Topon Ray

Topon Ray Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Topon Ray, Digital creator, Rangpur.

Mastering In Graphic Design, BATCH 01💥 Complete Advanced Graphic Design Course: আপনি কি মনে করছেন শুধু ব্যাসিক শিখেই কোর...
10/04/2025

Mastering In Graphic Design, BATCH 01
💥 Complete Advanced Graphic Design Course:
আপনি কি মনে করছেন শুধু ব্যাসিক শিখেই কোর্স শেষ করবেন? আপনি যদি সত্যিই আপনার ডিজাইন ক্যারিয়ারকে একটি ড্রিম ক্যারিয়ারে রূপান্তরিত করতে চান, তবে এখনই আমার Mastering In Graphic Design, কোর্সে জয়েন করুন।
বর্তমানে অনেক অনলাইন কোর্সই প্রিরেকর্ডেড থাকে, যেখানে কেবল কিছু বেসিক কনসেপ্ট শেখানো হয়। কিন্তু আমার কোর্সটি সম্পূর্ণ লাইভ, যেখানে আপনি আপনার যেকোনো প্রশ্ন এবং সমস্যা সরাসরি আলোচনা করতে পারবেন। লাইভ সেশনগুলোতে আমি আপনাকে শেখাবো ডিজাইনের সহজ প্রক্রিয়া, পাশাপাশি শেয়ার করব কিছু এডভান্স টিপস ও ট্রিক্স যা আপনাকে ডিজাইনে দক্ষ করে তুলবে।
এছাড়া, আপনি শিখবেন আধুনিক এবং ট্রেন্ডি ডিজাইন কৌশল, যা ক্লায়েন্টদের দ্রুত মুগ্ধ করতে সাহায্য করবে এবং আপনার গ্রাফিক ডিজাইন ক্যারিয়ারকে পরবর্তী স্তরে নিয়ে যাবে।
যদি আপনি চান আপনার ডিজাইন ক্যারিয়ারকে সত্যি নতুন উচ্চতায় নিয়ে যেতে, তবে এই কোর্স আপনার জন্য। সময় নষ্ট না করে আজই জয়েন করুন এবং আপনার স্বপ্নের ক্যারিয়ারের দিকে একধাপ এগিয়ে চলুন!
এছাড়া এই কোর্সে থাকবে ১ লক্ষ টাকার সমমূল্যের প্রিমিয়াম সব ফন্ট, ডিজাইন টেম্পলেট, মকআপ এছাড়া ও আরো অনেক ডিজাইন এলিমেন্ট।
🎨 Course Overview:
* Duration: 3-3.5 Months
* Class: (1.5+ hours)
* Format: Online Live Course
* Software : Adobe Photoshop || Adobe Illustrator
* Class Recorded Will be Provided after the Class
🗓️ Class Schedule:
* Days: Sunday, Tuesday, Thursday
* Time: 9:00 PM – 11:00 PM
* Frequency: 3 classes per week
-----------------------------------------------------------------------------
📋 Course Outline ( টুলস দেখানো হবে প্রজেক্ট ডিজাইন দিয়ে। সব ক্লাস প্রজেক্ট বেইজড হবে )
🎯 Outcomes
* Create Professional Designs
* Master Key Design Skills: Typography, Color Theory, Composition
* Build a Portfolio
* Work Faster using AI tools like ChatGPT
* Confidently Handle Client Projects from start to finish
* Expand Career Opportunities: Freelance or agency work
* Be a Graphic Designer
যাদের গ্রাফিক ডিজাইন সেক্টরে ক্যারিয়ার করার প্রবল ইচ্ছে আছে, যাদের স্কিল ডেভেলপমেন্টের আগ্রহ আছে, যারা নিজের বিজনেসের বা ক্লায়েন্টের সোশ্যাল মিডিয়া ডিজাইন এর সাপোর্টটাও দিতে চাচ্ছেন, নিজের বিজনেসের প্রমোশনাল কাজ গুলো নিজেই করে নিতে চান।
🔴 বাকিদের থেকে এই কোর্স আলাদা কেন?
এখানে ক্লাসের শুরু থেকে ব্যাসিক থেকে এডভান্স মিক্স করেই দেখানো হয়। যাতে বিগিনারও বুঝে, এবং যাদের ধারণা আছে আগে থেকে তারাও যাতে এডভান্স জিনিসপত্র পায়। প্রতিটা ক্লাস প্রজেক্ট বেইজড।
🔴 ক্লাস রেকর্ড প্লে লিস্ট আকারে দেয়া হবে।
যেকোন প্রয়োজনেঃ 01318084228
রেজিস্ট্রেশন লিঙ্ক কমেন্ট সেকশন 🎯

07/05/2024

How to make simple 3D effects in Adobe illustrator.
Adobe Illustrator tricks ||

06/05/2024

যখন আমাকে কেউ প্রশ্ন করে, “ আমি ফ্রিল্যান্সিং কীভাবে শিখবো? আমি কি পড়ালেখার পাশাপাশি ফ্রিল্যান্সিং এর কাজসমূহ শিখতে পারব? ফ্রিল্যান্সিং কাজ করার জন্য কী প্রয়োজন?” এত ভাবনা? কিন্তু আমি যদি আপনাকে এমন কিছু শেখাই যা দিয়ে নিজেই খুঁজে বের করতে পারবেন কোন কাজে আপনি ফ্রিল্যান্সিং করে ভালো আয় করতে পারবেন? ফ্রিল্যান্সিং শুরু করার জন্য সর্ব প্রথম আপনাকে যেকোনো একটি স্কিলে খুব ভালো মানের দক্ষতা অর্জন করতে হবে।

05/05/2024

How to Make Mockup Easily on Adobe Illustrator || Illustrator Mockup Beta tool || Illustrator Tips and Tricks.

05/05/2024

How to make a design like this?
Adobe Illustrator tricks.

05/05/2024

ফ্রিল্যান্সিং কি? (What is Freelancing?)
ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি সাধারন চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন।

দেখা গেলো আপনার এখন কাজ করতে ইচ্ছা করছে না; আপনি করবেন না। যখন ইচ্ছা করবে তখন আবার চাইলেই করতে পারবেন। ধরাবাঁধা কোনো অফিস টাইম নেই। এরপরে এখানে আপনার নির্দিষ্ট কোনো ইমপ্লয়ার (Employer) নেই। যখন যে বায়ারের কাজ নিবেন তখন সে-ই আপনার ইমপ্লয়ার (Employer)।

সাধারন চাকরি থেকে এখানে আরেকটি বিষয়-এর ভিন্নতা আছে। সেটি হলো কাজের স্থান। ফ্রিল্যান্সিং (Freelancing) এর নির্দিষ্ট কোনো অফিস নেই। মূলত আপনার বাড়িই হচ্ছে আপনার অফিস।

এখানে বসেই আপনি বিভিন্ন দেশের বায়ারদের সাথে কাজ করতে পারবেন। ফ্রিল্যান্সিং (Freelancing) এর ক্ষেত্রে খুব সহজেই সরকারি বেসরকারি অনেক চাকরির থেকে বেশি বেতনে কাজ করতে পারবেন আপনার যদি যথেষ্ট পরিমাণে দক্ষতা থাকে।

এটা আমরা সবাই জানি যে, আমাদের দেশে দক্ষতার কদর হয় না সেভাবে; কিন্তু বাইরের দেশ গুলোতে হয়। আপনি সেসব দেশের বায়ারদের সাথে কাজ করে বাংলাদেশের তুলনায় দ্বিগুণ/তিনগুণ অর্থ উপার্জন করতে পারেন।

Happy New Year! May your dreams take flight and your resolutions come to life in the coming year. Wishing you a prospero...
31/12/2023

Happy New Year! May your dreams take flight and your resolutions come to life in the coming year. Wishing you a prosperous and joyful 2024.

24/09/2023

Website Presentation Updated Video || Making with Adobe After Effects & Elements 3d

Address

Rangpur
5320

Alerts

Be the first to know and let us send you an email when Topon Ray posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Topon Ray:

Share