Teesta Media

Teesta Media সত্যের সন্ধানে নির্ভীক। সত্য নিরপেক্ষ সংবাদ প্রচারের মধ্যদিয়ে Teesta Media(তিস্তা মিডিয়া) জনপ্রিয় হয়ে উঠেছে। দোয়া করবেন সফলাতা যেন পাই।। ধন্যবাদ 🧡
(7)

অবশেষে সই হলো চুক্তি: ইউক্রেনের খনিজ সম্পদ ব্যবহারে ছাড়পত্র পেল অ্যামেরিকাকিয়েভ:দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে সই হলো ইউক্...
02/05/2025

অবশেষে সই হলো চুক্তি: ইউক্রেনের খনিজ সম্পদ ব্যবহারে ছাড়পত্র পেল অ্যামেরিকা

কিয়েভ:
দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে সই হলো ইউক্রেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার বহুল প্রতীক্ষিত খনিজ চুক্তি। এই চুক্তির ফলে আমেরিকা ইউক্রেনের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ—বিশেষ করে ইউরেনিয়াম ও লিথিয়াম জাতীয় মূল্যবান খনিজ—ব্যবহারের অধিকার পাবে।

চুক্তিটি সই হওয়ার কথা ছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আমেরিকা সফরের সময়ই। কিন্তু সেই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাজনৈতিক ও কূটনৈতিক মতবিরোধের কারণে আলোচনা থমকে যায়।

জানা যায়, ইউক্রেন জানিয়ে দেয় যে, চুক্তি সইয়ের আগে ওয়াশিংটনকে কিয়েভের কয়েকটি নির্দিষ্ট শর্ত মেনে চলতে হবে—যার মধ্যে ছিল ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষায় পূর্ণ সমর্থন, সামরিক সহায়তা বাড়ানো এবং খনিজ ব্যবহারে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা।

শেষ পর্যন্ত মার্কিন প্রশাসন ইউক্রেনের শর্তগুলোর বেশিরভাগই মেনে নেওয়ায় উভয়পক্ষ চুক্তিতে সম্মত হয়।

বিশ্লেষকদের মতে, এই চুক্তি শুধু খনিজ সম্পদ ব্যবহারের ক্ষেত্রেই নয়, বরং ইউক্রেন-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং ইউরোপীয় নিরাপত্তা কাঠামোতেও প্রভাব ফেলবে

02/05/2025

চিরকাল নাহি সমান
(প্রবচনভিত্তিক কবিতা)

আজ যে পরনে মুকুট গাঁথা,
তার পায়ে লুটায় রাজপথ রাত-দিন।
কাল সে মুঠো পাতি দাঁড়ায়,
ভাঙা কাপে চায় একটু দান, সামান্য যত ঋণ।

চিরকাল কি থাকে চাঁদ পূর্ণিমা হয়ে?
আকাশও তো ঢাকে মেঘের মোটা চাদরে।
যে হাসে আজ মহলে বসে,
কাল সে হয়তো কাঁদে ফুঁপিয়ে কোন খড়ের ঘরে।

অহংকার করিস না রে মন,
ধন-মর্যাদা সময়ের দেয় খেলা।
আজ যে নটরাজ, কাল সে নিঃস্ব,
চিরকাল নাহি সমান — এ জগতের মেলা।

30/04/2025
26/04/2025

পাহেলগাম সন্ত্রাসী হামলায় নিহতদের তালিকা প্রকাশ: গৌড়ীয় মিডিয়ার ভুয়া প্রচার ভেঙে পড়ল

পাহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় ২৬ জন সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন। ইন্ডিয়া টিভি নিউজের তথ্য অনুযায়ী, নিহতদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে ২৬ জনের মধ্যে ১৫ জনই মুসলিম সম্প্রদায়ের। নিহতদের নাম ও রাজ্য নিম্নরূপ:

১. মুহাম্মদ আসিফ (উত্তরপ্রদেশ)
২. আনিস কুরেশি (উত্তরপ্রদেশ)
৩. ফয়সাল খান (দিল্লি)
৪. সলিম বেগ (রাজস্থান)
৫. অনিল রায় (বিহার)
৬. রমেশ যাদব (উত্তরপ্রদেশ)
৭. প্রদীপ মিশ্র (উত্তরপ্রদেশ)
৮. আরিফ কুরেশি (উত্তরপ্রদেশ)
৯. পারভীন ঠাকুর (হরিয়ানা)
১০. জামিল আহমেদ (পাঞ্জাব)
১১. সুরেশ কুমার (দিল্লি)
১২. মহসিন শেখ (মহারাষ্ট্র)
১৩. আফজাল আনসারী (বিহার)
১৪. মঞ্জু শর্মা (রাজস্থান)
১৫. দীপক ভার্মা (উত্তরপ্রদেশ)
১৬. নাজিম খান (উত্তরপ্রদেশ)
১৭. সুনীল গুপ্ত (বিহার)
১৮. আসলাম মির্জা (গুজরাট)
১৯. রাকেশ যাদব (মধ্যপ্রদেশ)
২০. শরীফ শেখ (মহারাষ্ট্র)
২১. শহীদ হোসেন (দিল্লি)
২২. রিয়াজ আহমেদ (জম্মু)
২৩. মীনাক্ষী ত্রিপাঠী (উত্তরপ্রদেশ)
২৪. সেলিম খান (উত্তরপ্রদেশ)
২৫. নীরজ ভার্মা (হরিয়ানা)
২৬. ইরশাদ খান (দিল্লি)

এই তালিকা স্পষ্টভাবে দেখায় যে হামলায় নির্দিষ্ট কোনও সম্প্রদায়ের মানুষকে টার্গেট করা হয়নি। বরং, হামলাটি ধর্মনিরপেক্ষ সাধারণ জনগণের বিরুদ্ধে ছিল। অথচ, কিছু গৌড়ীয় সংবাদমাধ্যম হামলার প্রকৃতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করেছে। তারা দাবি করছিল যে, হামলার আগে ধর্ম জানতে চাওয়া হয়েছিল এবং মুসলিমদের রেহাই দেওয়া হয়, যা এই তালিকা সম্পূর্ণভাবে খণ্ডন করেছে।

বিশ্লেষকরা মনে করছেন, এমন বিভ্রান্তিকর এবং সাম্প্রদায়িক বিভাজনমূলক প্রচারের বিরুদ্ধে সরকারের কড়া নজরদারি ও ব্যবস্থা নেওয়া উচিত। ভুয়া সংবাদের মাধ্যমে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর প্রচেষ্টা গণতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকর।

তথ্যসূত্র: প্রশান্ত নাহাটা

25/04/2025

ভারত-পাকিস্তান যুদ্ধ: কারণ ও প্রেক্ষাপট

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের ইতিহাস বহু পুরনো, যা মূলত রাজনৈতিক, ভৌগোলিক, ধর্মীয় ও ঐতিহাসিক বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ১৯৪৭ সালে ব্রিটিশ ভারতের বিভাজনের পর থেকেই দুই দেশের মধ্যে দ্বন্দ্বের সূচনা হয়। এই দ্বন্দ্ব সময়ের সাথে যুদ্ধেও রূপ নেয়। চলুন জেনে নেওয়া যাক ভারত-পাকিস্তান যুদ্ধের মূল কারণগুলো:

১. কাশ্মীর ইস্যু

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের সবচেয়ে বড় কারণ হচ্ছে কাশ্মীর। ১৯৪৭ সালে ভারতের বিভাজনের সময় কাশ্মীর ছিল একটি স্বাধীন রাজ্য, যার শাসক হরি সিং ভারতের সঙ্গে যোগদানের সিদ্ধান্ত নেন। কিন্তু পাকিস্তান এই সিদ্ধান্ত মেনে নেয়নি, ফলে শুরু হয় ১৯৪৭-৪৮ সালের প্রথম ভারত-পাকিস্তান যুদ্ধ। এরপর ১৯৬৫ এবং ১৯৯৯ সালেও কাশ্মীর ইস্যু ঘিরে যুদ্ধ হয়।

২. ধর্মীয় বিভাজন ও দ্বন্দ্ব

ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলেও পাকিস্তান প্রতিষ্ঠিত হয় একটি ইসলামি রাষ্ট্র হিসেবে। ধর্মীয় ভিন্নতা দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা ও অবিশ্বাস তৈরি করেছে, যা যুদ্ধের পেছনে একটি বড় ভূমিকা পালন করেছে।

৩. পানি নিয়ে দ্বন্দ্ব

সিন্ধু নদী ও এর উপনদীগুলো নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা রয়েছে। যদিও ১৯৬০ সালে "সিন্ধু পানি চুক্তি" স্বাক্ষরিত হয়, তারপরও সময় সময় পানি বণ্টন নিয়ে অভিযোগ ও উত্তেজনা দেখা দেয়।

৪. পূর্ব পাকিস্তান ইস্যু (বাংলাদেশের স্বাধীনতা)

১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের মূল কারণ ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) গণহত্যা ও শরণার্থী সংকট। ভারত শরণার্থীদের আশ্রয় দেয় এবং মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতার পক্ষে অবস্থান নেয়, যা চূড়ান্তভাবে যুদ্ধে রূপ নেয় এবং পাকিস্তানের পরাজয়ের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়।

৫. সন্ত্রাসবাদ ও সীমান্তে সংঘর্ষ

সাম্প্রতিক বছরগুলোতে সন্ত্রাসবাদ ও সীমান্তে গোলাগুলির ঘটনা দুই দেশের সম্পর্ককে আরও খারাপ করেছে। বিশেষ করে ২০০১ সালের সংসদ হামলা এবং ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা চরমে পৌঁছায়।

---

25/04/2025

কাশ্মীরে যুদ্ধ ভারতের সাথে

Address

Rangpur
5440

Alerts

Be the first to know and let us send you an email when Teesta Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Teesta Media:

Share