
10/04/2025
Mastering In Graphic Design, BATCH 01
💥 Complete Advanced Graphic Design Course:
আপনি কি মনে করছেন শুধু ব্যাসিক শিখেই কোর্স শেষ করবেন? আপনি যদি সত্যিই আপনার ডিজাইন ক্যারিয়ারকে একটি ড্রিম ক্যারিয়ারে রূপান্তরিত করতে চান, তবে এখনই আমার Mastering In Graphic Design, কোর্সে জয়েন করুন।
বর্তমানে অনেক অনলাইন কোর্সই প্রিরেকর্ডেড থাকে, যেখানে কেবল কিছু বেসিক কনসেপ্ট শেখানো হয়। কিন্তু আমার কোর্সটি সম্পূর্ণ লাইভ, যেখানে আপনি আপনার যেকোনো প্রশ্ন এবং সমস্যা সরাসরি আলোচনা করতে পারবেন। লাইভ সেশনগুলোতে আমি আপনাকে শেখাবো ডিজাইনের সহজ প্রক্রিয়া, পাশাপাশি শেয়ার করব কিছু এডভান্স টিপস ও ট্রিক্স যা আপনাকে ডিজাইনে দক্ষ করে তুলবে।
এছাড়া, আপনি শিখবেন আধুনিক এবং ট্রেন্ডি ডিজাইন কৌশল, যা ক্লায়েন্টদের দ্রুত মুগ্ধ করতে সাহায্য করবে এবং আপনার গ্রাফিক ডিজাইন ক্যারিয়ারকে পরবর্তী স্তরে নিয়ে যাবে।
যদি আপনি চান আপনার ডিজাইন ক্যারিয়ারকে সত্যি নতুন উচ্চতায় নিয়ে যেতে, তবে এই কোর্স আপনার জন্য। সময় নষ্ট না করে আজই জয়েন করুন এবং আপনার স্বপ্নের ক্যারিয়ারের দিকে একধাপ এগিয়ে চলুন!
এছাড়া এই কোর্সে থাকবে ১ লক্ষ টাকার সমমূল্যের প্রিমিয়াম সব ফন্ট, ডিজাইন টেম্পলেট, মকআপ এছাড়া ও আরো অনেক ডিজাইন এলিমেন্ট।
🎨 Course Overview:
* Duration: 3-3.5 Months
* Class: (1.5+ hours)
* Format: Online Live Course
* Software : Adobe Photoshop || Adobe Illustrator
* Class Recorded Will be Provided after the Class
🗓️ Class Schedule:
* Days: Sunday, Tuesday, Thursday
* Time: 9:00 PM – 11:00 PM
* Frequency: 3 classes per week
-----------------------------------------------------------------------------
📋 Course Outline ( টুলস দেখানো হবে প্রজেক্ট ডিজাইন দিয়ে। সব ক্লাস প্রজেক্ট বেইজড হবে )
🎯 Outcomes
* Create Professional Designs
* Master Key Design Skills: Typography, Color Theory, Composition
* Build a Portfolio
* Work Faster using AI tools like ChatGPT
* Confidently Handle Client Projects from start to finish
* Expand Career Opportunities: Freelance or agency work
* Be a Graphic Designer
যাদের গ্রাফিক ডিজাইন সেক্টরে ক্যারিয়ার করার প্রবল ইচ্ছে আছে, যাদের স্কিল ডেভেলপমেন্টের আগ্রহ আছে, যারা নিজের বিজনেসের বা ক্লায়েন্টের সোশ্যাল মিডিয়া ডিজাইন এর সাপোর্টটাও দিতে চাচ্ছেন, নিজের বিজনেসের প্রমোশনাল কাজ গুলো নিজেই করে নিতে চান।
🔴 বাকিদের থেকে এই কোর্স আলাদা কেন?
এখানে ক্লাসের শুরু থেকে ব্যাসিক থেকে এডভান্স মিক্স করেই দেখানো হয়। যাতে বিগিনারও বুঝে, এবং যাদের ধারণা আছে আগে থেকে তারাও যাতে এডভান্স জিনিসপত্র পায়। প্রতিটা ক্লাস প্রজেক্ট বেইজড।
🔴 ক্লাস রেকর্ড প্লে লিস্ট আকারে দেয়া হবে।
যেকোন প্রয়োজনেঃ 01318084228
রেজিস্ট্রেশন লিঙ্ক কমেন্ট সেকশন 🎯