Suza Uddin official

Suza Uddin official চাওয়াটা যখন আল্লাহ'র কাছে পাওয়াটা তখন সুনিশ্চিত! আমার জন্য আমার আল্লাহ'ই যথেষ্ট।

আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা (মিঠাপুকুর), মোঃ শাহ আজিজ ভাইয়ের আন্তরিক সু-পরামর্শে  (আ...
10/08/2025

আলহামদুলিল্লাহ।
আল্লাহর অশেষ রহমতে এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা (মিঠাপুকুর), মোঃ শাহ আজিজ ভাইয়ের আন্তরিক সু-পরামর্শে (আল্ট্রা হাই-ডেনসিটি) পদ্ধতিতে আমাদের জমিতে থাই কাটিমন (বারোমাসি), ব্যানানা ম্যাংগো এবং চিয়াংমাই জাতের আম সহ প্রায় ৬০০টি চারা গাছ রোপন করা হয়েছে। সব গুলো চারা গাছ সুস্থ-সবল ভাবে বেড়ে উঠতেছে ইনশাআল্লাহ।
সকলের নিকট দোয়া প্রার্থী আমাদের আম বাগানটি যেন সফল ভাবে গড়ে ওঠে।

মানুষের প্রয়োজন মিটলে মুখের ভাষা বদলায়🤔
02/08/2025

মানুষের প্রয়োজন মিটলে মুখের ভাষা বদলায়🤔

ছোট ছোট বাচ্চাদের কে না ভালোবাসে? তাদের মিষ্টি হাসি, অবুজ চাহনি ভালো না বেসে থাকার উপায় নাই...
01/08/2025

ছোট ছোট বাচ্চাদের কে না ভালোবাসে? তাদের মিষ্টি হাসি, অবুজ চাহনি ভালো না বেসে থাকার উপায় নাই...

আমাদের প্রিয় শ্রী ধীরেন্দ্র নাথ মহন্ত কাকা পরলোকগমন করেছেন জেনে আমি গভীরভাবে শোকাহত। তিনি শনিবার, ২৬শে জুলাই, ২০২৫ তারিখ...
26/07/2025

আমাদের প্রিয় শ্রী ধীরেন্দ্র নাথ মহন্ত কাকা পরলোকগমন করেছেন জেনে আমি গভীরভাবে শোকাহত। তিনি শনিবার, ২৬শে জুলাই, ২০২৫ তারিখে দুপুরের দিকে পরলোকগমন করেছেন।
তিনি কেবল একজন ব্যক্তিই ছিলেন না, ছিলেন একজন ভালো মনের মানুষ। আমার সাথে দেখা হলেই তিনি সবসময় প্রথমে কথা বলতেন, যা তাঁর অমায়িক ব্যবহারেরই প্রতিফলন। কাকা বড়বালা ইউনিয়ন পরিষদের একজন ইউপি সদস্য হিসেবেও অত্যন্ত নিষ্ঠার সাথে তাঁর দায়িত্ব পালন করেছেন।
আমি তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা।
তাঁর স্মৃতি আমাদের মাঝে চিরকাল অমলিন হয়ে থাকবে।

22/07/2025

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বি*ধ্বস্ত হয়ে নিষ্পাপ শিক্ষার্থীদের হৃদয়বিদারক মৃ*ত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও ব্যথিত।
নি*হত শিশুদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা রইলো।

বর্তমান আধুনিক যুগেও কৃষি একটি অপরিহার্য পেশা।কৃষিতে নতুন কিছু করার প্রস্তুতি চলতেছে ইনশাআল্লাহ। এই পেজে আপডেট পাবেন ❤️
14/07/2025

বর্তমান আধুনিক যুগেও কৃষি একটি অপরিহার্য পেশা।কৃষিতে নতুন কিছু করার প্রস্তুতি চলতেছে ইনশাআল্লাহ।
এই পেজে আপডেট পাবেন ❤️

জীবনের অনেকটা পথ হেঁটে এসেছি...তবুও এই রঙিন পৃথিবীটাকে আজও যেন পুরোপুরি চিনতে পারিনি।কত রঙ দেখলাম, কত মুহূর্ত ছুঁয়ে গেল,...
14/07/2025

জীবনের অনেকটা পথ হেঁটে এসেছি...
তবুও এই রঙিন পৃথিবীটাকে আজও যেন পুরোপুরি চিনতে পারিনি।
কত রঙ দেখলাম, কত মুহূর্ত ছুঁয়ে গেল,কিছু ভালোবাসার, কিছু বিষাদের।
এই না বোঝাতেই হয়তো লুকিয়ে আছে জীবনের আসল সৌন্দর্য, এক অদ্ভুত রহস্য, যা প্রতিটি দিনকে নতুন করে জানতে শেখায়।

আজ, ২০২৫ সালের এসএসসি, দাখিল এবং সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। যারা এই মাইলফলক অর্জন করেছো, তোমাদের জানাই আন্তরিক...
10/07/2025

আজ, ২০২৫ সালের এসএসসি, দাখিল এবং সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। যারা এই মাইলফলক অর্জন করেছো, তোমাদের জানাই আন্তরিক অভিনন্দন! তোমাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং আত্মবিশ্বাসই এই সাফল্যের মূল চাবিকাঠি। এই ফলাফল তোমাদের ভবিষ্যৎ যাত্রার একটি গুরুত্বপূর্ণ ধাপ। তোমাদের সামনে অপার সম্ভাবনা অপেক্ষা করছে। উচ্চশিক্ষা এবং কর্মজীবনের নতুন দিগন্তে পা রাখার জন্য প্রস্তুত হও। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি!

যারা সফল হওনি, তাদের জন্য কিছু কথা-
পরীক্ষার ফলাফল সবসময় আমাদের প্রত্যাশা অনুযায়ী নাও হতে পারে। যারা এবার এসএসসি, দাখিল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারোনি, তাদের জন্য এই মুহূর্তে মন খারাপ হওয়াটা স্বাভাবিক। তবে মনে রেখো, পরীক্ষাই জীবনের সবকিছু নয়, এটি জীবনের একটি অংশ মাত্র। একটি পরীক্ষা তোমার মেধা, ক্ষমতা বা তোমার জীবনের পথকে সম্পূর্ণভাবে নির্ধারণ করতে পারে না।

পদ্ম পুকুর❤️
27/06/2025

পদ্ম পুকুর❤️

পথ যতই কঠিন হোক, শেষটা ততই সুন্দর হবে- ইনশাআল্লাহ...
21/06/2025

পথ যতই কঠিন হোক, শেষটা ততই সুন্দর হবে- ইনশাআল্লাহ...

অনেক অনেক শুভকামনা রইলো "সাকিব" তোর জন্য। ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর...
20/06/2025

অনেক অনেক শুভকামনা রইলো "সাকিব" তোর জন্য। ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) -২০২৪ এর জাতীয় পর্যায়ের সমাপনী ও ফাইনাল খেলায় রংপুরের হয়ে অনেক সুন্দর খেলেছিস! নিঃসন্দেহে এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়।
আশা করছি আগামীতে ভালো কিছু অপেক্ষা করছে তোর জন্য ইনশাআল্লাহ।
আমরা সবাই মিলে সেই দিনের অপেক্ষায় রইলাম....

ফিরোজ মামুর সাথে...
12/06/2025

ফিরোজ মামুর সাথে...

Address

Village: Atpunia, Post Office: Chharan, Upazila: Mithapukur, District: Rangpur
Rangpur
5460

Website

https://chharannews-24.blogspot.com/

Alerts

Be the first to know and let us send you an email when Suza Uddin official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share