05/02/2025
#আগামী ০০.০২.২০২৫ তারিখে কঠোর সামরিক প্রশিক্ষণে যোগদানের মাধ্যমে সাধারণ জীবনের পরিসমাপ্তি ঘটতে চলেছে হাজারো মন খারাপ নিয়ে বাড়ি ছাড়তে হবে।
অনেক ত্যাগ, কষ্টের মাঝেও সামনের কঠিন দিনগুলো ভালো ভাবে কাটাতে পারি,আমার ফ্যামিলি,কাছের মানুষ, এবং বন্ধুদের অনেক মিস করবো চাইলেই আর নিজের মত করে চলতে পারবো না বাড়ির ছেলে বাড়ির মেহমান হতে যাচ্ছি আর মাত্র কয়েকটা দিন দোয়া করবেন সবাই আমার জন্য যেন সততার সাথে ভালোভাবে ট্রেনিং শেষ করতে পারি।
⚔️সমরে আমরা,শান্তিতে আমরা, সর্বত্র আমরা,দেশের তরে,,,,❤️⚔️
বেঁচে ফিরলে আবার দেখা হবে আমার পরবর্তী বিশ্বে
আমার উপর কারো অভিযোগ অভিমান থাকলে মাফ করে দিবন,, 🙏
প্রথমবারের মতো বাড়ি ছাড়া।
বাড়ি ফিরা হবে কিনা জানিনা।
প্রিয় মানুষগুলোকে দেখতে পারব কিনা তাও জানিনা
কোন বেশে বাড়ি ফিরতে হবে তাও জানিনা,,,
তবুও থাকতে হবে তাদের ছেড়ে কারণ জীবনটা লিখে দিছি দেশের নামে,,,,❤️
আর আমার নিঃশ্বাস থাকা অব্দি আমি আবার চেষ্টা চালিয়ে যাবো ইনশাল্লাহ।বাকিটা আপনাদের দোয়া আর মহান রবের ইচ্ছা ।
টানা নয়টা মাস সবাইকে খুব মনে পড়বে এটাই চাওয়া ঠিক থাকুক বন্ধুত্ব সঠিক থাকুক ভালোবাসা🤎
.....হাতে একটা খাম...📩
খামের ভিতর গত পূর্ণ ১৯ টা বছরের ফল☝️
পরবর্তী জীবনটা কাটানোর অনুপ্রেরণা...🥷
ছোট মানুষটার নামের পাশে "Bangladesh Army" বসবে ( যদি আল্লাহ চান)..
সৃষ্টিকর্তা হয়তো চাওয়ার চেয়ে অনেক বেশি দিতে চলেছেন...হয়তো অনেক বেশি পেয়ে গেছি....বা যাত্রা সবে শুরু...আমি কিছুই পাইনি....!🥰
সফল্য নামক শব্দটার সাথে সাক্ষাৎ হতে আরো বহু পথ চলতে হবে....সামনের পথটা যাই হোক ...অন্তত এখান থেকে ফিরে আসতে চাই না.....💔🙂
best friend-:.......তোমরাও তুলনা অতুলনীয় সারাজীবন এভাবে পাশে থেকো.....!
(Bangladesh Army)
মোটকথা,,,, শত ক্লান্তিতেও দেহটা একটু সুখের বাতাস পাচ্ছে
( Bangladesh Army)
..আমি যেন দেশ ও দেশের মানুষের সেবা করতে পারি এবং বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হতে পারি আপনাদের কাছে আমার একটাই চাওয়া,,,,,, সবাই আমার জন্য দোয়া করবেন,,,,🤲✅