Mehedi Hasan Mahir

Mehedi Hasan Mahir ❤️❤️ইয়া রব আমার সব কাজ যেন তোমাকে সন্তুষ্ট করার জন্য হয়।❤️❤️

30/04/2024

শায়খুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়াহ রহি’মাহুল্লাহ বলেন,
“মানুষের হৃদয় যদি শুধুমাত্র আল্লাহকে ভালবাসে, দ্বীনকে একমাত্র আল্লাহর জন্য একনিষ্ঠ করে- তাহলে অন্য কারও ভালোবাসার মুসীবত তাকে স্পর্শ করতে পারেনা। প্রেম-ভালোবাসার কথা তো বহু দূরে।
হারাম প্রেম-ভালোবাসায় লিপ্ত হওয়ার অর্থ- হৃদয়ে আল্লাহর মহব্বতের অপূর্ণতা। একারণে ইউসুফ আ’লাইহিস সালাম, যিনি একনিষ্ঠভাবে আল্লাহকে মহব্বত করতেন, তিনি এই মানবীয় ইশক-মহব্বত থেকে বেঁচে ছিলেন।
আল-ক্বুরআনে ইরশাদ হয়েছে, “এমনিভাবেই হয়েছে, যাতে আমি তাঁর (ইউসুফের) থেকে মন্দ ও নির্লজ্জ বিষয় সরিয়ে দেই। নিশ্চয় সে আমার মনোনীত বান্দাদের মধ্যে একজন ছিল।” (সুরা ইউসুফঃ ২৪)
পক্ষান্তরে মিসরের বাদশাহর স্ত্রী ও তার জাতির লোকেরা ছিল মুশরিক। ফলে সে প্রেম-ভালোবাসায় আক্রান্ত হয়। তাই একজন মুসলিমের উচিত অবৈধ প্রেম-ভালোবাসার এই ধ্বংসের পথ থেকে সরে আসা। এ থেকে নিজেকে রক্ষা করা ও মুক্তি পাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়া।”

হে অন্তরসমূহের পরিবর্তন কারী আল্লাহ !আমাদের অন্তরকে তোমার ইবাদত ও অনুগত্যের দিকে ঘুরিয়ে দাও । (সহীহ মুসলিম: ৪৭৯৮)
01/10/2023

হে অন্তরসমূহের পরিবর্তন কারী আল্লাহ !
আমাদের অন্তরকে তোমার ইবাদত ও অনুগত্যের দিকে ঘুরিয়ে দাও ।
(সহীহ মুসলিম: ৪৭৯৮)

Allah is always with me❤️❤️❤️❤️❤️
01/10/2023

Allah is always with me❤️❤️❤️❤️❤️

01/10/2023

প্রিয় মৃত্যু,
জানি তুমি না চাওয়া এক অপ্রিয় সত্য!

তুমি এসো এক পবিএ রজনীতে,
রবের খুব সন্নিকটে সিজদায়.....

তুমি এসো পবিএ কালেমা মুখে
তুমি না আসা পর্যন্ত থাকি যেন,
প্রিয় রবের শীতল ছায়ায়!

তুমি এসো নুরের আলোয় আলোকিত করে পরিপূর্ণ ঈমান নিয়ে!

-

ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲْ ﺃَﺳْﺄَﻟُﻚَ ﺣُﺴْﻦَ ﺍﻟْﺨَﺎﺗِﻤَﺔِ

হে আল্লাহ, আমি আপনার কাছে উত্তম মৃত্যু চাই!

30/09/2023

°

নিশ্চয় রাসূল (সাঃ) এর জীবনই তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ । 🌻

( সূরা-আহযাব - আয়াত-২১ ) 🌸

°

30/09/2023

°

আমি তোমাদেরকে জাহান্নামের লেলিহান আগুন হতে সতর্ক করে দিয়েছি । 💛

[ সূরা লাইল .আয়াত: ১৪ ] 🤎

°

30/09/2023

"তুমি ভাবছো সব শেষ? অথচ পাতাবিহীন গাছটিও দাড়িয়ে থাকে বসন্তের আশায়। তাহলে তুমি কেনো হতাশ! ভরসা রাখো রবের প্রতি তোমার হতাশা গুলোতেও একদিন আশার আলো ফুটবে।" 🖤🥀

-ইনশাআল্লাহ্

29/09/2023

•••নবীজি(সা:) বলেছেন "আলহামদুলিল্লাহ মিজানকে পূর্ণ করে দেয়!আর সুবহানআল্লাহ আলহামদুলিল্লাহ শব্দ দুটি আসমান ও জমিনের খালি জায়গা পূরন করে দেয় ☺️🖤•••(সহীহ মুসলিম;২২৩)🖤

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mehedi Hasan Mahir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share