21/05/2025
সমাজ বদলায় সম্মানের চর্চায়
যে সমাজে একজন মানুষ আরেকজনকে শ্রদ্ধা করে, সেখানে অশান্তি কমে, ভালোবাসা বাড়ে।
সম্মান শুধু বড়দের জন্য নয়—
ছোটদের প্রতি, নারীদের প্রতি, শ্রমজীবীদের প্রতি, প্রতিবন্ধীদের প্রতি, প্রতিটি মানুষের প্রতি সম্মান দেখানো আমাদের দায়িত্ব।
সম্মান দিলে ছোট হই না, বরং বড় হই মন থেকে।
চলুন, আমরা সম্মান দিয়ে গড়ে তুলি একটি মানবিক সমাজ।
সম্মান করো, সম্মান পাও।