04/04/2023
২০২৩ এর ডিজিটাল মার্কেটিং! ✍️রাইটার জোবায়ের হোসেন
বর্তমানে ডিজিটাল মার্কেটিং বেশ পরিচিত একটি নাম। কারণ প্রতিনিয়ত বাংলাদশের আনাচে কানাচে গড়ে উঠছে অসংখ্য আইটি প্রতিষ্ঠান, তাঁদের মধ্যে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান বাদে বাকি সবগুলো প্রতিষ্ঠানই মেতে উঠেছে ডিজিটাল মার্কেটিং এর উপরেও ডিজিটাল মার্কেটিং বিজনেসে।
কারণ বেশিরভাগ প্রতিষ্ঠান গুলোই বর্তমান সময়ের জনপ্রিয় "ডিজিটাল মার্কেটিং" সেক্টরটাকে কয়েকটি বিষয়ের উপর সিমাবদ্ধ রেখে নামে মাত্র ডিজিটাল মার্কেটিং কোর্স করিয়ে সাধরণ স্টুডেন্টদেরকে তাঁদের ফাঁদে ফেলে কষ্টের টাকা হাতিয়ে নিচ্ছে। এরকম ভুক্তভুগিদের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে।
যার ফলে প্রতিনিয়ত দেশে তৈরী হচ্ছে অদক্ষ ডিজিটাল মার্কেটার। সিনিয়রদের কাছে শুনেছি নামে মাত্র ডিজিটাল মার্কেটিংয়ের সাধারণ এই কোর্সগুলো করে তৈরী হওয়া অদক্ষ ডিজিটাল মার্কেটাররাই ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে গিয়ে নিজের দেশ এবং দেশের দক্ষ ডিজিটাল মার্কেটারদের সুনাম নষ্ট করতেছে। এর ফলে নতুনরাও দক্ষতা অর্জন করার পরও ডিজিটাল মার্কেটিংয়ে সহজে ভালো কিছু করতে পারে না।
আসলে আমার নিজেরো প্রুচুর আবেগ কাজ করে এই ডিজিটাল মার্কেটিংয়ের উপর, তারই প্রেক্ষিতে গত ২/৩ বছর ধরে হাতে কলমে চেষ্টা করতেছি এই সেক্টরে স্কিল বাড়িয়ে নিজেকে প্রোফোশসনাল হিসেবে গড়ে তোলার। যেহেতু শেখার কোনো শেষ নেই তাই আমি প্রতিনিয়ত অ্যাডভান্স কিছু শেখার পাশাপাশি নিজের স্কিল বাড়ানোর প্রোচেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সাথেও যুক্ত হয়েছি। উদ্দেশ্য একটাই নিজেকে প্রফেশনাল ভাবে গড়ে তোলা।
এই সেক্টরে প্রিয় মেন্টর ও সিনিয়রদের প্রতি অনুরোধ আপনারা যদি আন্তরিকতার সহিত আমাদের পাশে থাকেন আর প্রতিনিয়ত অ্যাডভান্স কিছু মেথোড, টিপস ও পরামর্শ দিয়ে যান তাহলে আমরা যারা নতুন তৈরী হবো তারা বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং সেক্টরটাকে সুনামের সাথে অনেকদূর পর্যন্ত নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ।
আমার লেখার মধ্যে ভুল ত্রুটি ক্ষমাসূলভ দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো।
আর সময় নিয়ে পুরো পোষ্ট টি পড়ার জন্য আপনাকে -ধন্যবাদ।