
11/07/2025
পাকিস্তানি এই মডেলের নাম Humaira Asghar,পাকিস্তানের পুলিশ একটা ফ্ল্যাট খালি করতে গিয়ে তার মৃ'তদেহ খুঁজে পায়!
সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? সে যে দুনিয়াতে নাই,এইটা কেউ জানেই না! তার খোঁজ ও কেউ নেয় নাই!😢
সে দুনিয়া থেকে চলে গিয়েছে সম্ভবত ৭-৮ মাস আগে! এই এতোগুলা মাসে তার খবর ও কেউ নেয় নাই!!! অবিশ্বাস্য না?
ফেসবুকে তার লাস্ট পোস্ট ২০২৪ সালে,যেই ফ্ল্যাটে থাকতো সেটার ভাড়া বাকি ৮ মাসের,তার বাসায় থাকার সব খাবারের মেয়াদ ও শেষ হয়ে গিয়েছে আগেই!
তার ফ্যামিলির সাথে তার সম্পর্ক ভালো ছিলোনা,সে ফ্যামিলি থেকে আলাদা হয়ে একা থাকতে শুরু করে।
বুঝলাম ফ্যামিলি নাই,তাই বলে কোনো ফ্রেন্ড ও কি ছিলোনা?
একজন মডেল,তার কি কোনো সহকর্মী ও ছিলোনা?
কেউ কি কখনো জানতে চায় নাই 'আচ্ছা এই মেয়েটা কই?তার তো কোনো খোঁজ নাই!'
একটা মানুষ এতোটা 'একা' হতে পারে?
১০-১৫ দিন কাউকে না দেখলেও আমরা তার কথা চিন্তা করি,সেখানে ৭-৮ মাস আগেই যেই মানুষ টা দুনিয়া থেকে চলে গেছে তার খবর নেওয়ার চেষ্টা করলো না কেউ? এমনকি তার মা বাবাও না?
এতোটা পাষান কিভাবে হতে পারে??
৭-৮ টা মাস সে এভাবেই পড়ে রইলো,পুলিশ না গেলে আরো কয়েক মাস/বছর হয়তো এভাবেই পড়ে থাকতো! কেউ জানতো না,কেউ খবর নিতেও আসতো না!!
এতো দুর্ভাগ্যজনক 'বিদায়' আর কারো সাথে না হোক!
এতো বেশি 'একা' আর কেউ না হোক!!
Copy post✍️✍️