা একটু সুযোগ থাকবে।

বিশেষ দ্রষ্টব্যঃ উপরোক্ত যেকোন একটি নিয়মের সাথে না মিললে আপনার ছবিটি কনটেস্টের জন্য বিবেচিত হবে না।

✅ শর্ত সমূহঃ

১। প্রতিটি ছবি নিজের তোলা হতে হবে।

২। জাতি, ধর্ম, বর্ণ কটাক্ষ করে এমন কোন কিছু কনটেস্টে দেয়া যাবে না।

৩। বিজ্ঞাপন নির্দেশ করে অথবা বাণিজ্যিক উদ্দেশ্যে আছে এরকম কিছু কনটেস্টে দেয়া যাবে না।

৪। ছবিতে ওয়াটার মার্কে কোন কোম্পানির নাম থাকা যাবে না।

৫। কালেক্টেড ছবি কিংবা অন্যের হাতে আঁকা ছবি কোন ভাবেই দেয়া যাবে না।

যেভাবে বিজয়ী নির্ধারণ করা হবে
৮০% মার্ক থাকবে দর্শকের হাতে (রিয়াক্ট, কমেন্ট, শেয়ার), বাকি ২০% মার্ক থাকবে চিরঞ্জীব এর বিচারকগণের হাতে। তবে মার্কিং এর ক্ষেত্রে দর্শকদেরকেই বেশি প্রাধান্য দেয়া হবে।

-প্রতিটি রিয়েকশন এর জন্য ১ পয়েন্ট
-প্রতিটি কমেন্টের জন্য ১ পয়েন্ট
-প্রতিটা শেয়ারের জন্য ২ পয়েন্ট
(কমেন্টের ক্ষেত্রে আপনার মেনশন করা নামগুলো কাউন্ট হবে না, পাশাপাশি আপনার কমেন্টের রিপ্লাই ও স্প্যাম কমেন্টগুলো কাউন্ট হবে না)

সর্বোচ্চ লাইক, কমেন্ট ও শেয়ারকৃত পোস্ট যার হবে, সে বিজয়ী হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে থাকবেন।

বিশেষ দ্রষ্টব্যঃ এই কনটেস্টে কোন প্রকার জটিলতা সৃষ্টি হলে চিরঞ্জীব কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচিত হবে।

#চিরঞ্জীব

13/05/2023

চিরঞ্জীব একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। আমরা মূলত প্রতিভা প্রকাশে ও সামাজিক উন্নয়নে কাজ করি। আমাদের সাথেই থাকো। ‌:D

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Chiranjib - চিরঞ্জীব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category