Tumpa

Tumpa All kinds of readymade garments seller. Another trusted online shopping marketplace in Bangladesh with lot of gorgeous products. Stay with us.
(1)

পাকিস্তানি এই মডেলের নাম Humaira Asghar,পাকিস্তানের পুলিশ একটা ফ্ল্যাট খালি কর‍তে গিয়ে তার মৃ'তদেহ খুঁজে পায়!সবচেয়ে অবাক...
11/07/2025

পাকিস্তানি এই মডেলের নাম Humaira Asghar,পাকিস্তানের পুলিশ একটা ফ্ল্যাট খালি কর‍তে গিয়ে তার মৃ'তদেহ খুঁজে পায়!

সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? সে যে দুনিয়াতে নাই,এইটা কেউ জানেই না! তার খোঁজ ও কেউ নেয় নাই!😢

সে দুনিয়া থেকে চলে গিয়েছে সম্ভবত ৭-৮ মাস আগে! এই এতোগুলা মাসে তার খবর ও কেউ নেয় নাই!!! অবিশ্বাস্য না?

ফেসবুকে তার লাস্ট পোস্ট ২০২৪ সালে,যেই ফ্ল্যাটে থাকতো সেটার ভাড়া বাকি ৮ মাসের,তার বাসায় থাকার সব খাবারের মেয়াদ ও শেষ হয়ে গিয়েছে আগেই!

তার ফ্যামিলির সাথে তার সম্পর্ক ভালো ছিলোনা,সে ফ্যামিলি থেকে আলাদা হয়ে একা থাকতে শুরু করে।

বুঝলাম ফ্যামিলি নাই,তাই বলে কোনো ফ্রেন্ড ও কি ছিলোনা?

একজন মডেল,তার কি কোনো সহকর্মী ও ছিলোনা?
কেউ কি কখনো জানতে চায় নাই 'আচ্ছা এই মেয়েটা কই?তার তো কোনো খোঁজ নাই!'

একটা মানুষ এতোটা 'একা' হতে পারে?
১০-১৫ দিন কাউকে না দেখলেও আমরা তার কথা চিন্তা করি,সেখানে ৭-৮ মাস আগেই যেই মানুষ টা দুনিয়া থেকে চলে গেছে তার খবর নেওয়ার চেষ্টা করলো না কেউ? এমনকি তার মা বাবাও না?
এতোটা পাষান কিভাবে হতে পারে??

৭-৮ টা মাস সে এভাবেই পড়ে রইলো,পুলিশ না গেলে আরো কয়েক মাস/বছর হয়তো এভাবেই পড়ে থাকতো! কেউ জানতো না,কেউ খবর নিতেও আসতো না!!

এতো দুর্ভাগ্যজনক 'বিদায়' আর কারো সাথে না হোক!
এতো বেশি 'একা' আর কেউ না হোক!!
Copy post✍️✍️

একজন অজ্ঞাত মহিলাকে বর্তমানে কুমিল্লা জেলার দাউদকান্দি টোল প্লাজায় পাওয়া গেছে। তিনি নিজের নাম, ঠিকানা কিংবা কোনো মোবাইল ...
03/07/2025

একজন অজ্ঞাত মহিলাকে বর্তমানে কুমিল্লা জেলার দাউদকান্দি টোল প্লাজায় পাওয়া গেছে। তিনি নিজের নাম, ঠিকানা কিংবা কোনো মোবাইল নম্বর কিছুই ঠিকভাবে বলতে পারছেন না। তার আচরণ ও কথাবার্তা থেকে ধারণা করা যাচ্ছে, হয়তো তিনি মানসিকভাবে অসুস্থ।

মহিলাকে কতক্ষণ সেখানে নিরাপদে রাখা যাবে, তা নিশ্চিত নয়। তাই দ্রুত তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা প্রয়োজন। যদি কেউ তাকে চিনে থাকেন অথবা তার পরিবারের সন্ধান জানেন, অনুগ্রহ করে দ্রুত যোগাযোগ করুন।

মানবিক দিক বিবেচনায় সবাইকে অনুরোধ, পোস্টটি শেয়ার করে মহিলাটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগে সহযোগিতা করুন।

দিনাজপুরে তিন ঘণ্টায় আট লাখ গাছ রোপণের পরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসন।মঙ্গলবার (১ জুলাই) দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন ...
02/07/2025

দিনাজপুরে তিন ঘণ্টায় আট লাখ গাছ রোপণের পরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (১ জুলাই) দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা- ২০২৫ আয়োজনের প্রস্তুতি সভায় জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম উপরোক্ত তথ্য তুলে ধরেন।

সভায় জানানো হয়- ১৯ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দিনাজপুর জেলায় আট লাখ গাছ রোপণ করা হবে। একই দিন বিকাল ৪টায় গোর-এ শহীদ ময়দানে ১০ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করবেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. মোসফেকুর রহমান, সামাজিক বন বিভাগ দিনাজপুরের বিভাগীয় বন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সরকার।

ছবি ও তথ্য: এমদাদুল হক মিলন/Jagonews24.com
©Beautiful Dinajpur

🤣
01/07/2025

🤣

30/06/2025

টাকা থাকলে খরচ করতে ভালো লাগে।
খরচ করার পর একটু খারাপ লাগে। তারপর দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই আর খরচ করবো না। আবার টাকা আসে ,তারপর সব ভুলে যাই।
এভাবেই নিজের সাথে বিশ্বাসঘাতকতা করে ভালই আছি আমি !😁

29/06/2025
সুন্দর তো
29/06/2025

সুন্দর তো

মাগরিবের নামাজ চলাকালীন সামনের কারো ফোনে "হিন্দি/তেলেগু"টাইপের কোনো গান বেজে উঠলো।খুবই ডিস্টার্বিং এবং ইমাম সাহেবের তিলা...
28/06/2025

মাগরিবের নামাজ চলাকালীন সামনের কারো ফোনে "হিন্দি/তেলেগু"টাইপের কোনো গান বেজে উঠলো।খুবই ডিস্টার্বিং এবং ইমাম সাহেবের তিলাওয়াতে সমস্যা হচ্ছিলো কিন্তু উনার রিং টোন বন্ধ করতেছেন না।কিছুক্ষন যাওয়ার পর হুট করে ফোন বন্ধ হওয়ার শব্দ শুনলাম।

নামাজ শেষে যা এক্সপেক্ট করতেছিলাম তাই...পুরো বৃদ্ধ আঙ্কেল সমাজ একযোগে ঝাপিয়ে পড়লো।উকি মেরে দেখলাম ১৮-২০ বছর বয়সী এক ছেলে।গায়ে গেঞ্জি,প্যান্ট খাচানো,হাতে ব্যাজ টাইপ কিছু একটা।একেবারে কাচুমাচু হয়ে আছে,দুয়া করার ভানে কিছুই শুনতেছে না মনে হচ্ছে।চেহারা দেখে অবশ্য বোঝা যাচ্ছে বেচারা বড্ড লজ্জা পাইছে,উপরের দিকে তাকাইতেও পারতেছে না।

ইমাম সাহেব দোয়া শেষ করলেন,মাইকটা নিলেন

"যদিও আমি নামাজের পর কিছু বলি না তবে এখন কিছু বলা জরুরী মনে করছি।কেউ যদি অনিচ্ছা ও অসতর্ক হয়ে কোনো ভুল করে ফেলে এবং এর দরুন লজ্জিত হয় তাকে কোনোভাবেই ভৎসর্না করা উচিত না।কারন সে লজ্জিত হয়েছে মানে সে ভুল সংশোধনের মেন্টালিটি রাখে।

কিন্তু এরপরও যদি কেউ মেজাজ দেখাতে গিয়ে পাব্লিক শেমিং করে,অপমান করে সমূহ সম্ভাবনা আছে এ ছেলেটা কামব্যাক করার শেষ আগ্রহটুকুও হারিয়ে ফেলবে।এই বয়সী একটা ছেলের লজ্জাবোধ আছে মানে তার শ্রেষ্ঠ সম্ভাবনাটাই জীবিত আছে।আমরা গলা টিপে তাকে হত্যা না করি।

যখন তার বয়সী আর দশটা ছেলেরা নামাজের সময়ে বাইরে ঘুরতেছে সে যে এই বৃদ্ধদের কাতারে নামাজের জন্য এসে দাড়িয়েছে এটা কি প্রমান করে না সে আল্লাহর কাছে অনেক প্রিয়!!!!!! "

ইমাম সাহেব ছেলেটাকে ঈশারায় ডাকলেন।দুইজনের মধ্যে কি জানি কথা হলো।দূর থেকে দেখলাম ছেলেটা ফিক করে হেসে দিয়েছে।

After ages I see a great Imam who remind me the prophetic time.How he had given tarbiyah his sahaba!

©

Address

Rangpur

Telephone

+8801677632338

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tumpa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tumpa:

Share

OUR STORY

"Tumpa's Fashion Gallery" এ আপনাদের স্বাগতম।"Tumpa's Fashion Gallery"-বাংলাদেশের একটি বিশ্বস্ত অনলাইন শপ।আশা করি আমাদের কালেকশন আপনার পছন্দ হবে। আমাদের এখান থেকে ১০০% উন্নতমানের গুণগত পণ্য পাবেন ইনশাআল্লাহ। বিভিন্ন দেশি ও বিদেশি বেশ কিছু জনপ্রিয় এবং স্বনামধন্য এর পাশাপাশি নিত্যব্যবহার্য আকর্ষণীয় সব পণ্য নিয়ে আমাদের যাত্রা অব্যাহত রয়েছে। প্রতিদিনের ব্যবহৃত এবং দৈনন্দিন জীবনকে সহজতর করে তোলার মতো বেশ কিছু সামগ্রী আপনাদের নিকট পৌঁছে দেয়া "Tumpa's Fashion Gallery"-এর প্রধান উদ্দেশ্য। আপনার দৈনন্দিন জীবনযাত্রাকে আরও কম সময়সাপেক্ষ এবং কম কষ্টসাধ্য করে তোলা আমাদের লক্ষ্য। "Tumpa's Fashion Gallery" -শুধুমাত্র নামে নয়, বরং কাজেও আপনাদের প্রয়োজনের প্রতি সম্পূর্ণ ‘যত্নশীল’ হতে বদ্ধ পরিকর। পণ্যের গুণগত মানের দিক থেকে আমরা সম্পূর্ণ আপোষহীন। বাংলাদেশের একটি ভিন্নধর্মী অনলাইন শপ হিসেবে "Tumpa's Fashion Gallery"-এর প্রাথমিক লক্ষ্য সকলের খুঁটিনাটি বিভিন্ন প্রয়োজন মেটাবার মতো পণ্য সরবরাহ করা।অনলাইন শপ হিসাবে "Tumpa's Fashion Gallery" বাংলাদেশের নাম উজ্জ্বল করতে প্রতিজ্ঞাবদ্ধ।"Tumpa's Fashion Gallery" আপনাকে সত্যিকারের স্ব সন্ধানে সহায়তা করবে।

"Tumpa's Fashion Gallery" -এর পথচলাকে অগ্রগতির দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে লাইক এবং ম্যাসেজ দিয়ে আমাদের সাথে থাকুন। এবং যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন - 01737-039729 এই নাম্বার এ।