01/08/2023                                                                            
                                    
                                                                            
                                             #প্রয়োজনীয় সকল অ্যাপের প্রিমিয়াম ভার্সন। এই অ্যাপগুলোতে ফ্রী অ্যাপের মতো থাকবে না কোন বিজ্ঞাপন কিংবা সাবস্ক্রিপশনের ঝামেলা। এডভান্স ফিচারগুলো আনলক থাকায় সহজেই সকল এডভান্স টোল ইউজ করতে পারবেন। এগুলো দিয়ে যে কোন ভিডিও ও ফটো এডিটিং কাজ করতে পারবেন। তাই সীমিত ফিচার নিয়ে ফ্রি ভার্সন ইউজ না করে এখন থেকে প্রিমিয়াম ভার্সন ইউজ করেন আনলিমিটেড প্রিমিয়াম সুবিধা পেয়ে যাবেন।
সবগুলো অ্যাপ নিয়ে বিস্তারিত বলা সম্ভব নয়। বিস্তারিত জানতে চাইলে ইনবক্স করুন।
নিম্নে কিছু এপের ফিচার উল্লেখ করা হলো।
🔥Truecal,ler Gold/ Eyc,on Premium 
এই দুটি App অপরিচিত নাম্বার থেকে কল আসলে তার নাম এবং ছবি ইমেইল এড্রেস whatsapp নাম্বার FB আইডি ইত্যাদি দেখি দিবে ফলে আপনি তার পরিচয় পেয়ে যাবেন। তাছাড়া আরো কিছু অ্যাডভান্স ফিচার রয়েছে।
🔥YouTu.be pro
সম্পূর্ণ বিজ্ঞাপন মুক্ত ইউটিউব, ফোনে সরাসরি ভিডিও ডাউনলোড সুবিধা, ইউটিউব থেকে বের হয়ে গেলেও ওভার স্ক্রিনে ইউটিউব ভিডিও দেখা ও স্কিন অফ করে ইউটিউবের ভিডিওর অডিও শোনার দারুন ফিচারসহ ইত্যাদি সুযোগ-সুবিধা পাবেন।
🔥IM:O Premium
অশ্লীল বিজ্ঞাপন সহ যাবতীয় ভিডিও এডমুক্ত একটি ফ্রেশ App। ফ্রিতেই কলার টিউন এড করতে পারবেন। হাই কোয়ালিটি অডিও এবং ভিডিও কল করতে পারবেন।
🔥King'master / Cap-cut/ InS.hot etc.
অ্যাপগুলোতে পাচ্ছেন অ্যাডভান্স টুল ইউজের সুবিধা। 4k সহ হাই কোয়ালিটির ভিডিও এডিট করতে পারবেন। ভিডিওতে অ্যাপের লোগো থাকবে না। কোন ওয়াটারমার্ক না থাকায় হাজারো ভিডিও টেমপ্লেট রয়েছে যেগুলো অনায়াসে ইউজ করতে পারবেন কোন রকম সাবস্ক্রিপশন নিতে হবে না। ইচ্ছে মতো বাংলা ফন্ট এডের সুবিধা।
🔥Pics.Art / Light.room / Photo'Room etc.
ইমেজ এডিটিং এর সকল অ্যাপেই পেয়ে যাবেন advance ফিচারগুলোর সুযোগ-সুবিধা। অসংখ্য টেমপ্লেট ইফেক্ট স্টিকার ইত্যাদি পেয়ে যাবেন। বিজ্ঞাপন ও ওয়াটারমার্ক থাকবে না। যেকোন ডিজাইন করতে পারবেন। বাংলা ফন্ট এডের সুবিধা
🔥FL Studio Mobile Premium
এটার সাহায্যে প্রফেশনাল ভাবে গজল মিউজিক ইত্যাদি এডিটিং করতে পারবেন। সকল এডভান্স টুল ফ্রিতে ইউজ করতে পারবেন। কোন বিজ্ঞাপন নেই
🔥Chat gdp
এটাতে আনলিমিটেড চ্যাট করতে পারবেন।
যে কোন কিছুর উত্তর জেনে নিতে পারবেন।
🔥Filmora Go / Vfly / Vidmix etc.
এগুলোতে রয়েছে অসংখ্য মিউজিকসহ শর্ট ভিডিও টেমপ্লেট। সকল প্রিমিয়াম টেমপ্লেট ফ্রিতে পেয়ে যাবেন। যেগুলো ইউজ করে অসাধারণ Reals এবং শর্ট ভিডিও তৈরি করতে পারবেন। 
PixelLab premium
যেকোনো ব্যানার পোস্টার 3D লোগো ইত্যাদি তৈরি করতে পারবেন খুব সহজে অসংখ্য বাংলা ফন্ট যুক্ত করা আছে
বিঃদ্রঃ অফারটি সীমিত সময়ের জন্য 
তাই দেরি না করে এখনই নিতে চাইলে মেসেজ করুন।