Roki Islam

Roki Islam অজানা এক মানুষ

I have reached 5.5K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
03/01/2025

I have reached 5.5K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

সবাই নিজের তোলা প্রকৃতির একটা করে ছবি দাও দেখি।
31/10/2024

সবাই নিজের তোলা প্রকৃতির একটা করে ছবি দাও দেখি।

09/10/2024

Live dekhen Sobai

জীবনটা অনেকটা সাগরের ঢেউয়ের মতো—কখনো উঁচু, কখনো নিচু।কখনো আমরা ভাবি, সবকিছু আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, আর কখনো...
14/08/2024

জীবনটা অনেকটা সাগরের ঢেউয়ের মতো—কখনো উঁচু, কখনো নিচু।কখনো আমরা ভাবি, সবকিছু আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, আর কখনো মনে হয়, আমরা জীবনটাকে আমাদের ইচ্ছেমতো গড়ে নিতে পারি। কিন্তু আসলে, প্রতিটি পরিস্থিতি আমাদের শেখায় কীভাবে শক্ত থাকতে হয়, কীভাবে নিজেকে নতুন ভাবে তৈরি করতে হয়।

সবাই চায় সুখ, শান্তি, সাফল্য। কিন্তু এই পথচলায় বাধা, কষ্ট, আর হোঁচট খাওয়া অপরিহার্য। কারণ এই বাধা গুলোই আমাদের প্রকৃত সত্তাকে প্রকাশ করে। জীবনের প্রতিটি সংগ্রাম, প্রতিটি হার—এসব আমাদের আত্মবিশ্বাসী করে তোলে, আমাদের শক্তিকে চ্যালেঞ্জ করে, এবং আমাদের নিজের ওপর বিশ্বাস স্থাপন করতে শেখায়।

কিছু সময় আমাদের জীবনে এমন মুহূর্ত আসে যখন মনে হয়, সবকিছু ছেড়ে দিতে হবে। কিন্তু তখনই আমাদের মনে রাখতে হবে, এই সময়টাও কেটে যাবে। প্রতিটি অন্ধকার রাতের শেষে সূর্যোদয় হয়, ঠিক তেমনই প্রতিটি কষ্টের পরে সুখের আলো ঠিকই আসবে। আমাদের কাজ হলো ধৈর্য ধরে অপেক্ষা করা, নিজের লক্ষ্যে অবিচল থাকা, এবং প্রতিটি ছোটো জয়কে উদযাপন করা।

যদি কোনো স্বপ্ন থাকে, তাহলে তার পিছনে ছুটতে হবে। যদি কোনো লক্ষ্য থাকে, তাহলে তার পথে এগিয়ে যেতে হবে। পথে বাধা আসবে, কষ্ট হবে, কিন্তু সেগুলোই আমাদের সফলতার গল্পের অংশ হয়ে থাকবে।

আজকে নিজেকে বলুন, 'আমি থামবো না, আমি পিছপা হবো না। কারণ আমি জানি, এই পথের শেষে আমার স্বপ্নগুলো অপেক্ষা করছে। আর এভাবেই আমরা প্রতিদিন একটু একটু করে সাফল্যের পথে এগিয়ে যাবো।

17/07/2023

আমি তোমার ভালোবাসায় অন্ধ।

Address

Rangpur
5620

Alerts

Be the first to know and let us send you an email when Roki Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share