30/04/2024
শায়খুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়াহ রহি’মাহুল্লাহ বলেন,
“মানুষের হৃদয় যদি শুধুমাত্র আল্লাহকে ভালবাসে, দ্বীনকে একমাত্র আল্লাহর জন্য একনিষ্ঠ করে- তাহলে অন্য কারও ভালোবাসার মুসীবত তাকে স্পর্শ করতে পারেনা। প্রেম-ভালোবাসার কথা তো বহু দূরে।
হারাম প্রেম-ভালোবাসায় লিপ্ত হওয়ার অর্থ- হৃদয়ে আল্লাহর মহব্বতের অপূর্ণতা। একারণে ইউসুফ আ’লাইহিস সালাম, যিনি একনিষ্ঠভাবে আল্লাহকে মহব্বত করতেন, তিনি এই মানবীয় ইশক-মহব্বত থেকে বেঁচে ছিলেন।
আল-ক্বুরআনে ইরশাদ হয়েছে, “এমনিভাবেই হয়েছে, যাতে আমি তাঁর (ইউসুফের) থেকে মন্দ ও নির্লজ্জ বিষয় সরিয়ে দেই। নিশ্চয় সে আমার মনোনীত বান্দাদের মধ্যে একজন ছিল।” (সুরা ইউসুফঃ ২৪)
পক্ষান্তরে মিসরের বাদশাহর স্ত্রী ও তার জাতির লোকেরা ছিল মুশরিক। ফলে সে প্রেম-ভালোবাসায় আক্রান্ত হয়। তাই একজন মুসলিমের উচিত অবৈধ প্রেম-ভালোবাসার এই ধ্বংসের পথ থেকে সরে আসা। এ থেকে নিজেকে রক্ষা করা ও মুক্তি পাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়া।”