Volkanondo

Volkanondo Comedy Video Creator
(5)

আমার পরামর্শের অনেকেই গুরুত্ব দেয়;তবে নিজের সিন্ধান্তে গো*মারা খাওয়ার পর।
12/07/2025

আমার পরামর্শের অনেকেই গুরুত্ব দেয়;
তবে নিজের সিন্ধান্তে গো*মারা খাওয়ার পর।

সব থেকে জঘন্য কাজ হলো;কাউকে প্রতিশ্রুতি দিয়ে,তা সময় মতো রক্ষা না করা !!
12/07/2025

সব থেকে জঘন্য কাজ হলো;
কাউকে প্রতিশ্রুতি দিয়ে,
তা সময় মতো রক্ষা না করা !!

পৃথিবীর সকল মা-বাবা মনে করেন তার সন্তানকে নষ্ট করে তার বন্ধু-বান্ধব বা আশেপাশের অন্য কেউ। মানে দোষটা সব সময় অন্যের ঘাড়েই...
10/07/2025

পৃথিবীর সকল মা-বাবা মনে করেন তার সন্তানকে নষ্ট করে তার বন্ধু-বান্ধব বা আশেপাশের অন্য কেউ। মানে দোষটা সব সময় অন্যের ঘাড়েই পরে। আসলে কি তার সন্তানকে অন্য কেউ খারাপ কাজের প্রতি আকৃষ্ট করে?

সবাই যদি এটাই মনে করে, তাহলে পৃথিবীতে একটাও খারাপ ছেলে থাকার কথা নয়। সবারই সন্তান যদি ভালো হয়, তাহলে খারাপ হবে কে?

এমনটা হতে পারেনা; যে তার সন্তানই অন্যদের নষ্ট করতেছে! এরকম চিন্তা মাথায় আসে কেনো, যে আমার সন্তানকে অন্য কেউ নষ্ট করতেছে? বরং গভীরে খোঁজ নিয়ে দেখেন যে, আপনার সন্তানই অন্যদের খারাপ করতেছে।

আমার ছেলে ভালো, অন্যের ছেলে খারাপ, এমন চিন্তা ভাবনা থেকে বেড়িয়ে আসতে হবে। নিজের সন্তান চোর-ডাকাত হলেও ভালো, অন্যের ছেলে বিড়ি খাইলেও দোষ।

পরীমনি তাহার সাথে যোগাযোগ করে নাই।
10/07/2025

পরীমনি তাহার সাথে যোগাযোগ করে নাই।

কিছু অভিজ্ঞতা শেয়ার করি...ফানি কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে যা যা থাকা প্রয়োজনঃ- কথা বলার সময় সুদ্ধ উচ্চারণ করা যাবে না।- ...
07/07/2025

কিছু অভিজ্ঞতা শেয়ার করি...

ফানি কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে যা যা থাকা প্রয়োজনঃ

- কথা বলার সময় সুদ্ধ উচ্চারণ করা যাবে না।
- পোস্ট লেখার সময় সুদ্ধ বানানে লেখা যাবে না।
- বেহায়া ও নির্লজ্জ হতে হবে -লজ্জা থাকলে চলবেনা।

- কোনো প্রতিভা থাকলে হবেনা -প্রতিভা না থাকাটাই এখানে প্রতিভা।

- ভালো ভিডিও বানানো যাবে না। এখানে ভালো ভিডিও মানুষ পছন্দ করেনা।

- প্রতিদিন দাঁত ব্রাশ করা যাবেনা -এখানে যার দাঁতে যতো বেশী ময়লা সে ততো বেশী জনপ্রিয়।

মোটামুটি এই কয়েকটি নিয়মের ভিতরে থাকলেই একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হতে আপনার মাত্র এক সপ্তাহ দরকার -এর বেশী লাগবেনা।

07/07/2025

পীর সাহেব হুজুর সেরা রে || Bangla Comedy Video ||

কাজ করে টাকাভাব নেয় কাকা !!
06/07/2025

কাজ করে টাকা
ভাব নেয় কাকা !!

-মানুষের ভালো গুন গুলোর মধ্যে 'ধৈর্য্য' উত্তম একটি গুন! ধৈর্য্য অনেক ক্ষেত্রেই বড় বড় বিপদ থেকে কাটিয়ে তোলে আমাদের। ধৈর্য...
05/07/2025

-মানুষের ভালো গুন গুলোর মধ্যে 'ধৈর্য্য' উত্তম একটি গুন! ধৈর্য্য অনেক ক্ষেত্রেই বড় বড় বিপদ থেকে কাটিয়ে তোলে আমাদের। ধৈর্য্য ধরে কেউ ঠকেছে এমন নজির আমার জানা নাই, তবে ধৈর্য্যের কারনে অনেকেই বিপদ থেকে মুক্ত হয়েছে, তার হয়তো হাজারো উদাহরণ পাওয়া যাবে।
আমরা যে কতোটা অধৈর্য্য জাতি তা হয়তো আমরা নিজেরাও জানি না। আমরা অল্পতেই ধৈর্য্য হারিয়ে ফেলি। বর্তমান জেনারেশনের কথা কি বলবো.. এদের ধৈর্য্য আছে কিনা তা নিয়ে আমার সন্দিহান আছে। উর্তি বয়সের ছেলেরা এতোটাই অধৈর্য্য যে এক সেকেন্ডও সময় নাই। পরিশেষে কি হয়? অধৈর্য্যর কারনে ক্ষতিটাই বেশী হয়!

04/07/2025

এ কোনো সাধারণ ছেলে নয় লা 🤣



04/07/2025

বাইক ধার দিলে ফেরৎ দেওয়ার সময় যা বলে।

তাহার বিবাহের জন্য পাত্রী খোঁজা হচ্ছে;তার জন্য উপযুক্ত পাত্রী পেলে ম্যানশন দিন।
03/07/2025

তাহার বিবাহের জন্য পাত্রী খোঁজা হচ্ছে;
তার জন্য উপযুক্ত পাত্রী পেলে ম্যানশন দিন।

অভিজ্ঞতা -এক ধরনের সম্পদ !!
02/07/2025

অভিজ্ঞতা -এক ধরনের সম্পদ !!

Address

Rangpur

Telephone

+8801719402104

Website

Alerts

Be the first to know and let us send you an email when Volkanondo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Volkanondo:

Share