Alomgir kobir

Alomgir kobir মানবহিতষী কর্মকান্ডের নিগুড় লক্ষে সমাজে পশ্চাৎপদ ও অনগ্রসর জনগোষ্ঠীর পাশে থাকতে চাই।

১৮৮২ সাল—ব্রিটিশ আমলের এক অধ্যায়, যখন নীলফামারী জেলার বুক চিরে শিক্ষার এক দীপ্ত প্রদীপ জ্বলে ওঠে। প্রতিষ্ঠিত হয় ইংলিশ হা...
29/05/2025

১৮৮২ সাল—ব্রিটিশ আমলের এক অধ্যায়, যখন নীলফামারী জেলার বুক চিরে শিক্ষার এক দীপ্ত প্রদীপ জ্বলে ওঠে। প্রতিষ্ঠিত হয় ইংলিশ হাইস্কুল, যা আজকের নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়। তখনকার নীলফামারী মহকুমায় কর্মরত শিক্ষানুরাগী কর্মকর্তা, ব্যবসায়ী ও সমাজপতিরা এই বিদ্যালয়ের অগ্রগতিতে মুখ্য ভূমিকা রাখেন।

শিক্ষার এই যাত্রাপথে অমর হয়ে আছেন তিন মহৎ ব্যক্তি—জমিদার রেবতী মোহন চৌধুরী, তমিজউদ্দীন চৌধুরী ও রুস্তম আলী আহমেদ, যাঁরা দান করেন ১৩.২৩ একর জমি—যার উপর আজ দাঁড়িয়ে আছে এই ঐতিহাসিক প্রতিষ্ঠান।

📍 ১৯১৪ সালে নির্মিত বিদ্যালয়ের লাল ভবন আজও গর্বভরে বহন করে সেই অতীত ঐতিহ্য।
📍 ১৯৬৮ সালে বিদ্যালয়টি জাতীয়করণ হলে এটি নতুন নাম পায়: নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয়।

এই বিদ্যালয় শুধু শিক্ষা নয়—এটি এই জেলার ইতিহাস, সংস্কৃতি ও সম্ভাবনার প্রতীক। শতবর্ষ পেরিয়ে আজও যেখানে ছেলেরা স্বপ্ন বোনে, মানুষ গড়ার কারখানায় নিজেকে গড়ে তোলে।

cns faundation er deya gift Rangpur city
27/10/2024

cns faundation er deya gift Rangpur city

প্রয়োজন আছে যত , নিয়ে যাবেন তত।
16/10/2024

প্রয়োজন আছে যত , নিয়ে যাবেন তত।

নলকূপ বিতরন ও সংস্থাপন শেষে ছবি তুলেছি;অনেকে  স্বামী-স্ত্রীর রোঞ্চকর ছবি ভাবতে পারেন!আমি ফুটিয়ে তুলেছি স্ত্রীর সাংসারিক ...
10/10/2024

নলকূপ বিতরন ও সংস্থাপন শেষে ছবি তুলেছি;
অনেকে স্বামী-স্ত্রীর রোঞ্চকর ছবি ভাবতে পারেন!
আমি ফুটিয়ে তুলেছি স্ত্রীর সাংসারিক কাজে স্বামীর একটু সহযোগীতার বিষয়টি।

Address

Bangladesh
Rangpur
5402

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alomgir kobir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share