Moulovibazar Crushes & Confession - MCC

Moulovibazar  Crushes & Confession - MCC আমাদের পেইজের মাধ্যমে মনের মানুষকে জানিয়ে দিন আপনার না বলা কথা।

🌹
16/06/2024

🌹

মেনশন Your মৌলভীবাজার, নবনীদাস, বুড়িরহাট,গঙ্গাচড়ার বান্ধুপী!
18/03/2024

মেনশন Your মৌলভীবাজার, নবনীদাস, বুড়িরহাট,গঙ্গাচড়ার বান্ধুপী!

Happy Ramadan Mubarak 🖤
11/03/2024

Happy Ramadan Mubarak 🖤

কনফেশন নং :১৫ From:অপরিচিত হিসেবেই থাকুক😊To:  Plabon Chowdhury শুরুতেই বলি,😊   "ভালোবাসি "আপনাকে কখনো পাবো না এটাও জানি।...
07/03/2024

কনফেশন নং :১৫
From:অপরিচিত হিসেবেই থাকুক😊
To: Plabon Chowdhury
শুরুতেই বলি,😊 "ভালোবাসি "
আপনাকে কখনো পাবো না এটাও জানি। তাও এই মন আপনাকে এক তরফা ভালোবেসে যায়!😊
যতই ভাবি ভুলে যাবো,ততবার ই যেনো আপনাকে পুনরায় মনে পড়ে😊
আমি আপনাকে এক তরফা ভালোবাসতে চাই প্রিয়
কখনো সামনাসামনি বলবো না
জানি আপনার ফ্রেন্ড লিস্টে থাকা অন্য মেয়েদের মতো আমি সুন্দর নই & নিখুঁত ও নই। তাও বলি "ভালোবাসি " 😊
হ্যাঁ ভালোবাসি, তবে মুখ ফুটে বলতে চাই না! কারণ ভালোবাসা অপ্রকাশ্যেই সুন্দর। বাস্তবে তো শুধুই বিচ্ছেদ।যাই হোক, সর্বপরি একটাই কথা বলতে চাই, আপনাকে নিজের করে পাওয়ার ১% ও গ্যারেন্টি নেই, জানি। তাও বলবো "আপনাকে না পাওয়ার আক্ষেপ আমার কখনোই ফুরাবে না" 😅
আপনার জন্য রচনা লিখতে পারি নি বা গুছিয়ে হয়তো সব কথা বলতে পারি নি। তাও বুঝে নিবেন😊
ইতি,
না হওয়া প্রিয় জন😊🖤

কন হে ইয়ে লোগ💥
11/02/2024

কন হে ইয়ে লোগ💥

যারা এখনো রস খাননি! এডমিন -এর পক্ষ থেকে রস  খেয়ে আসেন যান।
10/01/2024

যারা এখনো রস খাননি! এডমিন -এর পক্ষ থেকে রস খেয়ে আসেন যান।

09/01/2024

আমার মার্কা একটাই সেটা হচ্ছো "তুমি"🤍

কনফো ১৪ :  From: অজানা মানুষ  (কিউটিপাই) To:  আমার জিএম জালাল আসসালামু আলাইকুম।       প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি , আপনার ...
08/01/2024

কনফো ১৪ : From: অজানা মানুষ (কিউটিপাই)
To: আমার জিএম জালাল
আসসালামু আলাইকুম।
প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি , আপনার আইডি থেকে আপনার ফটো সেভ করার জন্য 🙏
কী বলে শুরু করব ভেবেই পাচ্ছি না।কারণ আমার এ পছন্দটা একতরফা তে সীমাবদ্ধ। আপনি হইতো আমাকে চিনবেন না ।আপনি ছাত্রলীগ করেন আর যাই করেন আমার সমস্যা নেই,। আপনি নেতৃত্ব দিতে পছন্দ করেন। এটা আমার ভালো লাগে যখন আপনাকে দেখি সানগ্লাস পড়ে থাকেন,একেবারে নেতা নেতা হয়ে থাকেন। মনে হয় যে দেখতেই থাকি। আপনি হয়তোবা মশিউর রহমান রাঙ্গা সাহেবের নির্বাচন খেলেছেন, হেরেছেন, আপনার হারাতে আমিও কষ্ট পেয়েছি। কষ্ট পাবোনা কেন, আমিও যে আপনাকে পছন্দ করি।
আমার খুব ভালো ভাবে মনে আছে, কিছু দিন আগে মানে গত অক্টোবর কি নভেম্বরে আপনি উপজেলার মাঠে বসে ছিলেন ! আপনাকে সেদিন আমি প্রথম দেখেছি... আর সত্যি বলতে আপনাকে দেখেই আমার ভালো লেগে গেছে আর আমি অবাক ও হইছি,, কারন আমি আপনার দিকে এত বার তাকানোর পরেও আপনি একবার ও তাকালেন না আমার দিকে 🥺 কিছু মনে করবেন না.. কোন দিন আপনার মতো কাওকে দেখে মুগ্ধতার সাথে তাকিয়ে থাকি নি তো তাই আপনি না তাকানো তে আমার ভিষন রাগ উঠেছিল 🙂 আপনি চলে যাবার পর, আপনার বিষয় এ খোঁজ নিলাম অনেক চেষ্টার পর আপনার আইডি টাও পাইলাম।
জানি না আপনি কোনো সম্পর্কে আছেন কি না💔🙂 শুনেছি বিয়ে করেছেন কিন্তুু আমি বিশ্বাস করিনা।
যদি আপনি Single থাকেন তাহলে আমাকে একটা সুযোগ দিবেন আমি আশা রাখি🌼🙂💔 সব শেষে এটাই বলবো আপনাকে আমার অনেক ভালো লেগে গেছে ।

ইতি
অজানা মানুষ(কিউটিপাই)

" বউ বাচ্চা মা'রা গেছে তাই নিজ ইচ্ছায় বের হয়নি ।প্রতক্ষ্যদর্শীরা অনেক চেষ্টা করছে তাকে বের করতে , তখনও তার শরীরের অর্ধ...
07/01/2024

" বউ বাচ্চা মা'রা গেছে তাই নিজ ইচ্ছায় বের হয়নি ।প্রতক্ষ্যদর্শীরা অনেক চেষ্টা করছে তাকে বের করতে , তখনও তার শরীরের অর্ধেক পু'ড়ে গিয়েছিলো, সে বলেছে আমার বউ বাচ্চা মারা গেছে আমি আর বের হবো না।"

এই ভাবেই পরিবারের জন্য পুরুষরা জীবন বিলিয়ে দেয়।

07/01/2024

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ 🐸

🐸
04/01/2024

🐸

কনফো নং : ১৩ /Confession No : 13 From : সিনিয়রTo: জুনিয়র এই ছেলে নিজেকে কি মনে করো হ্যাঁ তুমি? দেখতে সুন্দর হইছো দেখে খু...
30/11/2023

কনফো নং : ১৩ /Confession No : 13
From : সিনিয়র
To: জুনিয়র
এই ছেলে নিজেকে কি মনে করো হ্যাঁ তুমি? দেখতে সুন্দর হইছো দেখে খুব ভাব তোমার তাইনা? মনে হয় জুনিয়র'ই হবা তাই তুমি করেই বলছি! খুব তো ঘুরে বেড়াও বন্ধুদের সাথে, এতো আড্ডা দাও কেন বলো তো? আশেপাশে তো একটু তাকালেও পারো নাকি!
তোমাকে যে একজন ফলো করে এটা কি তুমি জানো? তোমার আইডি পেয়েছি একজনের কমেন্ট থেকে, ফ্রেন্ড রিকোয়েস্ট দিলাম কিন্তু অ্যাকসেপ্ট'ই করলা না 😏 এখনও ফলোয়ার হয়েই আছি।😬
যাইহোক, তোমাকে আমার খুবই ভালো লাগে,
রুমে এসে অনেক ভাবছি তোমাকে নিয়ে। আজ আমি আর ধৈর্য ধরতে না পেরে এখানে আমার মনের সব কথা বলে দিলাম। তোমাকে ভালোবাসি আমি! আমার ভালোবাসাটা যত্নে রেখো। কিচ্ছু চাইনা আমি শুধু ভালোবাসা ছাড়া! ❤
আমার আইডি খুজে নক দিও! অপেক্ষায় থাকবো।

ইতি
তোমার সিনিয়র 😍

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moulovibazar Crushes & Confession - MCC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Moulovibazar Crushes & Confession - MCC:

Share

Category