31/12/2024
থার্টি ফার্স্ট নাইট, হ্যাপি নিউ ইয়ার এগুলো পশ্চিমাদের রীতি, আর মুসলিমদের জন্য ফিতনাহ, ট্র্যাপ। এগুলো তারা শুধুমাত্র একটি টোপ হিসেবেই ব্যবহার করে চলেছে!
অথচ, এখনকার মুসলিমরাও এগুলো এমনভাবে সেলিব্রেট করে আসছে, যেন নতুন বছরে তারা নতুন একটি আমলনামা পাবে, এবং পুরাতন বছর শেষ হবার সাথে সাথে পূর্বের গুনাহ আমলনামা থেকে মুছে যাবে!
মনে রাখবেন, বছর বদলাবে আমলনামা নয়।
নতুন বছরে থার্টিফার্স্ট নাইট পালন করে আমলনামায় নতুন গুনাহ যুক্ত না করে, ৩১শে ডিসেম্বর সারারাত ধরে রবের কাছে বিগত বছরের গুনাহ গুলোর জন্য মাফ চেয়ে নিন।
নতুন বছরে, নতুন আমলনামা না পান, অন্তত পুরাতন কিছু গুনাহ কমিয়ে সওয়াব লিখিয়ে নিন। এতেই আপনার লাভ।
আল্লাহ সবাইকে বুঝার তৌফিক তৌফিক দেন😒