North Bangla Jamat Shibir TV

North Bangla Jamat Shibir TV This page is only an Islamic and non-Islamic political news show. So dear brothers and sisters Like.

25/07/2025

কর্মী সম্মেলন ২০২৫ - বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ

19/07/2025
19/07/2025

🔴 LIVE: জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশ। সোহরাওয়ার্দী উদ্যান থেকে সরাসরি | Update TV 25

19/07/2025

🔴 LIVE: জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশ। সোহরাওয়ার্দী উদ্যান থেকে সরাসরি | Update TV

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সেক্রেটারি শহীদ শরীফুজ্জামান নোমানী ভাইয়ের সম্...
06/07/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সেক্রেটারি শহীদ শরীফুজ্জামান নোমানী ভাইয়ের সম্মানিতা আম্মা কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন।

রব্বে কারিম মরহুমার ভুলত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। আমিন।।

29/06/2025

22/04/2025
"মার্চ ফর গাজা"
12/04/2025

"মার্চ ফর গাজা"

সালাফিদের একটা অংশ আমাদের পবিত্র ভূমির সংগ্রা°মী ভাইদের খা/রে/জি ও জ/°ঙ্গি মনে করে। কথাটা কিন্তু বাস্তব।তাদের এই চিন্তাধ...
07/04/2025

সালাফিদের একটা অংশ আমাদের পবিত্র ভূমির সংগ্রা°মী ভাইদের খা/রে/জি ও জ/°ঙ্গি মনে করে। কথাটা কিন্তু বাস্তব।
তাদের এই চিন্তাধারার ছাপ আপনি দে°শীয় কিছু আহলে হাদিসের মাঝেও দেখতে পাবেন।
আফ'সোসের বিষয় হলো, সালাফি নামধারী লোকদের মধ্যে Ya হুদীদের প্রকৃত এজেন্ট পর্যন্ত আছে। অবাক হচ্ছেন? ছবির লোকটা এমনই একজন।
ভদ্রলোকের নাম নুর দাহরি (Noor Dahri)
ইনি একজন পাকি°স্তানি বংশোদ্ভূত। বর্তমানে ইস/রাইলের নাগরিক।
আকিদা : সালাফি।
মাযহাব : লামাজহাবি।
তিনি মুসলিম টেরো/রিজ/মের বিরুদ্ধে কাজ করছেন। 'ই/জ/রাইল টাইমস' ও 'জেরু/জালে/ম অনলাইন'—এ নিয়মিত লেখালেখি করেন।
তার একমাত্র লক্ষ্য- পৃথিবীর সকল মুসলিম দেশগুলোকে ইস/রাইলের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া।
পুরস্কার : ইস/রাইলের সিটিজেনশীপ। ইনিই সেই ব্যক্তি, যিনি ইস/রাইলের ছত্রছায়ায় পবিত্র কুর°আনকে বিকৃত করেছেন এবং তার নাম দিয়েছেন 'ফুরকানুল হক'। Marketing Terr°orism বইয়ের সম্পাদক তিনি।
তার পেই°জের লিং°ক ও আরো কিছু তথ্য মন্তব্যের ঘরে।

এটিএম আজহারের মুক্তির দাবিতে এইবার স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা দিলেন জামায়াত আমীর"আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ফ্যাসিবাদে...
20/02/2025

এটিএম আজহারের মুক্তির দাবিতে এইবার স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা দিলেন জামায়াত আমীর

"আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ফ্যাসিবাদের নিষ্ঠুর জুলুমের শিকার মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম সাহেব এখনও বন্দি রয়েছেন। একে একে সকল জাতীয় নেতৃবৃন্দ মুক্তি পেলেও তিনি বৈষম্য ও জুলুমের শিকার হয়ে বন্দি জীবনের কঠিন বোঝা বহন করে চলেছেন। তাঁকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে আর একেবারেই সম্ভব নয়। আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি। এই জুলুমের প্রতিবাদে এবং জনাব এটিএম আজহারুল ইসলাম এর মুক্তির দাবিতে আমি নিজে গ্রেফতার হওয়ার জন্য ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে আদালত প্রাঙ্গনে হাজির থাকবো। আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবেন। সময় মতো আমাকে যথাস্থানে পাবেন, ইনশাআল্লাহ।"

- ডা. শফিকুর রহমান
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when North Bangla Jamat Shibir TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to North Bangla Jamat Shibir TV:

Share