06/08/2024
২০০৮ সাল থেকে আওয়ামিলীগ ক্ষমতায় পর থেকে, বই এর পাতায় পাতায় শেখ মুজিবুর রহমান এর শুধু সুনাম শুনেছি,তাই মনে হচ্ছে তিনি সাধু ছিলেন।মানুষের জীবনে দোষ গুণ সব আছে কিন্তু বই এর পাতায় তার দোষ এর কথা উল্লেখ করা হয়নি।বাংলাদেশ স্বাধীন করার সময় ৯ মাস যুদ্ধ করেছি আমরা মুজিবুর রহমান ৭ মাস জেলে ছিলেন, শুধু ১৮ মিনিট এর বক্তব্য দিয়েই তিনি জেলে গেছেন!তিনি আমাদের জন্য কি যুদ্ধ করলো? বুঝলাম না!এখন যে দল ক্ষমতায় আসবে তাদের সুনামি শুনবো,এটাই আমাদের বাংলাদেশ, যে যখন ক্ষমতায় আসবে তাদের কাছেই জিম্মি হয়ে যাই আমরা বাঙালি!