02/08/2024
আমরা, বাংলাদেশের সংগীত শিল্পীরা আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের ভবিষ্যত প্রজন্মের সার্থে একত্রিত হয়ে সুরের সাথে আমাদের সংহতি প্রকাশে যোগদান করুন।
আগামীকাল শনিবার, ৩ আগস্ট বিকেল ৩ টায়, আমরা সংগীত শিল্পীরা শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করতে রবীন্দ্র সরোবর (ধানমণ্ডি ৮/এ) তে মিলিত হবো। আমাদের সঙ্গীতের মাধ্যমে আমরা আমাদের সমর্থন প্রদর্শন করবো। যারা ঢাকার বাইরে আছেন, তারা নিজ নিজ জেলার উপযুক্ত স্থানে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করবেন।
আমাদের শিক্ষার্থীদের সাথে এই সংহতি হোক শান্তিপূর্ণ এবং গানে গানে। আমরা বাংলা গানের সেই সব লাইন দিয়ে ব্যানার ও ফেস্টুন তৈরি করবো, যা বিভিন্ন সময় আন্দোলন ও প্রতিবাদে মানুষের মুখে মুখে ছিল। আমরা সবাই একসাথে এই গানগুলি গাইবো, এভাবেই আমরা আমাদের প্রতিবাদ জানাবো। আমাদের সব মিউজিশিয়ানদের উপস্থিতি এখানে মুখ্য। আমরা সবাই একসাথে দাঁড়ালে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে এবং শক্তি অনুভব করবে যে আমরা তাদের পাশে আছি। এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য এখানে একত্রিত হওয়ার। আমরা শিক্ষার্থীদের সব দাবির সাথে সংহতি প্রকাশ করবো।
*তারিখ:* ৩ আগস্ট, ২০২৪
*সময়:* বিকেল ৩ টা
*স্থান:* রবীন্দ্র সরোবর, ধানমণ্ডি ৮/এ, ঢাকা
অনুগ্রহ করে আপনার উপস্থিতি নিশ্চিত করুন এবং এই উদ্যোগকে আরও সফল করে তুলুন
We, the musicians of Bangladesh, extend our heartfelt greetings to you. Join us as we unite in harmony to support the cause of our future generation. Together, our voices will echo the strength and unity needed to drive change. Stand with us in solidarity.
Tomorrow, Saturday, August 3rd, at 3 PM, we, the musicians, will gather at Rabindra Sarobar (Dhanmondi 8/A) to express our solidarity with the students. Through our music, we will show our support. Those who are outside Dhaka are encouraged to stand in solidarity at suitable locations in their respective districts.
We invite journalists and cameramen from your media (TV channels, online media, and newspapers) to join us and cover this event.
Let our solidarity with the students be peaceful and musical. We will create banners and festoons with lines from Bengali songs that have been sung during various movements and protests. We will also sing some of these songs together, without any sound system. This is how we will express our protest. The presence of all our musicians is crucial here. When we stand together, the students will be inspired and feel strengthened knowing we stand by them. This is our sole purpose for gathering here. We will express solidarity with all the students' demands.
Date : August 3, 2024
Time: 3 PM
Venue: Rabindra Sarobar, Dhanmondi 8/A, Dhaka
Please confirm your attendance and help make this initiative a success.