
02/05/2025
অবশেষে সই হলো চুক্তি: ইউক্রেনের খনিজ সম্পদ ব্যবহারে ছাড়পত্র পেল অ্যামেরিকা
কিয়েভ:
দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে সই হলো ইউক্রেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার বহুল প্রতীক্ষিত খনিজ চুক্তি। এই চুক্তির ফলে আমেরিকা ইউক্রেনের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ—বিশেষ করে ইউরেনিয়াম ও লিথিয়াম জাতীয় মূল্যবান খনিজ—ব্যবহারের অধিকার পাবে।
চুক্তিটি সই হওয়ার কথা ছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আমেরিকা সফরের সময়ই। কিন্তু সেই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাজনৈতিক ও কূটনৈতিক মতবিরোধের কারণে আলোচনা থমকে যায়।
জানা যায়, ইউক্রেন জানিয়ে দেয় যে, চুক্তি সইয়ের আগে ওয়াশিংটনকে কিয়েভের কয়েকটি নির্দিষ্ট শর্ত মেনে চলতে হবে—যার মধ্যে ছিল ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষায় পূর্ণ সমর্থন, সামরিক সহায়তা বাড়ানো এবং খনিজ ব্যবহারে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা।
শেষ পর্যন্ত মার্কিন প্রশাসন ইউক্রেনের শর্তগুলোর বেশিরভাগই মেনে নেওয়ায় উভয়পক্ষ চুক্তিতে সম্মত হয়।
বিশ্লেষকদের মতে, এই চুক্তি শুধু খনিজ সম্পদ ব্যবহারের ক্ষেত্রেই নয়, বরং ইউক্রেন-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং ইউরোপীয় নিরাপত্তা কাঠামোতেও প্রভাব ফেলবে