08/01/2024
কনফো ১৪ : From: অজানা মানুষ (কিউটিপাই)
To: আমার জিএম জালাল
আসসালামু আলাইকুম।
প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি , আপনার আইডি থেকে আপনার ফটো সেভ করার জন্য 🙏
কী বলে শুরু করব ভেবেই পাচ্ছি না।কারণ আমার এ পছন্দটা একতরফা তে সীমাবদ্ধ। আপনি হইতো আমাকে চিনবেন না ।আপনি ছাত্রলীগ করেন আর যাই করেন আমার সমস্যা নেই,। আপনি নেতৃত্ব দিতে পছন্দ করেন। এটা আমার ভালো লাগে যখন আপনাকে দেখি সানগ্লাস পড়ে থাকেন,একেবারে নেতা নেতা হয়ে থাকেন। মনে হয় যে দেখতেই থাকি। আপনি হয়তোবা মশিউর রহমান রাঙ্গা সাহেবের নির্বাচন খেলেছেন, হেরেছেন, আপনার হারাতে আমিও কষ্ট পেয়েছি। কষ্ট পাবোনা কেন, আমিও যে আপনাকে পছন্দ করি।
আমার খুব ভালো ভাবে মনে আছে, কিছু দিন আগে মানে গত অক্টোবর কি নভেম্বরে আপনি উপজেলার মাঠে বসে ছিলেন ! আপনাকে সেদিন আমি প্রথম দেখেছি... আর সত্যি বলতে আপনাকে দেখেই আমার ভালো লেগে গেছে আর আমি অবাক ও হইছি,, কারন আমি আপনার দিকে এত বার তাকানোর পরেও আপনি একবার ও তাকালেন না আমার দিকে 🥺 কিছু মনে করবেন না.. কোন দিন আপনার মতো কাওকে দেখে মুগ্ধতার সাথে তাকিয়ে থাকি নি তো তাই আপনি না তাকানো তে আমার ভিষন রাগ উঠেছিল 🙂 আপনি চলে যাবার পর, আপনার বিষয় এ খোঁজ নিলাম অনেক চেষ্টার পর আপনার আইডি টাও পাইলাম।
জানি না আপনি কোনো সম্পর্কে আছেন কি না💔🙂 শুনেছি বিয়ে করেছেন কিন্তুু আমি বিশ্বাস করিনা।
যদি আপনি Single থাকেন তাহলে আমাকে একটা সুযোগ দিবেন আমি আশা রাখি🌼🙂💔 সব শেষে এটাই বলবো আপনাকে আমার অনেক ভালো লেগে গেছে ।
ইতি
অজানা মানুষ(কিউটিপাই)