29/05/2025
১৮৮২ সাল—ব্রিটিশ আমলের এক অধ্যায়, যখন নীলফামারী জেলার বুক চিরে শিক্ষার এক দীপ্ত প্রদীপ জ্বলে ওঠে। প্রতিষ্ঠিত হয় ইংলিশ হাইস্কুল, যা আজকের নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়। তখনকার নীলফামারী মহকুমায় কর্মরত শিক্ষানুরাগী কর্মকর্তা, ব্যবসায়ী ও সমাজপতিরা এই বিদ্যালয়ের অগ্রগতিতে মুখ্য ভূমিকা রাখেন।
শিক্ষার এই যাত্রাপথে অমর হয়ে আছেন তিন মহৎ ব্যক্তি—জমিদার রেবতী মোহন চৌধুরী, তমিজউদ্দীন চৌধুরী ও রুস্তম আলী আহমেদ, যাঁরা দান করেন ১৩.২৩ একর জমি—যার উপর আজ দাঁড়িয়ে আছে এই ঐতিহাসিক প্রতিষ্ঠান।
📍 ১৯১৪ সালে নির্মিত বিদ্যালয়ের লাল ভবন আজও গর্বভরে বহন করে সেই অতীত ঐতিহ্য।
📍 ১৯৬৮ সালে বিদ্যালয়টি জাতীয়করণ হলে এটি নতুন নাম পায়: নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয়।
এই বিদ্যালয় শুধু শিক্ষা নয়—এটি এই জেলার ইতিহাস, সংস্কৃতি ও সম্ভাবনার প্রতীক। শতবর্ষ পেরিয়ে আজও যেখানে ছেলেরা স্বপ্ন বোনে, মানুষ গড়ার কারখানায় নিজেকে গড়ে তোলে।