Nasheed With Abdur Rauf

Nasheed With Abdur Rauf ”আল্লাহ তাঁর সাথে শরীক করার অপরাধ ক্ষমা করেন না। তাছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন।” [সুরা আন-নিসাঃ ৪৮]
”নিশ্চয়ই শিরক বড় যুলুম।” [সুরা লুকমানঃ ১৩]
(1)

পেজ পরিচিতি

Nasheed With Abdur Rauf — এক অনন্য ইসলামিক ও শিক্ষামূলক প্ল্যাটফর্ম। এখানে আপনি পাবেন হৃদয়স্পর্শী ইসলামী গজল ও নাশিদ, শিক্ষামূলক পোস্ট, প্রাইভেট টিউটোরিয়াল এবং এমন জ্ঞান যা আপনার জীবনকে আলোকিত করবে। এটি কেবল একটি পেজ নয় — এটি ইমান, শিক্ষা এবং ডিজিটাল দক্ষতার এক সুন্দর মিলনস্থল।

ব্লগ ও ডিজিটাল কাজ
আমার ব্লগ Easy Tricks Learn (E.C.S)–এ আপনি পাবেন ব্লগার ডট কমের "নীডম্যাগ প্রিমিয়াম থিম

বিক্রি" সহ ব্লগিং টিপস, ডিজিটাল মার্কেটিং কৌশল এবং সহজে আয় করার গাইড। এখানে নতুন ব্লগাররা শিখতে পারে কিভাবে সুন্দর ও প্রফেশনাল ব্লগ তৈরি করবেন, থিম ইনস্টল করবেন এবং ব্লগ মনিটাইজ করবেন।

সার্ভিস ও দক্ষতা
আমি ফেসবুক পেজ ক্রিয়েশন, সেটআপ, পেমেন্ট একাউন্ট সেটআপ, স্টার সেটআপ ও মনিটাইজেশন সেটআপে বিশেষজ্ঞ। আপনার ডিজিটাল উপস্থিতি সহজ ও সফল করতে আমি প্রয়োজনীয় গাইডলাইন ও সার্ভিস প্রদান করি। এছাড়া, আমি Canva ব্যবহার করে পেশাদার ডিজাইন তৈরি করি, যাতে আপনার কনটেন্ট আরো আকর্ষণীয় ও প্রফেশনাল দেখায়।
,
Nasheed With Abdur Rauf শুধু একটি পেজ নয় — এটি জ্ঞান, ইবাদত ও প্রযুক্তির এক সুন্দর মিলনস্থল।
যদি আপনি চান আত্মার শান্তি, শিক্ষার আলো এবং ডিজিটাল দক্ষতা — এখান থেকেই আপনার যাত্রা শুরু হবে ইন-শা-আল্লাহ।
,
🔗 Easy Tricks Learn (E.C.S) — Learn easily, earn smartly.
আমাদের সাথে থাকুন, শিখুন, অনুপ্রাণিত হোন এবং নিজের পথ আলোকিত করুন। 🌸
🔍
Nasheed With Abdur Rauf
ইসলামিক গজল
নাশিদ ইসলামিক
নীডম্যাগ প্রিমিয়াম থিম বিক্রয়
ব্লগার টিপস
Easy Tricks Learn (E.C.S)
ব্লগ ক্রিয়েট এ্যান্ড সেটাপ
ফেসবুক পেজ সেটআপ
Canva ডিজাইন সার্ভিস

রিযিক বন্ধ হয়ে যাওয়ার ২০টি গুনাহ! ২ মিনিট সময় নিয়ে পড়ুন।  জীবনে সবথেকে বড় উপকার পাবেন ইন-শা-আল্লাহ।।১. সুদ :যে ব্য...
28/12/2025

রিযিক বন্ধ হয়ে যাওয়ার ২০টি গুনাহ! ২ মিনিট সময় নিয়ে পড়ুন। জীবনে সবথেকে বড় উপকার পাবেন ইন-শা-আল্লাহ।।

১. সুদ :
যে ব্যবস্থার বিরুদ্ধে আল্লাহ নিজেই যু/দ্ধ ঘোষণা করেছেন,
সেখানে কখনো বারকাহ আসতে পারে না ৷
রেফারেন্স: সূরা আল-বাকারা ২৭৯ - "আল্লাহ ও তাঁর

রাসূলের পক্ষ থেকে যু/দ্ধের ঘোষণা। ”

২. অকৃতজ্ঞতা:
যে রিযিককে তুমি তুচ্ছ করো, সেটাই ধীরে ধীরে
তোমার হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়।
রেফারেন্স: সূরা ইবরাহীম ৭ - "কৃতজ্ঞ হলে বাড়িয়ে দেব,
অকৃতজ্ঞ হলে শা/স্তি কঠিন।”

৩. আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা:
রিযিকের সাথে আত্মীয়তার সম্পর্ক সরাসরি যুক্ত। সম্পর্ক
কে/টে দিলে রিযিকের দরজা বন্ধ হয়।
হাদিস: "যে রিযিক বাড়াতে চায়, সে যেন আত্মীয়তার
সম্পর্ক বজায় রাখে।”- বুখারি ২৯৮৬ -

৪. অসততা:
ব্যবসায় মিথ্যা বললে সাময়িক লাভ হতে পারে,
কিন্তু দীর্ঘমেয়াদে রিযিক নষ্ট হয়।

৫. প্রতারণা:
কারও হক মেরে খেলে প্রতিটি হা/রাম টাকা জীবনে অভাবডেকে আনে।
হাদিস: "যে প্রতারণা করে, সে আমার উম্মতের মধ্যে নয়।
মুসলিম ১০২

৬. সালাত অবহেলা:
আজান-সালাত গুরুত্বহীন মনে করলে রিযিকের
বারকাহ কমে যায় ৷
হাদিস: "রিযিক সালাতে আছে।”
সহিহ অর্থে বহু বর্ণনায় প্রমাণিত

৭. গীবত :
অন্যের পিঠ পেছনে খারাপ বলা তোমার নিজ
জীবনের বারকাহ খেয়ে ফেলে।
সূরা হুজুরাত ১২

৮. অহংকার:
রিযিক উপহার, প্রমাণ নয় যে তুমি শ্রেষ্ঠ।
অহংকার আসমানের দরজা বন্ধ করে দেয়৷
হাদিস: "যার অন্তরে অহংকারের অণু পরিমাণ থাকে,
সে জান্নাতে যাবে না।"– মুসলিম ৯১

৯. যাকাত আটকে রাখা:
যাকাত না দিলে সম্পদ অপবিত্র হয়ে যায়
এবং ধ্বং/স হতে থাকে।
সূরা তাওবা ৩৪-৩৫

১০. কর্মচারীদের ওপর জুলুম:
যাদের তোমার ওপর কিছুটা অধিকার আছে, তাদের
হক না দিলে রিযিক শুকিয়ে যায়।
হাদিস: "মজদুরের মজুরি ঘাম শুকানোর আগেই পরিশোধ
করো।" ইবন মাজাহ ২৪৪৩

১১. বেচাকেনায় প্রতারণা বা জিনিসের দোষ লুকানো: এতেসম্পদের বারকাহ সম্পূর্ণ তুলে নেওয়া হয়।

১২. লোভ:
যে শুধু আরও আরও চায় কিন্তু আলহামদুলিল্লাহ বলে
না-সে শেষ পর্যন্ত কম পায় ৷
হাদিস: "মানুষের মন যদি দুই পাহাড় ভরা সম্পদ পায়,
তবুও সে তৃতীয়টি চাইবে।” – বুখারি ৬৪৩৯

১৩. বাবা-মাকে অবহেলা:
তোমার রিযিক তাদের দোয়া বা অভিশাপের সাথে জড়িত।
হাদিস: "রিযিক ও আয়ু বাড়ে বাবা-মাকে সন্তুষ্ট রাখলে।"
- মুসলিম (হাসান সনদে বহু রেওয়ায়েতে প্রমাণিত)

১৪. জুলুম করে সম্পদ অর্জন:
জুলুমের সম্পদে কোনো বারকাহ নেই,
বরং ধ্বং/স ডেকে আনে।

১৫. সদকা অবহেলা:
সদকা কখনো সম্পদ কমায় না, বরং বাড়ায়।
হাদিস: "সদকা সম্পদ কমায় না।
-মুসলিম ২৫৮৮

১৬. হিংসা:
অন্যের রিযিক দেখে মন খারাপ করা নিজের
রিযিকের দরজা বন্ধ করে দেয়।

১৭. নারীদের ও বাচ্চাদের প্রতি জুলুম:
যাদের যত্নের অধিকার সবচেয়ে বেশি, তাদের প্রতি অন্যায়
করলে রিযিক উঠে যায়।

১৮. মিথ্যা কসম খাওয়া:
টাকা বা ব্যবসার জন্য মিথ্যা শপথ
বারকাহ পু/ড়ি/য়ে ফেলে।
বুখারি ২০৮৭

১৯. অলসতা:
রিযিক চেষ্টা করা মানুষের কাছে আসে।
যারা চেষ্টা করে না, ভাগ্যও দরজা খোলে না।

২০. তাকদির নিয়ে অসন্তুষ্টি :
আল্লাহর সিদ্ধান্ত নিয়ে অভিযোগ করা ভবিষ্যতের রিযিকেরদরজা বন্ধ করে দেয়।
হাদিস: "আল্লাহ্ সিদ্ধান্তে সন্তুষ্ট থাকলে সে হৃদয়কে পরিপূর্ণকরেন।”
তিরমিজি ২৫১০

পোষ্টি ভালো লাগলে শেয়ার করে দিবেন
কপি পোস্ট।।

AI প্রযুক্তি সত্যিই আজ গণহারে “কবি” জন্ম দিচ্ছে কিন্তু প্রশ্নটা কবিতার নয়, আত্মসততার।যে কবিতা নিজের ভেতরের ক্ষত, প্রেম, ...
28/12/2025

AI প্রযুক্তি সত্যিই আজ গণহারে “কবি” জন্ম দিচ্ছে কিন্তু প্রশ্নটা কবিতার নয়, আত্মসততার।
যে কবিতা নিজের ভেতরের ক্ষত, প্রেম, অভিজ্ঞতা আর যন্ত্রণার ভেতর দিয়ে জন্ম নেয় তার সঙ্গে কয়েক সেকেন্ডে তৈরি হওয়া শব্দের পার্থক্য থাকবেই।
যারা AI-র লেখা কবিতা, গল্প নিজের নামে প্রকাশ করছেন, তারা হয়তো তাৎক্ষণিক বাহবা পাচ্ছেন, লাইক পাচ্ছেন, শেয়ার পাচ্ছেন। কিন্তু আত্মতৃপ্তি? সেটি খুব ক্ষণস্থায়ী। কারণ গভীর কোথাও তারা জানেন এই শব্দগুলো তাদের রক্ত থেকে আসেনি, জীবনের দাম দিয়ে কেনা নয়।
AI পারে ছন্দ বানাতে, উপমা সাজাতে
কিন্তু পারে না রাত জেগে কান্না করতে,
পারে না ক্ষুধার অর্থ বুঝতে,
পারে না ভালোবাসার দায় নিতে।
সত্যিকারের কবির আত্মতৃপ্তি আসে সততা থেকে, নিজের লেখা নিজের নামেই হোক, কাঁচা হলেও সত্য হোক। আর প্রযুক্তিকে যারা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে শেখার জন্য, খসড়া তৈরির জন্য, তারা দোষী নয়। দোষ সেখানে, যেখানে চুরি করা অনুভূতিকে নিজের বলে চালানো হয়।
শেষ পর্যন্ত সময়ই আলাদা করে দেবে
কে কবি, আর কে শুধু শব্দের ব্যবসায়ী।
#ইচ্ছাশক্তি

27/12/2025

সমাজ নষ্ট করার জন্য কিছু অভিনেতা/অভিনেত্রী, আর কিছু কন্টেন্ট ক্রিয়েটরই যথেষ্ট।।

২০২৬ বছরের শুরু থেকেই শুরু হোক সঠিক শিক্ষা অর্জন মহরা, Easy Tricks Learn E.C.S এর সাথে।মনে রাখবে,জ্ঞান নয়, প্রজ্ঞা অর্জন...
27/12/2025

২০২৬ বছরের শুরু থেকেই শুরু হোক সঠিক শিক্ষা অর্জন মহরা, Easy Tricks Learn E.C.S এর সাথে।
মনে রাখবে,
জ্ঞান নয়, প্রজ্ঞা অর্জন করো__পেশা নয়, ক্যারিয়ার তৈরি করো__মোঃ আব্দুর রউফ

  time.
27/12/2025

time.

জন্মদিনের অনেক শুভেচ্ছা প্রিয় ভাই। এই দিনের ওছিলা করে আল্লাহ আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিন। নতুন ভাবে জীবনকে গঠন ক...
26/12/2025

জন্মদিনের অনেক শুভেচ্ছা প্রিয় ভাই। এই দিনের ওছিলা করে আল্লাহ আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিন। নতুন ভাবে জীবনকে গঠন করার তৌফিক দান করুন।।
আমীন

আলহামদুলিল্লাহ, ২০২৬ সালের শেষ জুম আজকে। হ্যাঁ আরশের মালিক, হে মহান রব, সর্বশক্তিমান আল্লাহ রব্বুল আলামীন পবিত্র জুমার দ...
26/12/2025

আলহামদুলিল্লাহ, ২০২৬ সালের শেষ জুম আজকে। হ্যাঁ আরশের মালিক, হে মহান রব, সর্বশক্তিমান আল্লাহ রব্বুল আলামীন পবিত্র জুমার দিনের উছিলা করে আমাদের সকল গুনাহ মাফ করে দাও।। আমীন।।

আলুবাড়ি 😁
25/12/2025

আলুবাড়ি 😁

Address

Gobindaganj, Gaibandha
Rangpur
5740

Alerts

Be the first to know and let us send you an email when Nasheed With Abdur Rauf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nasheed With Abdur Rauf:

Share