15/03/2023
Content writing - "ফ্রিল্যান্সিং পেশ"
বাংলাদেশের চাকরির বাজার খুবই নাজুক অবস্থা। এখানে ৪৭% শিক্ষিত জনগোষ্ঠীর বেকার। ২০১৬-১৭অর্থবছরে পরিসংখ্যান বলে সারাদেশে ২৬লাখ ৭৭হাজার বেকার রয়েছে।
"বাংলাদেশ স্কিলস ফর টুমরোস জবস"প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের কলেজগুলো থেকে স্নাতক সম্মান করা ৭০শতাংশই বেকার রয়েছে। যার পর্যাপ্ত চাকরির ক্ষেত্র তৈরি হয় না,সেখানে বিকল্প পেশা হিসেবে সম্মানজনক অবস্থায় আছেন ফ্রিল্যান্সিং বা মুক্ত পেশা।বাংলাদেশে ফ্রিল্যান্সার রয়েছে ৫০লক্ষাধিক।
১। ফ্রিল্যান্সিং কি.?
=ফ্রিল্যান্সিং মূলত একটি অনলাইন মুক্ত পেশা যা আমরা নিজের মতো করেই আয় করতে পারি।
২। ফ্রিল্যান্সিং এর আয়ের পরিমাণ.?
=দক্ষ ফ্রিল্যান্সাররা এই ফ্রিল্যান্সিং থেকে অনেক টাকা আয় করে থাকে। তবে নূন্যতম ২০ থেকে ৩০ হাজার টাকা।
বাংলাদেশের বেকারত্ব দূরীকরণে ফ্রিল্যান্সিংয়ের ভূমিকা অপরিসীম। ফ্রিল্যান্সিং করতে করতে অবশ্যই দক্ষতার প্রয়োজন। দক্ষ জনবল গঠনের মধ্যদিয়ে ফ্রিল্যান্সিং করে বৈদেশিক মুদ্রা আয় করা খুবই সহজ। আর বেকারত্ব দূর করতে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে একজন উদ্যোক্তা হতে হবে, এভাবে বেকারত্ব দূর করা সম্ভব।