15/12/2024
বাংলা ২য় পত্রের সন্ধির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন
বাংলা ২য় পত্র
১. পাশাপাশি ধ্বনির মিলনকে কী বলে?
ক. একত্রীকরণ খ. সন্নিবেশ
গ. সমাস ঘ. সন্ধি
২. অ/আ + অ/আ = আ সূত্রের উদাহরণ কোনটি?
ক. উত্তরাধিকার খ. জনৈক
গ. অতীন্দ্রিয় ঘ. নাবিক
৩. স্বরের সঙ্গে স্বরের যে সন্ধি হয় তাকে কী সন্ধি বলে?
ক. স্বরসন্ধি খ. বিসর্গসন্ধি
গ. ব্যঞ্জনসন্ধি ঘ. স্বর-ব্যঞ্জন সন্ধি
৪. গো + আদি = গবাদি কোন সূত্রে সিদ্ধ?
ক. ও + অন্য স্বর = অব্ + স্বর খ. এ + অন্য স্বর = = অ + স্বর
গ. ঋ + অন্য স্বর = র্ + স্বর ঘ. উ/ঊ + অন্য স্বর = ব্ + স্বর
৫. ব্যঞ্জনসন্ধি কতভাবে হতে পারে?
ক. এক খ. চার গ. তিন ঘ. পাঁচ
৬. ‘পরিচ্ছেদ’ কোন নিয়মে ব্যঞ্জনসন্ধি?
ক. স্বর + স্বর খ. স্বর + ব্যঞ্জন
গ. ব্যঞ্জন + ব্যঞ্জন ঘ. ব্যঞ্জন + স্বর
৭. নিচের কোনটিতে জ-এর প্রভাবে ত হয়েছে জ?
ক. সন্ধ্যা খ.উজ্জ্বল গ. বিপনমূলক ঘ. চলচ্চিত্র
৮. নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ?
ক. সম্মান খ. মনোযোগ গ. ষষ্ঠ ঘ. সঠিক
৯. নিচের কোনটিতে বিসর্গ ‘ও’ হয়ে গেছে?
ক. আরোগ্য খ. ভৌগোলিক
গ. তিরোধান ঘ. ভৌগোলিক
১০. নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি কোনটি?
ক নায়ক খ. শুভেচ্ছা
গ. পিত্রালয় ঘ. একাদশ
১১. সন্ধি কত প্রকার?
ক. এক খ. চার গ.তিন ঘ. পাঁচ
১২. ‘মহর্ষি’ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
ক. মহা + ঋষি খ. মহ + অর্ষি
গ. মহ + ঋষি ঘ. ম + হর্ষি
১৩. ‘ঋ + অন্য স্বর = র্ + স্বর’ এই সূত্রের উদাহরণ কোনটি?
ক. পিত্ৰালয় খ. সূর্যোদয়
গ. মহর্ষি ঘ. অতীন্দ্রিয়
১৪. ‘এত স্বল্প খরচে সম্পূর্ণ কাজ করা যাবে না।’- এ বাক্যে সন্ধির মাধ্যমে সৃষ্ট পদ কোনটি?
ক. খরচে খ. স্বল্প
গ. যাবে ঘ. সম্পূর্ণ
১৫. ‘পিত্রালয়’-এর সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
ক. পিতা + আলয় খ. পিতৃ + আলয়
গ. পিত্ৰা + লয় ঘ. পিত্রা + আলয়
১৬. ‘উল্লাস’ কোন নিয়মে ব্যঞ্জনসন্ধি?
ক. স্বর + স্বর খ. স্বর + ব্যঞ্জন
গ. ব্যঞ্জন + স্বর ঘ. ব্যঞ্জন + ব্যঞ্জন
১৭. ‘ব্যঞ্জন + স্বর’ – এর উদাহরণ কোনটি?
ক. কথাচ্ছলে খ. সম্মান
গ. সদুপায় ঘ. চলচ্চিত্র
১৮. নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধির উদাহরণ কোনটি?
ক. গোষ্পদ খ. কলটা
গ. গবাক্ষ ঘ. ষষ্ঠ
১৯. ‘চ-এর প্রভাবে ত হয়েছে চ’- এ নিয়মের সন্ধি কোনটি?
ক. কথাচ্ছলে খ. পরিচ্ছেদ
গ. সময় ঘ. চলচ্চিত্র
২০. বিসর্গ বিদ্যমান থাকে এমন উদাহরণ কোনটি?
ক. তিরঃ + ধান খ. অধঃ + পতন
গ. পুর + কার ঘ. নিঃ + রোগ