It's Asif

It's Asif আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ কর ❤️🤲
"Follow My Page"
👍❤

পাসপোর্ট জটিলতার কারনে লোকটিকে (হজযাত্রী)  নিরাপত্তা বাহিনিরা আটকে দেয়। তাকে ছাড়াই উড়াল দেয় বিমান,তখন সে কান্না করতে থাক...
30/05/2025

পাসপোর্ট জটিলতার কারনে লোকটিকে (হজযাত্রী) নিরাপত্তা বাহিনিরা আটকে দেয়। তাকে ছাড়াই উড়াল দেয় বিমান,তখন সে কান্না করতে থাকেন। নিরাপত্তা বাহিনিরা তাকে শান্তনা দিয়ে বলেন" মন খারাপ করোনা,আল্লাহ হয়তো তোমার জন্য এবারের হজ্জ কবুল করেনি। -লোকটি উত্তর দেয়,আমি হজ্জের নিয়তে এসেছি,আমার বিশ্বাস বিমান আবার ফেরত আসবে আমাকে নিতে। পরক্ষণেই খবর এলো যান্ত্রিক ত্রুটি থাকার কারনে বিমান পুনরায় ফেরত আসছে।

আসার পর ত্রুটি সেরে নেয় এবং ক্যাপ্টেইন তাকে না নিয়ে প্লেন নিয়ে ২ বারের মতো উড়াল দেয়।

এরপর ঝড়ের কারনে বিমান আবার ৩য় বারের মতো ফিরে এসে জরুরি অবতরন করেন। এরপর ক্যাপ্টেইন ওই যাত্রীকে বলেন " আল্লাহর কসম আমি আর উড়বোনা,যতোক্ষণ না আপনি প্লেনে উঠেন। অবশেষে সব জটিলতা শেষ করে বিমান তাকে নিয়েই সৌদি আরবে হজ্জের উদ্দেশ্যে রওনা দেয়।💗

চৈত্রের দুপুরে সূর্যে তপ্ত রোদকে উপেক্ষা করে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নেমেছে লাখো মানুষের ঢল। মূলমঞ্চ থেকে একটু পর ...
12/04/2025

চৈত্রের দুপুরে সূর্যে তপ্ত রোদকে উপেক্ষা করে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নেমেছে লাখো মানুষের ঢল। মূলমঞ্চ থেকে একটু পর পর ঘোষণা হচ্ছে, মাঠের ভেতরে আর কোনও যায়গা নেই। এই মুহূর্তে যারা যেখানে অবস্থান করছেন, সেখানেই বসে পড়ুন।
Copy post.

12/04/2025

হে আল্লাহ আমাদের এই উছিলায় ফিলিস্তিনিদের রক্ষা কর 🤲🥲

15/03/2025

নূরে রমজান ❤️ #রমাদান

14/03/2025

ইসলাম মানেই শান্তি ❤️‍🩹 #রমাদান

প্রিয় ভাই/বোন, আমাদের সম্পদ তো সেটা নয়, যা আমাদের পকেটে বা ব্যাঙ্কে জমা আছে। আমাদের প্রকৃত সম্পদ তো সেটাই যা আমরা সাদা...
16/06/2024

প্রিয় ভাই/বোন, আমাদের সম্পদ তো সেটা নয়, যা আমাদের পকেটে বা ব্যাঙ্কে জমা আছে। আমাদের প্রকৃত সম্পদ তো সেটাই যা আমরা সাদাকা করি ও আখিরাতের জন্য সঞ্চয় করছি।

আল্লাহ কুরআনে বলেন: ‘হে মুমিনগণ! আমরা যা তোমাদেরকে দিয়েছি তা থেকে তোমরা ব্যয় কর সেদিন আসার পূর্বে, যেদিন বেচা-কেনা, বন্ধুত্ব ও সুপারিশ থাকবে না।’ (সুরা বাকারা : আয়াত ২৫৪)

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘মহান আল্লাহ বলেন, তুমি ব্যয় কর, হে আদম সন্তান, আমিও তোমার প্রতি ব্যয় করবো। (বুখারিঃ ৫৩৫২)

Follow my page 👍
13/12/2023

Follow my page 👍

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ( إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ‎‎‎) 🥲হার্ট অ্যাটাকে মারা গেছেন দে...
14/08/2023

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ( إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ‎‎‎) 🥲

হার্ট অ্যাটাকে মারা গেছেন দেলোয়ার হোসেন সাঈদী। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসে দান করুক আমীন🤲

Address

Lalmonirhat
Rangpur
5505

Alerts

Be the first to know and let us send you an email when It's Asif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share