15/10/2023
আমি এসব ভিডিও এড়ানোর চেষ্ঠা করছিলাম কারণ আমার চোখ আর নিতে পারছিলো না। কিন্তু এখন মনে হচ্ছে আমার শুধু এগুলাই দেখা উচিৎ, আরো অনেক বেশি কষ্ট পাওয়া উচিৎ, সবসময় কাঁদা উচিৎ। রাসূলুল্লাহ (সা) বলেছিলেন তার পুরো উম্মত একটা শরীরের মতো। শরীরের এক অংশ ব্যাথা পেলে পুরো শরীরি সেই ব্যাথা অনুভব করবে!
ইশশ আমি যদি দুয়া ছাড়া আর কিছু করতে পারতাম!
স্ব-শরীরে যদি উপস্থিত থাকতে পারতাম ওখানে!
হায় আরব, হায় মুসলিম রাষ্ট্রের শাসক! তোমরা কোন মুখে দাঁড়াবে আল্লাহর সামনে! এই বাচ্চাগুলার নালিশের কি উত্তর দেবে! আল- আকসা কি তোমাদের না?
ইজরাইলি পশুরা এখন গাজায় ইন্টারনেট সংযোগ, ইলেকট্রিসিটি, পানি সর্বরাহ বন্ধ করে দিয়েছে! যাতে গাজার ওপর হওয়া তাদের বর্বরতার খবর বিশ্ববাসীর কাছে না পৌছায়। নিষিদ্ধ ক্যামিকেল মিসাইল যেগুলো শরীররে প্রবেশ করলে হাঁড় অব্দি ক্ষত হয়ে যাবে সেগুলো নিক্ষেপ করছে। লক্ষাধীক কাগজের লিফলেট বিতরণ করছে গাজাবাসীদের শহর ছেড়ে যাবার আল্টিমেটাম দিয়ে।
আল্লাহ সব দেখছেন। আল্লাহ কিচ্ছু ভুলে যান না। তোমরা জুলুম করে নেও। আল্লাহ আল-ক্বাহ্হার, উনি ছেড়ে দেবেন না। আমাদের মা-বাবা, ভাই বোনদের আমারদের সন্তানের শাহাদতের কষ্ট , তাদের আহাজারি আরশের মালিকের কাছে ঠিক ঠিক পৌছাচ্ছে!
-মুনতাস শিরিন তানজিম