Bengal Scanner

Bengal Scanner Rangpur City

ধনীরা কপালে ভর করে ধনী হয়নি। তারা হঠাৎ করে টাকার ওপর পড়ে যায়নি। তারা এমন একটা খেলা খেলেছে, যা তোমাকে কেউ শেখায়নি। আর তার...
21/05/2025

ধনীরা কপালে ভর করে ধনী হয়নি। তারা হঠাৎ করে টাকার ওপর পড়ে যায়নি। তারা এমন একটা খেলা খেলেছে, যা তোমাকে কেউ শেখায়নি। আর তারা তোমাকে সেটা শেখাতেও চায় না—কারণ তুমি একবার নিয়ম শিখে ফেললে, তখনই তুমি হয়ে উঠবে হুমকি।

এটা শুধুই তাদের জন্য, যারা ভাঙতে চায় শিকল, যারা নিজের জীবন পাল্টাতে চায়। তাই শুনো, শুধু নিজের জন্য নয়—তোমার বন্ধুবান্ধব, ভাইবোনদের জন্যও। এই ৭টা গোপনীয় সত্য যদি তুমি মনপ্রাণ দিয়ে কাজে লাগাও, তাহলে ১২ মাসের মধ্যেই তুমি হয়ে উঠতে পারো একজন মিলিয়নিয়ার। কারণ এটা শুধু স্বপ্ন নয়—এটা তোমার বাঁচার পথ।

1️⃣ ধনীরা কখনো সময়ের বিনিময়ে টাকা নেয় না, তারা “মূল্য” দিয়ে সম্পদ গড়ে। তুমি যখন সকাল-সন্ধ্যা চাকরি করো, তখন তারা এমন সিস্টেম বানায় যা ২৪/৭ কাজ করে—ইনভেস্টমেন্ট, ডিজিটাল অ্যাসেট, বিজনেস। সময় সীমিত, কিন্তু সিস্টেম সীমাহীন। পার্থক্যটা বুঝো।

2️⃣ ঋণ খারাপ নয়—মূর্খতা খারাপ।
ধনীরা “ভালো ঋণ” দিয়ে সাম্রাজ্য বানায়: প্রপার্টি, যন্ত্রপাতি, বিজনেস ক্যাপিটাল। আর তুমি “খারাপ ঋণ” নিয়ে দেখাও: আইফোন, নাইটক্লাব, গাড়ি। ঋণ যদি টাকা না আনে, সেটা দাসত্ব।

3️⃣ ৯-৫ খেতে দেবে—কিন্তু মালিকানা তোমায় মুক্তি দেবে।
তারা চাকরির আয় দিয়ে বিজনেস শুরু করে। তুমি সেই আয় দিয়ে শো-অফ করো। একদিকে গড়ে উঠে সাম্রাজ্য, আরেকদিকে জমে দায়। নিজের কিছু তৈরি করো—যেটুকু থাকে, সেখান থেকেই শুরু করো।

4️⃣ তোমার নেটওয়ার্কই তোমার সম্পদ।
তারা কখনো হতাশ, নেগেটিভ মানুষের সঙ্গে সময় কাটায় না। প্রতিটি বন্ধু দেয় কিছু না কিছু: জ্ঞান, যোগাযোগ, মূলধন। যদি তোমার আশেপাশের লোকেরা তোমায় টানছে না, তারা তোমার শক্তি খাচ্ছে। কেটে ফেলো।

5️⃣ নীরবতা ধনীদের কৌশল।
তারা ঢাকঢোল বাজায় না। তারা ছায়ার মতো চলে, বজ্রের মতো আঘাত হানে। তুমি যখন সোশাল মিডিয়ায় ফেক লাইফ দেখাও, তারা তখন জমি, শেয়ার, ব্যবসা কিনে নিচ্ছে। চুপচাপ কাজ করো, ঝড় তুলে দাও।

6️⃣ ধনীরা প্রতিদিন আর্থিক শিক্ষায় বিনিয়োগ করে।
তারা বই পড়ে, কোর্স করে, মাস্টারমাইন্ডে যায়। আর তুমি? নাটক, ফুটবল, পর্ন দেখো। আজকের দিনে জ্ঞানই নতুন টাকা। শিখো, নইলে গরিব থাকো।

7️⃣ তারা বিক্রি করে। শেষ কথা।
প্রতিটা মিলিয়নিয়ারই বিক্রেতা। কেউ পণ্য বিক্রি করে, কেউ ব্র্যান্ড, কেউ সার্ভিস, কেউ স্কিল। যদি তুমি বিক্রি করতে না পারো, তাহলে কে তোমায় কিনবে।

An Animesh

আপনার নিজের জন‍্য কি ছয়টা মাস সময় হবে? একবার ভেবে দেখুন। শুধু ছয় মাস। খুব বেশি না। এই ছয় মাসে নিজের জীবনের অপ্রয়োজনীয় বি...
14/05/2025

আপনার নিজের জন‍্য কি ছয়টা মাস সময় হবে?

একবার ভেবে দেখুন। শুধু ছয় মাস। খুব বেশি না।

এই ছয় মাসে নিজের জীবনের অপ্রয়োজনীয় বিষয়গুলো সরিয়ে রেখে শুধুমাত্র নিজের জন্য সময় দিবেন।

কী করবেন এই সময়ে? নিজের স্বপ্ন পূরণ করবেন, নিজেকে নতুন করে গড়ে তুলবেন।

আমরা প্রায়ই বলি, “সময় পাই না।” কিন্তু সত্যি কি পাই না, নাকি সময়টা এমন কাজে নষ্ট করি, যেগুলো থেকে আমাদের জীবনে কিছুই যোগ হয় না?

ফালতু আড্ডা, অর্থহীন দুশ্চিন্তা, কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে স্ক্রল করা—এসব বাদ দিলে দেখবেন, আপনার হাতে কত সময় পড়ে থাকে।

চলুন, ছয় মাসের জন্য একটা নতুন পরিকল্পনা করি। এই পরিকল্পনা যদি মেনে চলতে পারেন, ছয় মাস পরে আপনার জীবন একেবারে অন্য রকম হয়ে যাবে।

১. ফালতু আড্ডাকে ‘না’ বলুন।

বন্ধু ফোন দিয়ে বলল, “চল, টো টো করে ঘুরি, আড্ডা দিই।” আপনি জানেন, সেই আড্ডা থেকে কোনো কাজের কথা উঠবে না, শুধু সময় নষ্ট। এখন কী করবেন?

বিনয়ের সঙ্গে বলুন, “না রে ভাই, আজ পারব না।” প্রথমে কঠিন লাগবে, কিন্তু একবার চেষ্টা করে দেখুন। প্রতিবার না বলার পর যখন দেখবেন আপনার সময়টা সৃজনশীল কাজে যাচ্ছে, তখন গর্ব অনুভব করবেন।

২. নিজের স্বপ্নটাকে গুরুত্ব দিন।

আপনার কোনো স্বপ্ন আছে, তাই না? হয়তো একটা বই লেখা, নতুন কোনো স্কিল শেখা, বা একটা ব্যবসা শুরু করা। কিন্তু দিনের শেষে সময় আর এনার্জি না থাকায় সেটাকে দমিয়ে রাখেন। এবার সেই স্বপ্নের দিকে সময় দিন।

ছোট ছোট অংশে ভাগ করে প্রতিদিন কাজ করুন। ছয় মাস পরে যখন দেখবেন, আপনার কাজ এগিয়ে গেছে, তখন নিজেকে ধন্যবাদ দিবেন।

৩. যে পরিবেশ আপনাকে গ্রো করতে দেয় না তা থেকে বের হয়ে আসুন।

আপনার আশেপাশে এমন কিছু মানুষ আছে, যারা সবসময় শুধু নেগেটিভ কথা বলে, আপনাকে হতাশ করে? কিংবা এমন পরিবেশ যেখানে বসে শুধু সময় নষ্ট হয়?

এই ছয় মাসের জন্য তাদের থেকে দূরে থাকুন। নিজেকে এমন মানুষের সঙ্গে যুক্ত করুন, যারা আপনাকে উৎসাহ দেয়, অনুপ্রাণিত করে।

৪. দৈনন্দিন কাজগুলো গুছিয়ে নিন।

দিনের কাজগুলোর একটা তালিকা করুন। সকালে উঠে ভাবুন, “আজ কি কি করব?” আর সেটা সময়মতো শেষ করুন।

রাতের শেষে যখন দেখবেন, আপনার সব কাজ শেষ হয়েছে, তখন একটা আত্মবিশ্বাস জন্মাবে। আর সেই আত্মবিশ্বাস আপনাকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যাবে।

৫. নিজের শরীরের যত্ন নিন।

এটা খুব জরুরি। আপনার শরীর যদি সুস্থ না থাকে, তাহলে কোনো কাজই এগোবে না। প্রতিদিন অন্তত আধঘণ্টা

আজ থেকে ছয় বছর আগে , ২০১৯ সালের ১৯ অক্টোবর , বিবিসি বাংলা একট রিপোর্ট প্রকাশ করে, যেখানে ভবিষ্যৎবাণী করা হয় , ২০২৫ সালে ...
07/05/2025

আজ থেকে ছয় বছর আগে , ২০১৯ সালের ১৯ অক্টোবর , বিবিসি বাংলা একট রিপোর্ট প্রকাশ করে,

যেখানে ভবিষ্যৎবাণী করা হয় , ২০২৫ সালে ভারত পাকিস্তান পার*মানবিক যু*দ্ধ হতে পারে । সেই যু*দ্ধে প্রাণ হারাবে প্রায় সাড়ে বারো কোটি মানুষ ।

জলবায়ু বিপর্যস্ত হবে । খাদ্যভাবে মারা যাবে আরও বহু কোটি মানুষ ।

এই গবেষণা প্রকাশ করেছিলো আমেরিকার রাটগার্স বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ।

তারা দুইটি কল্পনাপ্রসূত দৃশ্য আঁকেন । কিভাবে এই যু*দ্ধ শুরু হতে পারে ।

প্রথম দৃশ্যকল্প এরকম দেখানো হয়েছিলো ।

ভারতের পার্লামেন্টে প্রথমে স* ন্ত্রাসী হামলা চালাবে পাকিস্তান । নিহত হবেন ভারতীয় নেতারা ।

দ্বিতীয় দৃশ্যকল্পটা এরকম ।

তারপর ভারত আক্র*মণ চালাবে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে । এরপর পাকিস্তান পাল্টা হামলা চালাবে।

যদিও তখন গবেষক এলেন রোবোক বলেছিলেন,
এটা কল্পনা প্রসূত।

কিন্তু ২০২৫ এ- এসে বিশ্ব খুব আশ্চর্য হয়ে দেখছে, সেরকমি কিছুই ঘটেছে ।

ভারতীয় গোয়েন্দা সংস্থা দাবি করছে , সন্ত্রাসীদের লক্ষ পেহেলগাঁও ছিলো না , নরেন্দ্র মোদিই ছিলো ।

এই ভবিষ্যৎবাণীর সাথে মিলিয়েই যেনো যু*দ্ধ সামনে এগিয়ে যাচ্ছে ।

মানুষ প্রশ্ন করছে— পার*মাণবিক যু*দ্ধের এই পরিকল্পনা কি তাহলে এই প্ল্যান কি খুব আগ থেকে কষে রাখা হয়েছে ?

গবেষক এলেন রোবোক বলেছিলেন , পার*মাণবিক যুদ্ধ ঘটবে না, যদি নেতারা ঠান্ডা মাথায় সামলে নেয় ।

যেরকমটা অটল বিহারী বাজপেয়ীর ভারতের সময়ে ১৯৯৯ সালে কারগিল যু*দ্ধে দেখেছে বিশ্ব । সেই সময়ও সবাই আশংকা করেছিলো, পার*মাণবিক যু*দ্ধ বাঁধবে।

কিন্তু তা শেষমেষ হয় নি ।

কিন্তু এই সময়ে নরেন্দ্র মোদীর ভারত যদি উ*গ্রতা দেখায়, বিশ্লেষকরা বলছে, শুধুমাত্র পার*মানবিক যুদ্ধ না, তৃতীয় বিশ্বযু*দ্ধ বাঁধার আশংকাও রয়েছে ।

লজিক্যালি পাকিস্তান ভারতের তুলনায় সামরিক দিক থেকে দুর্বল ।

যেখানে ২০২৫ সালে ভারতের প্রতিরক্ষা খাতে ব্যয় ৮৬ বিলিয়ন ডলার, সেখানে পাকিস্তানের ব্যয় মাত্র ১০ বিলিয়ন ডলার । ( 7 may, Bangla News)

পাকিস্তানের মাল মশলা ঐ পার*মাণবিক অ*স্ত্র-ই।

বিশ্লেষকরা বলছেন , যদি ভারতের কাছে পাকিস্তান হারতে থাকে তারা যেকোনো মুহূর্তে পার*মাণবিক অ*স্ত্র ব্যবহার করে ফেলতে পারে ।

অথবা ক্রোধের বশেও আত্ম-সম্মানের দায়ে পাকিস্তান তা ব্যবহার করে ফেলতে পারে।

১৯৬০ সালের পর, এই ৬৪ বছর পর ভারত সিন্ধু জল চুক্তি লঙ্গন করে নদের জল বন্ধ ক

22/04/2025

আপনারা সবাই জানেন আগামী ২৬শে এপ্রিল, ২০২৫ তারিখে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন(PBDF ) এর উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা এবং মাঠ কর্মকর্তা পদের ২ ঘন্টা ব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হবে:-

কিছু বিষয় লক্ষ্য করুন:-

* এই প্রতিষ্ঠানে গত অনেক বছর ধরে কোন নিয়োগ পরীক্ষা হয়নি সুতরাং অনলাইনে কোথাও ঘাটাঘাটি করে বিগত বছরের প্রশ্ন পাওয়া যাবে না এবং এক্সাম টেকার কে হবে সেটাও এখনো জানা যায়নি তো আমরা ধরেই নিচ্ছি পরীক্ষা নিবে নিজ প্রতিষ্ঠান PBDF।

* সময় ২ ঘন্টা , তাহলে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কেমন হতে পারে? এক ঘন্টার পরীক্ষা হলে সাধারণত আমরা দেখি এম সি কিউ পদ্ধতিতে পরীক্ষা হয় । ১:৩০ ঘন্টার হলে ৭০/৯০ মার্ক এর লিখিত পরীক্ষা হয় । আর এখানে পরীক্ষা হবে ২ ঘন্টা সুতরাং লিখিত পরীক্ষা হবে এটা মোটামুটি নিশ্চিত বাংলাদেশের বিগত বছরে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবার বিবেচনায়। তবে ২ ঘন্টা সময় যেহেতু তাহলে ১০০ নম্বরের পরীক্ষা হবার সম্ভাবনা বেশি।

* এখন আসা যাক বিষয় ভিত্তিক কিভাবে প্রস্তুতি নেয়া যায়?

বাংলা(২৫ নম্বর) : প্রথমত ১০ম থেকে ৪৬ তম বিসিএস পর্যন্ত সব প্রশ্ন সমাধান সহ পড়ে ফেলবেন। এরপর টপিকভিত্তিক যেমন: সমাস, কারক ও বিভক্তি, এক কথায় প্রকাশ, বাগধারা, শুদ্ধ অশুদ্ধ বানান ,সন্ধি বিচ্ছেদ, অস্তিবাচক নেতিবাচক বাক্য, বিপরীত শব্দ, ভাব সম্প্রসারণ, সারাংশ সারমর্ম, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, বিগত বছরে আসা বিভিন্ন লেখকের সাহিত্যকর্ম।

* ৫ নম্বরের একটি ফোকাস রাইটিং/প্যারাগ্রাফ আসতে পারে।

ইংরেজি(২৫ নম্বর): idiom & phrase, preposition, Transformation of sentence,voice change, Number,Gender,spelling, Translation, English Literature ।

* ইংরেজিতে পাঁচ নম্বরের একটি প্যারাগ্রাফ/ফোকাস রাইটিং আসতে পারে।

অংক(৫ টি প্রশ্ন ২০ নম্বর):- ১০ ম বিসিএস থেকে ৪৬ বিসিএস পর্যন্ত পাটিগণিত -বীজগণিত অংশ গুলো করবেন, উৎপাদকে বিশ্লেষণ, ত্রিকোণমিতি ,পরিমিতি, লাভ ক্ষতি ত্রিভুজ, বহু ভুজ। যারা আগে থেকে বিগত বছরের অংক গুলো অনুশীলন করেছেন তারা এগিয়ে থাকবেন।

সাধারণ জ্ঞান(২০ নম্বর):- সাম্প্রতিক সাধারণ জ্ঞান, নোবেল জয় ী ডঃ মুহাম্মদ ইউনুস এবং গ্রামীণ ব্যাংক, জাতিসংঘ ,বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের খেলাধুলা, আন্তর্জাতিক সংগঠন, নোবেল প্রাইজ ২০২৪, আইপিএল ২০২৫, অর্থনৈতিক সমীক্ষা ২০২৪-২৫ অর্থ বছর, বিশ্বকাপ ফু

গা যা আগামী সোমবার, ৭ এপ্রিল, ২০২৫ তারিখে একটি ওয়ার্ল্ড ওয়াইড হরতালের আহ্বান জানিয়েছে। আমাদের প্রত্যেকের দায়িত্ব এটি অনু...
06/04/2025

গা যা আগামী সোমবার, ৭ এপ্রিল, ২০২৫ তারিখে একটি ওয়ার্ল্ড ওয়াইড হরতালের আহ্বান জানিয়েছে। আমাদের প্রত্যেকের দায়িত্ব এটি অনুসরণ করা। কোনো স্কুল হবে না। কোনো বিশ্ববিদ্যালয় হবে না। কোনো কাজ হবে না। যতক্ষণ না গ ণহ ত্যা বন্ধ হয়।

সকলকেই এই সংগ্রামের জন্য একত্রিত হতে হবে।
আমরা ডিজিটাল দুনিয়াতে বসে থাকতে পারি না; যখন একটি পুরো জনসংখ্যাকে ক্ষুধা ও বো মার আঘাতে নির্বংশ করে দেওয়া হচ্ছে। এগিয়ে আসুন, একে অপরের সঙ্গে যুক্ত হোন। প্র তিবা দ করুন। আ ন্দোল ন শুরু করুন। এগিয়ে যান।

কমার্স ডিপার্টমেন্টের কয়েকজন ছাত্র ট্রেনে চড়ে কোথাও যাচ্ছিল এবং মার্কেটিং নিয়ে আলোচনা করছিল। একজন বয়স্ক ভদ্রলোক তাদের...
29/03/2025

কমার্স ডিপার্টমেন্টের কয়েকজন ছাত্র ট্রেনে চড়ে কোথাও যাচ্ছিল এবং মার্কেটিং নিয়ে আলোচনা করছিল। একজন বয়স্ক ভদ্রলোক তাদের আলোচনা মন দিয়ে শুনছিলেন আর মুচকি মুচকি হাসছিলেন।

হঠাৎ ভদ্রলোকটি ছাত্রদেরকে বললেন, আমি কি মার্কেটিং বিষয়টি সহজ দুএকটি কথায় ব্যাখ্যা করতে পারি?

ছাত্ররা কৌতূহলী হয়ে তার দিকে তাকাল।

ভদ্রলোক বলতে শুরু করলেন, মনে করো তুমি কোনো বিয়ে বাড়ীতে দাওয়াত খেতে গিয়েছ। তো সেখানে গিয়ে এক অসামান্য সুন্দরী মেয়ের দেখা পেলে।

তুমি তার কাছে গিয়ে বললে, "আমি উচ্চশিক্ষিত এবং ধনী। তুমি কি আমায় বিয়ে করবে?" এটাকে বলে সরাসরি বিপণন (ডাইরেক্ট মার্কেটিং)।

তোমার বন্ধু তার কাছে গিয়ে তোমাকে দেখিয়ে বলল, "ও উচ্চশিক্ষিত এবং ধনী। তুমি কি ওকে বিয়ে করবে?" এটাকে বলে বিজ্ঞাপন।

মেয়েটি নিজেই তোমার কাছে এগিয়ে এসে বলল, 'আপনি উচ্চশিক্ষিত এবং ধনী। আপনি কি আমায় বিয়ে করবেন?' এটাকে বলে ব্র্যান্ড ভ্যালু।

তুমি বিয়ের প্রস্তাব দেবার পর মেয়েটি জানাল যে, সে বিবাহিতা। এটাকে বলে চাহিদা ও জোগানের ফারাক (ডিম্যান্ড সাপ্লাই গ্যাপ)।

তুমি মেয়েটির কাছে গিয়ে কিছু বলার আগেই আরেকজন তাকে বিয়ের প্রস্তাব দিল এবং মেয়েটি সম্মত হয়ে তার সাথে চলে গেল। এটাকে বলে প্রতিযোগিতা (কম্পিটিশন)।

মেয়েটি তোমার বিয়ের প্রস্তাব গ্রহণ করল এবং বছর ঘুরতেই তোমাদের একটি সন্তান হলো। একে বলে প্রোডাকশন (উৎপাদন)।

তুমি মেয়েটিকে বিয়ের অফার দেবার সাথে সাথে সে তোমার গালে ঠাস করে একটা চড় মারল। এটাকে বলে উপভোক্তার প্রতিক্রিয়া (কাস্টমার্স ফিডব্যাক)।

তুমি যখন মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিলে সেই সময় তোমার স্ত্রী এসে উপস্থিত হল। এটাকে বলে নতুন ব্যবসাক্ষেত্রে প্রবেশ করার ঝুঁকি (রিস্ক অফ এন্টারিং নিউ মার্কেট)।"

ছাত্রদের আক্কেলগুড়ুম!
©

30/08/2024
আমি কোনওদিন আমার মেয়েদের বলিনি আমার পেশা কী।আমি কখনও চাইনি তারা আমার জন্যে লজ্জিত হোক। যখন আমার ছোট মেয়েটা জিজ্ঞেস করত, ...
14/08/2024

আমি কোনওদিন আমার মেয়েদের বলিনি আমার পেশা কী।

আমি কখনও চাইনি তারা আমার জন্যে লজ্জিত হোক। যখন আমার ছোট মেয়েটা জিজ্ঞেস করত, আমি কী কাজ করি, আমি সাধারণত সংকোচের সঙ্গে বলতাম, আমি একজন লেবার। আমি প্রতিদিন কাজ থেকে বাড়ি ফেরার আগে পাবলিক টয়লেটে স্নান করতাম যাতে তারা কোনওভাবে আকার-ইঙ্গিতেও বুঝতে না পারে আমার কাজ কী। আমি আমার মেয়েদের স্কুলে পাঠাতে চেয়েছি, তাদের লেখাপড়া শেখাতে চেয়েছি। আমি চেয়েছি তারা সম্মানের সঙ্গে মাথা উঁচু করে মানুষের সামনে দাঁড়াক। আমাকে সবাই যেমন নিচু নজরে দেখে, আমি কখনও চাইনি আমার মেয়েদেরকে কেউ সেভাবে দেখুক। মানুষ সবসময় আমাকে অসম্মান করেছে। আমি আমার উপার্জনের প্রত্যেকটা পয়সা আমার মেয়েদের লেখাপড়ার জন্যে ব্যয় করেছি। আমি কখনও একটা নতুন জামা কিনিনি, বরং সেই টাকা দিয়ে তাদের নতুন বই কিনে দিয়েছি। আমি আমার জন্যে তাদের কাছে যে-অর্জন প্রত্যাশা করেছি, তা আর কিছু নয়, তা হল-- সম্মান। আমি ছিলাম একজন মেথর।

আমার মেয়ের কলেজে ভর্তি হওয়ার শেষ তারিখের আগের দিন আমি তার ভর্তির ফি জোগাড় করতে পারিনি। সেদিন আমি কোনও কাজও করতে পারিনি, নোংরার স্তূপের পাশে বসে ছিলাম। খুব চেষ্টা করছিলাম চোখের জল লুকোনোর। সেদিন কাজ করার মতো কোনও ক্ষমতা আমার ছিল না। আমার সহকর্মীরা আমাকে দেখছিল, কিন্তু কেউ আমার সঙ্গে কথা বলতে পর্যন্ত এগিয়ে এল না। আমি ব্যর্থ হয়ে গেলাম! ভাঙাবুক চেপে হতাশায় মুষড়ে পড়লাম। কিছুতেই ভেবে পাচ্ছিলাম না, বাড়ি ফিরলে মেয়ে যখন আমাকে ভর্তি-ফি-র কথা জিজ্ঞেস করবে, আমি কী বলব! আমি জন্মগতভাবেই হতদরিদ্র। আমার বিশ্বাস ছিল আমার মতো একজন গরিব মানুষের সঙ্গে কখনও ভাল কিছু হতে পারে না।

কাজের শেষে সব মেথররা আমার কাছে এল, পাশে বসল আর জিজ্ঞেস করল, আমি তাদেরকে আমার ভাই বলে মনে করি কি না। আমি উত্তর দেওয়ার আগেই তারা তাদের একদিনের সমস্ত আয় আমার হাতে তুলে দিল। আমি যখন সেই টাকা নিতে আস্বীকার করলাম, তারা পাল্টা আমাকে বলল, "আমরা সবাই দরকার হলে আজকের দিনের জন্যে উপোস থাকব, কিন্তু আমাদের মেয়েকে কলেজে পড়তেই হবে।"

আমি কোনও উত্তর দিতে পারলাম না। সেদিন বাড়ি ফেরার আগে আমি স্নান করিনি, একজন মেথর হিসেবেই সগর্বে বাড়ি ফিরেছিলাম।

আমার বড় মেয়ে খুব শিগগির বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করবে। সে একটা পার্টটাইম কাজও করে। তাছাড়া ওরা তিনজনই টিউশন করে। আমাকে ওরা আর কিছুতেই কাজে যেতে দেয় না। কিন্তু প্রায়ই বড় মেয়েটা আমাকে পুরনো ক

প্রেমিকার সাথে অর্থনীতি, রাজনীতি, সমাজতন্ত্র, প্রজাতন্ত্র, গণতন্ত্র,  মার্ক্সবাদ, নারীবাদ, শিক্ষা, শিল্প, সাহিত্য, বানিজ...
14/08/2024

প্রেমিকার সাথে
অর্থনীতি, রাজনীতি,
সমাজতন্ত্র, প্রজাতন্ত্র, গণতন্ত্র,
মার্ক্সবাদ, নারীবাদ,
শিক্ষা, শিল্প, সাহিত্য,
বানিজ্য, ঈশ্বরবাদ,
মহাকাশ, সৌরজগত, প্রোগ্রামিং,
ধর্ম, অধর্ম,
আস্তিক্যবাদ, নাস্তিক্যবাদ,
স্বাস্থ্য সচেতনতা, জলবায়ুর পরিবর্তন,
ইত্যাদি বিষয় নিয়ে মন খুলে কথা বলা না গেলে,
প্রেম করার দরকার নাই।

"শুধু আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো" তিনবেলা নিয়ম করে শোনবার জন্য আর বলবার জন্য প্রেম করা মানে সময়ের অপচয়।

পৃথিবীতে ভালোবাসবার জন্য বহু মানুষ থাকে; মনোযোগ দিয়ে কথা শুনবার মানুষ পাওয়া কঠিন।

সীমান্তে আর কোন ফালানি চাই না
14/08/2024

সীমান্তে আর কোন ফালানি চাই না

এবার গুজব ছড়ানোর প্রতিযোগিতায় যোগ দিয়েছে ভারতীয় প্রথম সারির গণমাধ্যম এনডিটিভিও। ছবির লোকটা একজন মুসলিম। যার বড় ছেলে ২০১৩...
14/08/2024

এবার গুজব ছড়ানোর প্রতিযোগিতায় যোগ দিয়েছে ভারতীয় প্রথম সারির গণমাধ্যম এনডিটিভিও।

ছবির লোকটা একজন মুসলিম। যার বড় ছেলে ২০১৩ থেকে গুম। গতকাল তিনি রাষ্ট্রীয় ভবন যমুনার সামনে প্রতিবাদে ছিলেন।

কিন্তু এনডিটিভি এই মুসলিম পিতাকে হিন্দু হিসেবে প্রচার করে জানাচ্ছে, এই লোক সাম্প্রতিক ভায়োলেন্সে তার হারানো সন্তানের জন্য প্রতিবাদ করছে!!

ইতোমধ্যে এনডিটিভিকে বিষয়টি জানিয়েছে রিউমর স্ক্যানার।

14/08/2024

Address

Rangpur
5670

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bengal Scanner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bengal Scanner:

Share