Tamim Islam SS

Tamim Islam SS Welcome To Tamim Islam SS Official page...Follow দিয়ে সাথেই থাকুন" ধন্যবাদ!!

29/11/2024
বরাতি বিদ্যা নিকেতন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ
10/03/2024

বরাতি বিদ্যা নিকেতন,
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

 #হামার রংপুর
10/09/2023

#হামার রংপুর

  park Taraganj Rangpur.  দু’পারে দুটি সান বাঁধানো ঘাট। চারিদিকে পার্কিং টাইলসের হাটার পথ।  উত্তরপারে একটি লাল-সবুজ গোল ...
08/09/2023

park Taraganj Rangpur. দু’পারে দুটি সান বাঁধানো ঘাট। চারিদিকে পার্কিং টাইলসের হাটার পথ। উত্তরপারে একটি লাল-সবুজ গোল ঘর। সবুজ পাড়িতে সারি করা বেঞ্চ। ফলমূলের গাছগাছালিতে ভরে উঠেছে সবপাড়ি। চলছে কাটা তাঁরের বেড়া দিয়ে ঘেরার কাজ। সব মিলে মনোরম এক পরিবেশ তৈরি হয়েছে।
সৈয়দপুর আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে ১৮কিলোমিটার ও রংপুর শহর থেকে ১৯কিলোমিটার দূরে রংপুর-দিনাজপুর মহাসড়কের গাঁ ঘেষে তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বামনদীঘিতে পার্কটির অবস্থান।

- ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 😭💔আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদের ছেড়ে চলে গেলেন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী 🥲😓...
14/08/2023

- ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 😭💔
আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদের ছেড়ে চলে গেলেন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী 🥲😓

আল্লাহ তায়ালা হুজুর কে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক,আমিন। 🤲

দুনিয়া থেকে একটি কোরআনের পাখি চলে গেলো 😭😭ইয়া আল্লাহ, প্রিয় হুজুরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন🤲🙏
14/08/2023

দুনিয়া থেকে একটি কোরআনের পাখি চলে গেলো 😭😭

ইয়া আল্লাহ, প্রিয় হুজুরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন🤲🙏

আপনি কোনটি ট্যাবলেট বেশি ব্যবহার করেন
05/08/2023

আপনি কোনটি ট্যাবলেট বেশি ব্যবহার করেন

 #প্রয়োজনীয় সকল অ্যাপের প্রিমিয়াম ভার্সন। এই অ্যাপগুলোতে ফ্রী অ্যাপের মতো থাকবে না কোন বিজ্ঞাপন কিংবা সাবস্ক্রিপশনের ...
01/08/2023

#প্রয়োজনীয় সকল অ্যাপের প্রিমিয়াম ভার্সন। এই অ্যাপগুলোতে ফ্রী অ্যাপের মতো থাকবে না কোন বিজ্ঞাপন কিংবা সাবস্ক্রিপশনের ঝামেলা। এডভান্স ফিচারগুলো আনলক থাকায় সহজেই সকল এডভান্স টোল ইউজ করতে পারবেন। এগুলো দিয়ে যে কোন ভিডিও ও ফটো এডিটিং কাজ করতে পারবেন। তাই সীমিত ফিচার নিয়ে ফ্রি ভার্সন ইউজ না করে এখন থেকে প্রিমিয়াম ভার্সন ইউজ করেন আনলিমিটেড প্রিমিয়াম সুবিধা পেয়ে যাবেন।

সবগুলো অ্যাপ নিয়ে বিস্তারিত বলা সম্ভব নয়। বিস্তারিত জানতে চাইলে ইনবক্স করুন।

নিম্নে কিছু এপের ফিচার উল্লেখ করা হলো।

🔥Truecal,ler Gold/ Eyc,on Premium
এই দুটি App অপরিচিত নাম্বার থেকে কল আসলে তার নাম এবং ছবি ইমেইল এড্রেস whatsapp নাম্বার FB আইডি ইত্যাদি দেখি দিবে ফলে আপনি তার পরিচয় পেয়ে যাবেন। তাছাড়া আরো কিছু অ্যাডভান্স ফিচার রয়েছে।

🔥YouTu.be pro
সম্পূর্ণ বিজ্ঞাপন মুক্ত ইউটিউব, ফোনে সরাসরি ভিডিও ডাউনলোড সুবিধা, ইউটিউব থেকে বের হয়ে গেলেও ওভার স্ক্রিনে ইউটিউব ভিডিও দেখা ও স্কিন অফ করে ইউটিউবের ভিডিওর অডিও শোনার দারুন ফিচারসহ ইত্যাদি সুযোগ-সুবিধা পাবেন।

🔥IM:O Premium
অশ্লীল বিজ্ঞাপন সহ যাবতীয় ভিডিও এডমুক্ত একটি ফ্রেশ App। ফ্রিতেই কলার টিউন এড করতে পারবেন। হাই কোয়ালিটি অডিও এবং ভিডিও কল করতে পারবেন।

🔥King'master / Cap-cut/ InS.hot etc.
অ্যাপগুলোতে পাচ্ছেন অ্যাডভান্স টুল ইউজের সুবিধা। 4k সহ হাই কোয়ালিটির ভিডিও এডিট করতে পারবেন। ভিডিওতে অ্যাপের লোগো থাকবে না। কোন ওয়াটারমার্ক না থাকায় হাজারো ভিডিও টেমপ্লেট রয়েছে যেগুলো অনায়াসে ইউজ করতে পারবেন কোন রকম সাবস্ক্রিপশন নিতে হবে না। ইচ্ছে মতো বাংলা ফন্ট এডের সুবিধা।

🔥Pics.Art / Light.room / Photo'Room etc.
ইমেজ এডিটিং এর সকল অ্যাপেই পেয়ে যাবেন advance ফিচারগুলোর সুযোগ-সুবিধা। অসংখ্য টেমপ্লেট ইফেক্ট স্টিকার ইত্যাদি পেয়ে যাবেন। বিজ্ঞাপন ও ওয়াটারমার্ক থাকবে না। যেকোন ডিজাইন করতে পারবেন। বাংলা ফন্ট এডের সুবিধা

🔥FL Studio Mobile Premium
এটার সাহায্যে প্রফেশনাল ভাবে গজল মিউজিক ইত্যাদি এডিটিং করতে পারবেন। সকল এডভান্স টুল ফ্রিতে ইউজ করতে পারবেন। কোন বিজ্ঞাপন নেই

🔥Chat gdp
এটাতে আনলিমিটেড চ্যাট করতে পারবেন।
যে কোন কিছুর উত্তর জেনে নিতে পারবেন।

🔥Filmora Go / Vfly / Vidmix etc.
এগুলোতে রয়েছে অসংখ্য মিউজিকসহ শর্ট ভিডিও টেমপ্লেট। সকল প্রিমিয়াম টেমপ্লেট ফ্রিতে পেয়ে যাবেন। যেগুলো ইউজ করে অসাধারণ Reals এবং শর্ট ভিডিও তৈরি করতে পারবেন।

PixelLab premium
যেকোনো ব্যানার পোস্টার 3D লোগো ইত্যাদি তৈরি করতে পারবেন খুব সহজে অসংখ্য বাংলা ফন্ট যুক্ত করা আছে

বিঃদ্রঃ অফারটি সীমিত সময়ের জন্য
তাই দেরি না করে এখনই নিতে চাইলে মেসেজ করুন।

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Tamim Islam SS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share