10/08/2025
আলহামদুলিল্লাহ।
আল্লাহর অশেষ রহমতে এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা (মিঠাপুকুর), মোঃ শাহ আজিজ ভাইয়ের আন্তরিক সু-পরামর্শে (আল্ট্রা হাই-ডেনসিটি) পদ্ধতিতে আমাদের জমিতে থাই কাটিমন (বারোমাসি), ব্যানানা ম্যাংগো এবং চিয়াংমাই জাতের আম সহ প্রায় ৬০০টি চারা গাছ রোপন করা হয়েছে। সব গুলো চারা গাছ সুস্থ-সবল ভাবে বেড়ে উঠতেছে ইনশাআল্লাহ।
সকলের নিকট দোয়া প্রার্থী আমাদের আম বাগানটি যেন সফল ভাবে গড়ে ওঠে।